ভেব না, ভেব না, আর মাত্র ছয় থেকে আট মাস কি বড়জোড় এক বছর। তবে আগের মতো মৌরসি পাট্টা আর থাকবে না। বি-ইস্কুল গ্রাড আর আইটীওয়ালারা হাঁইমাঁই করে কামাবে, আর ইন্ডাস্ট্রীয়াল ইঞ্জিনিয়ার আর মজুররা আঙুলচুষবে সেদিন আর আসবে না। ১০০কোটি উপার্জনের লোকালয় কে ধার দেওয়ার জন্য ৫০০ কোটির ব্যাঙ্কের ঝুলি আর থাকবে না। শ্যামলবাবুর ইচ্ছা মত হরিহর-বাটাটাপুরির মত সার্ভিস সেক্টারের রমরমা আর থাকবে না। সবকিছুর একটা সমতা আছে।
Arpan | ১৩ মার্চ ২০০৯ ১০:২৫ | 216.52.215.232
৬) ওকালতি
arjo | ১৩ মার্চ ২০০৯ ১০:১৫ | 24.42.203.194
আর এই রিসেশন শেষ হতেও দিল্লি দুর হ্যায়। বাইনারীদাকে একটা অন্য নাম ভাবতে হবে।
Binary | ১৩ মার্চ ২০০৯ ১০:১৩ | 70.64.8.206
দেখ যাক কি হয়, শেষ পজ্জন্ত, দিল্লী কিতনা দূর হ্যায়।
Binary | ১৩ মার্চ ২০০৯ ১০:০৯ | 70.64.8.206
সিকির থিওরি অনুযায়ী নিম্নলিখিত ইন্ডাস্ট্রী-র কোনো রিসেশন নাইঃ ১) মেডিকাল ও হস্পিটাল ২) ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রী ৩) সিগারেট-বিড়ি-মদ ৪) পর্নো ৫) শরীর ব্যবসা কোনো এক ব্রথেলের মাল্কিনের ইন্টর্ভিউ দিয়েছিলো, ইন এম-এস-এন। তিনি চোখ নাচিয়ে বললেন, হ্যাঁ, রিসেশনের বাজারে লোকে দরদাম বেশী করছে বটে তবে চাহিদার কমি্ত নেই।
Arijit | ১৩ মার্চ ২০০৯ ১০:০৫ | 61.95.144.123
আরে ঠহেরো। দিল্লী বহুত দূর হ্যায়। জোটের ঘোষনা আর ভোটের আগে এবং ভোটের দিন অবধি একসাথে কাজে জমিন-আসমান ফারাক।
Binary | ১৩ মার্চ ২০০৯ ১০:০৩ | 70.64.8.206
অরিজিতের জোট না হওয়ার টাও ভোগে গেল।
Arijit | ১৩ মার্চ ২০০৯ ০৯:৫৪ | 61.95.144.123
আচ্ছা হিউগসের কি হাল? শুনলাম গুরগাঁওতে যেটা ছিলো সেটা অন্য কিছু হয়ে গেছে?
Arijit | ১৩ মার্চ ২০০৯ ০৯:৫৩ | 61.95.144.123
২০০১-০২-তে ডট কম কোং গুলো তো গেছিলোই, পাশাপাশি সার্ভার তৈরী যারা করতো - যেমন সান - বেশ ঝাড় খেয়েছিলো। সুইচ-এর কোং গুলোও - নর্টেল, সিসকো, সিয়েনা...কারণ ডট কম গুলো বন্ধ হবার ফলে সার্ভার এবং টেলিকম নেটওয়ার্ক ইকুইপমেন্টের ব্যবসা ঝাড় খেয়েছিলো।
ওই সময় একটা লেখাও বেরিয়েছিলো - একটা ইন্ডাস্ট্রী হুহা ফ্লারিশ করেছিলো - পর্ন ইন্ডাস্ট্রী। কারণ ডট কম কোং গুলোর বাড়তি টেলিকম ইকুইপমেন্টগুলো এরা জলের দরে কিনে নিয়েছিলোঃ-)
Arijit | ১৩ মার্চ ২০০৯ ০৯:৩০ | 61.95.144.123
এই আজ্জো/র এরা কখনও ইউরোপে বা আম্রিকায় সুইমিং পুলে যায় নাই?
d | ১৩ মার্চ ২০০৯ ০৮:১৫ | 117.195.37.60
আম্রিকার হাসপাতালে বুঝি অনেক অনেক সাইকিয়াট্রিস্ট গিজগিজ করে? আমি কক্ষণো আম্রিকার হাসপাতাল দেখিনিতো তাই জানতে চাইছি।
Arpan | ১৩ মার্চ ২০০৯ ০৮:১৪ | 122.252.231.12
বেশ হয়েছে!
Ishan | ১৩ মার্চ ২০০৯ ০৮:০৪ | 12.217.27.213
ক্রিকেটের প্রফেসি টা তো ভোগে গেল। এবার দেখা যাক, ভোটের টা কি হয়।
Binary | ১৩ মার্চ ২০০৯ ০৩:১৫ | 198.169.6.69
আইটি কোম্পানীর প্রবলেম কাদের মুলতঃ ১) যারা ব্যাংকিং/ফাইনান্সকে সার্ভিস করে ২) যারা সার্ভিস ইন্ডাস্ট্রী সার্ভিস করে, যেমন এয়ারলাইন্স ইত্যাদি ৩) যদের মুলধন মুলতঃ ব্যাংকের ধারের উপর, যেমন অটোমোবাইলস ইত্যাদি
দ্রি যে লিস্টি দিচ্ছে প্রতিদিন, সেখানে খুব কম-ই মেটাল মাইন্স-ফাব্রিকেশন/ক্যমিকালস/ওয়েল/ফার্মাসিটিউকালস ইত্যাদি কোম্পানীর নম আসবে
সাধে কি বলেছি, আগে হেভী ইন্দাস্ট্রি !!
Binary | ১৩ মার্চ ২০০৯ ০৩:০৬ | 198.169.6.69
আইটি-র ব্যবসা সবই ইন্ডাস্ট্রী স্পেসিফিক। ২০০০-২০০২ এ ডটকম ঝাড় খওয়ার পরে সুধু আইটী-ই ঝাড় খেয়েছিলো, তাও যারা সুধু ঐ ব্যবসা-ই করত। মাঝারি কোং গুলোর ডটকম ব্যবসা/ডিপার্টমেন্ট সাফা হয়ে গেছিলো এরকম-ও হয়েছে। টিসিএস বা ইনি্ফ ঝাড় খায় নি কারণ এরা প্রধানত ডটকম করে না।
এবারে মুলত ঝাড় খাচ্ছে ব্যাংকিং/ফাইনান্স সেক্টার, তাই সত্যম, ইনফি যারা ব্যাংকিং-এ মুল ব্যবসা করে তাদের-ই ঝাড় যাচ্ছে বেশী।
আশ্চর্য্য ম্যানুফ্যাকচারিং সেক্টারে যারা সার্ভিস করে, ইআরপি, ওরাকেল/স্যাপ ইত্যাদি, মেইনফ্রেম ইত্যাদি, এদের ২০০০-২০০২ এও কোনো প্রবলেম হয়নি, আর এখনো, ওদের ঝাড় সব শেষে আসবে, যদি আসে। এই সেক্টারে যেমন বিজনেস হু হু করে আসে না সেরকম ঝাড় খেতে-ও টাইম লাগে।
m | ১৩ মার্চ ২০০৯ ০২:৪১ | 12.217.30.133
এখনো কি নাইট ডিউটি চলছে?
siki | ১৩ মার্চ ২০০৯ ০২:৩০ | 122.160.41.29
ভগমান কী মিষ্টি ...
m | ১৩ মার্চ ২০০৯ ০২:২৪ | 12.217.30.133
দু, তোমাদের রাজ্যে স্বয়ং ভগমান থাকেন তো
Du | ১৩ মার্চ ২০০৯ ০২:২০ | 74.7.148.7
আর যাই হোক টেক্সাসে অন্ততঃ নতুন করে খরা হচ্ছে না। গতবছর মাত্র সাত বছঅরের খরা শেষ হয়েছে।
m | ১৩ মার্চ ২০০৯ ০২:১২ | 12.217.30.133
বুশ কে জুতো ছুঁড়ে বিখ্যাত সাংবাদিকের তিনবছরের জেল হলো- প্রতিবাদে ইরাকে বড়ো বড়ো মিছিল হয়েছে।
nyara | ১৩ মার্চ ২০০৯ ০২:০৩ | 64.105.168.210
এবারে হইহইয়ের আরেকটা কারণ এই প্রথম দেশে গণ স্কেলে লে-অফ হচ্ছে। লে-অফের কনসেপ্ট তো আগে বিশেষ ছিল না। নেহাত চুরির দায়ে ধরা না পড়লে দেশে চাকরি যেত না। ২০০০-২০০২ নাগদও অল্প-স্বল্প চাকরি গেছে, কিন্তু গণ স্কেলে নয়।
এদেশে টেক সেক্টর এখনও ঝাড় খায়নি। যা লে অফ হচ্ছে সবই প্রি-এম্পটিভ। সে কারণে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এখানে, সিলিকন ভ্যালিতে, ২০০০-২০০২-এর টেক সেক্টরের ঝাড় আরও ভয়াবহ ছিল। তাছাড়া জায়গাটাও রিসেশনের এপিসেন্টার ছিল। এবার তো এপিসেন্টার নিউ ইয়র্ক। এখনও সারা দেশে যখন বেকারীর হার ৮.১%, ইঞ্জিনিয়ারদের ৩%। তবে ঝাড় আসবে বলে আমার ধারণা। সেকেন্ড কোয়ার্টার অনওয়ার্ডস।
siki | ১৩ মার্চ ২০০৯ ০১:৫৭ | 122.160.41.29
* এই সব জায়গা থেকেই = টিসিএস ইনফোসিস আইবিয়েম।
siki | ১৩ মার্চ ২০০৯ ০১:৫৬ | 122.160.41.29
তখনকার আর এখনকার গল্প অনেক অনেক আলাদা। তখন টিসিএস ইনফোসিস থেকে একজনেরও চাকরি যায় নি। মরেছিল ছোটো আর মাঝারি কোম্পানি। এখন এই সব জায়গা থেকেই আগে যাচ্ছে, সারভাইভ করে যাচ্ছে মাঝারি কোংগুলো।
Paramita | ১৩ মার্চ ২০০৯ ০১:৫৬ | 63.82.71.141
২০০১-২০০২-তে শুধু আইটির লোকেদেরই ঝাড় গেছিল। এখন সর্বত্র। ছোটোখাটো দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে, গরমের ছুটিতে দেশে যাওয়ার টিকিট পাওয়া যায় না, এবার তেমন ডিম্যান্ড নেই, এয়ারলাইন বাবাবাছা করে ডিল দিচ্ছে, কেনার লোক নেই। তবে তখনকার তুলনায় আইটির ঝাড় এই মুলুকে এখনও স্বরূপে দেখা দেয় নি। আর দুটো কোয়ার্টার যাক্।
Binary | ১৩ মার্চ ২০০৯ ০১:৪৭ | 198.169.6.69
আর আইটী-তে এরকম অবস্থাতো ২০০০-টু-২০০২ হয়েছিলো। ডটকম আর ওয়াই-টু-কে বেলুন বার্স্ট করার পর। তখন-ও তো আটি কোং-এর ঝুরি ঝুরি লোকের চাক্রি গেছে। তখন-তো এত হই হই হয় নি !!!
siki | ১৩ মার্চ ২০০৯ ০১:৪২ | 122.160.41.29
আমাদের সোসাইটিতেই এক বাঙালি মহিলা আছেন, নোক্রি ডটকমে চাগ্রি করেন। আমি তাকে ঘূণাক্ষরেও জানাই নি আমি কোথায় চাকরি করি।
siki | ১৩ মার্চ ২০০৯ ০১:৪১ | 122.160.41.29
আমার কাছে তেড়ে আসছে RBS থেকে মেল, প্রায় রোজ দুখানা করে। কে বলে RBSএর বাজার খারাপ?
(নাকি আমারই বাজার খারাপ?)
Binary | ১৩ মার্চ ২০০৯ ০১:৪০ | 198.169.6.69
কলেজ ইস্কুল কোত্থেকে রিসেশন প্রুফ হবে ? এখানে অধিকাংশ ইউনি চলে বেসরকারী কোম্পানীর দাতব্যে, তা কোম্পানী দাতব্য বন্ধ করে দিলে, ইউনিভার্সিটির কি হবে ? অলরেডি ফান্ডিং অনেক কমে গেছে, নতুন রিক্রুটমেন্ট বন্ধ।
Binary | ১৩ মার্চ ২০০৯ ০১:৩৬ | 198.169.6.69
বাপরে, সক্কলে এত টেনসনে ভুগছে কেন ? বলে দিলুম, আর ছয় মাসে অবস্থা পরিবর্তন হবে, না হলে আমার নাম বাইনারি নয়। ভদ্রমহোদয়গন এট্টু ধইর্য্য ধরুন।
এই বাজারে-ও আমার কাছে নোক্রি-ডট-কম থেকে মেল আসছে, ব্যাঙ্গালুরুতে ওরাকেল নাকি লোক চাইছে।
M1 | ১৩ মার্চ ২০০৯ ০১:১০ | 59.93.212.145
জয়নগরে এসিউসি
Arpan | ১৩ মার্চ ২০০৯ ০১:০৯ | 122.252.231.12
২৭=২৫+২
Arpan | ১৩ মার্চ ২০০৯ ০১:০৮ | 122.252.231.12
২৮-১৪
২৮=২৭+১
rokeyaa | ১৩ মার্চ ২০০৯ ০১:০৫ | 203.110.243.21
২৮-১৪?
Arpan | ১৩ মার্চ ২০০৯ ০১:০৪ | 122.252.231.12
শর্ত তো কিছু শুনিনি। আর এখন তো গলায় গলায় ভাব। নির্বাচনে হারার পরে দোষরোপ শুরু হবে অ্যাজ ইউজুয়াল।
rokeyaa | ১৩ মার্চ ২০০৯ ০১:০৩ | 203.110.243.21
জোট হয়ে গ্যালো? কোনো শর্তে না এমনি?
Arpan | ১৩ মার্চ ২০০৯ ০০:৫১ | 122.252.231.12
তা এই বাজারে জোট, থুড়ি আসন সমঝোতা হয়ে গেল কেউ তা নিয়ে উচ্চবাচ্য করছে না? অথচ একদিন কী করিতে হইবে টইতে কত না পোস্ট পড়েছিল! ঃ)
Arpan | ১৩ মার্চ ২০০৯ ০০:৪৮ | 122.252.231.12
কেউ ঘাবড়াবেন না, সিকি আবারো ভাব সম্প্রসারণ করবে।
Arpan | ১৩ মার্চ ২০০৯ ০০:৪৫ | 122.252.231.12
টেনসন হলে মানুষ বেশি খায় আর ওবিজ হয়।
siki | ১৩ মার্চ ২০০৯ ০০:২৭ | 122.160.41.29
আবারও বলছি, আমেরিকানদের আমি চোখে দেখি নি, অন্যের মুখে ঝাল খেয়েই ওদের চেনা। মোটামুটি যে-রকম মনে হয়েছে ওদের শারীরিক অসুখ বিসুখের থেকে ঐ মানসিক অবসাদ টাইপের অসুখই বেশি ধরে। খুব চট করে একজন আমেরিকান মানসিক অবসাদের শিকার টিকার হয়ে যান, যেটা একজন ভারতীয় অত চট্ করে হয় না (অন্তত ভারতীয় পরিবেশে ... তবে দিনকাল পাল্টাচ্ছে, এখন অনেক ভারতীয়ই এর শিকার হচ্ছেন টচ্ছেন)।
দেশে দশবিশখানা স্যাম্পেল হাসপাতাল ঘুরলেই ব্যাপারটা বুঝতে পারবে, সব জায়গাতেই ডার্মিটোলজিস্ট, গায়নিকোলজিস্ট, অর্থোপেডিক, পেডিয়াট্রিশিয়ান, চেস্ট স্পেশালিস্ট থিকথিক করছে, কিন্তু সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট পাবে হয় তো একখানা হাসপাতালে।
arjo | ১৩ মার্চ ২০০৯ ০০:১৮ | 168.26.215.13
সে তো বুঝলাম, কিন্তু আমার স্যাম্পেল সো কলড শিক্ষিত সমাজ থেকেই নেওয়া। আর যারা এই রোগের চিকিৎসা করায় তারা ন্যাকা এবং শেকি টাইপ হবে কেন?
nyara | ১৩ মার্চ ২০০৯ ০০:১৫ | 64.105.168.210
পার্মিত, একসময় যে আয়ারল্যান্ড আউটসোর্সড ক্যাপিটাল অফ ইউরোপ হয়েছিলে, বিশেষত সাপোর্টে, তাতে নাকি এখন খুব ভাঁটা পড়েছে? আয়ারল্যান্ডের ইকোনমির কি অবস্থা?
siki | ১৩ মার্চ ২০০৯ ০০:১২ | 122.160.41.29
মানসিক অবসাদের চিকিৎসা করাতে গেলে রোগী বা তার আত্মীয় স্বজনের কিছু লেভেল পর্যন্ত শিক্ষাদীক্ষা জরুরী, যার জোরেই রোগী ডাক্তারের কাছে যায় আর চিকিৎসা করায়। ভারতে সেই লেভেলের শিক্ষা খুব কম পার্সেন্ট লোকেরই আছে, তাই বেশির ভাগ লোকেই এর চিকিৎসা না-করিয়ে সযত্নে পোষে, তাই মানসিক অবসাদ ভারতে হাইফাই লেভেলের রোগ।
nyara | ১৩ মার্চ ২০০৯ ০০:০৩ | 64.105.168.210
সিকি মাঝেমাঝে ভাল ছাড়ে। তখন স্তব্ধবাক, বিমূঢ়, বিস্ময় ছাড়া আর কিছুই দেবার থাকে না।
arjo | ১৩ মার্চ ২০০৯ ০০:০২ | 168.26.215.13
আমাদের দেশে মানসিক রোগ ট্রিটমেন্ট না করে স্বযত্নে পোষা হয়। হয় লোকে ভাবে সিকির মতন করে, নয় ভাবে পাগলের ডাক্তার গেলে লোকে কি বলবে। এখানে লোকে সেটাকে ট্রিটমেন্ট করে।
stoic | ১২ মার্চ ২০০৯ ২৩:৫৮ | 160.103.2.224
আমেরিকানরা ন্যাকা শেকি টাইপ এটা বোধহয় একটু বাজে জেনারালাইসেশান হল। আর মানসিক আবসাদ হাইফাই রোগ হল কবে থেকে ? ঃ-) আমাদের গরীব দেশেও তো প্রচুর হয়।
siki | ১২ মার্চ ২০০৯ ২৩:৫৩ | 122.160.41.29
এই বাজারে কাল শপার্স স্টপে এক কোটি টাকার চুরি হয়েছে। আমাদের পাড়ায়, শিপ্রা মল্-এ।
siki | ১২ মার্চ ২০০৯ ২৩:৫২ | 122.160.41.29
আমি অবশ্য আমেরিকা দেখি নি কখনো, তবে এই অন্যের চোখ দিয়ে দেখে পড়ে শুনে মনে হয়, আমেরিকানরা একটু ন্যাকা শেকি টাইপের হয়। ওদের বেশির ভাগ রোগই মানসিক অবসাদ বা হাইফাই অন্যান্য রোগ। উদুরি, আমাশা, এনকেফেলাইটিস, টিবি, ডেঙ্গু ইত্যাদি ট্রপিকাল ডিজিজ তো ওদের দেশে হয় না। পণপ্রথা বা দলিত উচ্চবর্ণ টাইপের অ্যাক্সিডেন্টাল কেসও ওদের হাসপাতালে আসে না ...
nyara | ১২ মার্চ ২০০৯ ২৩:৪৬ | 64.105.168.210
সিকি ভারতের পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছে। কারণ এখানে কেস ঠিক উল্টো। হেলথ কেয়ার সবচেয়ে হেলদি সেকটর এখন। আর পাবলিক স্কুল সিস্টেমে ঝাঁকে ঝাঁকে পিংক স্লিপ নোটিস দিচ্ছে - জুন-জুলাই নাগদ চাকরি যেতে পারে এই মর্মে।
siki | ১২ মার্চ ২০০৯ ২৩:৩৯ | 122.160.41.29
স্কুলেও স্লোডাউন আসে না। কলেজেও না।
siki | ১২ মার্চ ২০০৯ ২৩:৩৭ | 122.160.41.29
আমি এখন দেখে বেড়াচ্ছি কোন কোন সেক্টর দ্রিসেশন প্রুফ। কদিন আগে হাসপাতালে কাটিয়ে এসেছি। হাসপাতাল দিল্লিতে একটা ফ্লারিশিং বিজনেস। এর কখনও স্লোডাউন আসবে না। লোকে অসুস্থ হবেই, স্লোডাউন আসুক বা না-আসুক। এই ভেবে চিন্তা করছিলাম, জাভা আর ওয়েবস্ফিয়ারের বিদ্যে নিয়ে মেডিকেল সেক্টরে ঢোকা যায় কিনা, তো কদিন আগেই আমার ইমিডিয়েট প্রতিবেশি, পাশের ফ্ল্যাট, তাঁর কাছে খবর পেলাম, সে গুড়েও বালি। ওঁয়াদের রাবারের বানানো মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির বিজনেস। রাবারের নল, আরও কি কি সব জিনিস লাগে হাসপাতালে, সেই সব বানান, উনি মাঝারি র্যাঙ্কের ম্যাঞ্জার, তা ওনার ওপর দায়িত্ব পড়েছে কর্মী সঙ্কোচনের, না-হলে ওঁর ওপরেই খাঁড়া ঝুলছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন