এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:৪৬ | 168.26.215.13
  • সায়ন্দার কি ছুটি নেই?
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:৪৩ | 168.26.215.13
  • বুনানের এই "ছেরে" টা ব্যপক। সুইট।

    নো প্যানিক। এই দ্রিসেশন থেকে বাঁচতে হলে চোখ কান বন্ধ করে কাজ করে চলুন মতান্তরে ভাট মারুন। ভাট শেষ হলে দেখবেন দ্রিসেশন শেষ।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:৪১ | 168.26.215.13
  • আম্রিগার এই ব্যপারটা আমার ভালোই লাগে টাইমে এসো টাইমে যাও আর মধ্যে বেধড়ক ভাট মারো। ঃ)। আমি ৫টা বাজলেই তীরের মতন ছিটকে বেরিয়ে পড়ি। কলম যেখানে থাকে সেখানেই ছেরে (বুনান ভুল) বেরিয়ে পড়ি।
  • san | ১১ মার্চ ২০০৯ ১৮:৩৯ | 12.144.134.2
  • বেশ কচ্ছি। প্যানিক করে কখনো কারোর উপকার হয়না। চাক্রি গেলে তখন দেখা যাবে । এখন থেকে চাপ নিয়ে কি লাভ।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:৩৭ | 168.26.215.13
  • প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি মতান্তরে সোষিত হচ্ছি। তোমরা কমাচ্ছ।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:৩৬ | 160.83.96.82
  • তোমার যে নং টা ১৯ দিয়ে শেষ সেটা আছে। শনিবার বিকেলে পৌঁছে সোম্বার্ফেরার টিকেট। থাকব মোটামুটি কল্যাণনগরে (মেরিগোল্ড এর কাছাকাছি কোথাও)। সাথে বাবা-মা। দাদার সাথে দেখাসাক্ষাৎ ইত্যাদি। ফোনাবো যথাসময়ে।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:৩৫ | 168.26.215.13
  • **দ্রিসেশন।
  • san | ১১ মার্চ ২০০৯ ১৮:৩৫ | 12.144.134.2
  • সাড়ে সাতটা তো মধ্যরাত !!!
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:৩৪ | 168.26.215.13
  • সকাল ৭ঃ৩০ এ আপিসে এসে মেল ফেল চেক করে এখন ৯ টার সময় ভাট মারছি। কর্মবীর।

    এই তোমরা রিসেশনের কারণ আর আমরা ফল।
  • san | ১১ মার্চ ২০০৯ ১৮:৩১ | 12.144.134.2
  • ইশ বেচারা। কি দুক্ষু এদের। সকাল নটায় অফিস আসতে হয়। আমি এদিকে নটায় পাশ ফিরে ভাবি উঠবো? না থাক, আরেকটু ঘুমোই ঃ-))))
  • d | ১১ মার্চ ২০০৯ ১৮:৩০ | 117.195.44.34
  • আমার নামে সুপারী? হেঃ

    কদিনের জন্য আসছিস? কোথায় আসছিস? খাওয়াতে চাইলে খাবি কি? ফোন্নং আছে না হারিয়েছিস?
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:৩০ | 160.83.96.82
  • বাচ্চা বাচ্চা বেড়ালের ল্যাজ মাড়ানো হয়ে গেলেও তারা ইয়াঁও বলে। উদাঃ - বাহাদুর বেড়াল।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:২৮ | 160.83.96.82
  • আমি ভাং পেলাম কই! আর ৮ই মার্চ থেকে ডে লাইট শুরু হয়েছে তো।
    ১৩ তারিখ দুজন বন্ধু-বান্ধবী'র সাথে পুণে আসছি। দমদি'র নামে একটা সুপারিও আছে মনে হয়।
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:২৬ | 168.26.215.13
  • গত সপ্তাহে আম্রিগায় টাইম বদলে গিয়েছে। এখন সকাল নাকি? প্রায় দুপুর হতে চলেছে। ৯ টা বাজে।
  • d | ১১ মার্চ ২০০৯ ১৮:২৬ | 117.195.44.34
  • হাই তুললাম তো! ;-x
  • san | ১১ মার্চ ২০০৯ ১৮:২৪ | 12.144.134.2
  • এটা কিসের শব্দ? দমদি কি নাক ডাকো নাকি? ঃ-০
  • d | ১১ মার্চ ২০০৯ ১৮:২৩ | 117.195.44.34
  • হুঁ ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে।

    ইঁয়াআআআওঁ ওফ্‌ কদ্দিনবাদে দুপুরে ঘুমিয়ে উঠলাম!
  • d | ১১ মার্চ ২০০৯ ১৮:২১ | 117.195.44.34
  • আজ্জো এতসকালে কি কচ্ছ?
    (সায়নব্যাটা অফিসে বসে ভাং গিলছে!!)
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:২১ | 168.26.215.13
  • খানিক অ্যান্টাইব্যাকটেরিয়াল লাগবে।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:১৯ | 160.83.96.82
  • হে হে এমোয়ান আবার মিস্‌ করল! এই নাও -- থ্যাপ্‌!
  • arjo | ১১ মার্চ ২০০৯ ১৮:১৫ | 168.26.215.13
  • অ্যালাবামায় গতকাল গুলিতে ১০ জন মারা গেছে। ওদিকে জার্মানীতে একটা স্কুলে গুলি চালিয়েছে এক টিনএজার ছাত্র। এখনো অবধি রিপোর্ট অনুযায়ী মারা গেছে ১৬ জন।
  • M1 | ১১ মার্চ ২০০৯ ১৮:১২ | 59.93.242.116
  • ফচাআআআআআৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎ
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:০৯ | 160.83.96.82
  • কে?
  • guru | ১১ মার্চ ২০০৯ ১৮:০৭ | 59.94.74.69
  • বি এলের মাসি কি খাস্তা মাল মাইরি। টেলিফোন আর কটা ছোকরা মিলে বিএলের সব্বোনাশ করে দিল আর মাসি বসে বসে তামুক খাচ্ছে
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৮:০০ | 160.83.96.82
  • নাহ্‌ সবার ভাটে অরুচি। বিএফেন।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১৭:১৫ | 160.83.96.82
  • সব কি ভাং এর গুলি খেয়ে টুন্‌ হয়ে গেল!
  • Bhuto | ১১ মার্চ ২০০৯ ১৪:০৬ | 203.91.207.30
  • অর্ডার দে।
  • Blank | ১১ মার্চ ২০০৯ ১৩:৪০ | 59.93.198.145
  • কিনে রাখা হয় নি তো ঃ(
  • Bhuto | ১১ মার্চ ২০০৯ ১৩:২৫ | 203.91.207.30
  • তোকে ডাংগুলী ছুঁড়ে মারবো । চারিদিকে রমরমা ব্যবসা ওখানে আর ভাং এর গুলি পাচ্ছিস না?
  • Blank | ১১ মার্চ ২০০৯ ১৩:১০ | 59.93.198.145
  • দু একটা ভাঙের গুলি না পেলে ঠিক জমছে না
  • san | ১১ মার্চ ২০০৯ ১২:৫৮ | 12.144.134.2
  • আমাদের বাড়ির কোয়ার্টারের ছোটদের ( মানে নার্সারি থেকে কলেজ সব্বাই) দুটো দল হত। একটা ছেলেদের আর একটা মেয়েদের। মারপিট না হলেও স্ট্র্যাটেজি ঠিক হত, গেরিলা আক্রমণ হত,বৈঠক হত এবং উত্তাল বাওয়াল ও হত। মাঝেমাঝে এর ওর বাড়ি ঢুকে মিষ্টি খাওয়ার ব্রেক হত। নয় নয় করে জনা কুড়ি পঁচিশ ছিলাম আমরা। কখনো কখনো বাবামারাও দলের কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন । দুপুরে সবকটা ফ্যামিলি একসঙ্গে খিচুড়ি টিচুড়ি খাওয়া হত ঃ-)

    সেই দোল টা আমি খুব মিস করি,লোকে যেমন দুগ্গাপুজো মিস করে ঃ-(
  • Bhuto | ১১ মার্চ ২০০৯ ১২:৩৬ | 203.91.207.30
  • টীমটা নিয়ে আমাদের আপিসে একবার আয় না রে।

    ন্যড়াদা, ওরে বাব্বা ডেঞ্জার কেস। আমাদের ম্যাক্সিমাম জামাকাপড় ছিঁড়ে কুল গাছে টাঙ্গিয়ে দেওয়া হতো আর পাঁকে ফেলে আচ্ছাসে ঠেসা হতো , বালতি বালতি পচা পুকুরের পাঁক আসতো আর ঢালা হতো।
  • san | ১১ মার্চ ২০০৯ ১২:১৩ | 12.144.134.2
  • বেশ লাল-কমলা-সবুজ-ম্যাজেন্টাএ-বেগুনী রঙের হয়ে গেছি ঃ-)
  • san | ১১ মার্চ ২০০৯ ১২:১২ | 12.144.134.2
  • হোলির একটি ক্ষুদ্র সংস্করণ খেলিলাম ঃ-)
  • nyara | ১১ মার্চ ২০০৯ ১২:০৩ | 64.105.168.210
  • আমারও পোড়া মোবিল মোবিল করছে। একটিন পোড়া মোবিল আর প্রচুর আবীর - এই সম্বল করে বেরোতাম। মোবিলটা ভয় দেখানোর জন্যে আর কেউ বেশি বাওয়ালি করলে, তার জন্যে। বেরোতাম জনা পাঁচেক। ব্লকে ব্লকে ঘুরে শেষ পর্যন্ত জনা তিরিশেক দল হত।

    শেষে এক বছর EC মার্কেটের ফোড়েদের সঙ্গে অ্যায়সা বাওয়াল হয়ে গেলে যে তারা দা-কাটারি-বাঁটি-রড নিয়ে আমাদের তাড়া করল। অবিশ্রাম ঢিল আর পাটকেলের বর্ষণে গা বাঁচিয়ে অধিকাংশই পালালাম। টিক খেয়ে গেল নিরীহ দুটো ছেলে। রাত্তিরে সিগারেট কিনতে ব্লকের বাইরে যেতে পিকলু প্রায় ক্ষুর খেয়ে যাচ্ছিল।

    সেই আমার শেষ দোল খেলা।
  • Bhuto | ১১ মার্চ ২০০৯ ১১:৫৫ | 203.91.207.30
  • দ্যাশের যা অবস্থা, টিকে থাকার লক্ষ্যে লড়াই করছি। ছুটি মাথায় উঠেছে। মনটা আজ খালি খালি ব্যাটারী পোড়া আর পোড়া মোবিল মোবিল করছে।
  • sibu | ১১ মার্চ ২০০৯ ১১:৪২ | 71.106.244.161
  • ঐ উইকএন্ড ধরলে আম্রিকায় বছরে ১৩৬ দিন ছুটি নেওয়া যায় সিক না ধরে। এর সাথে ৫ দিন সিক আর বারো হপ্তা শর্ট টার্ম ডিসএবিলিটি যোগ দিলে ব্যাপারটা দেশের থেকেও ভাল। তবে ঐ বারো হপ্তা ছুটিটি নিলে ফিরে এসে চাকরি দুম-ফট হয়ে গেছে দেখার সম্ভাবনা খুব বেশী :((
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ১১:২১ | 216.52.215.232
  • ** ১৮১-এর হিসেবটা ১০৪ খানা উইকেন্ড ধরে
  • d | ১১ মার্চ ২০০৯ ১১:২০ | 117.195.37.60
  • ঠিক ২৭ এও একটা ছুটি আছে।
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ১১:১৭ | 216.52.215.232
  • ইয়েস, ২৭ তারিখে আছে।

    দেশে কাদের কটা ছুটি? সরকারি চাকুরেদের কথা যদি ধর তাহলে সব মিলিয়ে বছরে ১৮১ দিন অবধি ছুটি নেওয়া যায় সবেতন।

    আমার কথা না, সেদিন টিভিতে একটা নিউজ প্রোগ্রামে দেখাল।
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১১:১৭ | 160.83.96.81
  • দশটা তো।
  • sibu | ১১ মার্চ ২০০৯ ১১:০৮ | 71.106.244.161
  • দেশে কটা ছুটি বছরে?
  • sayan | ১১ মার্চ ২০০৯ ১১:০৪ | 160.83.96.81
  • নো সুটি। কিন্তু ২৭ তারিকে একটা আচে।
  • Bhuto | ১১ মার্চ ২০০৯ ১০:৩৭ | 203.91.207.30
  • বাইনারীর বলা ঐ মোমবেলুন আমি ও বানাতাম। আলুর খোলের সাহায্যে। আর এখন (**&&*$%) , ধুর ধুর...
  • Arpan | ১১ মার্চ ২০০৯ ০৯:৫৯ | 65.194.243.232
  • আঁমাদের ছুঁটি নাঁই। পুঁদিচ্চেরি কেঁস।
  • m | ১১ মার্চ ২০০৯ ০৯:২৬ | 12.217.30.133
  • ওর্কুট ও রঙিন হয়ে হ্যাপি হোলি জানাচ্ছেঃ))
  • h | ১১ মার্চ ২০০৯ ০৯:০৫ | 61.95.144.10
  • মিঠু, না আমি বাড়িতেই।
  • d | ১১ মার্চ ২০০৯ ০৮:৫৬ | 117.195.37.60
  • সপ্তাহের মাঝখানে একটা ছুটি, যে কি মিষ্টি একটা ব্যপার।
  • m | ১১ মার্চ ২০০৯ ০৮:৩৯ | 12.217.30.133
  • বোধি সবার রং এ রং মেশাতে মেশাতে আপিশ এলে নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত