এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:১২ | 71.106.244.161
  • অপ্পনকে শুধোই, ধর্মবিশ্বাসী সেকুলার কি জিনিষ?
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:১১ | 202.141.148.99
  • 0x3ffb - এখানে ffb টা ডেটা আর 3 টা অ্যাড্রেস। আমি ঐ ডেটা বিট গুলো আলাদা ক'রে (একসাথে ffb এইভাবে) পড়তে চাই।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:১০ | 61.95.144.123
  • মাস্কিং করো না। বা বিট-শিফট দিয়েও করা যাবে।
  • dri | ০৬ মার্চ ২০০৯ ১২:০৯ | 75.3.201.245
  • প্রথম তিনটে বিট বের করা বলতে কি বোঝানো হয়েছে? আলাদা আলাদ করে তিনটে বিট বের করা, নাকি একসাথে বের করা? একটা উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:০৮ | 61.95.144.123
  • মোটে চারটে কোয়ায় পেট ভরে না।
  • Arpan | ০৬ মার্চ ২০০৯ ১২:০৭ | 65.194.243.232
  • আমি সুমনকে আবাজ দেই নাই, তাও একটু নাক গলালাম। স্যানের সাপোর্টে। ঃ)

    স্যান যেটা বলছে সেটা সেকুলারিজম, নাস্তিকতা নয়। আর ধর্মবিশ্বাসী সেকুলার মানেই হিপোক্রিট নয়।

    (নাঃ, বড় কাজের চাপ আজকে। এবার যাই। ঃ()
  • lcm | ০৬ মার্চ ২০০৯ ১২:০৭ | 69.236.185.129
  • টইপত্তরে d এর পোস্ট দেখে আনন্দবাজারে টিসিএস, আর, জিএম নিয়ে দুটো খবর পড়লাম। আবাপ-র খাসা বাংলা ঃ

    লে অফ্‌ = কর্মী সংকোচন
    ফোর্থ কোয়ার্টার রেজাল্ট = চতুর্থ ত্রৈমাসিক ফলাফল
    ক্লায়েন্ট = গ্রাহক

    কিন্তু "অফ শোর' কথাটার বাংলা করে নি।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১২:০৭ | 61.95.144.123
  • ফর্মাল এবং ইনফর্মাল কথাবার্তা, এবং গানে যে ও নিজেকে নাস্তিকই বলে এসেছে বাপু।
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১২:০৬ | 71.106.244.161
  • স্যান এমন ডেভিল'স অ্যাডভোকেট হয়ে গেল কেন? আমি যদি বলি বুদ্ধ খুব খারাপ, আর পরদিন একশো টাকা মাইনে বাড়ানোর জন্য বুদ্ধকে তেল মারতে যাই, তবে তো আমি ভন্ডই হই!!

    সুমন ইজ যাস্ট লিভিং হিস লিরিক - আমিও ভন্ড অনেকের মত।
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:০৬ | 202.141.148.99
  • "আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ" আর নিজে মুসলিম মেয়ে বিয়ে করতে গিয়ে ধর্ম পালটে কবীর (একেবারে কবীর, মারি তো গণ্ডার লুটি তো ভাণ্ডার) হওয়া .... একসাথে যাচ্ছে?
  • M | ০৬ মার্চ ২০০৯ ১২:০৪ | 118.69.154.148
  • উপ্স! স্যান তো একটি ধানিলঙ্কা পুরো, শান্ত হও মা।।
  • M | ০৬ মার্চ ২০০৯ ১২:০২ | 118.69.154.148
  • আমি বাতাবি লেবু খাচ্ছি, চারটে কোয়া রয়েছে, দিয়ে গেলুম, যে খাবে খাও।।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১২:০২ | 12.144.134.2
  • উদ্দেশ্য বিধেয় যেখানে যাই থাক। প্রাতিষ্ঠানিক ধর্মের দাদাগিরির বিরুদ্ধে চাট্টি ভাল গান লিখতে গেলে নাস্তিক হতেই হবে? আমি মন দিয়ে গীতা পড়ি বলে আমি বজরং দলের কি শিবসেনার বিরুদ্ধে বলতে পারবনা? বললেই হিপোক্রিট?

    না আমি ভক্তিভরে পুজো দিই বলে 'আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু' অ্যাপ্রিশিয়েট করতে পারবনা? করলেই হিপোক্রিট?

    যারা সুমনকে এত এত আওয়াজ দিয়ে এবং নিন্দে করে থাকেন তাদের সকলের কাছেই প্রশ্ন রাখলাম।
  • M | ০৬ মার্চ ২০০৯ ১২:০০ | 118.69.154.148
  • খারাপ লাগে তাই, সিম্পল!
  • quark | ০৬ মার্চ ২০০৯ ১২:০০ | 202.141.148.99
  • একটা 4 bit Hex নম্বর এর প্রথম ৩টে বিট (LSB at right থেকে শুরু ক'রে) কি ক'রে বের করা যাবে?
  • h | ০৬ মার্চ ২০০৯ ১১:৫৯ | 203.99.212.224
  • সারাদিন কাগজ আর টিভিতে আর রেডিও তে এই এক জিনিস দেখো বলে।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১১:৫৪ | 61.95.144.123
  • কিন্তু ঘুরেফিরে এই টপিকে আসিই বা কেন?
  • h | ০৬ মার্চ ২০০৯ ১১:৫৪ | 203.99.212.224
  • কি অ্যাকিউরেট মাইরি, ৯৯ টা কি করে মনে থাকলো? কাটাও না, পুঁচকে একটা পল্লী সমাজ, তার গুটি কয় সেলিব্রিটি, তাই নিয়ে সারাদিন হ্যাজ। লেগেই আছে মিডিয়াতে। এইখানে একটু ছাড়ান দাও না। ওফ। অবশ্য বাক স্বাধীনতা, তাইলে সারাদিন হ্যাজাও। আর টপিক নাই?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১১:৫০ | 61.95.144.123
  • ঠিক সেটা নয়। বক্তব্যটা কোথায় বলি (সম্ভবতঃ এর আগে ৯৯ বার বলেছি) -

    (১) কে কোন ধর্ম মানবে বা এক্স থেকে ওয়াই বা জেড ধর্মে যাবে এবং কেন যাবে সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। সেইটা নিয়ে আমার-তোমার কারো কিস্যু বলার নেই।
    (২) খটকা লাগে তখন যখন একটা লোক যে "আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু' গাইবার পর দুম করে ধর্ম পাল্টে ফেলে - এতদিন ভাবতাম সে আদৌ ধর্ম মানেটানে না।
    (৩) এমনও হতে পারে জিনিসটা কতটা অপ্রয়োজনীয় সেটাই ও বোঝাতে চেয়েছে।
    (৪) কিন্তু সে নিজেই যখন নিজেকে ধর্মপ্রাণ বলে দাবি করে এবং লেখে তখন (২)-এ বলা গানটা আর (৩) নংটা ইনভ্যালিড হয়ে যায়।
    (৫) এলিট বঙ্গসমাজ সুমন কবীর সুমন হওয়ার পর যেভাবে কাটাছেঁড়া করেছে, ইভেন প্রোগ্রামে যেভাবে গালিগালাজ করেছে (সুমনের নিজের লেখাতেই পড়েছি) সেটাও উৎকট রকমের বাজে।
    (৬) ও যে নামই ব্যবহার করুক, আদাব বলুক না নমস্কার বলুক, আমার কিস্যু যায় আসে না। আমার কাছে ওই গানগুলোর অন্য জায়গা আছে। কিন্তু খটকা একটা থাকবেই - গানগুলো কি ও নিজেই বিশ্বাস করে না?
    (৭) আমার মেইন আপত্তি রাজনৈতিক রঙবদলে। তৃণমূলের সদরদপ্তর থেকে যৌথখামার? নাঃ মানা গেলো না। তবে অ্যাটলিস্ট তথাকথিত নিরপেক্ষ ভাব দেখায়নি, সেটাই ভালো।
  • saikat | ০৬ মার্চ ২০০৯ ১১:৪৪ | 202.54.74.119
  • আসলে ইন্ডিভিজুয়ালেরও তো একটা দায় থাকে (ভারি হয়ে গেল হয়ত), কি করব / কি করব না সে ব্যাপারে। বিশেষত যখন আইনের 'সুবিধে' নেয়া হচ্ছে। অবশ্য এ কথাও বলা যায় যে আমিও কি আইনের 'সুবিধে' নিই না? ঐ ট্যাক্স বাঁচাবার জন্য?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১১:৪১ | 61.95.144.123
  • এইটেই সবচেয়ে কনফিউজিং। তবে ও তো নিজেই গেয়ে রেখেছে - "আমাকে নয় আমার আপোষ খাচ্ছো তুমি'...
  • san | ০৬ মার্চ ২০০৯ ১১:৪১ | 12.144.134.2
  • নাস্তিক থেকে হঠাৎ করে ধর্মপ্রাণ হয়ে গেছে এমন লোক তো কম দেখিনি। যেহেতু তারা হিন্দু থেকে নাস্তিক এবং ফের নাস্তিক থেকে হিন্দু হয়, তাই ততটা দোষ ধরা হয়না আর কি।

    তাছাড়া সবই অ্যাজাম্পশান। অন্যের পার্সোনাল ব্যাপারে তো আমরা সবাই সবই জানি, কেননা কেন না জানে যা সাদাচোখে দেখা যায় তার বাইরে আর কিছু হয়না, হওয়া সম্ভব নয়, ইত্যাদি।
  • pi | ০৬ মার্চ ২০০৯ ১১:৪০ | 128.231.22.89
  • উঁহু, রাগ হলে তো আগে রাগ ভাঙ্গাতে হয়। খুকীর উপর রাগ ও করবো ,আবার রাগ ভাঙ্গাবো ও, টেকনিক্যালি তাতে প্রবলেম আছে তো । ঃ)
  • Blank | ০৬ মার্চ ২০০৯ ১১:৩৭ | 170.153.65.23
  • এবং তার পর যখন নিজেকে ধর্ম প্রান মুসলিম বলে দাবী করে, তখন লোকে হিপোক্রিট বলে গাল ও দিতে পারে।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১১:৩৭ | 12.144.134.2
  • আওয়াজ দিতে পারে, দোষ দিতে পারেনা।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১১:৩৬ | 12.144.134.2
  • 'নাকি' কেন, এরা তো আইদার অর কন্ডিশন নয় ! টেকনিকালি দুটো একসঙ্গে হবার ও কোন বাধা নেই ঃ-)
  • sibu | ০৬ মার্চ ২০০৯ ১১:৩৬ | 71.106.244.161
  • আইনের সুবিধা নেওয়া বন্ধ হয় না তো। তবে লোকে বলতেই পারে যে ওনার ধর্মান্তরিত হওয়াটা ইনসিন্সিয়ার। সেটা নিয়ে আবাজও দিতে পারে।
  • pi | ০৬ মার্চ ২০০৯ ১১:৩৫ | 128.231.22.89
  • পুঃ
    ডিঃ ( মঃ) ।
  • pi | ০৬ মার্চ ২০০৯ ১১:৩৩ | 128.231.22.89
  • খুকীর রাগ হল বলে ভাঙ্গলো নাকি ভাঙ্গলো বলে খুকীর উপর রাগ করা যায় ? ;-)
  • san | ০৬ মার্চ ২০০৯ ১১:৩২ | 12.144.134.2
  • ধর্মান্তরের পিছনে দ্বিতীয় বিয়েটা একটা কারণ এটা যদি অ্যাজিউম করে নেওয়াও যায় , দুনম্বর কথা হল, যদি কোন দেশের আইন এটা পারমিট করে যে তোমার তিনটে বিয়ে করতে ইচ্ছে করলে তুমি মুসলিম হয়ে যাও কেউ কিছু বলবেনা - তাহলে দোষটা আইনের। আইনপ্রণেতাদের। রাজনৈতিক দলগুলোর বা ওভারল জনগণেরও হতে পারে যে তারা ইউনিফর্ম সিভিল কোড আনার জন্য চাপ দেয়না। কিন্তু এই আইনের সুবিধে নেওয়া কোনো ইন্ডিভিজুয়ালের হয় কেমনি করে?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১১:৩১ | 61.95.144.123
  • আমার খিদে পেয়েচেঃ-(
  • saikat | ০৬ মার্চ ২০০৯ ১১:৩০ | 202.54.74.119
  • কারোর আসলে ভাল্লাগছে না। শুক্রবার তো।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • কই আর হচ্ছে? স্যান এসে একটা কাঁচের ফুলদানি ভেঙে চলে গেলো, আর বোধি এসে একটা বোতল। ব্যাস্‌।
  • saikat | ০৬ মার্চ ২০০৯ ১১:২০ | 202.54.74.119
  • সেলিব্রিটি নিয়ে তো আড্ডাই হচ্ছে।ঃ-)
  • h | ০৬ মার্চ ২০০৯ ১১:১৭ | 203.99.212.224
  • সেলিব্রিটি নিয়ে আলোচনাটা শেষ হলে আমি আড্ডা মারবো। ভাল্লাগেনা।
  • saikat | ০৬ মার্চ ২০০৯ ১১:১৫ | 202.54.74.119
  • ও হ্যা, এই অবস্থানটি নিয়ে একটু ভেবে বলতে হবে। ঃ-) আদৌ বলা যাবে কিনা সন্দেহ আছে।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১১:১১ | 61.95.144.123
  • ফিক;-) "এই গ্রহের মঙ্গলের জন্যে' অবস্থানটা? ;-)
  • saikat | ০৬ মার্চ ২০০৯ ১১:০৭ | 202.54.74.119
  • সুমন চট্টোপাধ্যায় থেকে কবীর সুমন হওয়ার পেছনে একটা কারণ যে দ্বিতীয় বিবাহটি করা সেটা মনে হয় ঠিক। আর এর ফলেই সিঙ্গুর-নন্দিগ্রাম নিয়ে ওনার যা অবস্থান (যেটা পুরোপুরি ঠিক), তাতে যেন একটু চোনা পরে যায়।
  • san | ০৬ মার্চ ২০০৯ ১০:৪৯ | 123.201.53.134
  • কবীর সুমন নিন্দাযোগ্য হোন বা না হোন, মারিয়া ভদ্রমহিলার চেহারাটেহারা নিয়ে খামোখা রসিকতা করার মানে কি?

    ঈশানকে একটা ওপন ফোরাম কে বাড়ির বৈঠকখানার মতন ইউজ করতে দেখে আমি তিতিবিরক্ত। ছিঃ।
  • arjo | ০৬ মার্চ ২০০৯ ১০:৩০ | 24.42.203.194
  • দেশের চাকরী দেশে থাকলে দেশের চশমাও দেশে থাকবে। ব্যস। গ্লোবালাইজেশন ভালনা।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • বরং এইগুলো পড়ো - http://timesofindia.indiatimes.com/opinions/4231248.cms

    আমি এই পেট্রিয়টিজমের মাথামুণ্ডু সত্যিই বুঝি না। চটি আর চশমায় কি আছে/থাকে?
  • arjo | ০৬ মার্চ ২০০৯ ১০:২১ | 24.42.203.194
  • বিজয় মালিয়া নয় বিজয় মাল্য। বিজয় মাল্য কিনেছেন এবং ভারত সরকারকে দিয়ে দেবেন বলেছেন।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • কাল গাঁধিবাবার কি সব পার্সোনাল জিনিস নিউ ইয়র্কে নিলামে উঠেছিলো বলে এদিকে হইচই। সকালে এফএমে একচোট বকরবকর হল - সরকারের উচিত এই নিলামি বন্ধ করা, ন্যাশনাল হিরোর জিনিস এভাবে নিলাম হবে - এ কি ধরণের অশ্রদ্ধা ইত্যাদি। তো আজ দেখছি নিলামও হয়েছে, আর বিজয় মালিয়া কিনেছে -

    http://timesofindia.indiatimes.com/Mallya-buys-Gandhis-items-for-18-million-/articleshow/4231248.cms

    বাই দ্য ওয়ে - TOI এবার একটা নেগেটিভ ভোটিংএর হাওয়া তুলেছে। ভোট ফর নয়, ভোট এগেইনস্ট। কেউ দেখেছ?
  • arjo | ০৬ মার্চ ২০০৯ ০৯:৪৩ | 24.42.203.194
  • এইয়ো কৌন টই ঘাঁট দিয়া?
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ০৯:৪১ | 61.95.144.123
  • অ দেখলুম। এগুনো কিন্তু এখানেই হয়। বাইরে শুনিনি। ঝাঁটের মিডিয়াও নিজেদের ঠিক না করে অন্যদের ওপর পুলিশগিরি করে।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ০৯:৩৮ | 61.95.144.123
  • আবার কোন সাইট ব্যান হল?
  • Ishan | ০৬ মার্চ ২০০৯ ০৯:৩৭ | 12.217.30.133
  • তবে ইন্টারনেটে বাক-স্বাধীনতার উপর বহুত বাওয়াল হচ্ছে। কিছু একটা করা দরকার।
  • Ishan | ০৬ মার্চ ২০০৯ ০৯:৩৬ | 12.217.30.133
  • হেডফোন? সে তো স্পিকারের বাবা।
  • Arijit | ০৬ মার্চ ২০০৯ ০৯:৩৫ | 61.95.144.123
  • আমার স্পিকার নাই - ল্যাপি এবং হেডফোন।
  • Ishan | ০৬ মার্চ ২০০৯ ০৯:৩৪ | 12.217.30.133
  • ধুর আমি যা বুঝলাম, ভালো স্পিকার থাকলে সব শোনা যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত