ভূতোর চাপ? যাক, আমি আর কইলাম না, ভূতো পরে বড় হয়ে কইবে চাপটা ও ফীল করেছে, না ওর ওয়ার্ডরোব। মাইরি ঘরে দু-দুখানা মহিলা প্রজাতি আমার সেভিংসের বারোটা বাজিয়ে দিল গো ...
ডিঃ- বিঃ মঃ
r | ০২ মার্চ ২০০৯ ১৭:০০ | 198.96.180.245
প্রায় বিনি পয়সায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাওয়া যায় কে জানত!
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:৫৯ | 61.95.144.123
যাই হোক - ভুতোকে হ্যাবাড্ডি আর থমাসের সেট।
(ইদানিং খেলনার দোকানে দেখেছি সত্যিই থমাসের সেট পাওয়া যায়, আর হর্নবি না হলেও অনেকটা ওই ধাঁচের মডেল ট্রেনও)।
san | ০২ মার্চ ২০০৯ ১৬:৫৯ | 12.144.134.2
মাইরি ! অনেককিছু লিখেও কাটিয়ে দিলাম।
Arpan | ০২ মার্চ ২০০৯ ১৬:৫৭ | 65.194.243.232
** চাপে
Arpan | ০২ মার্চ ২০০৯ ১৬:৫৬ | 65.194.243.232
খাইসে। এরম বাপ থাগলে খুব চাপ পড়ে যাবে ভুতো! (মঃ)
siki | ০২ মার্চ ২০০৯ ১৬:৫৫ | 122.160.41.29
অ্যায়! এই হল কথা! ঠিকঠাক ব্যাপাট্টাই রিলেটিভ। আমি দুহাজার ছয় থেকে আট পর্যন্ত আইবিএমে যেকটা টিশার্ট পেয়েছিলাম, তাই দিয়ে আমার আগামী আরও চার বছর, কি তারও বেশিদিন চলে যাবে। পয়সা দিয়ে টিশার্ট কেনার কী দরকার?
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:৫০ | 61.95.144.123
ঠিকঠাক দামটা রিলেটিভ।
san | ০২ মার্চ ২০০৯ ১৬:৪৯ | 12.144.134.2
ওয়েস্টসাইডে অনেক সময়ই ঠিকঠাক দামে খুব কম্ফর্টেবল টিশার্ট পাওয়া যায়। আর জ্যাকেট। বল্লে হবে?
siki | ০২ মার্চ ২০০৯ ১৬:৪৫ | 122.160.41.29
আজ ভূতোর চতুর্থ জন্মদিন। প্রতি বছর এই সময়টাতে শপিং সম্বন্ধে কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়। এ বছর যেমন প্রথমবার ওয়েস্টসাইডের ভেতরে ঢুকে দেখে এলাম। এর আগে কাচের বাইরে থেকেই দেখেছি শুধু।
siki | ০২ মার্চ ২০০৯ ১৬:৪৩ | 122.160.41.29
এসব এখেনে লেগেই থাকে। বিশাল মেগামার্টে পেমেন্ট কাউন্টারের সামনে শকুনের নজর দিয়ে দাঁড়িয়ে থাকে এসবিআই ক্রেডিট কার্ডের লোক। যেই দেখবে কেউ অন্য ব্যাঙ্কের কার্ড দিয়ে বা ক্যাশ দিয়ে পেমেন্ট করছে, অমনি গিয়ে ঝাঁপাবে, স্ক্যুজ মী স্যার! একই লোক যে কতবার আমাকে অ্যাপ্রোচ করেছে ... আমি তার মুখ চিনে গেলাম, সে আমারে চিনল না।
এখানে গ্রসারি সুপারমার্কেটগুলোর একটা কমন ক্রেজ আছে, চিনি দ্যায়। হাজার টাকার গ্রসারি করলে পাঁচ কিলো চিনি ফ্রি। তেরোশো টাকার করলে সাত কেজি। ইত্যাদি। বিগ বাজারও চিনি দ্যায়, পাড়ার এম্পায়ার সুঃ মাঃ-ও চিনি দ্যায়।
dipu | ০২ মার্চ ২০০৯ ১৬:৪২ | 207.179.11.216
হুঁ, তা ঠিক।
siki | ০২ মার্চ ২০০৯ ১৬:৪০ | 122.160.41.29
ওপরের দিকে যা পরি, টপ ভাবলেই টপ।
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:৩৯ | 61.95.144.123
প্রথমে বলবে কার্ড নিতে। তাপ্পর বলবে হাজার টাকার শপিং করলে একটা ভাউচার পাবে, যা দিয়ে আগামী তিন মাসের মধ্যে আরো দেড় হাজার টাকার শপিং করলে দুশো টাকার ছাড় পাবে। সব শপ্যাহলিকগুনো এই দেখে দেখে নাপায়। অনেক কষ্টে একটাকে নিরস্ত করেছিলুম।
siki | ০২ মার্চ ২০০৯ ১৬:৩৯ | 122.160.41.29
বেশ বেশ। ভোট ব্যাপারটা বেশ উপভোগ্য। অনেকটা গ্যালারিতে বসে ম্যাচ দেখার মত।
dipu | ০২ মার্চ ২০০৯ ১৬:৩৮ | 207.179.11.216
তুমিও অমন টপ পর নাকি?
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:৩৭ | 61.95.144.123
এইত্তো - ওয়েস্টসাইড - টাটাদের কোং।
siki | ০২ মার্চ ২০০৯ ১৬:৩৬ | 122.160.41.29
রঙ্গন তো বলবে না এখানে, যে ওর কী হয়েছে। তাই আর জিগালাম না। আপিসে ওক্কুটও অ্যাক্সেস হয় না আজকাল।
উরিম্মাঃ, সেদিন গেছিলাম পা হড়কে ওয়েস্টসাইডে। কী সব পিলে চমকানো দাম মাইরি! কিছু না-কিনতেই একজন আমাকে ধরে বেঁধে কী সব মেম্বারশীপ ফর্ম ভরিয়ে নিল। তারপরেই একটা লোক এসে কানে মন্ত্র পড়ার মতন করে এইচএসবিসির ওয়েস্টসাইড ক্রেডিট কার্ড নেবার জন্য ঘ্যানঘ্যান করতে লাগল। খুব সামলে পাইল্যে এস্চি।
কী জায়গা মাইরি! একটা ন্যাতার মতন দেখতে টপ, বলে কিনা তার দাম ৬৯৯ টাকা! তাও আমার নয়, আমার মেয়ের।
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:২৯ | 61.95.144.123
ঘন্টা বেজে গেলো। লোকসভা ভোট ১৬ই এপ্রিল থেকে ১৩ই মে - পাঁচ ফেজে।
h | ০২ মার্চ ২০০৯ ১৬:২৭ | 203.99.212.224
পাঞ্জাবী স্টোর্স বনাম ফ্যাব ইন্ডিয়া। এই পার্টিকুলার ডিবেট টায় আমি পায়োনীয়র। আমার মেটাফোর ছিল লুঙ্গি। বিতর্কের সংঘাত ও নাটকীয়তার জন্য আমি স্লাইট নীচ দিয়ে শুরু করেছিলাম ;-)
কী করে হবে? সেই তো সাদা কালো ডোরাকাটা একঘেঁয়ে জর্ডি প্রিন্ট। (মঃ)
san | ০২ মার্চ ২০০৯ ১৬:২১ | 12.144.134.2
হ্যাঁ, সিএমেইচ রোডে আছে। কোরমঙ্গলাতেও থাকতে পারে।
r | ০২ মার্চ ২০০৯ ১৬:২১ | 198.96.180.245
আপিসে। বাড়িতে থেকে কোনো উপশম হয় নাই এই দুইদিনে।
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:২০ | 61.95.144.123
কেনে? আমি তো ট্র্যাডিশনাল সামনে ক্রীজওয়ালা বা প্লিটেড ফ্রন্ট ট্রাউজার পরি না। আমি বেশ সেমি-ক্যাজুয়াল ফ্ল্যাট ফ্রন্ট খাকি পরি, বা আউটডোর ট্রাউজার। কোনোটাই ফ্যাবইন্ডিয়াতে মেলে না।
r | ০২ মার্চ ২০০৯ ১৬:২০ | 198.96.180.245
নিউক্যাসলে আউটলেট খোলা নিয়ে ফ্যাব ইন্ডিয়া যদিও এখনও কিছু প্ল্যানায় নাই। ;-)
(শালা, বাঁহাতেও পিছনে লাগার রোগ গেল না।) ঃ-(
h | ০২ মার্চ ২০০৯ ১৬:২০ | 203.99.212.224
আপিসে এসেছ না বাড়িতে?
Arpan | ০২ মার্চ ২০০৯ ১৬:১৯ | 216.52.215.232
বেঙ্গালুরুতে ইন্দিরানগরে আছে দেখলাম। তাই না স্যান?
san | ০২ মার্চ ২০০৯ ১৬:১৭ | 12.144.134.2
(মঃ)
san | ০২ মার্চ ২০০৯ ১৬:১৭ | 12.144.134.2
অরিজিতের মনে হয় ট্র্যাডিশনাল জামাকাপড়ের দোকান ছাড়া কিচ্ছু পছন্দ হয়না। সিটি সেন্টারে একবার আউটলেট হল তো হয়ে গেল, পছন্দের লিস্টি থেকে বাদ ঃ-)
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:১৬ | 61.95.144.123
কাপড়গুলো কেমন একটা যেন - গামছা গামছা। নেতিয়ে যায়।
r | ০২ মার্চ ২০০৯ ১৬:১৬ | 198.96.180.245
দিল্লিতে সিরি ফোর্ট-এন এস ডি-জে এন ইউ-এন জি ও-পাবলিশিং- থিঙ্ক ট্যাঙ্ক ক্রাউডের সাথে আলাপ থাকলেই জানতে পারতে। তখনও আই টি ক্রাউড এথনিক ফ্যাশনিস্তা হয়ে ওঠে নি। ঃ-)
r | ০২ মার্চ ২০০৯ ১৬:১৩ | 198.96.180.245
আগে ফ্যাব ইন্ডিয়ায় প্রচুর আনইউজুয়াল প্রিন্ট পাওয়া যেত। এখন বহু জায়গাতেই ঐ ধাঁচের প্রিন্ট পাওয়া যায়। তবে ফ্যাব ইন্ডিয়ায় এখন কিছু দুর্ধর্ষ ফার্নিচার পাওয়া যায়।
siki | ০২ মার্চ ২০০৯ ১৬:১০ | 122.160.41.29
ইসে, আম্মো জান্তুম না এত পপুলার। সিপিতে, লাজপত নগরে এত্তো ঘুরেছি, কখনও তো খ্যাল করি নি।
r | ০২ মার্চ ২০০৯ ১৬:১০ | 198.96.180.245
*করতে হয়
r | ০২ মার্চ ২০০৯ ১৬:১০ | 198.96.180.245
ফ্যাব ইন্ডিয়ার জামাকাপড় একটু নাজুক। সব জামাই ঠান্ডা জলে হ্যান্ডওয়াশ না করতে হয়। নইলে রং, টেক্সচার কিছুই টেঁকে না। তবে এখন ফ্যাব ইন্ডিয়ার প্রচুর কম্পিটিটর এসেছে। নব্বইয়ের প্রথমে ফ্যাব ইন্ডিয়া ছিল নিও-খদ্দর মুভমেন্টের পায়োনিয়ার।
sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৬:০৬ | 203.91.193.5
ফ্যাঃইঃ দেখতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কাপড়ের কোয়ালিটিতে ওরা ঠকায়। ঠিকঠাক সুতি নয় মনে হয়। আর রঙ তো বললামই। দামও বেশ বাড়িয়ে দিয়েছে আগের থেকে।
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৬:০৫ | 61.95.144.123
এত পুরনো সেটা আমার জানা ছিলো না। আমি ভাবতুম এই হালফিলের দোকান। প্যান্টালুনস বা ওই গড়িয়াহাট মলে কি একটা আছে - টাটাদের - সেরকম।
আমার অবিশ্যি রং আর ডিজাইন পছন্দ হয়নি একদম।
san | ০২ মার্চ ২০০৯ ১৬:০৪ | 12.144.134.2
ওরে আমি জামা দিয়ে ঘর সাজানো শুনে একটু ঘেঁটে গিয়েছিলাম। তবে চাপ নিয়ে আর কি হবে? ন্যাকা ট্যাকা আমারেও লোকে মাঝেসাঝে বলে থাকে। আম্মো চাট্টি গাল দিয়ে দি। মিটে যায় ঃ-)
Arpan | ০২ মার্চ ২০০৯ ১৬:০১ | 216.52.215.232
ই কি রে। আমি কখনো কিনিনি। এত পপুলার!
r | ০২ মার্চ ২০০৯ ১৬:০০ | 198.96.180.245
আমরা যখন নব্বইয়ের শুরুর দিকে প্রথম ফ্যাব ইন্ডিয়ার জামাকাপড় কেনা শুরু করি, তখনও ফ্যাব ইন্ডিয়া দিল্লির বাইরে বের হয় নি। বসন্ত বিহারেও একটা ফ্যাব ইন্ডিয়া আউটলেট ছিল। এখন তো আমার আপিসে পরার জামারও বেশির ভাগ ফ্যাঃ ইঃ।
Arpan | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৯ | 216.52.215.232
ও, আচ্ছা! ঃ)
san | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৯ | 12.144.134.2
সে কি র, হাতে কি হল? কি এমন হাতভাঙা কঠিন কবিতা লিখছিলে ?
r | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৭ | 198.96.180.245
জনসমক্ষে সব প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব নয়। ঃ-)
Arijit | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৬ | 61.95.144.123
আর সল্লেক সিটি সেন্টারে - আইটি গাইজদের জন্যে।
sinfaut | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৬ | 203.91.193.5
সব শহরেই আছে।
Connaught Place B-28, Upper Ground Floor, Inner Circle, Connaught Place,
Greater Kailash: Garments 14, N-Block Market, Greater Kailash Part I,
Lajpat Nagar I/1B, Ground and 1st Floor, Central Market, Lajpat Nagar II
Karol Bagh 17 A/62, W.E.A (Next to Roopak Store), Ajmal Khan Road, Karol Bagh,
r | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৬ | 198.96.180.245
কলকাতায় ফ্যাব ইন্ডিয়ার আরও দুটি শাখার একটি সিটি সেন্টারে এবং আর একটি হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মলে।
Arpan | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৫ | 216.52.215.232
ডান হাত দিয়ে কী কচ্ছিলে?
r | ০২ মার্চ ২০০৯ ১৫:৫৪ | 198.96.180.245
ডান হাতে এখনও প্রবল ব্যথা। রঞ্জনরশ্মিতে আলোকিত হওয়া ছাড়া উপায় নেই। বাংলা সাহিত্যের নবজাগরণ যে কি ভাবে হবে!
এক বছর পরে মনে হয় আবার পুরো সিনেমা দেখলাম। "মুম্বাই মেরি জান" ভালই লাগল। "লাস্ট লিয়ার" একেবারেই বাজে। একমাত্র, সিসিটিভি লাগিয়ে রাস্তার লোকের মূত্রত্যাগ অনুধাবনের আইডিয়াটা ছাড়া। পনেরো কুড়ি মিনিটের বেশি দেখতেও পারি নি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন