এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৫ | 203.99.212.224
  • টই য়ের সার্চে অন্তর্জাল লিখলে তো চলে আসছে। shn করে দেখুন।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৩ | 203.99.212.224
  • বাই দ্য ওয়ে, এই ইপিডাব্লিউ এর প্রবন্ধ টায়, কত গুলোর সোর্সের উল্লেখ করেছেন, লেখক এবং রিভিউয়ার, জার্মান আর রাশিয়ান সোর্স, সেগুলোর কথা আমি আগে জানতাম না। বেশ শেখা হল। মানে না জানলে কোন ক্ষতি নেই, কিন্তু খবর টা পেয়ে ভালো লেগেছে।
  • Shn | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৬ | 123.201.130.118
  • বাংলা অন্তর্জালের থ্রেডটা কেউ একটু ভাসিয়ে দাও না গো। খুঁজে পেলুম না।
  • h | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:৫৭ | 203.99.212.224
  • এইবারের ইপিডাব্লিউ তে , অজ্জিনাল 'কি করিতে হইবে' সম্পর্কে একটা নতুন বইয়ের রিভিউ বেরিয়েছে। রিভিউ টাও অলমোস্ট 'কি ভাবিতে হইবে' ধাঁচের ঃ-) কিন্তু ভালো। শিক্ষামূলক।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:৩৪ | 128.231.22.89
  • ইনফোজেনের ছেলেপুলের বক্তব্যঃ

    http://tinyurl.com/c9onss
  • m | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১৫ | 12.217.30.133
  • সুইমিং পুল সম্পর্কে দুচারটে কথা, দৃষ্টিসুখ পিপাসু কিছু লোকজন কে কোলকাতার অধিকাংশ আড়ালহীন সুইমিংপুলের সামনে বিকেলে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    কোলকাতার তথাকথিত উচ্চদরের হাউসিং কমপ্লেক্সে মোটা ভুড়িওয়ালা পুরুষেরা হাফপ্যান্টু পড়ে বাচ্চাদের নিয়ে সুইমিং পুলে যান- মহিলারা যান না, কারণ সালোয়ার কামিজে পুলে নামার উপায় নেই, এদিকে উপযুক্ত পোশাকে গেলে অন্যদের সামনে তাদের লজ্জা করে।

    আমাদের ছোটবেলায় আমরা পুকুরে সাঁতার শিখেছি- পোশাক সম্পর্কিত কোনো বাধানিষেধ এখনো শহরতলি বা গ্রামে গঞ্জে নেই(পুকুর আছে কিনা সেটা অবশ্য অন্যকথা)- কারণ সেখানে সাঁতার টা কোনো বিলাসিতা নয়,নিতান্তই প্রয়োজন।
    মার বন্ধু কে বলতে শুনেছি,মেয়েকে সাঁতারে দিয়েছি।
    শহরে লোকে হয় ডাক্তারের পরামর্শে সাঁতার কাটতে যায় নয়তো মা বাবা বাচ্চাদের সাঁতার টা জানা দরকার বলে কোথাও পাঠায়। ফলে শহরে পুলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবেই।
  • Binary | ২৬ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫৯ | 198.169.6.69
  • আজ্জোর লিঙ্কটা পড়ে মনে হল সর্ডিংগারের বেড়াল।

    বা
    'পরীক্ষার দুইটি ফল হইতে পারে, যদি ফল উপপদ্যের সমপাতিক হয় তাহা হইলে উহা একটি পরিমাপ মাত্র, আর যদি ফল উপপাদ্যের বিপরীত হয়, তাহা হইলে উহা একটী নতুন আবিস্কার'।
  • Bhuto | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৮ | 122.172.38.47
  • মোহনবাগান = মোবা
    ইষ্টবেঙ্গল = ইবে

    আরো শর্টে ঘটি না বাঙ্গাল (আপাততঃ ওটাই টপিক চলছেঃ) )

    এবার??
  • L | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৭ | 59.93.246.164
  • "তোমার ভাসা বোঝার আসা দিয়েছি জলান্‌জলি" । আমর মাথাতাও ব্লান্‌ক হয়ে যাচ্ছে। মোবা/ ইবের ব্যাপারটা বোঝা গেল না।
  • nyara | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৯ | 67.88.241.3
  • অ্যামাজনে একটা ভাল ডীল পাওয়া যাচ্ছে। $3-এ The 99 Most Essential Mozart Masterpieces। খুব বিখ্যাত কোন মোৎজার্ট কম্পোজার বা অর্কেস্ট্রা চোখে পড়ল না, তবে হ্যাক থু-ও নয়। তিন টাকার পক্ষে বেশ ভাল ডীল মনে হচ্ছে।

    http://www.amazon.com/gp/product/B001NJUGV0/
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৮ | 59.93.196.104
  • এখনো জানা হলো আপনি মোবা না ইবে
  • L | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৩ | 59.93.246.164
  • নেহাত-ই মেয়েকে পডাতে উঠে যেতে হয়েছিল। যা হোক, আপনাদের হার্দিক আমন্ত্রনে না এসে পারলাম না।সত্যি ভীষন ভাল লাগছে। আসলে একা একা থাকি তো, তাই অড্ডা মারতে ভালই লাগে।আর পাগল না হলে কি কেউ গুরুচণ্ডালিতে আসে। তাই গ-কেও সাদর অভ্যর্থনা।
  • I | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৮ | 59.93.221.20
  • ডি ঃ হাসলাম না, agree করলাম।
  • I | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১১ | 59.93.221.20
  • হ্যা হ্যা।
  • dipu | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০৪ | 121.243.161.234
  • এ তো তবু হাত ভাঙার ওপর দিয়ে গেছে - একবার ( খুব সম্ভবতঃ ব্যান্ডেল লোকাল) লেডিস কামরা থেকে ঠেলে ফেলে দেওয়ায় একটা ছেলে মারা গেছিল।
  • Du | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৬ | 65.124.26.7
  • ঐতিহাসিক ভাষণ পড়ে Asterix in Belgium এর সেই সিজারের সভা মনে পড়ে গেল যেখানে সিজার রেগে গাল দিচ্ছেন আর সভার মিনিট টেকার কে বলা হলো ওটা রেকর্ডে না রাখতে ঃ)
  • arjo | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:২৭ | 168.26.215.13
  • কালকের "ঐতিহাসিক' ভাষণে ওবামা দাবী করেছেন, গত এক দশকে যা হয়নি তাঁর জমানায় মাত্র তিরিশ দিনে তাই হয়েছে। গত তিরিশ দিনে SCHIP - State Children Health Insurance Program নামে একটি প্রোগ্রাম চালু হয়েছে। প্রতি রাজ্যে গরীব এবং আনইন্সিওরড শিশুদের ইন্সিওরেন্স আসবে সরকার থেকে। অর্থাৎ আমেরিকান ডেফিনিশন অনুযায়ী যারা গরীব এবং যাদের মেডিকেড ইন্সিওরেন্স নেই, সেইসব শিশুদের ইন্সিওরেন্সের ভার সরকার নিল। প্রসঙ্গত বুশ জমানায় এই বিল পাশ হয় নি।
  • dipu | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:১৫ | 121.243.161.234
  • চার্জশীট ঃ)
  • dipu | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:১৪ | 121.243.161.234
  • মুম্বাই কান্ডে ১১২৮০ পাতার চার্জশীত পেশ হয়েছে। কে অত পড়বে?
  • rokeyaa | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:০০ | 203.110.243.21
  • বাংলাদেশের আপডেট কোথথেকে পাবো?
  • Arpan | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৬ | 65.194.243.232
  • না মনে হয় না পাগল বা তালিবান টাইপের কেস। আসল কারণটা (যদি প্রতিবেদনটা ঠিকঠাক লিখে থাকে) চার নং প্যারার তিন নং লাইনে আছে।
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৩ | 170.153.62.251
  • আচ্ছ সরিষা রামকৃষ্ণ মিশনের কেসটা মনে আছে? দিদিমনির রঙিন শাড়ি পরে আসা নিয়ে
  • shrabani | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৭ | 124.30.233.101
  • এই রিপোর্টটা পুরো সত্যি তো? মানে আনন্দবাজার তো! পাগল না হলে ভদ্রমহিলা সুইমিং পুল নিয়ে আপত্তি জানাবেন কেন। পুল হলে সুইমিং কস্ট্যুম পরে থোড়ী লোকে রাস্তায় ঘুরবে। এছাড়া সল্টলেকে তো সুইমিং পুল আছে। আর এতকাল ধরে কলকাতায় চতুর্দিকে এত যে পুল....
  • dipu | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৮ | 207.179.11.216
  • এই ইস্যুতে আগামী সোমবার একটা ভারত বন্ধ ডাকা হোক - আমি সমর্থন করব।
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৬ | 170.153.62.251
  • সুইমিং পুল বানানো এবং তার পাশে বীয়ার বার না রাখা অপসংস্কৃতি। অবিল্মবে বীয়ার বার চালু এবং চালু না হলে সুইমিং পুল বন্ধ করা উচিৎ
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪১ | 61.95.144.123
  • শুধু তুমি? এই এদ্দিন যে সব ছেলেমেয়েরা অ্যান্ডারসন, ক্যালকাটা স্পোর্টস, হেদুয়া - এসব জায়গায় সাঁতার শিখলো তারা নিগ্‌ঘাত বোরখা বা ধুতি পরে সাঁতার কাটতো, নয়তো তারাও সব অবক্ষয়িত পাবলিক। এবং সাদার্ন অ্যাভিনিউ বা উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল শুধু জঙ্গল।
  • siki | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫০ | 122.160.41.29
  • উরিম্মা! সুইমিং পুলের কেচ্ছাটা এইমাত্র পড়লাম। আমি নিজে তো তাইলে বিশাল এক সামাজিক অবক্ষয়ের শিকার। ছি ছি ছি, নিজের ওপরেই এমং লজ্জা করছে!
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৭ | 12.144.134.2
  • ছিছিছি। আমার মাথা খারাপ হয়ে গেছে। সরি সরি সরি।
    (পর্ব খুঁজে নেব, দমদি, থ্যাংকিউ)
  • sinfaut | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪৩ | 203.91.193.5
  • রদা লিখেছিল তো, কিন্তু কোথায় মনে নাই।
  • d | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪২ | 203.143.184.11
  • ইন্ডো লেখেনি তো। রাঙা লিখেছিল, ওপাড়ায়। "এটা সেট ...'র আর্কাইভে পাবে। এখন মিটিঙে গেলাম। ফেরত আসা পর্যন্ত খুঁজে না পেলে, পর্ব বলে দেবো।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৪১ | 61.95.144.123
  • টই ক্রিয়েটরের নাম দিয়ে সার্চ থাকা উচিত। অ্যামাজনে যেমন অথর, বইয়ের নাম, কী-ওয়ার্ড দিয়ে খোঁজা যায়। ইভেন একটা টাইমফ্রেম দিয়ে সার্চও দরকার।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৯ | 61.95.144.123
  • অ। বুইসি। কি কঠিন। আর ততোধিক কঠিন করে জিগ্গেস করে। বুঝবো কি করে?
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৯ | 12.144.134.2
  • না না, প্যারাগ্রাফ তুলে দেওয়া ছিল। আমি বইটা পড়লাম, তো আবছা আবছা মনে পড়ল কোথায় যেন এই জায়গাটা পড়েছি। পরে মনে পড়ল রিভিউ পড়েছি, গুরুতে, ইন্দোদা, ইত্যাদি। তারপর খুঁজছি কিন্তু পাচ্ছিনা।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৭ | 61.95.144.123
  • সেগুলো কি বস্তু?
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩০ | 12.144.134.2
  • কি মুশকিল, বলছি যে, পাক সার জমিন সাদ বাদ নিয়ে?
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২২ | 61.95.144.123
  • কি নিয়ে লিকছিলো?
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২০ | 12.144.134.2
  • না কাট নয়। হেল্প চাই। ইন্দোদা পাক সার জমিন সাদ বাদ নিয়ে কোথায় লিখেছিল? টই না আলোচনা? কি নাম দিয়ে? এই এক বালের সার্চ বানিয়েছে। কিসু খুঁজে পাওয়া যায়না দরকারের সময়।

    কারুর যদি মনে থাকে, বা ইন্দোদার নিজেরই যদি মনে থাকে।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৭ | 61.95.144.123
  • ঘ্যামা এϾট্র নেবে - ব্যাকগ্রাউন্ডে ঢিচক্যাঁও ঢিচক্যাঁও আওয়াজ, থালাবাসনের ঝন্‌ঝনাঝন্‌, আর গান "খাইক্কে সুপারি বেঙ্গালুরুওয়ালা...'। তার রিহার্সাল দিচ্চে।
  • Bhuto | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১২ | 203.91.207.30
  • এয়েছে এয়েছে তো হলো, কিন্তু যে এয়েছে সে তো এসেই কাট। ইকি?
  • h | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৫ | 203.99.212.224
  • গুড।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৪ | 61.95.144.123
  • বোধি উলু দেবে।
  • san | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৩ | 12.144.134.2
  • উলু দেবে নাকি? খেয়েছে।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৯ | 61.95.144.123
  • স্যান এয়েচে, স্যান এয়েচে...
  • Arpan | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৩ | 65.194.243.232
  • আরে শ্যামলের চিঠি বেরিয়েছে পিছিয়ে না পড়া কাগজে।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫২ | 61.95.144.123
  • তাই কও। সবাই ডাংগুলি খেলা দেখচে! এইমাত্র কাগজে দেখলুম - বাংলাদেশেরটা পড়তে গিয়ে।
  • siki | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৭ | 122.162.82.191
  • ঢাকায় বিডিআরের হেডকোয়ার্টার্সে গুলিগোলা চলছে। সম্ভবত বিডিআর রিভল্ট করেছে। সিভিলিয়ান সমেত ২০ জন ডেড।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত