অর্কুটে একটা অদ্ভুত জিনিষ হচ্ছে। কাউকে কোন লিঙ্ক দিয়ে স্ক্র্যাপ করলে আমাকে দিব্বি দেখাচ্ছে স্ক্র্যাপটা, কিন্তু সে দেখতে পাচ্ছে না। আবার আমি লগ আউট করে লগইন করে দেখলেও দেখছি যে উবে গেছে। কি ভুলভাল রে বাবা!!
Binary | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৩ | 198.169.6.69
গুগুল আর্থ পচা। কালকে, দেখতে চাইলুম, কলকাতায় বাড়ীতে সকলে কি করছে, তো বেশী জূম করতেই 'নো ম্যাপ অ্যাভেলেবল' দিলো। ওটা শুধু অ্যাম্রিকাতেই চলে।
সত্যি বোর্নভিলেটা কি জিনিষ? আমি জানতে চাই ..............
d | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৯ | 117.195.40.64
হেহ্ ঐ লোহার চৌকো চৌকো জালের টোস্টারে টোস্ট করলেই হয়!
a x | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৬ | 143.111.22.23
তোমরা গুগল.অর্গ দেখছ? অনেক ফিচার আছে, তার মধ্যে একটা ফ্লু আউট ব্রেক দেখানো। CDC'র কাছে খবর আসার সপ্তাহ খানেক আগে গুগল জানতে পারে কোথায় ফ্লু আউট-ব্রেক হচ্ছে। শুধু সার্চ ট্র্যাফিক থেকে। অনেক লোক একসাথে ফ্লু-র সিম্পটম সার্চ স্ট্রিং দিচ্ছে। তাই CDC - Center for Disease Control, গুগলের সাথে টিম আপ করেছে।
এর পর আসবে, আপনার বাড়িতে কখন কত ইলেক্ট্রিসিটি খরচ হচ্চে তা আপনাকে কম্পুতে দেখিয়ে দেবে। আপনি রাতে শুতে যাবার সময় কম্পু বন্ধ করার আগে দেখলেন বেশ উঁচু কার্ভ দেখাচ্ছে, আঁতি পাঁতি করে খুঁজে বুঝলেন আরে টোস্টারের নব আটকে সেই কখন থেকে ওটা জ্বলছে। হুঁ হুঁ।
Ishan | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৯ | 12.217.30.133
নানা এই তো কাজ করছে। ঃ)
Ishan | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৮ | 12.217.30.133
আমার মেশিনটা মনে হয় ভোগে গেল। ঃ(
arjo | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২০:২২ | 168.26.215.13
অরিজিত, জানালায় এই সমস্যাটা হামেশা হয়। যেমন গুগুল টুলবার মেশিনের লেটেস্ট জাভা ভার্সনে চলে। অন্যদিকে অন্যকোনো অ্যাপ্লির নিজস্ব জাভা ভার্সন থাকে তাহলে গুগুল টুলবার অ্যাক্টিভেটেড থাকাকালীন সেই অ্যাপ্লিকেশন চালানো যায় না। কারণ জাভার ভার্সনে কনফ্লিক্ট। তাই যে মেশিনে অ্যাপ্লিকেশনটা চলছে না, খুব ভালো করে খুঁজে দেখা দরকার সেই মেশিনে অন্য কোনো জাভার ভার্সন আছে কিনা। থাকলে সেটাই কারণ। অথবা কোনো সিকিউরিটি সেটিংস। প্রাথমিক ভাবে এটাই মনে হল।
sayan | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:১৩ | 160.83.96.82
নাহ্, নানা ফ্লেবারের "কিসেস'গুনো এখনও বাকি রয়ে গেল। মোট বারো পাউন্ড কম নয়। ফ্রায়েড অ্যামন্ড, ক্যারামেল, প্লেন মিল্ক, ডার্ক ... আরও কি সব যেন আছে। ও, আর হার্শির বড় বারগুনোও।
(বাড়ির উদ্দেশ্যে গমন)
Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০৪ | 61.95.144.123
একটা পিকিউলিয়ার প্রবলেম হচ্ছে। দ্যাখো তো কেউ কিছু ভেবে পাও কিনা।
আমার দুটো মেশিন আছে - সিপিইউ আর র্যামের দিক থেকে আইডেন্টিক্যাল, দুটোতেই ফেডোরা কোর ৭, দুটোতেই সেম জাভা ভার্সন। অথচ, একই জাভা অ্যাপ্লি একটাতে আরামসে চলছে, অন্যটাতে heap space অ্যালোকেট করতে পারছে না। মজার ব্যাপার হল যেটাতে পারছে না সেটাতে আর কোনো বড় প্রসেসও চলছে না...
দুটোকে ক্লাস্টার হিসেবে দেখে যখন প্যারালেল প্রসেস চালাচ্ছি, একটায় চলছে (যেটাতে স্ট্যাণ্ড অ্যালোন হিসেবে চলছে সেটাতেই), অন্যটাতে ওই একই মেমরি প্রবলেম দিচ্ছে।
র্যামে প্রবলেম? সেরকম হলে কি মেশিন বুট করে?
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৮ | 203.91.207.30
যাই বাড়ি গিয়ে Ode to joy বাজাই। দুঃখ লাঘব হবে।
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৬ | 203.91.207.30
এগ চিকেন? নাহ এবার আপিস কাটি, এখানে আজকে অ্যাম্বুলেন্সটাও দেখছিনা। আমি বরং একটা ঐ এগ চিকেন খাই গিয়ে।
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৫ | 203.91.207.30
ই ই ই , বইমেলা না ছবিমেলা? দ্রিকের ছবিমেলা হওয়ার কথা তো। আর তেমনই বলে গেল যে কল্লোলকাকু।
d | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৪ | 203.143.184.11
হেহ্ হে। লোকে কিরম হিংসা কচ্ছে দেখো! সাধে বলে "পড়শীর ঈর্ষা .....' ইত্যাদি। খিক খিক।
আজ পর্যন্ত নজর দিয়ে কেউ আমার হজমশক্তির কিছু বাত্যয় ঘটাতে পারেনি বাছারা। আর একদিনে খাবো কেন? ১০-১৫ দিন ধরে তারিয়ে তারিয়ে খাবো তো।
যাগ্গে একগাদা চকোলেট খেয়ে মুখটা কিরকম হয়ে আছে। একটা এগ-চিকেন রোল খেয়ে আসি।
ভাল কথা, কল্লোলদা এখন ঢাকায়। বইমেলা দেখে বেড়াচ্ছেন। সামরানের বই প্রকাশের অনুষ্ঠানেও সম্ভবতঃ থাকবেন।
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৩ | 203.91.207.30
এই রে... সিকি সিফো গুলিয়ে লেখা সব 'তুই' এ হয়ে গেছে । ছ্যা ছ্যা , আমি মনে হয় মাতাল হয়ে গেছি,খাবারের নেশায়।
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪৩ | 203.91.207.30
হ্যাঁ রে , আমাকে তো জলই দিবি, আমি খাবারের নাম শুনবো আর জল খাবো। দাঁড়া কল্লোলকাকু আসুক ফিরে , দুজনে মিলে খাবো আর তোকে শোনাবো। (তবু বলতে পারলো না যে 'ভুতোকে একটু চকোলেট বা বিরিয়ানি দাও)। আর আমি তো অলরেডি মরেই ভূত।
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪১ | 203.91.207.30
উফ ,দুঃখিত। এসব খাবারদার শুনে আরবিয়ান গোছের কিছু শব্দ বেরিয়ে পড়ল মুখ দিইয়ে। মানে আমি বলতে চাইছিলামঃ 'ধ্যত্তেরি তুমি সব খাবার একাই সাবাড় করে এলে,আমাদের একবারো মনে পড়লো না শা**। তোমার এই ফাঁকি দেওয়া মনে থাকবে আগুনের হলকার মত।
আর শেষেরটা লেখা দ'দিকে।
পরান হাঁসফাঁস করে এসব আহারের কথা তুলনা আর। হার্ট ফেল হতে চললো।
sinfaut | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৪ | 203.91.207.30
বোর্নভিলে টা আবার কি? বোর্নভিটার নতুন সংস্করণ?
Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১২ | 61.95.144.123
আমি বোর্নভিলেও খাইনি, টেম্পটেশনও নয়।
siki | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৯ | 122.160.41.29
অ। তাইলে অন্যত্র দেখতে হবে।
shrabani | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৫ | 124.30.233.104
বোর্নভিলে তো আমাদের এখানে পাওয়া যায়, আমি শপ্রিক্স মলের স্পেন্সার থেকে কিনেছি।
siki | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৪ | 122.160.41.29
আমার পেট এখনও ভর্তি। আজ সন্ধ্যের মুড়ি বাদামভাজাটা বোধ হয় পাস দিলেও হয়।
shrabani | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৪ | 124.30.233.104
বোর্নভিলে তেমন কিছু আহামরি নয়!তবে সাইত্রিশটা চকোলেট!
Sudipta | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৮ | 122.169.172.236
d এর পেট খারাপ বুঝি আর আটকানো গেল না ঃ))
M | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৭ | 118.69.158.161
উল্লুস!!!!! অ্যাঁঅ্যাঁ অ্যাঁ, ভাল্লাগেনা।।
Sudipta | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৭ | 122.169.172.236
আমি সেদিন খেলুম, আমার রুম মেটের আপিসে দিচ্ছিল, ওকে দিয়ে আনিয়ে নিলুম ঃ)
siki | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৪ | 122.160.41.29
বোর্নভিলে খেয়েছো কেউ? আমাদের পাড়ায় এখনও আসে নি।
d | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫২ | 203.143.184.11
আহা আমদের BU তে আজ চকো-ফেস্ট। কদিন খুব সবাইকে চাগালো বিভিন্ন লোককে ক্যাডবেরি চকো দিয়ে বিভিন্ন ইমো জানাতে। তো, এক্ষুণি সবার ডেস্কে এসে HR এর ক্যাটখুকী ও ক্যাটবুড়িরা সব চকো দিয়ে গেল। জানোতো, আমি না ..... আমি না ..... ৩৭টা চকোলেট পেয়েছি। আমি, যাকে বলে এক্কেবারে অভিভুত, আপ্লুত ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে ৫ খান টেম্পটেশান।
M | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩২ | 118.69.158.161
হ্যাঁরে, কেউ একটু ভুতুটাকে চকলেট দাও, ছেলেটা এমন ক্ষেপে গেলো ক্যান?
Sudipta | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৬ | 122.169.172.236
বিটিডব্লু, তোর মেলের উত্তর দেবার টেইম পাই নি কাল পোশ্শু। তোর দেওয়া লিংকগুলো কাজ করে নি। আজ রাতে বসা যেতে পারে।
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৩ | 203.91.207.30
দিহ ত্রাহী মাসে সাবাকতুল্লহ,দেসদিমোনাসমাল্লাহ। তোহোফকতিহ তেহলকা।
siki | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪০ | 122.160.41.29
তবে রাষ্ট্রপতি ম্যাডাম কি রোগা আর বেঁটে খুরখুরে, একগলা সোনালি পাড়ওলা সাদা শাড়ির ঘোমটা পরে পোডিয়ামের সামনে এলেন, তাঁকে দেখাই যাচ্ছিল না প্রায়। চেয়ারে বসলেন যেন এক স্নেহশীলা দিদিমা। মুখে একখান পান-চিবুনো হাসি লেগেই আছে।
siki | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৯ | 122.160.41.29
ধুর, জনোগনোমনো-র সাথে কি আর বলডান্স হয়? উঠে দাঁড়িয়েও তাই শেষমেশ বসে পড়তে হল, গান শেষ হবার পরে।
বাগটা কি ধরেছি। এই স্পেশ্যাল ক্যারেক্টার যে যে হেডিং-এ আছে, সেখানে এবং তার পর থেকে মামুর কোড সবকিছু রেণ্ডারিং করছে ওই টাইটেলে যে ফন্ট আছে সেই ফন্টে।
নর্মালি ইংরিজী হেডিং-এ মামু arial ইউজ করে - তাই সব নামগুলো তার পর arial-এ দেখাচ্ছে। বাংলা হেডিং-এর ক্ষেত্রে ইংরিজীতে লেখা নামগুলো বাংলাপ্লেনে রেণ্ডারড হচ্ছে - যে কোনো ইংরিজী ফন্টে Arijit লিখে তারে বাংলাপ্লেনে কনভার্ট করে দেখো - অক্ষভমভঢ় পাবেঃ-)
Bhuto | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১৯ | 203.91.207.30
'ঘটিরা অলসের বেহদ্দ' ঃ-( শুনতে দুক্কু লাগলেও , কথাটার বোধহয় ভ্যালু আছে। মা কেও বলতে শুনেছি দমদি ও বলছে । কিন্তু আমি তো কাজকম্ম করি। রাতে মাত্তর ৪ ঘন্টা ঘুমাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন