এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৪ | 160.83.96.81
  • কিমাশ্চর্যম্‌! আম্মো গত উইকেন্ডে দ্য ভিঞ্চি (সচিত্র) পড়লাম। বেশ হোঁতকা এবং ভারি কারণ মোটা মোটা গ্লসি পাতায় কিন্তু ইলাসট্রেশনগুলো ফাটাফাটি। প্রথমবার এটা পেলে হোঁচট অনেক কম খেতাম।
  • Blank | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৩ | 170.153.62.251
  • কংস মামা গিফট দিতে পারে। তবে বেসিকালি কেউ কিছু দিয়েছিল বলে মনে হয় না। দেবতারা পুষ্প বৃষ্টি ও কত্তে পারে।
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৮ | 61.95.144.123
  • ধুর - ওরা তো কমন।

    বাই দ্য ওয়ে - আমি ফের একবার দ্য ভিঞ্চি কোড পড়লুম। সেখানে একজায়গায় লিখেছে যে কেষ্টবাবুর জন্মের পরেও নাকি তাকে gold, frankincense আর myrrh উপহার দেওয়া হয়েছিলো। এর অথেন্টিসিটি নিয়ে কেউ কিছু জানো (মানে কোনো বই-টইয়ে আছে কি)?

    কোশ্চেন হল কেষ্টবাবু তো জেলে জন্মেছিলেন - আর তাপ্পরেই তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়েছিলো। জেলের মধ্যে কে গিয়ে গিফট দিলো, আর কি করেই বা দিলো? ড্যানদা ছড়িয়েছেন, নাকি উনি যেখান থেকে তুলেছেন তারা ছড়িয়েছে?
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৪ | 203.91.207.30
  • রামকৃষ্ণদেব? না বিবেকানন্দ ? কাকে নামাবে?
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০০ | 61.95.144.123
  • একটা ধর্মযুদ্ধ চাই - ইউজুয়াল টাইপ। বা মহাপুরুষদের কেচ্ছা।
  • shrabani | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৯ | 124.30.233.101
  • ভাটের বেশ দুরবস্থা, টইয়েরও তথৈবচ! একটা রিভাইভাল প্যাকেজ জরুরী হয়ে পড়ছে।
    একটা পোস্টের সঙ্গে আর একটা পোস্ট ফ্রি !ঃ)
  • nyara | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫২ | 64.105.168.210
  • অ্যামেরিকার হুমোপাখী পাওয়া যায়, অল্টারনেটিভ মেডিসিন হিসেবে। এফডিএ কোন মনিটরিং করে না। তবে বড় শহর-টহর ছাড়া বিশেষ পাওয়া যায়না।
  • nyara | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫০ | 64.105.168.210
  • দেশের একটা ওষুধের এখনও বিলিতি প্রতিষেধক বেরোয়নি - পুদিনহারা।
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • আম্রিকায় হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায় না? বিলেতে কিন্তু যেত - বটুবাবুর দোকানে - মোটামুটি কমন ইষুধ সবই।
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৮ | 70.64.8.206
  • প্রতিবারে দেশথেকে ফেরার সময়, বাড়ীত্থেকে হোমিও ওষুধের পুঁটলি বেঁধে আনি, সে বাঁধা অবস্থাই শুকায়ে যায়।
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৪ | 70.64.8.206
  • কিন্তু ডাক্তার যে বল্ল ??? যাগ্গে, আশীর্বাদ কল্লুম, গলাব্যাথা সেরে যাক, আমাট্টা এট্ট কম আছে এখন।
    কবতে লেখাটা চানম্বর।
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৩ | 203.91.207.30
  • দানা , চিনি, 'র' সব খেয়েছি। বাপ সন্দেহ করেছিল এ ছেলে বড় হয়ে অ্যালকোহলাসক্ত হয়ে যেতে পারে। নাক্স ভোমাভুমি, কার্বোভেজ টেজ, পালসেটিলা ঢ্যালা সব স অ ব খাইসি।
  • nyara | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪০ | 64.105.168.210
  • বাইনারিদা, একটা কথা জানবে। বাঙালীর ছেলে মার পেট থেকে পড়েই তিনটে জিনিসে এক্সপার্ট হয়ে যায় - নাটক করা, ছবি তোলা আর ডাক্তারি করা। সেই আমি এক্সপার্ট বলছি, এই গলাব্যথা একদম ব্যাকটেরিয়াল ইনফেকশন। কাল অ্যান্টিবয়োটিক খাইব ও সারিব। তারপরে তোমা হইতে বড় ডাক্তার খেতাব লাভ করিব।
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৮ | 70.64.8.206
  • ভুতো কি চিনি-র মতো জল ওষুধ-ও খেয়েছে ? নাক্স-ভোমিকা ? স্পিরিটের গন্ধ ?
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৬ | 61.95.144.123
  • আইই মনে হয় আনইনস্টল করা যায় না। সেই নিয়েই তো অ্যান্টিট্রাস্ট গোলমালের শুরু - ইনটিগ্রেটেড করে দেওয়া নিয়ে। রিইনস্টল করা গেলেও যেতে পারে - IE7-এর ইমেজটা নামিয়ে নে - ওটা আগে তো ডাউনলোড হত।
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৬ | 203.91.207.30
  • হ্যাঁ , মানে না ক্যুরিয়ার কম্পানী নাই ,তবে কাল থেকে সত্যি খালি ক্যুরিয়ার ক্যুরিয়ার করে যাচ্ছি। ঃ-)

    আর ওসবের নাম আমি খুব শুনেছি,বাবার ডাক্তারি বাক্সে থাকতো। আমি তো ছোটো থেকে এমনি এমনি হরলিক্সের মতো তাই খেয়েই বড় হয়েছি। সবাই ভয় পেত , কেননা বোতোল দেখলেই খেয়ে ফেলতাম। লুকিয়ে রেখেও রেহাই ছিলনা। তাই ওসব এখন আমার কাছে মিষ্টি হিসাবেই রয়ে গেছে। জীবনে ওতে আমার কিস্যু হয় নি। আমি অ্যালোপ্যাথ এর খরিদ্দার ঃ(
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৪ | 70.64.8.206
  • অ্যান্টিবাওটিকে-ই গলা ব্যাথা মুক্তি এরম কোনো স্বতঃসিদ্ধ নেই কিন্তু। গল ব্যাথা হলে অ্যাসিটামিনোফেন খাও। আমার গঃব্যাঃ হয়েছিলো, ডাক্তার বল্ল অ্যা কর, তো কল্লুম, গলায় কি একটা চামচে ঢোকালো, তাপ্পর অনুবীক্ষনের তলায় নিয়েগিয়ে বল্ল ইনফেকশ নেই, যাও অ্যাসিট.. খাও।
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩১ | 203.91.207.30
  • ১) কবে থেকে হচ্ছে।
    ২) কি করার পর থেকে হচ্ছে
    ৩)প্লাগ-ইন ডিসেবল করে এক এক করে দেখো
    অরিদা ঠিক কইসে। প্রবলেমটাকে আইসোলেট করতে হবে। পার্লে ক্র্যাশ করার পর লগ দেখো।
    IE তে যদি সেন্ড\ডোন্ট সেন্ড এরর দেখায় ক্র্যাশ করার পর তাহেলে সেটার প্রবলেম ডিটেলসটা দেখ ব্লু কালারের 'click here' ক্লিক করে।
  • shrabani | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 124.30.233.101
  • ভুতোর কি ক্যুরিয়র কোম্পানী আছে? এরা সব ব্রায়োনিয়া থাট্টি, রাসটাস্ক দুশ এসবের নাম জানেনা!ঃ)
  • nyara | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৯ | 64.105.168.210
  • আমাদের একজন ভাল ডাক্তার আছে। জিগেস করে, "অ্যান্টিবায়োটিক দেব?' কাল আমি তার থেকে অ্যান্টিবায়োটিক নিতে যাব। আহ, তারপরে গলা ব্যথা থেকে মুক্তি। নইলে কাঁহাতক আর ব্র্যান্ডি উইথ ওয়ার্ম ওয়াটার রাতের পর রাত গেলা যায়!
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৯ | 12.217.30.133
  • ধুর। এখন আবার লেখার উইন্ডোটা খুলতে গিয়ে দুবার ক্র্যাশ করল। এরকম করে লেখা যায়?

    আমি ঘুমোতে গেলাম। তার আগে আবার গার্গল করতে হবে। উফ। জীবনে আর কিছু রইলনা।
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৭ | 12.217.30.133
  • মস্তিটা হচ্ছে, আইই স্পেসিফিক অনেক কিছুই আমি আইই থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু ফাফএ আইই ট্যাব থেকে পাচ্ছি। যাতা ব্যাপার কিন্তু। ঃ)

    আমি অতো ডায়গনস্টিক্স করতে পারবনা বসে বসে। আইই আন ইন্সটল রি ইনস্টল করা যায়? করার কোনো জায়গা তো খুঁজে পাচ্ছি না।
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৭ | 203.91.207.30
  • আগে শরীর\গলা সামলে মেইনলি খোকাকে সুস্থ করে তোলো। এখান থেকে অ্যান্টিবায়োটিক ক্যুরিয়ার করে দেব নাকি?
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৩ | 61.95.144.123
  • টুলবার লাগিয়ে থাকলে সেগুলোকে ডিসেবল কর। ফ্ল্যাশ বন্ধ কর। আস্তে আস্তে আইসোলেট করে দেখতে হবে।

    প্রসেস এক্সপ্লোরার আছে (টাস্ক ম্যানেজার নয় - এটা আলাদা, অনেক ডিটেইলে দেখায় পেরেন্ট/চাইল্ড রিলেশন সহ)? রিসোর্স ইউটিলাইজেশন ডিটেইল্‌স দেখতে পাবি।
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯ | 12.217.30.133
  • আরে আমার মেশিনে আইই আর ফাফ অহরহ ক্র্যাশ করছে। প্রতি দু মিনিটে একবার। কিকরে সারানো যায়?
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৫ | 61.95.144.123
  • যাঃ। মামু ক্লোন বানিয়ে ফেল্ল।
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৪ | 61.95.144.123
  • তাই তো। আম্রিকায় স্যালাইনকে সেলিন বলে - মানে গীতা শাহ তাই বলেছিলেন।

    ফ্লু-শট নিয়েও যে খুব কাজ হয় তা নয় - ফ্লু-এর প্রতি বছর নতুন স্ট্রেন বেরোয়...স্পেশ্যালি ইংলিশ ফ্লু। যার না হয়েছে সে বুঝবেই না...
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৩ | 12.217.30.133
  • ভুতো। মেলের উত্তর দেবার টাইম পাইনি। সারাদিন প্র্যাকটিকালি মেলই খুলিনি। তবে সব মেলই পেয়েছি। প্রাপ্তিস্বীকার করলাম। ঃ)

    অজ্জিত। আর এই জিনিস দু হপ্তা ধরে চলছে। হাতে পায়ে ধরতে বাকি রেখেছি। তাও অ্যান্টিবায়োটিক দেয়না। আমার তো এখন চিন্তাই হচ্ছে। নিজের জন্য না। পাই এর জন্য। এই রেটে চললে, বেচারারা আর ওষুধ নিয়ে রিসার্চ থুড়ি মোচ্ছব করার ফান্ডিং পেলে হয়। ঃ)
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২ | 12.217.30.133
  • ভুতো। মেলের উত্তর দেবার টাইম পাইনি। সারাদিন প্র্যাকটিকালি মেলই খুলিনি। তবে সব মেলই পেয়েছি। প্রাপ্তিস্বীকার করলাম। ঃ)

    অজ্জিত। আর এই জিনিস দু হপ্তা ধরে চলছে। হাতে পায়ে ধরতে বাকি রেখেছি। তাও অ্যান্টিবায়োটিক দেয়না। আমার তো এখন চিন্তাই হচ্ছে। নিজের জন্য না। পাই এর জন্য। এই রেটে চললে, বেচারারা আর ওষুধ নিয়ে রিসার্চ থুড়ি মোচ্ছব করার ফান্ডিং পেলে হয়। ঃ)
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২ | 70.64.8.206
  • সেলিন তো বাচ্চাদের ন্যাসাল স্প্রে, ঐ স্যালাইন ওয়াটার-ই। ভাইরাল সদ্দিতে অ্যান্টিবাওটিক কি হবে, এজ্জন্য আগেত্থেকে ফ্লুসট নিতে হয়।
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৮ | 61.95.144.123
  • উপসর্গ, কিন্তু সেই ইনফেকশনটা ভাইরাল বা ব্যাক্টেরিয়াল কে বলবে? সর্দি সবসময়ই ভাইরাল। কিন্তু কখনো কখনো তার থেকে অন্য ব্যাক্টেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে - স্পেশ্যালি অনেকদিন ধরে থাকলে - তখন অ্যান্টিবায়োটিক দেয়।

    বিলেতে জ্বর হলে চারদিনের আগে ডাক্তার দেখালে কিস্যু ওষুধ দিত না। অধিকাংশ ক্ষেত্রে তো নার্সই দেখে বিদেয় করে দিত। বলতো ক্যালপল খাও। গলা ব্যথা হলে গার্গল করো নুন-জল দিয়ে। সর্দি বসে দিয়ে থাকলে ভেপার নাও বা লেবু-মধু খাও। চারদিন-পাঁচদিন হয়ে গেলে তখন হয়তো দেখেশুনে অ্যান্টিবায়োটিক দিত। ইন জেনারেল, বিলেতের ডাক্তাররা (এনএইচএসের) খুব কম ওষুধ দেয়।
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৬ | 203.91.207.30
  • একটু দুলাল চন্দ্র ভড়-এর তাল মিছরি খেলে...?
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৫ | 61.95.144.123
  • আম্রিকার জনতার কাছে "স্ট্যাণ্ডিং আপ ফর হোয়াট ইউ বিলিভ' কি এখন কোনো কারণে ফেভারিট সার্চ টার্ম? লাস্ট কয়েকদিন ধরে আমার ব্লগে প্রচুর হিট হচ্ছে, সব আম্রিকা আর ক্যানাডা থেকে - এবং সবাই ওই কথাগুলো সার্চ করে আসছে...
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৩ | 12.217.30.133
  • অজ্জিত কিছুই জানেনা। সদ্দি, গলাব্যথা কোনো রোগ নয়। উপসর্গ মাত্র। ইনফেকশনের।

    ইনফেকশন দু ধরনের হয়। এক। ভাইরাল। তাতে কোনো ওষুধই কাজে লাগেনা। বাকি সমস্ত কিছুর জন্য আছে মাস্টারকার্ড। যা দিয়ে অ্যান্টিবায়োটিক কেনা যায়।
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৮ | 61.95.144.123
  • সর্দি/গলাব্যথায় অ্যান্টিবায়োটিক?
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৬ | 12.217.30.133
  • সবার চেয়ে ভালো হল অ্যান্টিবায়োটিক। কিন্তু পোড়ো ডাক্তার গুলো দেয়না। যেন ওদের পকেট থেকে যাবে। যত্তোসব।
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৮ | 61.95.144.123
  • বিদেশেও নুন দিয়ে গার্গল করতে বলে। বিলেতে তো বলতোই। এই টুকটাক হোম রেমেডিগুলো সর্বত্রই এক - যেমন মধু লেবুর রস ইত্যাদি।

    ঋক যখন জন্মালো, ওর নাকে খুব সর্দি জমে থাকতো। তো আম্রিকার পেডিয়াট্রিশিয়ান বল্লেন নাকে "সেলিন ওয়াটার' দাও - আমরা ভাবলুম লিচ্চয় ভালো ওষুধ, পরে সেই ডাক্তারই ক্লিয়ার করলেন - সেলিন, মানে কিনা স্যালাইন। পাতি নুন-জল। এখানে নুন-জল দিয়ে নাস নিতে বলে না?
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৭ | 70.64.8.206
  • বিদেশে বসিয়া 'স্বদেশের ....', অ্যাঁ ? পাগলা ক্ষীর .... ইত্যাদি। তবে লিস্টারিনটা সত্যই ভাল।
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৪ | 12.217.30.133
  • আমি নুন দিয়ে গার্গল কচ্ছি। স্বদেশের কুকুর পুজি, ইত্যাদি। ঃ)
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৮ | 61.95.144.123
  • মন্দিরা - ঋকের ওগুলোয় অ্যালার্জী। এখানে এসে টেস্ট করে পাওয়া গেছে - চিকেন, মুসুর ডাল, টমেটো, নারকোল - লম্বা লিস্ট। ওর বেসিকালি হাইপার আইজিই সিনড্রোম আছে। অ্যালার্জী টেস্ট করালে এগুলো ধরা পড়ে।
  • Arijit | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৫ | 61.95.144.123
  • বোধি - ভিএমওয়্যার সার্ভার দিয়ে তুমি এক বা একাধিক মেশিনের ওপর ভার্চুয়াল ক্লাস্টার বানাতে পারো - সেখানে শেয়ারড ডিস্কও করতে পারো। তবে তার পরের অংশটুকু (ওর‌্যাকল ক্লাস্টারওয়্যার ইত্যাদি) নিয়ে আমার কোনো ধারণা নেই।

    একাধিক ইমেজ করতে চাইলে ভিএমওয়্যারের "লিংকড ক্লোন' করতে পারো - সেখানে একটা মেইন ডিস্ক, বাকিগুলো তার সাথে লিংকড। এটা সবচেয়ে বেশি কাজে লাগে যখন এক একটা মেশিনের মধ্যে অল্প ডিফারেন্স করতে চাও - ধরো, বেস সিস্টেম সমান, কিন্তু একটাতে তুমি ডিবি সার্ভার রাখতে চাও, আরেকটাতে অ্যাপ সার্ভার ইত্যাদি। তখন একটা মেন ডিস্ক ইমেজ বানাবে যাতে বেস সিস্টেম থাকবে। তারপর দুটো লিংকড ক্লোন করবে - একটাতে ডিবি সার্ভার (শুধু) আরেকটাতে শুধু অ্যাপ সার্ভার। বেস সিস্টেমটা মেন ডিস্ক ইমেজ থেকে আসবে। এটা করলে ক্লোন ইমেজগুলোর সাইজ খুব ছোট হয় - ইজিলি মাইগ্রেটেবল। তবে ভিএমওয়্যার সার্ভারে লিংকড ক্লোন বানানো যায় না (সম্ভবত এখনও) - চালানো অবশ্যই যায়। লিংকড ক্লোন ওদের ওয়ার্কস্টেশন ভার্সনে বানানো যায়।

    UML ইউজ করেছ? ইউজার মোড লিনাক্স? সেটাও ভেবে দেখতে পারো।
  • h | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩২ | 203.99.212.224
  • আর্জো,ভুতো,পারমিতা অনেক ধন্যবাদ। দেখি চেষ্টা করে।
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:০১ | 128.231.22.89
  • যাক, দিন পাঁচেকের জন্য এযাত্রায় বেঁচে গেলুম।
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৪৯ | 70.64.8.206
  • এইরে, মাইমার ভবিষ্যবানী অনুযায়ী, আমার পটলতোলার সময় শীঘ্রআগাত।
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৩৯ | 70.64.8.206
  • আজ আম্রিকার কত্তায় আমগো দ্যাশে আইসে।
  • Binary | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৩৭ | 70.64.8.206
  • মাইমা,
    বুড়োধাড়ি কে বলুন লিস্টারিন দিয়ে গার্গল করতে। গলার খুব উপকার হয়। আর ছেলেকে ফ্লুসট দেননি ?
  • Mandira | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:০৭ | 98.207.187.245
  • অরিজিত,
    ঋক এর কি চিকেন/মুসুরির ডাল এ অ্যালার্জি নাকি ঐগুলি সহজপাচ্য নয়? আমার মেয়ের ও এক-ই অবস্থা - খায়না কিছুই তার ওপর খালি বমি। prevacid দিলে খানিক ভালো থাকে, বন্ধ করলে আবার যে কে সেই..চিকেন আর মুসুরির ডাল বন্ধ করলে কি উপকার হবে?
  • m | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:০১ | 12.217.30.133
  • জানুয়ারি,ফেব্রুয়ারি আর মার্চে যাদের জন্ম তারা অশিক্ষা, কম রোজগার আর তাড়াতাড়ি পটল তোলা র জন্যে বলিপ্রদত্ত। বোঝো!!!
  • Du | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২৬ | 65.124.26.7
  • জন কেরি গিয়ে একই গান গেয়েছে।
    সাধে কি আর বলেছিলাম , আম্রিগার গল্পে র‌্যাবাই কখনো দুষ্টু হবে না।
  • m | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪৯ | 12.217.30.133
  • বাইনারি ইইইইই দা আর শিবুদা আর ন্যাড়াবাবু কোথায় গেলেন ন ন ন ন !!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত