এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪৮ | 12.217.30.133
  • সব বড় বড় টিকেধারীরা শুয়ে পড়েছে-ফলে এখন হাহুতাশ মোডে চলে গেছিঃ)
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:২৪ | 128.231.22.89
  • তোমরা গণ ফ্লু টিকে নাও।
  • m | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০৪ | 12.217.30.133
  • দু,
    গতবার পর্যন্ত কেবল ছেলে প্রত্যেক মাসে ভুগতো- এইবার আমরা সবাই,মায় পাড়াপ্রতিবেশি তাদের ছানাপোনা সবাই পটাপট জ্বরে পড়ছে।
  • Du | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪৬ | 65.124.26.7
  • তোমাদের ওখানে এত ঠান্ডা, কিন্তু জীবানুর অভাব নেই ঃ(
  • m | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৭ | 12.217.30.133
  • দু,
    বুড়ো ধাড়ি কে দেখছি কাল রাত থেকে গার্গল করছে। আর ছোট জনের এখনো সে বয়েস হয়নি।মধুটা কোনোমতে গিলতে পারলেও প্রায় সঙ্গে সঙ্গে বমি করে দেন। আজকে দেখছি,চোখের জলের পরিমাণ টা একটু কমেছে।
    আশায় আছি আজ রাতে ঘুম ভেঙে মাঝে মাঝেই ডানে বাঁয়ে হাত বাড়িয়ে কপাল দেখতে হবে না।
  • m | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১০ | 12.217.30.133
  • আজ্জো,
    তোমাদের পাড়ায় প্রকান্ড ঝড়ে কোনো ক্ষতি হয় নি তো?
  • Du | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০২ | 65.124.26.7
  • কলম্বাসেরা কেমন আছে?
  • Ishan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০১:২৫ | 12.163.39.254
  • ইকনমির কি অবস্থা? আজ?
  • Paramita | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৮ | 63.82.71.141
  • বেগুনটা না, এটা লালটা। অমন আর কোন জায়গায় খাই নি।
  • Du | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৩ | 65.124.26.7
  • ঐ ঝাল সালসাটা কি দিয়ে বানায়? দেখতে বেগুন টাইপ লাগে। তবে উলস্‌স, খেতে হেভি ভালো।
  • arjo | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৩ | 168.26.215.13
  • ক্যানে ক্যানে এক্সেল ক্যানে? বাগ ট্র্যাকার। একটা করে বেরলেই তুলে রেখে আগের মাসের সাথে তুলনা করা হচ্ছে। এরকম ভাবেই বাগ ডেন্সিটি পাওয়া যায়।
  • Paramita | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪১ | 63.82.71.141
  • ছ্যাবলা বালকের দল, যাআও কান ধরে ক্লাসের কোণে দাঁড়িয়ে থাকো।

    দাঁত ইজ ডুইং ফাইন। তার শক্তি পরীক্ষা করতে একটু পরেই যাবো একটা অসম্ভব ঝাল সালসাসহ বারিটো খেয়ে। ঐ ঝাল সালসার জন্য প্রতি বেষ্পতিবার স্যালাড না খেয়ে বারিটো খেতে হয়। ক্যাফের লোকটাকে রেসিপি দিতে বলেছি, ও নাকি বাড়িতে বানায়।
  • Du | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪০ | 65.124.26.7
  • আজ্জো, ম্যাগো
  • Blank | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৬ | 59.93.197.25
  • এক্সেলে দাঁত ভরছে
  • arjo | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩০ | 168.26.215.13
  • অথবা দাঁতের স্ট্রেস টেস্টিং চলছে।
  • arjo | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৮ | 168.26.215.13
  • ইনফাইনাইট লুপ না হলেই হল। কোনো না কোনো সময়ে ঠিক বেরিয়ে আসবে। আমার মনে হয় পামিতদি মাসে একবারে পুরো মাসের টা মেজে নেয়।
  • Blank | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৩ | 59.93.197.25
  • ৪৮ মিনিট হয়ে গেলো। নিশ্চয় পারমিতা দি রিকারসিভ লুপে ব্রাশ করছে
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৮ | 122.172.21.100
  • আসলে আমাদের কাছে তো সময় থমকে আছে, কেননা ব্রাশ করছি বলার পর আর কোনো আপডেট নাই তো , বুঝবো কেমনে ঃ-(
  • Blank | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৮ | 59.93.197.25
  • তো তুই প্রেসেন্ট কন্টিনিউয়াসে লিখলি কেনো?
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৬ | 122.172.21.100
  • অ্যাঁ , দাঁত নড়ে যাবে তো। সরেও যেতে পারে।
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৪ | 122.172.21.100
  • মাজন পাঁউরুটিতে মাখিয়ে খেলে বেশ লাগে।
    ক্লোস-আপ হলে ও হয় বা কোলগেট দিলেও চলে। বুনু এসব খায় নাই বোধহয় কখনো।
  • Blank | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৩ | 59.93.197.25
  • ১১ঃ৩০ থেকে ১২ঃ০১, পারমিতা দি ৩১ মিনিট ধরে ব্রাশ করছে? প্রতি দাঁত এক মিনিট ধরে !!!!
  • Bhuto | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০১ | 122.172.21.100
  • পাম্মিতাদি কোন পেস্ট দিয়ে ব্রাশ করছো? আমার কেমন মাজন খেতে ইচ্ছা করছে। ঃ-(
  • Blank | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০০ | 59.93.197.25
  • কিন্তু আম্রিকান রা কি সুখী হয় ? (আজকের দিনে)
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৩ | 65.124.26.7
  • শুধু আম্রিকান ওইলে ওইবো না সুখী আম্রিকান ওইতে ওইবো
  • I | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩২ | 59.93.214.158
  • আমেরিকার ওপর আমাদের কিরকম নির্ভরতা দ্যাখো। আমেরিকানরা না থাকলে ভাট অবধি বন্ধ হয়ে যায়।
  • I | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩১ | 59.93.214.158
  • যষ্ঠি আর লগুড় কি আলাদা রে পাগলী? মা কি কারো একার?
  • Paramita | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩০ | 64.105.168.210
  • ইন্দো, লাঞ্চিত কি? আমি এখনও ব্রাশ মুখে কমপিউটারের সামনে। এক কাপ চা ব্যাস।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৯ | 65.124.26.7
  • তদভাবে যষ্টিং চলিবেং?
  • I | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৭ | 59.93.214.158
  • লোকাল মধু না,যষ্টিমধু। মদ্ধাভাবে গুড়ং দদাত। যষ্টিমদ্ধাভাবে লগুড়ং দদাত।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৪ | 65.124.26.7
  • মিঠু, লোকাল মধু কিনে খাওয়াও রেগুলার।
  • I | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৪ | 59.93.214.158
  • সবাই লাঞ্চিত হতে গেছে। আমেরিকান জনগণ।আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে লাঞ্চে। পাঞ্চে-কাউণ্টারপাঞ্চে।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৩ | 65.124.26.7
  • দ্রির 'কনস্পিরেসি'টা মনে পড়ে মাঝে মাঝেই - স্টিমুলাস নিয়ে উৎসাহের এত অভাব মিডিয়াতে - মনে হয় এত শান্তিপূর্ণ রিস্ট্রাকচারিং যাতে সফল না হয়ে যায় তারই একটা চেষ্টা চলছে চুপিচুপি।
    নানান প্রবলেম তো রয়েইছে - সে আলাদা ব্যাপার - কিন্তু মনে হয় যেন অ্যাটিচুডটাই এর এগেইনস্টে
  • Paramita | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৪ | 216.10.193.21
  • বোধি, প্রথম প্রশ্নের উত্তর - হ্যাঁ। সার্ভার কনসোলিডেশান হল ভার্চুয়ালাইজেশনের মূল অনুপ্রেরণা। ভিএমওয়ারের ওপর ওরাকলের ভল্যুম ম্যানেজার চলবে কিনা জানি না, ভেরিটাসের ভল্যুম ম্যানেজার চলবে। ভেরিটাসের ক্লাস্টার সাপোর্ট ভিএমওয়ারের ওপর থাকা উচিত, ভেরিফাই করে জানাচ্ছি।
  • Bhuto | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫৮ | 122.172.44.36
  • হ্যাঁ বোধিদা, ভার্চুয়ালাইজেশন অবশ্যই করা যাবে। আজ্জোদা ঠিক কইসে। ফেডোরা বাক্সের কনফিগারেশনটা একটু দেখো, নইলে ঝুলে যাবে শেষে। rec. 1GB ram কিন্তু তাতেও ঝুলে যাবে। রাগ হয়ে যাবে তোমার।

    তবে অনেকগুলো সার্ভারের কেসটা বলতে কি তুমি অনেকগুলো VM চালানোর কথা বলেছ? সেটা সহজ কথা হবে না গো। বেশ ভালো একটা সিস্টেম লাগবে তার জন্যে।
    পারো তো VMWare সার্ভার করে ফেলতে পারো একটা । তবে তার জন্যে গোলা সিস্টেম লাগবে।

    1GB RAM হলে একটা VM চালানোটাই শ্রেয় হবে। স্ন্যাপশট নিয়ে কাজ করলেই হবে। একটা টেস্ট করে মুছে দিয়ে তারপর আর একটা ...। আবার জিগিও , পারলে ডিটেল্‌স বলো । আমি লাস্ট কাজ করেছি ১ বছর আগে, তোমাকে বলে একটু চর্চা করে নি।
  • L | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৫১ | 59.93.218.95
  • হ্যা,'অন্তহীন' দেখে উত্‌সাহ পেলাম।
  • raka | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪২ | 59.93.218.95
  • বান্ধুরা ভালো তো সব? ল, তুমি কি কাউকে খু'ন্‌জ ছো?
  • siki | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৫ | 122.162.85.41
  • >10g বলতে চাইলা কি? এট্টা সেমিকোলন কম পড়ে গ্যাসে গিয়া ...
  • arjo | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০১ | 168.26.215.13
  • হানুদার টেকনিকাল কচকচি দেখি আরও মারাত্মক। মোটামুটি দুই লাইনে একখান পুরো সাবজেক্ট ধরিয়ে দিয়েছে। আমি এগুলো খুব ভালো বুঝি না। তবে চেষ্টা করতে ছাড়ি না।

    ১। ফেডোরার ওপর ভিএমওয়ার লাগানো যাবে। লাগালে অনেক ভার্চুয়ালি অনেক সার্ভার মনে হবে। ওরাকল ক্লাস্টারও হইবেক।

    ২। এএসম যখন কইলা তখন নিশ্চয় >10g। এএসএম যেকোনো সার্ভারেই কাজ করে। তাই অবশ্যই পারবে বলে মনে হয়। তবে করে দেখি নি।

    তবে পুরোটাই নির্ভর করছে সার্ভারের হার্ডওয়ার ক্যাপাসিটির ওপর আর ভিএমওয়ার কনফিগারেশনের ওপর। তা ডেটাবেসটা কি ওএলটিপি না ওলাপ? সাইজ কত?
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৭ | 65.124.26.7
  • " দেখলাম , এক্সেল থেকে কপি করে vi তে পেস্ট করলে ? হয়ে যায়।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৫৩ | 65.124.26.7
  • ইউনিকোড আছে বোঝানোর জন্য কি রেজেক্স ব্যবহার করবো?
  • h | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২০:৩০ | 61.95.144.10
  • ইন্দো,প্লিজ লেখাটা শেষ করিস। প্লিজ।

    দ্বিতীয়(?) সৈকত, এই লেখাটা হয়ে গেলে, কোনো একটা লোককে ধরে বড় করে লেখার অনুরোধ জানিয়ে গেলাম।
  • h | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২০:২৭ | 61.95.144.10
  • ন্যাড়া/অরিজিত/সিফো/ভুতো/আর্জো/পারমিতা/আর কেউ, যদি একটা ফেডোরা বক্সের উপরে ভিএম ওয়ার স্টোরেজ ভার্চুআলাইজেশন চালাই তাইলে অনেক্‌গুলো সার্ভার মনে হবে? তার উপরে কোন একটা স্টোরেজ সলুশন ( ভেরিটাস ক্লাস্টার বা ওরাকল ক্লাস্টার ওয়ার) টেস্ট করতে পারবো? তার উপরে কোন একটা ভলুম ম্যান্‌জার চলবে, যেমন ধর ওরাকলের asm?
  • arjo | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৯ | 168.26.215.13
  • তবে কি গুরু বৃদ্ধ হলেন? নাকি যাস্ট অম্বল। এমন অ্যাসিডিটি যা প্রেভপ্যাকেও যায় না, লাগে প্রাইলোসেক - রোজ একটা, মাল খেলে দুটো। খেয়ে দেখুন জীবনটাই পাল্টে যাবে, উল্টানোর কোনো দরকার নেই।
  • siki | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:১১ | 122.160.41.29
  • কত শখ করে এফএম মোবাইল কিনেছিলাম, এখন আর একেবারে শুনি না। মিনিট কুড়ি একটানা চললেই কেমন মাথা ঝন্‌ঝন্‌ করে।
  • Arijit | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০৪ | 61.95.144.123
  • এফএম চ্যানেলগুলো একবার একটা গান ধরলে পুরো কাঁদিয়ে দেয় - এখন চলছে এই "যাও পাখি বলো', "ফ্রম চাঁদনি চওক টু চায়না', "তু সালা কামসে গয়া' আর "ইমোসনাল অত্যাচার' - সত্যিই অত্যাচার মাইরি - সকাল/বিকেল - যে এফএম চ্যানেলেই যাও না কেন।
  • Arijit | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০২ | 61.95.144.123
  • কদিন ধরে জিগ্গেস করবো ভাবছি - এই গানটার মানে বোঝাও -

    "যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
    আবছায়া জানলার কাঁচ
    আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
    রূপকথা আনাচকানাচ'

    এফএমে শুনিয়ে শুনিয়ে কানের পোকা নড়িয়ে দিয়েছে। যে গায় সে "চ' উচ্চারণ করতে পারে না বলে আরো বিরক্তিকর।
  • Arijit | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:০০ | 61.95.144.123
  • বাসে ঘোরা বড় কষ্ট। লংডং থেকে নিউক্যাসল আসতে পুরো কাঁদিয়ে দিয়েছিলো।
  • M | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৯ | 118.69.172.35
  • আর এট্টু পরে ঘুরতে যাবো, কতদিন পর, সারারাত বাসে থাকবো, সেই শিলিগুড়ির রকেটের পর এবার ভিয়েতনামের বাস, হে হে।
  • M | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৮ | 118.69.172.35
  • kd, টুকে রাখলুম, ধন্যবাদ, তবে ওষুধ কি খাবো তা আমার হাতে নাই, যাদের আছে তাদের বলবো, মোটে ১৪ দিন , ভাবা যায়? এর আগে আমায় তিনমাস ওষুধ আর ছমাস অখাদ্য খেতে হয়েছিলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত