টোটাল সাইজ প্রায় ৪২ MB - কেউ মেল আইডি দিলে টুকরো করে মেল করে দেব
Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
ও। আমি ওই হরাইজন্টাল/ভার্টিকাল ভাবলুম - সদ্য শিকেচি কিনাঃ-)
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 70.64.8.206
হরাইজেন্টাল রিক্রুটমেন্ট মানে সিনিয়ার লোক রিক্রুটমেন্ট, অন্য কোম্পানী থেকে। এটা অবশ্য মনে হয় টিসিএস আগেও কম করত।
Arijit | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২ | 61.95.144.123
আর ওই স্কিল আপডেট নিয়ে দোনোমনা এখানেও দেখেছি। সবাই অর্যাকল/পি-এল-সিকুয়েলে কাজ করে অভ্যস্ত, কাজেই ওটাই করবো - নতুন জিনিসের কথা ভাবা হচ্ছে, তাতে বেশ একটু - 'অ্যাঁ, নতুন জিনিস, কি করে করবো, কি হবে, আঁমাঁর নাঁ পিঁ-এলঁ-সিঁকুঁয়েঁলঁ ভাঁলোঁ লাঁগেঁ...' চলছে।
তবে দুম করে প্রোফাইল বদলে ফেলাও চাপ - আমি অনেককাল আগে বিএসএস/ওএসএস/এমবেডেড সিস্টেমস নিয়ে কাজ করেছিলুম - সেই চাকরিজীবনের প্রথম চার বছর - এখন কি আর সেই লাইনে ব্যাক করতে পারবো? বা দুম করে ফিন্যান্স বা অন্য কোনো ডোমেইনে?
একটা পোস্ট দেখলুম - হরাইজন্টাল রিক্রুটমেন্ট বন্ধ - মানে কি এখন শুধু ডোমেইন স্পেশ্যালিস্ট নেবে? টেকনোলজি স্পেশ্যালিস্ট নয়?
আমাদের এত চাপ নেই। কারণ ওই প্রোডাক্ট কোম্পানি হওয়া। একটা প্রোডাক্ট আছে, তার বিভিন্ন ভার্সন আছে, স্টেবল ক্লায়েন্ট বেস আছে, এবং সেটা লাস্ট কয়েক বছরে বেশ বেড়েছে। ইভেন গত বছর ইউরোপীয়ান মার্কেটে ঢুকেছে টি-মোবাইলের সাথে - তো সেটা একটা নতুন মার্কেট। আর মজাটা হল প্রোডাক্টটা এমন যে এই মার্কেটে টেলিকম প্রোভাইডাররা নিজেদের খাতা সামলানোর জন্যে বেশি করে দেখবে/কিনবেঃ-) তাও যদি ধরে নিই আগামী তুই বছর নতুন ক্লায়েন্ট এলো না, তাও অসুবিধা নেই - ফাণ্ডিং আছে, কাজেই দুই বছর নিশ্চিন্তে নতুন r&d করা যাবে। দুই বছর পরে চাপ - তখন সবাই জিগ্গেস করবে এদ্দিন কি করেছ...
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫৬ | 63.82.71.141
তবে অক্ষ, আমার কত্তা এনারা ভাঙবেন তবু মচকাবেন না - কবছর পর ডিজনিভ্রমণ বা সুইট সিক্সটিন যথাযথভাবে পালনশেষে এই কথা তুললে ঠিক একটা কঠিন অ্যালগোময় প্যারাগ্রাফ লিখে প্রমাণ করবেন, পরিবর্তিত পরিস্থিতিতে ওটাই ছিল সবচেয়ে যুক্তিপূর্ণ ঃ)
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫৩ | 70.64.8.206
সেতো আমারো পিতিজ্ঞে ছিলো মন্দিরে পা রাখবো না ? এখন সেটা নেমে এসেছে, পা রাখবো কিন্তু হাঁটু রাখাবো নাআআআ, আর অঞ্জলি-টঞ্জলির সময় হাত পেছনে করে রাখবো। এসব না কল্লে, বছরে দু-একবার নিছক আড্ডা মিস হয়ে যাবে ঃ))))
m | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫০ | 12.217.30.133
যাগ্গে ,কাল আবার রাত থেকে আমাদের ২-৫ইঞ্চি স্নো আছে-ভেবেই মনটা আনন্দে ভরে যাচ্ছে...
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৪৭ | 63.82.71.141
তাহলে একটা গল্প বলি। আমার কত্তা মেয়েরা হবার আগে পর্যন্ত "আমি কোনো জন্মদিনের পার্টিতে যাই না" এমন একটা ইমেজ তৈরী করেছিলেন। আর এখানে জন্মদিন টিন লেগেও থাকে প্রতি সপ্তাহে, মাঝে মাঝে বেশ বোরিং হয়ে যায় ব্যাপারটা। আমি প্রতি সপ্তাহে উপহার বগলদাবা করে যেতাম আর লোকের কাছে কৈফিয়ত দিতে দিতে মাথা খারাপ হয়ে যেত। শেষের দিকে লোকে অ্যাক্সেপ্ট করে নিতে শুরু করেছিল। "ও তো আসে না।" তারপর বড় মেয়ের অন্নপ্রাশন হল। তার পরে কেউ একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন করলো "এবার তো ভাই তোমাকে যেতেই হবে, তোমার মেয়ের অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম।" তিনি বললেন, তাই তো ব্যাপারটা বড্ড হাই হ্যান্ডেড হয়ে যাবে না গেলে, অতএব জানান দিলেন, "আমি শুধু অন্নপ্রাশনে যাই।" এবার দ্বিতীয়জন ফোন করে বললো, "আমার মেয়ের অন্নপ্রাশন তো দেশে হয়েছিল, তাহলে তার বদলে অন্ততঃ প্রথম জন্মদিনটায় এসো।" উনি ডিক্লেয়ার করলেন, ঠিক আছে প্রথম জন্মদিনও ছাড়। তারপর তার নিজের একটা বুড়ো হবার শুভক্ষণে দেখা গেল, এক ঘর লোক জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। কি অ্যান্টিক্লাইম্যাক্স। এরপর থেকে আর আমায় একা একা গাড়ি চালিয়ে জন্মদিনে যেতে হয় না।
m | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৪৪ | 12.217.30.133
বাইনারি, চিন্তা কইরেন না,আগামি দু বছরে অক্ষ র কালো হাত মেয়েই ভেঙে দেবেঃ)
m | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৪২ | 12.217.30.133
পারমিতা, ছেলে 'নিজে' পছন্দ করে করে একটা গোলাপি কেক নিয়ে এসেছে। বাবা আর ছেলে সেই কেক বসে বসে খাবেঃ))))
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৪১ | 70.64.8.206
এইত্তো, অক্ষ নিজের ফর্মে ঃ)))))মধ্যখানে ভালবাসার টইতে কিসব পোস্টিং করে সব ঘুলিয়ে দ্যাছিলো।
a x | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৩০ | 143.111.22.23
চোপরাও! এ লড়াই বাঁচার লড়াই। ডিজনির সাম্রাজ্যবাদী কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও!
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২৯ | 63.82.71.141
বাবার জন্মদিনে কি ঘটাপটা হচ্ছে? মেনু কি?
নাহ, আমরা প্রথম চার পাঁচদিন নিজেরাই ডাক্তারি করি। টাইলেনল মট্রিন এসব দিয়ে। তার আগে ডাক্তারের কাছে গিয়ে কোন লাভ হয় না। চোখ কান বুক দেখে বাড়ি পাঠিয়ে দেয়।
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২৭ | 63.82.71.141
অক্ষ, বেশীদিন নয়। বাচ্চাদের আমোদকে বড়দের র্যাশনাল দিয়ে কোনমতেই কাটাতে পারবি না। তাই শিগ্গিরি এমন দিন আসবে তোকে ডিজনির সঙ্গে হাত মেলাতে হবে। মনটারে তুই বাঁধ। হাহা।
m | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২৫ | 12.217.30.133
অক্ষ, মেয়েকে খানকতক কার্ড দিয়ে দিও- নাইলে প্রথম ভ্যালেন্টাইন তোমার উদাসীনতায় মাঠে মারা গেলো ভেবে পরে খুব দুঃখু পাবেঃ)
বাইনারি, কাল কার্ডে(ষোলখানি) নাম লিখে খুব ক্লান্ত হয়ে গোটাকতক ক্যান্ডি খেয়ে ফেলেছে। স্কুল-দোকান কোথাও আর লোকের(চেনা-অচেনা) জানতে বাকি নেই ওর বাবার আজ জম্মোদিন। কাল আবার আরেক উৎসব, বুকে তির বিঁধে বাড়ি না ফিরলেই আশ্চর্য হবো।
শিশুমনে এত উত্তেজনা একসঙ্গে সামলাতে পাল্লে হয়ঃ)
a x | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১৬ | 143.111.22.23
এই ব্যপারগুলো আমি এখনও সন্তর্পণে কাটাতে সক্ষম হয়েছি। ঐটুকু বাচ্চাদের ডেকেয়ার, তাতেই কাল সবাই কার্ড দেওয়ানেওয়া করবে। স্ট্রবেরি ইত্যাদি দিয়েও কিসব হবে, কেক মেক হ্যান ত্যান। কিন্তু আর কদ্দিন ঠেকানো যাবে?
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:১১ | 63.82.71.141
মিঠু, সোমবার থেকে, আজ জ্বর কম - কাল মনে হয় ইশকুল যেতে পারবে। লাল জামা টামা পরার আছে, কার্ড দেওয়া দেওয়ির আছে, অতএব কাল যাওয়া চাই।
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০৯ | 63.82.71.141
শুধু কার্ড নয়, আমি তো ওকে বলে এসেছিলাম সেলোটেপ দিয়ে একটা করে চকলেট সাঁটতে কার্ডের ওপরে - শুধু কার্ড চলবে না।
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০৪ | 198.169.6.69
সেন্টু তো জামায় মাখে, খায়-ও নাকি ?
nyara | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০৪ | 64.105.168.210
মেয়ে নানান টালবাহানা করে দুটো হৃদয় সেঁটেছে কি সাঁটেনি, ওয়ার্ড ফ্যক্টরি দেখতে চলে গেছে। কার্ড ফার্ড হবে না মনে হয়।
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:১৪ | 63.82.71.141
বার খাওয়ানো? খুব খুব মনখারাপ নিয়ে আমি বিদায় নিলাম।
sibu | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০৮ | 207.47.98.129
পামিতার বার খাওয়ানো দেখে সেই Lady Liberty Leading the People ছবিটা মনে পড়ে গেল। গইয়ার আঁকা না? নাকি দেলাক্রয়া?
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪৮ | 63.82.71.141
অরিজিৎ, ম্যাজিক গার্ডেন বইটা একসময় সবসময়ের সঙ্গী ছিল। তারপর বাহালিয়ার ইউনিক্স ইন্টারনালস আর সান থেকে সোলারিস ইন্টারনালস বেরোবার পর ওটা আস্তে আস্তে কম দরকারী হয়ে গেছে। এখন বোধহয় আর কোনটাই দরকার হয় না বহুদিন ঃ)
নিউথ আমি কখনো কিনবো না। যেটুকু ক্লাসে পড়তে হয়েছিল হয়েছিল। কারণ ওটা পড়া ও বোঝার জন্যর যে নিঝুম সময়, অপার শান্তি ও অসীম সাবাটিকাল চাই তা এ জীবনে কখনো হবে না। শুধু সাজিয়ে রাখার জন্য কিনে কি লাভ!
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৫ | 63.82.71.141
পয়সা লাগবে। কোং বানাতে হবে। ভিসি ফিসি লাগবে। পয়সা ছাড়া বড় করে কিছু করা যাবে না।
বাই দা ওয়ে, সুমেরুর প্রথম ও দ্বিতীয় ভাগ দেখে হেবি রাগ হচ্ছে।
omnath | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৮ | 117.194.192.167
পামিতাদি হেভি খারে আছে আজ। টাকা আর কপিরাইট ছাড়া ছাড়া কোনো প্রবলেম নাই। টাকা আর টেকনোলজী ছাড়া কোনো সলিউশন নাই।
টেকনোলজী মানে স্ক্যানার ও ও সি আর। ঃ-)
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৬ | 168.26.215.13
পামিতাদি, বাঙালীরা (পঃবঃ) বাজে কাজ করে না। করলেও শেষ করে না। ঃ)) সীমিত অভিজ্ঞতা। একটু এদিক ওদিক হতেই পারে।
কাজ তো হচ্ছে। ঈশান গুরু নামালে, ন্যাড়াদা অমন সুন্দর একটা এডিটর বানিয়ে ফেললে। লোকে প্রচণ্ড ভাবে বেঁচে থাকতে থাকতে বিপ্লব এনে ফেলবে এমন কি করে হবে? প্রথম প্রায়োরিটি তো চাকরী, পরিবার, ছেলে-মেয়ে, স্কুল, পড়াশোনা ইত্যাদি। তার বাইরেও যে এতটুকু করছে তাই যথেষ্ট। গত পাঁচ বছরে বাঙলা অন্তর্জাল নিয়ে কাজ যা এগিয়েছে এককথায় লা জবাব। অ্যামেচার লোকেরা এর থেকে বেশি করবে কেমন করে?
যাক ব্বাব্বাই।
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৪৩ | 63.82.71.141
বাংলা ভাষা, বই, আপলোডানো, ফন্ট, ইউনিকোড, স্ট্যান্ডার্ড, আন্তর্জাল নিয়ে কত কত বই, কত কত লিংক, কত কত টই। পড়ছিলাম। কিন্তু এই সুতোগুলো কি উদ্দীপনায় শুরু হয় আর কেমন একটিবারও বাই না বলে বিদায় নেয়। এমন একজন কেউ আছে যে এই সব প্রবলেমগুলো বোঝে, সলিউশানগুলো অ্যাট লিস্ট হাই লেভেলে জানে, একটু কম ক্রিয়েটিভ হলেও চলবে কিন্তু খাটিয়ে আর পুরো ব্যাপারটা ড্রাইভ করে বেশ একটা চমৎকার জিনিস বের করে ফেলবে যাতে সারা পৃথিবীর বাঙালী কমিউনিটির মধ্যে সাড়া পড়ে যাবে, লোকজন দিকে দিকে ব্যবহার করবে, বাংলা ভাষার গরিমা ইত্যাদি ইত্যাদি?
nyara | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১১ | 64.105.168.210
হ্যাঁ। মেল পেয়েছি। থ্যাঙ্কু। আপাততঃ কাজ হয়ে গেছে। প্রয়োজনে যোগাযোগ করব।
Somnath | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০১:০৪ | 117.194.192.167
আসলে স্কিল সেট অনেকটা বিরাট থাম্বা টাইপ ভার্টিকাল, থাম্বায় যেকোনো জায়গায় খাপ খাইয়ে নিতে হয়। যেমন, জাভা, ডটনেট এসব মিলিয়ে একটা থাম্বা, ওরাকল ডিবিএ কোর, অ্যাপ্লিকেশন সব মিলিয়ে একটা থাম্বা, স্যাপ অ্যাবাপ মিলিয়ে একটা থম্বা, ওরাকেল অ্যাপ্লিকেশন একটা থম্বা। এর মধ্যে তুমি এই ইঁটে থকব না ঐ ইঁটে থাকব খুজতে গেলেই গেলে। সমস্যাটা হলো, আইটি কোম্পানীর ছাতার তলায় থাকলে তাও ইঁট বেছে কিছুদিন চলতে পারে, ক¾ট্রাকটার হয়ে ইঁট বাছলে, ভাত জুটবে না।
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫৬ | 168.26.215.13
অনামিক, ম্যাঞ্জার পছন্দ করে না বলে। চাকরীই থাকছে না প্রোমোশনের কি দরকার। ;)
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫০ | 198.169.6.69
ওহো তাইলে ভুল হয়েছে। প্রোডাক্ট-প্রোজেক্ট নিয়ে কয়টা পোস্টিং দেখলাম তাই মনে হল।
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৮ | 198.169.6.69
উরিশ্লা, আজ্জোর ম্যান্জারির জবাব নেই।
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৭ | 63.82.71.141
বাইনারি আবার তর্ক কোথায় দেখলেন? এখন অন্য ইনফো কালেকশান চলছে।
anaamik | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৭ | 59.164.101.124
প্রডাক্টের মিথ নিয়ে নো কমেন্টস্ ;-)। (কে আর সাধ করে এই বাজারে নিজের হাঁড়িটি সক্কলের মাঝে ... ) আজ্জোদার #৪ রা কেন এন্ডেঞ্জার্ড হবে বুঝলুম না।
পারমিতা-দি ঃ এদেশে অধিকাংশ কন্ট্র্যাক্টর আসলে অন্য কোন বডিশপিং এজেন্সীর ফুলটাইম স্টাফ, এবং সাধারণতঃ খুবই নাদান, নাবালক টাইপের। আমি মাত্র দুজনকে দেখেছি চাকরী চেড়ে কন্ট্র্যাক্চুয়্যাল কাজ করতে। ঘটনক্রমে চাকরী ছড়া ছাড়া আর কন্ট্র্যক্টারীর মাঝে দুজনেই নিজের ভেঞ্চার শুরু করার চেষ্টা করেছিলো।
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৩ | 198.169.6.69
হায়, সেই আবার প্রডাক্ট না প্রোজেক্ট সেই তক্কো উঠেছে, এতো কতকাল আগেই করা হয়েছে। দেশে-র অইটি মানে ৯০% (থাম্ব-ইন-লিপ্স) প্রোজেক্ট বেসড। এতো দেওয়ালে লেখা।
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪১ | 168.26.215.13
ঐ হাইলি স্কিলড ফ্রি ল্যান্সারদেরও খুব ফ্লেক্সিবল থাকতে হয়। যেমন যখন সিএমএম সার্টিফিকেশনের ধূম পড়েছিল, তখন সফটওয়ার কোয়ালিটি ক®¾ট্রালাররা খুব কামিয়ে নিয়েছে। তখন মাস দুয়েক TR25 পড়ে লোকে সিএমএম কনসালট্যান্ট হয়ে গেল। মোটামুটি এগুলো সবই ম্যানেজমেন্ট কনসালটেন্সী। টেক কনসালটেন্সী কিন্তু খুব বেশি হয় না। কারণ সার্ভিস ইন্ডাস্ট্রীতে টেক কনসালটেন্ট কেউ হায়ার করে না।
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৭ | 59.93.216.67
ঐ তো চিন্তা ভাবনার অভাব .... কিছুই নিজেরা ভাবতে পারে না বা চায় না। শুধু টাইপ করেই খুশি
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৭ | 122.252.231.12
তারা হয় বিএ বা প্রসেস কনসালট্যান্ট। বা ম্যানেজমেন্ট গুরু বা টেক ফ্যাকাল্টি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন