১) তোমার বাড়ি/অফিসে জানলা অ্যাক্সেস করা যায়? ২) এমএস অফিস আছে তাতে? ২) বাড়িতে কাজ করে পেন ড্রাইভে ডেটা এনে অফিসের মেশিনে ফেলা যায়?
এইগুলি হ্যাঁ হলেই গুড টু গো!
Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 61.95.144.123
কাল যেমন আমি প্রচুর এন্থু পেয়ে গেছিলুম - অনেকক্ষণ ধরে Javacc ঘাঁটলুম, তাপ্পর ভাবলুম বাংলা এডিটরে কি করে স্পেলিং আর গ্রামার চেক করা যায়, তাপ্পর খুঁজেপেতে সেই পানিনিয়ান অ্যাপ্রোচ টু এনএলপি-র পেপারটা নামালুম...আসল ডকুমেন্টটা খুঁজতে হবে - মাসিমা একবার দিয়েছিলো অনেকদিন আগে।
Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৪ | 61.95.144.123
না, এন্থু পেয়ে গেলে আমি রাত জেগেও কাজ শেষ করি। ওপেন আপিসের ম্যাক স্ক্রিপ্টও লিখছিলুম, কিন্তু ওই যে এখানে চলে এলুম - আর এখন বাড়িতে কিছুই করতে পারি না। আপিসে ম্যাক ল্যাপিটা আনি না...
ন্যাড়াদা বলুক দিকি - আমি ন্যাড়াদার এডিটর ম্যাকে টেস্ট করে দিই নি? একদিনের জন্য এনেছিলুম আপিসে - লেপার্ড ইনস্টল করে আপডেটের জন্যে - সেই একদিনেই করে ফেলেছিলুম। বল্লেই হল?
Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 65.194.243.232
দময়ন্তী/ব্ল্যাঙ্কি, কেউ $AVRS -এ কাজ করেছ? একটুস হেল্প চাই।
Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:৪৯ | 65.194.243.232
অজ্জিতের সঙ্গে আমার বিশেষ পার্থক্য নাই। দ, একখান ডেভু খুঁজে দাওনা। বেশ শান্তশিষ্ট "মধ্যবিত্ত' ডেভু।
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৫৩ | 198.169.6.69
একটা সুযোগ হতছড়া হয়ে গেলো ঃ(( সত্যমের লতুন সিইও এসে গেলো।
Ishan | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৫ | 12.163.39.254
ঠিক করে দিয়েছি। ঃ)
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০০ | 63.82.71.141
সারা সপ্তাহ ধরে সক্ষঁলঁক্ষডঁক্ষঁঁঁ খেয়ে ক্লান্ত আমি বঁআঅক্ষঁরক্ষটঁঅক্ষঁঁঁঁঁঁঁ খেতে চললাম।
pi | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৬ | 128.231.88.4
বাঃ, আরো ঘেঁটেছে। আরো পাওয়া যাচ্ছে। ঃ)
n=শ d=ধ k=ষ
কিন্তু p টা ছাই টইএর লিস্টিতে এখন কারুর নামে নায়, নইলে আমার নামটা কি হত প্রেডিক্ট করা যেত ঃ(
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৩ | 198.169.6.69
হ হা হা, ঈশেন, ঐড়বতশ, (ঐরাবত সদ্শ)
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩০ | 198.169.6.69
সিকি-র ও তাই।
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:২৯ | 198.169.6.69
'আমি' -র নামটা দেশ রাশিয়ান-রাশিয়ান
pi | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৮ | 128.231.88.6
j=ম m=ল t=ঢ় i= ভ s=ড় A=ত r=ক্ষ n=শ
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৪ | 198.169.6.69
আমি নো চেঞ্জ
arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৩ | 168.26.215.13
বাইনারী - অভশতক্ষঁ (বাপস উচ্চারণ করা যায় না)
arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১১ | 168.26.215.13
শ্যামল - ড়বঁলতর আমি - তক্ষমষ দু - ঈয় আমি - তলভ সিকি - ড়ভষভ
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১১ | 198.169.6.69
দু=ঈয়
pi | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১০ | 128.231.88.4
ই কার বোধহয় ভ, ত তো ঢ় , জ হয় ম আর ম হল ল।
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১০ | 198.169.6.69
আজ্জো=তক্ষমষ (তক্ষ মোষ)
lcm | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫৩ | 128.48.7.222
হে হে, কিরকম একতা রদল বদল!
arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৭ | 168.26.215.13
ল্যাদোষ দা = রদল। তা রদল নামটা খারাপ না।
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৮ | 198.169.6.69
ব্ল্যাঙ্ক=আয়তশষ ( আর, তো, শেষ)
ami | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৫ | 203.110.246.230
কি ভায়োলেন্স!
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৩ | 198.169.6.69
ভুতো=থবঢ়চড় (থাবড়া চড়)
ami | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩১ | 203.110.246.230
আমার নাম তো ঠিকই আসছে। ন্যাড়াদার অত লাগলো কি করে? একশোটা ইনজুরি?
bhuto | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৫ | 122.172.37.57
হা হা, না না, ওটা একটু সত্যি ই ঘেঁটে আছে, কমা কে ক্ষমা করতে পারেনি কোড। তাই, এই যে সবাই ঘুমিয়ে পড়লো আর আমি সকালের খবর রাতের লোকেদের কনভে করছি এর জন্য আমাকে কেউ একটু খাওয়ায়ও না ঃ(
আমার নাম তো থবয়ঢ়ষ ।
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৮ | 198.169.6.69
আরিজিত = অক্ষভমভঁঢ়
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৭ | 198.169.6.69
ন্যাড়া=শতঁক্ষত
ami | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৬ | 203.110.246.230
টইপত্তরের পাতাটা কেমন ভূতে পেয়েছে। লোকেদের নামগুলো কিরকম ঘেঁটে আছে। সেটা কি ডেল/ল্যাপি/ভিস্তার চাপ? নাকি আমার যন্ত্র খেল দেখাচ্ছে? তাহলে কেউ সমাধান বলুন।
a x | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৯ | 143.111.22.23
বোঝ!
bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৭ | 122.172.37.57
হে হে
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৬ | 117.195.43.19
দিলাম তো। ঃ)
a x | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৪ | 143.111.22.23
আহা, টই যেন এক নাকে পোঁটা, উশকো খুসকো চুল, হাতে-পায়ে খড়ি ওঠা বালক। দ গিয়ে তার চুলের মুঠি ধরে একটু ঘেঁটে দেবে।
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২১ | 117.195.43.19
যাই টইটা ঘেঁটে দিয়ে ঘুমোতে যাই।
Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০২ | 198.169.6.69
ঈশানের মুন্ডুটা ঝাল লঙ্কা দিয়ে চিবুতে বেশী ভালো নাকি ? ইলিশের মথার মতো ?
Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০০ | 198.169.6.69
ঐ সময় হয়ে গেল।
pi | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫৮ | 128.231.88.4
শ-নি-বা-রে----র বা-র-বে-লা------য় আসিবে।
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫৫ | 117.195.43.19
ইপ্পি'র "ভুত' কি হল?
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২২ | 117.195.43.19
(হুঁ বলেইছি তো, কারা কারা এইরকম কাজ করে)
Ishan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৬ | 12.163.39.254
সব্বাইকে বড়ো বড়ো করে লিখে দিলাম, মাই ফল্ট।
এবার আর কেউ আমার মুন্ডু চিবোতে পারবেনা। অন্ততঃ প্রকাশ্যে। ঃ)
Ishan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৩ | 12.163.39.254
আরে ব্যাকাপ তো আছে। ডিবিএ রা নিয়েছে তো। ঃ)
আর আমি মোটেও প্রোডাকশন থেকে ডিলিট করতে চাইনি। সার্ভার নেম টেম গুলো ভুল লিখেছিলাম। আর ব্যাটারা আমাকে প্রোডাকশনে অবাধ অ্যাক্সেস দিয়ে রেখেছে।
তবে সুখের কথা এই, যে, এইমত্তর জানতে পারলাম মোট্টেই প্রোডাকশন ডিবি থেকে ডিলিট হয়নি। ভুল করে অন্য একটা ডিবি থেকে ডিলিট হয়েছে। সেটা ডেভ ডিবি।
এবার প্রবলেম হয়েছে, ডেভেলাপাররা নিজেদের নতুন মালপত্তর সব ওখানেই রেখেছিল। তারা হেবি চিল্লাচ্ছে। ঃ)
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১১ | 117.195.43.19
ব্ল্যাংকুশ, একটা জরুরী মেল করলাম। পত্রপাঠ উত্তর দে।
"তুমি'খোকা, ফোন্নংটা আরেকবার মেল কোরো তো। আমি খুব যত্ন করে হারিয়ে ফেলেছি।
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০৭ | 117.195.43.19
কি অদ্ভুত!! নিজে ব্যাকাপ না নিয়ে কোন ডেভু ডিলিট করে নাকি? ওতো হনু হনু ম্যানেজার আর সিইওরা করে!!
Ishan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০২ | 12.163.39.254
কোনো কাজ ছিলনা। কিন্তু সক্কাল বেলা ভুল করে প্রোডাকশন সিস্টেমে কিসব ভাইটাল ডেটা ডিলিট করে ফেললাম। এখন ডিবি অ্যাডমিনের হাতে-পায়ে ধরে কালকের ব্যাক-আপ থেকে রেস্টোর করছি। টই দুকুরের আগে ঠিক হবে না। অবশ্য নাম ভুলভাল থাকলে আর কিইবা যায় আসে। ঃ)
d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৮ | 117.195.43.19
অপ্পন, অজ্জিত কিন্তুক কোন কাজ শেষ করে না। কাজেই মোটেই ভরসা করিও না। কাজ আগাইয়া লইতে চাইলে একজন ব্যাকাপ ডেভু খুঁজে রাখো।
arjo | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৫৫ | 168.26.215.13
বড়মা আর আমি প্রায় সমবয়সী।
bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৪১ | 203.91.207.30
বাড়ি কাটি। কন্নড বইমেলা হলেও না হয় চলে যেতাম। কোথায় হয়,আদৌ হয় কিনা কে জানে। নিজের পয়সায় বইমেলা থেকে বই কেনাই হল না আজ অবধি। কি দুক্কু। বুনু টা বোধহয় বেরিয়ে পড়েছে।
bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৬ | 203.91.207.30
চোপরাও, আমাদের এখানকার বাড়িতে একটি ২০বছরের ছেলে এসে চাকরী পেয়ে আমোদ আহ্লাদ করছে , আর আমরা তিনজনে - সাবধানে যাস,খাস, এখন খাবি ,তখন খাবি এইসব করে যাচ্ছি বুড়োদের মতো। আর ফ্রাস্টু খাচ্ছি তার মহিলাবান্ধবীর সংখ্যা দেখে।
মেঘে মেঘে তো কেটে গেল ৫ টা বছর এই লুরুতে। এসেছিলাম ২২এ, এখন ২৭+ । তোমাদের তবু এখন একটা স্টেবল অবস্থা,আর আমরা না কচি, না কাঁচা, জীবন যেন আস্ত খাঁচা হয়ে বসে আছি।
r | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:১১ | 125.18.104.1
যত দিন যাচ্ছে "ছোটো" লোকের সংখ্যা বাড়ছে। হে দীনবন্ধু, দয়া করো দীনে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন