ন্যাড়ার জন্য টিপ্স। ১) পাশে রেকাবিতে আমলকি মুখশুদ্ধি রাখুন। ২) বামহস্ত দিয়ে নাসিকার রন্ধ্রদ্বয় চাপিয়া ধরুন। ৩) দক্ষিণ হস্তদ্বারা দই-এর হাঁড়ি শুদ্ধ মুখগহ্বরে উপর করিয়া হড়াৎ করিয়া গিলিয়া ফেলুন। ৪) নাসিকারন্ধ্র বন্ধ অবস্থায় আমলকি মুখ ফেলুন।
m | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৩৭ | 12.217.30.133
দু, ছেলের এই যে টুনটুনি প্রীতি তার তো ওখান থেকেই শুরু।রোজ সকাল বিকেল আগে ঐ গল্প বোধ হয় বছর দুয়েক চলেছে- এখন সেটা গিয়ে মনে ঐ টুনি রয়ে গেছে- রান্নার হলুদের মত সব গল্পেই তিনি এসেই যান,নইলে গল্প গুলো ফিকে লাগেঃ)
a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৭ | 143.111.22.23
শুনুন, এক কাজ করুন। অল্প উরদ ডাল ভাজুন, দৈ নিন। অল্প ময়দা গুলুন তার মধ্যে। অল্প আস্ত জিরে, কারি পাতা, নারকেল, ভাজা উরদ ডাল, অল্প হিং, অল্প সম্বর পাউডার, নুন দিয়ে গোলা বানান। এক বেলা বাইরে রেখে দিন। ফার্মেন্ট করে গেলে গোলারুটি বানিয়ে খেয়ে ফেলুন।
a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৩ | 143.111.22.23
আচ্ছা কেউ শক্তিগড়ের বাউল-ফকির উৎসবে গেছে?
nyara | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২১ | 67.88.241.3
মহরমের বাজনার মতন শুনতে লাগে যদিও, কিন্তু এর মানে হল ধন অর্জন কর। কারণ ধন হলে, কাজ করতে হবে না। তখন ইয়োগার্ট স্টোরে গিয়ে পছন্দসই দই কিনে খেতে পারবে। বেদে সব লেখা আছে। শুধু একটু খুঁজে নিতে হবে।
a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৭ | 143.111.22.23
এরম ঢনঢন ধুমধুম করে দই খেতে হল? এ দই কি ছুড়ে মারলে চাঁদি ফাটবে?
nyara | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১৩ | 67.88.241.3
ধনানর্জয়ধ্বম, ধনানর্জয়ধ্বম।
আবার সেই দই।
Du | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১২ | 71.170.156.40
থ্যাংক ইউ অক্ষদা। এমন বোকা আমি- খেয়ালই করিনি। ওদের বাড়ি থেকেই তুলেছিল ভিডিওটা।
a x | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৮ | 143.111.22.23
কারণ ওগুলো রাহুল নাটক -১/২ নাম দিয়ে আছে। রাহুলের নামের ওপর ক্লিক কর।
Du | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৪ | 71.170.156.40
Du | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৩ | 71.170.156.40
মিঠু, টিনটিনকে এই টুনটুনিটা দেখাতে পারো। অন্য পার্টদুটো পাচ্ছিনা ঃ(
m | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫৯ | 12.217.30.133
যেদিন আমার বেশ খানিকটা সময় থাকে সেদিন সবাই বিজি আর মাঝে মাঝেই শুনি আমি ই নাকি ডুব মারি!ঃ(
arjo | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫৫ | 168.26.215.13
থা।
m | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৬ | 12.217.30.133
কো ই হ্যা য়??
bhuto | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৩ | 122.172.25.189
টই তে দেখ আছে , ভারচুয়াল থেকে রিয়াল এ।
Blank | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫১ | 59.93.192.149
সিকিমের কোথায় ইন্দ্র দা? ছাঙ্গু থেকে শুরু করে ইয়ুমথাং সব ই may র পর খুলবে
I | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৪ | 59.93.213.243
কেউ বলতে পারবেন-সিকিমের রাস্তা কি এখন বন্ধ? ছানা সমেত গেলে কি বিপদের সম্ভাবনা?
arjo | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৮ | 168.26.215.13
সময়ের সাথে চলতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। আমার ভিস্তা দিব্যি কাজ করে মানে ঐ গুরু, অর্কূট, জিমেল, অফিসিয়াল মেল, ওয়ার্ড, এক্সেল, পিপিটি কোনো কিছুতেই কোনো অসুবিধাই হয় না। এমনকি গিম্প টিম্পও আছে। এট্টু স্লো। ও মানিয়ে নেওয়া যায়। রকেট তো ছাড়ছি না। প্রথম প্রথম সব সফটওয়ার চলত না। কিন্তু এখন তো দেখি যাই ডাউনলোড করি তাই চলে।
Mandira | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৮ | 98.207.187.245
stoic, ঠিক ই বলেছ .. দেশে থাকলে যে পরিবর্তন গুলি সয়ে যেত হয়তো, আড়াই-তিন বছর পর-পর দেশে গিয়ে সেগুলি-ই ভীষণ চোখে লাগে, মানিয়ে নিতে কষ্ট হয়।
কিন্তু যেতে তো হবেই -- শিকড় টাই যে ঐখানে ...
ami | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৩ | 203.110.246.230
আমার ডেল কেনার আগে অনেক কান্নাকাটি করে বলেছিলুম এক্ষপি চাই, কা.কে. বলে দিলো "ওটি হবেনি!' মেশিনের কনফিগ বদলে দিলো, কিন্তু ওএস সেই ভিস্তা।
a x | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৭ | 143.111.22.23
আচ্ছা ঐ পিসি কিনলে ভিস্তাই কিনতে হবে এটা পুরোপুরি ঠিক না। ডেলের সাথে আমাদের কোম্পানীর কনট্র্যাক্ট যেমন এক্সপি-ই দিতে হবে। এবং সোনির কিছু মডেলে এক্সপি। কিছু মডেলে ভিস্তা+এক্সপি। এরকম এইচপিতেও। যাদের থেকে কেনা, দ্যাট ইস, ডেল না এইচপি না সোনি না তোশিবা ইত্যাদি তাদের কাস্টমার সার্ভিসে ফোন করে এক্সপি চাই বলে দেখা যেতে পারে।
ami | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০৩ | 203.110.246.230
ঐ ন্যানোল্যাপি পেলে লিনাক্ষ ভরবো......
Mandira | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০১ | 98.207.187.245
এই "ন্যানোল্যাপি" র কথা পড়ে আমার রোবু র কথা মনে পড়ে গেল -- তাকে বানাতে শঙ্কুর লেগেছিল মোটে ৩৩৩ টাকা ...
a x | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০০ | 143.111.22.23
স্টোয়েক, আমি ভাবতাম, ঐ "আই ডোন'ট ফিট"টা বহুকাল আগের থেকেই ঃ-)
"আমি" বলেছিনা দেব, আজ না হোক কাল। সিরিয়াস সব প্রশ্ন করলে ম্যাগি টু মিনিট উত্তর দেওয়া যায়?
অক্ষ, বাড়িতে তো প্রচুর ট্র্যাডিশানাল বেঙ্গলি কুইসিন হল। প্রচুর মাছের প্রিপারেশান প্লাস ভেজিটেরিয়ান স্টাফ। আর বাইরে বলতে মেইনলি মুঘলাই কুইসিন। গান্ডেপিন্ডে বিরিয়ানি, রেজালা, চাঁপ, রেশমি কাবাব, পসিন্দা কাবাব ইত্যাদি। আর পাড়ার মোড়ের তেলেভাজা, ফুচকা এই সব ও হয়েছে। দেখলাম লোকের হাতে প্রচুর টাকা আর দৌড়োচ্ছে। পয়সা, ফেম, ফান, কন্সাম্পশান এইসব গাজর দুলছে আর লোকজন ছুটছে। আর তার পাশেই স্টার্ক পভার্টি, পলিউশান, কোরাপশান আর এইসবের প্রতি নির্লিপ্ত অ্যাটিটিউড। এইসব আর কি। আমার কলমের জোর নেই বলে ঠিক গুছিয়ে বলতে পারলাম না। একটাই ডিস্টার্বিং ফিলিং হল। মনে হল আই ডোন্ট ফিট ইন এনি মোর। আউট অফ সিঙ্ক হয়ে গেছি মনে হল।
M | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১২ | 118.69.167.129
প্রোফাইল
M | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১১ | 118.69.167.129
ভুতু ,ছবিগুলো কি তোর প্রফাইলে আসিতেছে?তবে আমিও দেখতে পাই আর কি..........
a x | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:০৯ | 143.111.22.23
কল্লোলদাকে অ্যাড কোম্পানীর সিইও'র মত দেখতে লাগছে। আর রেস্তোঁরাটাকে বিয়েবাড়ির মত।
বাড়িতে পাতা দই অতি অখাদ্য একটাই কারণে - অপর্যাপ্ত পরিমাণে সর। পরতে পরতে, ছ্যারছ্যারে সর। অসহ্য। আমিও সারা ছোটবেলা মাছ এবং দুধের পরেই দই নিয়ে যাবতীয় বিদ্রোহ করে এসেছি।
কিন্তু দই ভাত, টোম্যাটো ভাত, লেবু ভাত, হলুদ ভাত, তেঁতুল ভাত এ সবই অতি উত্তম। নিউ ইয়র্ক এলাকায় থাকলে/গেলে গ্রীনীচের কাছে লীলা'স (লীলা লাউঞ্জ) এ গিয়ে খেয়ে আসবেন। ল্যাম্ব, চিকেন যা যা থাকে সেই সব কিন্তু মূল অ্যাট্রাকশন ভাতের বাফে।
ল্যাপী আপিসে দেবর সময় হয় সাপোর্ট টীম XP install করে দেয় নয়তো, অর্ডারেই বলা থাকে।
আর হ্যাঁ,দই থেকে দুধ ও হয়।
Arijit | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৬ | 61.95.144.123
দুঃখিত - আমার জানা ছিলো না এখানে এত রিলিজিয়াস তর্ক চলছে। অ্যাটলিস্ট এই ইস্যুতে।
Riju | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১০ | 125.17.122.22
লিনাক্সের ড্রব্যাক স্বীকার করতে এত কষ্ট হলে কি আর বলব। আমি তো ভিস্তা কে পাপ বলে স্বচ্ছন্দে গাল দিতে পারি।
Arijit | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৩ | 61.95.144.123
লোকজন তর্ক করতে ভুলে গেছে। ধুর। মুডটা বিগড়ে গেলো।
stoic | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৭ | 160.103.2.224
দু হপ্তার কলকাতা ট্রিপ শেষ করে আবার ব্যাক টু স্কোয়্যার ওয়ান। খুব দারুন কাটল কটা দিন। এবার আবার যথা পূর্বং। দিনগত পাপক্ষয়।
SIKI | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২২ | 122.160.41.29
হুঁ। কিনতে হবে। আগের ডেস্কটপটা বাবাকে দিয়ে দিলাম, ভেবেছিলাম এটায় এক্সপি লোড হয়ে যাবে। সেটা থাকলে ব্যাকাপের চিন্তা ছিল না।
আর হ্যাঁ, রিস্টোর ডিস্ক দিয়েছে। ইনস্টলার নয়।
lcm | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১৬ | 69.236.167.218
না, না, দ্যাখো না সব চলবে। ধৈর্য্য হারাচ্ছো কেন। টইপত্তরে যে লিংক দিলাম দ্যাখো না, ট্রাই করো না। হাল ছেড়ো না বন্ধু ঃ-)
Arijit | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৯ | 61.95.144.123
ল্যাপি কেনার সময়ই ভিস্তা নিয়ে বারণ করেছিলুম।
তোমার ভেন্ডর সিস্টেম রিস্টোর ডিস্ক দেয় নাই? আজকাল আর ইনস্টল ডিস্ক দেয় না (ইউকে-তে দিত না), রিস্টোর ডিস্ক দেয়।
আর এই সব কাজ করতে হলে একখান ব্যাকআপ রাখার ব্যবস্থা করতে হয় - যদি মনে হয় গড়বড় হতে পারে। একখান এক্সটারনাল হার্ড ড্রাইভ কিনে রাখো তাইলে।
siki | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৫ | 122.160.41.29
বেগ টু ডিফার। নন-টেকিদের থেকে বেশি ভয় পাই নি। আমার ব্যাকাপ রাখার জায়গা করা নেই, তাই ভয় পাচ্ছি। উইন্ডোজ ক্র্যাশ করলে আবার লোড করে নেবার মত বিদ্যেবুদ্ধি আমার আছে। কিন্তু ব্যাকাপের সিডিটাই যদি না চলে তা হলে কী হবে সেটাই জানা নেই। একটা চলন্ত সিডি আচমকা একটা ওএসে এসে চলবে না, এই রকম কেস আমি আগে কখনও দেখি নি।
Arijit | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৬ | 61.95.144.123
বেথে আম-ইউজারদের (মানে যাদের নন-টেকিনেস টার্গেট করে উইন্ডোজ চলে) চেয়েও বেশি ভয় পেয়ে বসে আছে। আরে কম্পুই তো - খেলাধুলো করবে, ক্র্যাশ করবে, ফের লোড করে নেবে। সিন্দুক তো নয় যে সব চুরি হয়ে গেলো...
d | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৯ | 203.143.184.11
আমাদের আপিসে তো নতুন নতুন HP ল্যাপী দিচ্ছে এক্সপি লোড করা। কি করে করছে কে জানে!
তবে শমীকের উত্তাল বেথেপনা দেখে এইবারে আমার এট্টু এট্টু ইচ্ছে হছে উবুন্টু নিয়ে কিঞ্চিৎ খুন্টুমুন্টু করে দেখতে।
সানগ্লাস ভাল জিনিষ। আমি আজকাল সন্ধের পর রাস্তায় বেরোতে হলে সানগ্লাস পরে নিই। নাহলে উল্টোদিক থেকে আসা গাড়ীর আলোয় চোখে কিস্যু দেখি না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন