অজ্জিত কেন, আরেকজন মাস্টার আছে তো - অর্পণ। ওকেও জিগিয়ে দেখো না।
sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১৫:৩৫ | 165.170.128.66
ওমনাথ কি দ্যাশে এলে? এক্কেবারে?
d | ২৭ জানুয়ারি ২০০৯ ১৫:০৩ | 203.143.184.11
!!!!!!!!!!!
আমি খুব একটা নিশ্চিত নই .... তবে কির'ম মনে হচ্ছে বে থে আজকের কোটা কমপ্লীট করল। অজ্জিত না এলে বোঝা যাবে না।
Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১৪:৫৪ | 203.99.212.224
সিকি ফিফথে চালায়!!!! সিকি সেনা !!!
siki | ২৭ জানুয়ারি ২০০৯ ১৪:২৫ | 210.18.116.130
kmph ঃ ১০ পর্যন্ত প্রথম গীয়ার, ২০ পর্যন্ত সেকেন্ড গীয়ার, ৩০ পর্যন্ত থার্ড, পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত ফোর্থ। তারপরে ফিফ্থ।
সিকি এভাবেই চালায়।
siki | ২৭ জানুয়ারি ২০০৯ ১৪:২৩ | 210.18.116.130
মানুষ আর বাঁদরের পূর্বপুরুষের বৈজ্ঞানিক সত্য ফান্ডাটা বোধ হয় কেউ খেল না। কী আর করা যাবে। মানুষ কি একদিনে বিশ্বাস করেছে যে সূর্য স্থির, আর পিথিমী ঘুরঘুরায়মান?
একন L ও এত বেড়ে গেছে যে মুখ আর সোনার মত হয়না, প্যাঁচাই হয়ে থাকে।
d | ২৭ জানুয়ারি ২০০৯ ১৪:১৯ | 203.143.184.11
হ সেই সানন্দাটা আমিও পড়সিলাম। তো, দেখা যাচ্ছে লোকে সুবিধেমত বিবর্তনবাদ নিয়ে একটু খেলে নেয়।
আচ্ছা আমার আরও দুটো প্রশ্ন আছে। ১। শুনলাম গাড়ীর পেছনে এই অ্যাত্ত বড়করে L স্টিকার লাগিয়ে চালালে, এদিকওদিক ২-৪টে গুঁতোগাঁতা মারলেও লোকে নাকি তেমন কিছু মনে করে না, গুঁতো খেয়ে সোনামুখ করে চলে যায়। ইহা কি সত্য?
২। গাড়ীতে পঞ্চম গীয়ারটা থাকে কি করতে? ইহার কাজ কি?
M | ২৭ জানুয়ারি ২০০৯ ১৪:০৪ | 118.69.151.43
আমি যতটা শুনেছিলুম,তাও আবার সানন্দা পড়ে, যে জিনেটিক ভাবে মেয়েরাই শক্তিশালী, কি xx আর yx দিয়ে বুঝিয়েছিলো, ধীরে ধীরে নাকি পুং কেসটা পৃথিবী থেকে হাওয়া হয়ে যাবে, মানে ইঁদুরের কোন একটা প্রজাতির অলরেডি হয়ে গেছে, তাই মেয়েরাই তো বেশী শক্তিশালী হওয়া উচিৎ মনে হয়, যদিও পুরুষ না থাকলে নেক্সট প্রজন্ম ক্যামনে আসবে কিছু বলা হয় নি।
lcm | ২৭ জানুয়ারি ২০০৯ ১৩:০৬ | 69.236.167.218
সিকি বোধহয় উত্তরসুরি বলতে অ্যামিবা-র কথা বলছে।
kd | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৫৯ | 59.93.212.151
আমার মতে মেয়েদের চাকরি-বাকরি, ব্যবসা-ট্যাবসা করতে দেওয়া একদম উচিৎ নয়, ওদের বাড়ী থেকে বাইরে না বেরোতে দেওয়াই ভালো। কারণ অতি সরল। মেয়েরা আমাদের থেকে যে কোন কাজ (bold and underlined) অনেক ভালো করতে পারে। এখনও ওরা ঠিক কায়দা করতে পারছে না, ওপরতলায় ঢোকা অনেকটা আটকানো গ্যাছে। কিন্তু সেটা আর কদ্দিন? তারপর? আমাদের আর কেউ চাকরি দেবে?
তাই বলি, দুনিয়ার পুরুষ এক হও, মেয়েদের অগ্রগতি বন্ধ করো।
তবে সেটাও কি ঠিকমতো পারবো? হ্যাঁ, একটা উপায় আছে, মমতাকে নেতা করা যায়। আরিঃ, সেও তো মেয়ে! ধুস্, কি যে করি?
যাক্গে, যা হবে হবে। ভবিতব্য কে খন্ডাবে? ঘুমিয়ে পড়ি গে'।
ডিঃ আমি আর আমাতে নেইঃ-)))
h | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩৮ | 203.99.212.224
আবার, খালি শরীর আর শরীর, ওরে তোদের কি মন নাই।
যাও যাও সব নিজ কাজে।
Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩৭ | 203.99.212.224
ইয়ে মানে, ভুঁড়ু ওলা বাঁদর হয় না কিনা, ঐ জন্যি :-D
h | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩৭ | 203.99.212.224
এই বয়সেই। ভাবা যায় না।
sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩৬ | 165.170.128.66
কি আত্মপ্রত্যয়!
h | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩৫ | 203.99.212.224
আমি=মানুষ, সিফোঁ=বাঁদর।
সিকি, দুজনেরি পূর্বপূরুষদের পূর্বপুরুষদের ... (রেঃডাঃ) উত্তর পুরুষদের উত্তরপুরুষদের ... রেঃডাঃ উত্তরপুরুষ।
ঐজন্য সিকি একটু অন্য রকম ভাবে ছড়ায়।
অথবা অন্যমতানুসারে এবং সিকি=ঐ, ব্ল্যাংকি=বাঁদর থেকে ডাইরেকটলি আইসে। 'বাবু পড়সেন পড়সেন, নামসেন তাড়াতাড়ি' ইত্যাদি।
Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩১ | 203.99.212.224
আঁই
sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩০ | 165.170.128.66
কেন? সিকির দায়িত্ব কেন? এইটা উপর দিয়ে গেল।
nyara | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:২৯ | 64.105.168.210
তবে ইভলিউশন নিয়ে খবরদার কিছু বলতে যাওয়া উচিত নয়। যাই বলবেন তাতেই প্যাঁদানি খাবার চান্স আছে।
h | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:২৯ | 203.99.212.224
অথবা সিকি শুধু ব্ল্যাংক থেকে এসেছে।
h | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:২৮ | 203.99.212.224
অর্থাৎ আমার আর সিফোর পূর্বপুরুষ হওয়ার দায়িঙ্কÄ এখন সিকির।
Blank | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:২৭ | 203.99.212.224
সেই গত বছর আমি ইভোলিউশান নিয়ে এক খানা বই এর লিংক দিলুম যে এখানে। তাতে পরিষ্কার প্রমান করে দেওয়া আছে যে ওসব আসলে গ্যাঁজা। ঐ ৬ দিন না এক সপ্তাহের মধ্যেই ভগবান সব বানিয়ে দিয়েছে।
siki | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:২৩ | 210.18.116.130
একটা বেসিক জিনিস। বাঁদর থেকে মানুষের উদ্ভব হয় নি। মানুষ আর বাঁদরের একই পূর্বপুরুষ।
sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:১৮ | 165.170.128.66
যা এইটা কোথায় এসে পড়লো। তবে ন্যাড়াদা আমারে বাড় খাওয়াইতাসে, আমি আর কিচু বলচিনা।
sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:১৭ | 165.170.128.66
মার্কেট শেয়ার দেখে আমি কি করব? এমনও নয় যে মার্কেটে বেশি চলে বলে কোনো প্রবলেম হলে তার সল্যুশনও অনেক বেশি বা তাড়াতাড়ি পাওয়া যায় উইন্ডোজের ক্ষেত্রে। সেই তো সাইটে সাইটে ঘোরাঘুরি করে খুঁজে পেতে হয়, নয়তো কাস্টমার কেয়ার। তো মাইক্রোসফট কা কা কে ভারতীয়রা কেউ ফোন করেন বলে মনে হয় না। ইদিকে, বেশিরভাগ প্রচলিত লিনাক্স ডিস্ট্রোর এত বড় ইউজার অতএব ডেভেলপার বেস যে ঠিকঠাক সল্যুশন পাওয়া যায়ই।
আর মাইরি বলছি, কেডিই লাগালে যা দেখতে লাগে কোনো ভিস্তার বাপ তার ধারে কাছে আসে না। কোনোরকম আইক্যান্ডি ছাড়াই।
অন্য যে কোন বিষয়ের মতন বিবর্তনবাদ নিয়েও আমার কোনরূপ সিরিয়াস পড়াশুনো নেই। কিন্তু এটা জানা আছে বিবর্তনবাদের সিরিয়াস রিসার্চের পাশাপাশি প্রচুর পপ থিওরির উদ্ভব হয় - কোন বিশেষ সোশাল মতবাদকে লেজিটিমেসি দিতে।
যেমন, বিবর্তনবাদে এপ থেকে মানুষ হবার পথে মানুষের দু পায়ে উঠে দাঁড়ানোকে খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ধরা হয়। তো, কেন মানুষ দু পায়ে উঠে দাঁড়াল এই নিয়ে প্রচুর থিওরি আছে। শেষ যা জানি, সব থেকে চালু আর অ্যাক্সেপটেড থিওরি হল যে সাভানার লম্বা ঘাসে প্রিডেটরদের দূর থেকে দেখে প্রাণ বাঁচনোর তাগিদে মানুষ দুপায়ে উঠে দাঁড়ায়। আমি এক স্বঘোষিত ফেমিনিস্টের বই পড়েছি, যেখানে ওনার বক্তব্য মানুষ উঠে দাঁড়িয়েছে মেয়েরা যাতে জলে দাঁড়িয়ে ব্রেস্ট-ফীড করতে পারে। আমার পুরো থিওরিটা মনে নেই। কিন্তু আমার মতন কিছু-না-জানা লোকও ঐ থিয়োরিতে কয়েকশো ফুটো বের করে ফেলতে পারবে। ও থিওরির সলিল-সমাধি ঘটেছিল।
এটা একটা উদাহরণ যে বিবর্তনবাদকে যে যেভাবে পারে একটু ব্যবহার করে নেয়। পুরুষ আর নারীর বিবর্তনের পথ আলাদা বলতে এই যে পুরুষরা হান্টার আর নারীরা গ্যাদারার। তার জন্যে পুরুষ-নারীর শরীর, ব্রেন থেকে শুরু করে বিহেভিয়ার ইত্যাদিতে অনেক তফাৎ এসেছে। কিন্তু তার সঙ্গে অমুক করা 'উচিৎ' কিনা, তার কী সম্পর্ক? বিবর্তনের দিক থেকে নারী শরীর দূরপাল্লার দৌড়ের জন্যে জন্মগতভাবে তৈরী নয়। তো? মেয়েদের ১০০০০ মিটার দৌড়নো কি ম্যারাথন দৌড়ন উচিত নয়?!
kd | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:০০ | 59.93.193.222
পাইএর স্কিএর রেফারেন্স পড়ে আমার প্রথমবার স্কি করতে যাওয়ার কথা মনে পড়ে গেলো। চার-পাঁচজন বন্ধুর সঙ্গে কিলিংটনে গেছি, ওদের নিজেদের সরঞ্জাম, আমি ভাড়া করলুম, খুঁজছি শেখানোর লোক, খুঁজে পাওয়াটা বড় ব্যাপার না, তবে আমার আবার মেয়েদের কাছে শিখতে ভালোলাগে, তাই সময় লাগছে। বন্ধুরা পুরো আইডিয়াটা ভেস্তে দিলো - বললো ধূর, ওসব বাজে পয়সা খরচ, আমাদের সঙ্গে ওপরে চ',হাত ধরাধরি করে নামিয়ে আনবো, একবার নামলেই শিখে যাবি। গ্যাস খেয়ে গেলুম, তবে আমার খুব বুদ্ধি তো, তাই বললুম, এক্স্পার্ট ট্রেলে খবরদার না, সোজা দেখে একটায় নিয়ে চ', ম্যাপ দেখে কনফার্মও হলুম (এস'ব ব্যাপারে বন্ধুদের ঠিক বিশ্বাস করা যায় না, আগের কথাটা নেহাৎ পয়সা বাঁচানো জন্যে করেছিলুম)। যাই হোক, চেয়ার লিফটে করে ওপরে উঠলুম, ওরা লিটারালি চ্যাংদোলা করে নামালো (আমার মতে স্কি করতে শেখার ঐটে সবচেয়ে শক্ত আইটেম)। তারপর, as promised, দু'জন আমার দু'হাত ধরে, দু'জন পেছনে - আস্তে আস্তে নামা শুরু হলো। হঠাৎ, 'কোথা থেকে কি হইয়া গেলো', পাশে বন্ধুরা নেই, হাতে পোল নেই, পায়ে স্কি নেই - আমি বরফে পা ছড়িয়ে বসে হড়হড় করে নেমে যাচ্ছি। কোথাও কোনওরকম ধাক্কা না খেয়ে, না উল্টে পাল্টে, একদম নীচে। আশেপাশে হাততালি, বন্ধুরা আমার ফেলে আসা জিনিসগুলো কুড়িয়ে এনেছে। সমবেত জনতার মতে এত ভালো অ্যাস্স্কি ওরা অনেকদিন দেখেনি। সুখের কথা, কোথাও তেমন ব্যাথা হয় নি - সেদিন বিকেলেই GLM ট্রেনিং নিতে শুরু করলুম। ও হ্যাঁ, একটা মেয়ের কাছেই। ঃ))
d | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:০০ | 203.143.184.11
ঠিক থিক অক্ষ আছে।
হ্যাঁ সেইজন্যই তো জানতে চাচ্ছি।
sinfaut | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:৪৭ | 165.170.128.66
কিন্তু এটা বুঝলাম না। ঠিক আছে, ধরে নিলাম পুং স্ত্রীর বিবর্তন আলাদা রকমের হয়েছে। তাতে করে এটা কিভাবে বলা যায়, মেয়েদের পুংদের সমান বা বেশি কাজকর্ম বা জ্ঞানার্জন করতে চাওয়া উচিত নয়? উল্টোটাও তো হতে পারে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন