ঈশানদা, সেই জন্যেই আমি ঐ ভিডিও এখনো এক্সক্লুসিভ রেখেছি। আমি ভৌগোলিক সাহায্য করতেই পারি। তুমি ল্যাদ কাটিয়ে ওঠো তোমার নির্দেশ মতো রেকর্ড করার দায়িত্ব আমার। তোমার সঙ্গে কল্লোলকাকুর চুক্তি হবে তাই এখনো প্রকাশ ঘটেনি গানের ভিডিওর। আমি IPR অর্থাৎ intellectual property rights এর রক্ষাকর্তা। নো চিন্তা।
aja | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:১৭ | 207.47.98.129
স্যান কি লিখবে সে নিয়ে কোন মতামত নেই (সুপারির ভয় আছে)। কিন্তু পাই দাদু লিখলে আমার আর নাতনিরা রাগ করবে ঃP।
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:১৬ | 198.169.6.69
মানে পাই, স্যান এরা সব লিখলে দাদু-দা লিকবে, আর বাকিরা অজদা লিখবে ?
aja | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:১৫ | 207.47.98.129
বাইনারী ঠিক বলেছে। গাঁজার পাতা হল ইউনিটারি ব্যাপার। ওর আর দুই নেই।
aja | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:১৩ | 207.47.98.129
এই নাঃ। দাদু নামটা শুধু নাতনিদের জন্যি। তাহলে আমার অজ নামই থাকুক।
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:১১ | 198.169.6.69
দাদু টাই ঠিক, এরপত্থেকে, অজদা অজ লিখলেই আমরা দাদু-দা বলে উত্তর দেব।
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:০৯ | 198.169.6.69
মানে, পাতায় পাতায় অপত্তি আছে, গাঁজার পাতায় আপত্তি নেই, কেননা গাঁজার পাতায় থাকলে আর কোনো পাতা থাকে না, সক্কল পাতাই এক পাতা হয়ে যায়।
pi | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:০৮ | 128.231.88.4
এই a টায় আমার আপত্তি আছে। a যেন আরো কে কে আছেন না ! দাদু নামটা কেমন, দাদু ? ঃ)
a | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:০৪ | 207.47.98.129
এই, এটায় আমার আপত্তি আছে। গাঁজার পাতা থাকলে আর কিছুর দরকার নেই। গাঁজার পাতা না থাকলে অন্য কোন পাতায় দরকার নেই।
arjo | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:০৩ | 168.26.215.13
এবং পাতার পাতা।
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:০২ | 198.169.6.69
তাইলে তো সেই বেসিক প্রশ্ন আইয়া পড়লো।
পাতা কয় প্রকার ও কি কি ? গাছের পাতা, বই-এর পাতা, ভাটের পাতা, গুরুর পাতা, গাঁজার পাতা
arjo | ২৪ জানুয়ারি ২০০৯ ০১:০১ | 168.26.215.13
আমার মাতুলদত্ত নাম চেঞ্জ করতে পারবনি। অজদা ঐ বদখদ নামটা বরং বদলে নাও।
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৫৯ | 198.169.6.69
মাইরি অজদা আর আজ্জো, নিকনেম চেঞ্চ করুক, ভয়ানক ঘুলিয়ে যায়।
aja | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৫৮ | 207.47.98.129
পাতার কি ছোটদের বড়দের হয়? যখন ছোট ছিলাম তখন কেউ বলেনি কেন?
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৫৭ | 198.169.6.69
আরেট্টা ছোটোদের পাতা-ও কথা ছিলো না ? হেইটার কি হইলো ?
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৫৩ | 198.169.6.69
তাইলে আর এজম্মে হল না। পাতাখোর ল্যাদাড়ু লোক, তায় আবার গুরুটিউব।
arjo | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৪৮ | 168.26.215.13
অঃ গুরুটিউব।
sinfaut | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৪৫ | 117.195.202.51
এমবেডেড ভিডিও হবে মনে লয়।
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৪৩ | 198.169.6.69
এ পাতাটা মনে হয় রঙীন হবে। ছবি হবে, আর লাফিয়ে অন্য কোনোখানে যেতে হবেনা, গুরুতেই গানগুলান থাকবে।
arjo | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৪০ | 168.26.215.13
বেসিক প্রশ্ন। পাতা না থাকাতেই তো ন্যাড়াদা, ঈশান, স্টইক এদের গান শোনা যায়। তালে কল্লোলদার গান শুনতে পাতা লাগবে কেন?
Binary | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৪০ | 198.169.6.69
না না পাতাখোর লোক ল্যাদের চোটে পাতা খাচ্ছে না। কি সাঙ্ঘাতিক।
আর, ইসে, একবছরের নয়, একবছরে যে কদিন আম্রিকা গেছি, সেই কদিন, কি কি খচ্চা করেছি, তাই চেক করছি।
aja | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৩৪ | 207.47.98.129
না না, ল্যাদাড়ু লোক।
ল্যাদের চোটে পাতা বাদ যাওয়া এই প্রথম দেখলুম। মামুকে রিহ্যাব সেন্টারে চাকরি দেওয়া হোক। পাতাখোরদের ল্যাদ খাওয়া শেখাবে।
sinfaut | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৩১ | 117.195.202.51
আচ্ছা পাতাখোর লোক মাইরি।
Ishan | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:৩০ | 12.163.39.254
কল্লোলদার গান নিয়ে গুরুতে একটা পাতা করার কথা ছিল। আমার ল্যাদে হয়নি।
ধৈর্য ধরুন। ঃ)
sinfaut | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:২৬ | 117.195.202.51
আমিও শুনতে চাই। এ আবার কি ওপেন সোর্সের বাজারে এক্সক্লুসিভ কপি?
siki | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:১০ | 122.162.82.216
আমার গুগুল ভিডিওতে কিছু কিঞ্চিৎ আছে। সব তোলা হয় নাই অবশ্য।
pi | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:০২ | 128.231.88.6
কল্লোলদার গান শুনতে চাই। কেমনে পাই ?
Bhuto | ২৪ জানুয়ারি ২০০৯ ০০:০১ | 122.172.25.209
শমীকদা, না না সেটা আগের দিন আমি আমার ধজা মার্কা মোবাইলে তুলেছিলাম,গোটা ৪-৫ গান আছে। আমার মেশিনে আছে। কোথাও তুলিনি।
siki | ২৩ জানুয়ারি ২০০৯ ২৩:৫৬ | 122.162.82.216
ইমরান কি কল্লোলদার গান আলাদা তুলেছিস নাকি? আমাকে লিংক পাঠা।
Bhuto | ২৩ জানুয়ারি ২০০৯ ২৩:৪৮ | 122.172.25.209
ইমু রে, কল্লোলকাকুর গান শুনছি। হে হে এক্সক্লুসিভ কপি।
dd | ২৩ জানুয়ারি ২০০৯ ২৩:৩৫ | 122.167.24.120
ইম্রান। ইয়েস। ফায়রফক্স চলছে ঠিক ঠাক। মাঝে আ বা প পড়তে দিচ্ছিলো না, দিয়েছি ঠুসে তোমার ওষুধ। ব্যাস, ওটাও এখন ছ্যাড় ছ্যাড় করে পড়া যাচ্ছে। লাইফ ইজ গুড।
sinfaut | ২৩ জানুয়ারি ২০০৯ ২৩:৩০ | 117.195.202.51
ডিডি,
সব ঠিকঠাক চলছে? ফায়ারফক্স?
siki | ২৩ জানুয়ারি ২০০৯ ২৩:২৯ | 122.162.82.216
সেটা ডিপেন কর্ছে কীর'মভাবে গলা খাঁকরাচ্ছো তারোপর। সাধারণত "আহেম' বলে গলা খাঁকারি দিলে সিইওরা শুনতে পায়।
Du | ২৩ জানুয়ারি ২০০৯ ২৩:২৮ | 67.111.229.98
ডিডিদা, সি ই ও রা কি গলা খাকারি শুনতে পায় ?
arjo | ২৩ জানুয়ারি ২০০৯ ২৩:১৫ | 168.26.215.13
ক্রেডিট কার্ডের ব্যপারে আমি এক্কেরে আপ্টুডেট। প্রতিবারই টাকা দেবার সময় মনে হয় এত খরচ আমার নয়। নিশ্চয়ই কিছু গুফি হয়েছে, তারপর স্যু করবার আশা মনে নিয়ে সমস্ত লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে ভগ্নহৃদয়ে টাকাটা দিয়ে দি। প্রতি মাসে একই ঘটনা ঘটেই চলেছে। সুবিধে হল বাইনারীদার মতন একবছরের খরচ মনে রাখতে হয় না।
dd | ২৩ জানুয়ারি ২০০৯ ২২:৫৬ | 122.167.24.120
এট্টু গলা খাঁকারি দ্যালাম।
Ishan | ২৩ জানুয়ারি ২০০৯ ২২:৪০ | 12.163.39.254
এক বছরের খচ্চা মনে আছে? ডেঞ্জারাস তো।
Binary | ২৩ জানুয়ারি ২০০৯ ২২:২৬ | 198.169.6.69
ধ্যুত্তোর , 'জামা' হবে।
Binary | ২৩ জানুয়ারি ২০০৯ ২২:২৬ | 198.169.6.69
বামা মামা দেয় হামা, গয়ে রাঙা জানা ঐ ....
Binary | ২৩ জানুয়ারি ২০০৯ ২২:২০ | 198.169.6.69
খচ্চা গুলো আমার-ই কিনা ।
Ishan | ২৩ জানুয়ারি ২০০৯ ২২:১৮ | 12.163.39.254
কিসের সঙ্গে মিলিয়ে দেখতে বলেছে? ঃ)
Binary | ২৩ জানুয়ারি ২০০৯ ২২:১৭ | 198.169.6.69
কালকে ব্যাংক থেকে একটা হুঁশিয়ারি ফোন এয়েছে। বল্ল, ২০০৮-এ কানাডা থেকে যারা ইউএস গেছে ভিজিটে, আর কানাডিয়ান ক্রেডিট কার্ড ইউজ করেছে, তাদের কার্ড হ্যাক হওয়ার চান্স আছে, শিগ্রি আম্রিকা ভিজিটের স্টেটমেন্ট মিলিয়ে দেখতে। এখন একবছরের পাপ মিলিয়ে মিলিয়ে দেখতে হচ্ছে।
arjo | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৫৪ | 168.26.215.13
ও বামা সেই বামা? আগে যদি জানতুম সব কিছু ফেলে রেখে ওবামাই দেখতুম।
Ishan | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৪৩ | 12.163.39.254
এর পরে আরও কটা লাইন মাথায় এসেছিল। কিন্তু সে ভদ্রসমাজে লেখা যায় কিনা বুঝতে না পেরে কাটিয়ে দিলাম। ঃ)
Ishan | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৩৯ | 12.163.39.254
বামা হল নাঙ্গা ইকনমি চাঙ্গা
বিঃদ্রঃ বামার সঙ্গে ওবামার কেউ যদি কোনো মিল খুঁজে পান, তবে তা সম্পূর্ণ আপতিক ও আকস্মিক।
Ishan | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৩৭ | 12.163.39.254
সেকি। আমি তো ফোন করে আধ ঘন্টা বসে থাকি। যেকোনো ১-৮০০ লাইনে। ঃ)
arjo | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৩৬ | 168.26.215.13
যাই বলো আর তাই বলো একটা লোক একা ইকনমিকে প্রায় চাঙ্গা করে দিয়েছে। পলিসি দিয়ে নয় নিজের ব্র্যান্ড ইমেজ দিয়ে। কি নেই! ব্যারাক ওবামা টি শার্ট, সিডি থেকে শুরু করে ওবামা হট সস অবধি। পেপসি নতুন অ্যাড বের করছে ওবামার ক্যাচ ওয়ার্ড ইউজ করে। ভাবছি ওবামার ব্ল্যাকবেরীর কত দাম উঠবে।
Ishan | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৩৫ | 12.163.39.254
এ বামা, ও বামা বামা বামা বামা রে
Abhyu | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:৩০ | 97.81.78.213
যেদিন কেউ থাকে না সেদিন আমি আসি। এসে দুঃখু পেয়ে চলে যাই। আজ এক ব্যাটা ফোং কর্বে বলে আধ ঘন্টা বসিয়ে রেখেছে ঃ(
Binary | ২৩ জানুয়ারি ২০০৯ ২১:২৫ | 198.169.6.69
ওবামা-র প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা এই রকম, সেই পুরাতন কাতুকুতু-র মত, আম্রিকার মাল্টি মিলিয়নিয়ার তেল কোম্পানী আর অন্যান্য পাওয়ার হাউস, বুশ-কে চেয়ারে বসিয়ে, চ্যাঁচাচ্ছিল, 'তিতাল্লিশ জন কো ফাঁসায়া, 'তিতাল্লিশ জন কো ফাঁসায়া .....'। তো ওবামা বেচারা ,'কেয়া হুয়া ইধার? কেয়া বাত হ্যায় ?' বলে কাছাকাছি ঘুরঘুর করাতে, এখন ওকে চেয়ারে বসিয়ে দিয়ে, 'চুয়ল্লিশ জন কো ফাঁসায়া, চুয়ল্লিশ জন কো ফাঁসায়া .....' বলে চিলাচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন