এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ১৭ জানুয়ারি ২০০৯ ০৪:৫৪ | 63.82.71.141
  • ম, ফোন করেছিলে? সব খবর ভালো তো?
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০৪:২৬ | 12.217.30.133
  • দু,
    ঠিক,কদিন আগেই উপনির্বাচন হলো,পুরুলিয়ার কেন্দ্র।
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০৪:২৫ | 12.217.30.133
  • অজদা,
    ঃ)
  • Ishan | ১৭ জানুয়ারি ২০০৯ ০৪:২০ | 12.217.30.133
  • আরও একটা হপ্তা শেষ হল। আঃ।
  • Du | ১৭ জানুয়ারি ২০০৯ ০৪:১৬ | 71.170.40.47
  • শুধু পাড়া, মিঠু। নামটা অনেকটা ড্যালাসের কলোনীর( এক্টা সাবার্ব শহরের নাম) মতন।
  • aja | ১৭ জানুয়ারি ২০০৯ ০৪:১০ | 207.47.98.129
  • ১। অকারন আওয়াজ দেবার জন্য দুঃখিত।

    ২। ওপাড়া না ওন্দাপাড়া?
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০৪:০৫ | 12.217.30.133
  • অজদা,
    'স্মাইলিটা' 'ওপাড়া' নামক বিধান সভা কেন্দ্রের জন্যে,মিনু বাউড়ি না মুখার্জি তা নিয়ে আমার কোনো মাথা ব্যাদনার কোনো কারণ দেখি না।
    বাই দাওয়ে তুমি 'ওপাড়া'নামে কোনো বিধানসভা কেন্দ্রের নাম জানো?নাকি আমি নিজের অজ্ঞতাকে আনন্দবাজারের ছাপার দোষ ভেবে স্মাইলি দিলাম।
  • aja | ১৭ জানুয়ারি ২০০৯ ০৩:৪৪ | 207.47.98.129
  • মিনু মুখার্জী হলে কি স্মাইলিটা থাকত?
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০৩:২৪ | 12.217.30.133
  • আনন্দবাজারের রাজ্যপাতায় আজ নারীশক্তির ক্যাপশানে 'ওপাড়া' কেন্দ্রে নির্বাচিত মিনু বাউড়ির ছবি বেড়িয়েছে!!ঃ))
  • arjo | ১৭ জানুয়ারি ২০০৯ ০৩:২৩ | 168.26.215.13
  • এবারে গিয়ে চোখে পড়ল

    ""যত দোষ ঋতুপর্ণ ঘোষ""
    আর
    ""করব, লড়ব, কমব রে""
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০৩:১৮ | 12.217.30.133
  • দু,
    আপিশ ছুটি হয়ে গেলো?
  • Du | ১৭ জানুয়ারি ২০০৯ ০৩:১৪ | 67.111.229.98
  • যাই, শু স সবাইকে।
  • Du | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৫৭ | 67.111.229.98
  • পাই, তুমি আলাপের 'কিস কিস বাত পে' টাও গাও না।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৫৩ | 122.252.231.10
  • এখন ঘুমুলে বেলা বারোটায় ঘুম ভাঙবে। বেচারা পথে পথে ঘুরে বেড়াবে। ঃ)
  • nyara | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৫১ | 67.88.241.3
  • মরেচে! সিনফট জানে সে কথা?
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪৯ | 122.252.231.10
  • আমি কাল সকালে সিঁফো আসবে বলে উত্তেজনায় ঘুমোচ্ছি না। ঃ)
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪৮ | 12.217.30.133
  • আপনি আগে ভালো লাউ আর ঝিঙে কেনা শিখে দেখান,তারপরে অন্য কথা।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪৭ | 122.252.231.10
  • সেতো আমার এক কলিগ ইউকেতে আমাদের অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ি স্টার্ট দিয়েই দড়াম করে সামনের গাড়িতে ভিড়িয়ে দিল। মেয়ে আসার তখনো মাসখানেক বাকি। পরেরদিন দেখলাম এক কৃষ্ণাঙ্গ দম্পতি খুব মন দিয়ে নিজেদের গাড়ির ডেন্ট পরীক্ষা করছেন। নেহাত বন্ধু বলে বন্ধুকৃত্য করতে হল। মুখটি বুজে ওপরে চলে এলাম।
  • nyara | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪৬ | 67.88.241.3
  • অর্পণ কি আবার এদিকে এসেছ নাকি? নইলে তো রাত অনেক হল!
  • nyara | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪৩ | 67.88.241.3
  • ছেলেকে বাড়িতে রেখে আবার হটটংটং করতে গেছিলেন?
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪২ | 12.217.30.133
  • না ইনি মহামানব।উজান হলো জুনে,এপ্রিলে এরা ক্যানসাসে বেড়াতে এসেছিলেন, আমি গাড়িতে উঠে বসামাত্র উনি গাড়ি চালিয়ে দিলেন,দরজা টা ধড়াম করে খুলে গেলো,ওর বউ একটা চীৎকার করে আমাকে প্রায় জাপটে ধরে ফেলেছিলো।আমার নড়বড়ে সিজি নিয়ে যে লাউ গড়গড় করে বাইরে চলে যাই নি এই ঢেরঃ)
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪২ | 122.252.231.10
  • দুদি একএকখানা যা ওজন্দার কথা ছাড়েন ঃ))
  • Du | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৪১ | 67.111.229.98
  • ঃ) ঐ চোখ বন্ধ রাখার কথাটাই বলতে গেসলাম। কানটা ছোট হলে বন্ধ রাখা মাস্ট। আমাদের ছোটবেলায় ওখানেই গালাগাল শেখা হল কিনা । শা-,শু-বা, হা-
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৩৮ | 122.252.231.10
  • আজ সকালেই এক মহিলা (মহিলা বলেছি বলে আবার রাগ করোনি) দিব্যি উল্টোদিক থেকে এসে ইউটার্ন নেবেন বলে নাকখানা বাড়িয়ে দিলেন। অফিসটাইমে দু দুটো লেনের গাড়ি পুরো দাঁড়িয়ে গেল। কী বোর করল মাইরি!
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৩৩ | 122.252.231.10
  • এ তো এক্সট্রিম কেস। আর বদনাম হয় সবার। ঃ(
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৩১ | 12.217.30.133
  • এইবার ই একবন্ধু তার গাড়িতে বসিয়ে একবার ওয়ান ওয়েতে উল্টো পথে চলতে লাগলো,তারপরের এসপি মুখার্জ্জির ক্রসিং এ রেড লাইট জাম্প- এবং তারপরেই আবার একটা ওয়ান ওয়েতে এক ই কান্ড।দু দুবার সেদিন তাকে পুলিশে ধরলো।
    ভাবছিলাম একই দিনে তিনটে বাচ্চা দুপুরের ঘুমের মধ্যেই পুরো অনাথ আর হাফ অনাথ( সৈকত এখানে তখন)হয়ে যাবে!! আর পথে গড়াগড়ি দেওয়া বলরাম বসাকের মিষ্টির ছবি পরের দিন কাগজে ছাপা হবেঃ)
  • arjo | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:৩০ | 168.26.215.13
  • হ্যাঁ আর যারা গাড়িতে বসে তাদের চোখকান বন্ধ রাখতে হয়।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:২৫ | 122.252.231.10
  • দেশে চালানো এমন কিছু হাতিঘোড়া নয়। একটু চোখকান খোলা রাখতে হয়।
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:২৩ | 12.217.30.133
  • অপ্পন,দেশে ফিরে গিয়ে মাঝে মধ্যেই তোমাদের গাড়িতে চড়ে এদিক সেদিক যাবোখনঃ)
  • aja | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:২২ | 207.47.98.129
  • মুচলেকার সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ডিএমকে দিয়ে অ্যাটেস্ট করানো ঃ)।
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:২২ | 12.217.30.133
  • ন্যাড়াবাবু,
    দেশে ছমাস না চালালে নার্ভ ঠিক স্ট্রং হবে না;)
    তাছাড়া আমার হাত পা ভেঙে 'দ' হয়ে থাকার বা খুব তাড়াতাড়ি যমের বাড়ি যাবার বাসনা নাই।
  • Du | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:১৮ | 67.111.229.98
  • নইলে ! দেশে চালানোর অভিজ্ঞতা ফাইটার পাইলটের সাথে তুলনীয়। তবেই কিনা নাক ডুবিয়ে এতগুলো লোককে বাঁচিয়ে দিলো।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:১৬ | 122.252.231.10
  • যাঃ, মামী আমার আর অরিজিতের গাড়িতে চড়ে নাই।
  • nyara | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:১৫ | 67.88.241.3
  • বোঝো! মাইমাকে গাড়ি চড়ানোর আগে মুচলেকা দিতে হয়।
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:১৪ | 12.217.30.133
  • ইপি,
    দেশে এখন বিলেত ফেরত বন্ধুদের সবার ই একটি করে বাহন আছে- আর তাতে চড়ার সৌভাগ্যও হয়েছে,সেই অভিজ্ঞতা থেকেই বলছিঃ)

    আমি নিদেন পক্ষে ছমাস দেশে গাড়ি চালায়নি এমন লোকের গাড়ি চড়ি না;)
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:১০ | 122.252.231.10
  • ** গোজমো
  • pi | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০৯ | 128.231.88.4
  • অন সেকেণ্ড থট, সসীবাবু র নাম প্রত্যাহার কল্লাম।
    প্রথমতঃ, উনি ও বিলেত ফেরত হতেই পারেন।
    সেকেণ্ডলি, উনি , যদ্দুর জানতাম, সাইকেলটাই প্রেফার করেন।

    আর দুদি, থ্যাংকু । ঃ)
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০৯ | 12.217.30.133
  • দু,
    স্বভাবেই হবে,কোলকাতার মেট্রো দেখলেই টের পাওয়া যায়।
  • pi | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০৭ | 128.231.88.7
  • কিন্তু ম দি, গাড়ির ভিতরে বিলেত ফেরত বাবু না স্যামবাজারের সসীবাবু তা তুমি দ্যাখো ক্যামনে !
    নাকি এই বাবু টি মামু ? তাই গাড়ির ভিতর হতে প্রত্যক্ষদর্শী ! :p
  • Du | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০৬ | 67.111.229.98
  • আমি আপাততঃ অলস মধ্যাহ্নে পাইয়ের গান শুনে শুনে খুশ হয়ে যাচ্ছি।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০৪ | 122.252.231.10
  • মালবাজারে গোজমা আর আদিবাসীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ, অবরোধ, মিছিল ইত্যাদি। এর মধ্যে যদি টুক করে কেউ বন্‌ধ ডেকে দেয় তাহলে রবাউদের ব্যথা হয়ে যাবে।
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০২ | 12.217.30.133
  • কি দেখাচ্ছে অপ্পন?
  • Du | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০২ | 67.111.229.98
  • দোষ কি আর অভাবে, দোষ থাকে স্বভাবে। এখানে টুরিস্ট প্লেসে বাস এলেই হুড়োতাড়াঅ করে ঢুকে সীট দখল, দেখোনি?
  • Arpan | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০১ | 122.252.231.10
  • উঃবঙ্গে তো ভাল বাওয়াল হয়েছে। টিভিতে দেখাচ্ছে।
  • aja | ১৭ জানুয়ারি ২০০৯ ০২:০০ | 207.47.98.129
  • আমি জানি। লোকে মনে করে ঐ দাগগুলোকে ফলো করে চালাতে হবে। তাই অমনি করে ;)।
  • arjo | ১৭ জানুয়ারি ২০০৯ ০১:৫৯ | 168.26.215.13
  • একদম ঠিক। আমিও দেখেছি। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে, রাজারহাটের বিরাট রাস্তায় সর্বত্র লোকে লেন ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি চালায়। কেন? কিছুতেই বুঝতে পারি নি।
  • aja | ১৭ জানুয়ারি ২০০৯ ০১:৫৭ | 207.47.98.129
  • দ্যাখো কান্ড। পিদিম ভাবে না তো?
  • m | ১৭ জানুয়ারি ২০০৯ ০১:৫৭ | 12.217.30.133
  • অরি,
    সব রাস্তায় লেন নেই -কিন্তু অনেক রাস্তায় আছে,যথা ইএম বাইপাস, রাজারহাট মেন আর্টেরিয়াল রোড,ভিআই পি রোড,অন্য গুলোর কথা ছেড়েই দিচ্ছি। ড্রাইভার দের কথা ছেড়েই দিচ্ছি,বিদেশ ফেরত বাবুদের ও দেখলাম দুটো লেনের মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছে।

    স্বভাবের মধ্যেই আসলে অপরিচ্ছন্নতা আর গয়ংগচ্ছ মনোভাব টা চারিয়ে গেছে।
    পরিকাঠামো থাকা সঙ্কেÄও যে কোনো রেস্তোরা বা শপিং মলের বাথরুমে গেলেই সেটা খুব ভালো বোঝা যায়।
  • pi | ১৭ জানুয়ারি ২০০৯ ০১:৫২ | 128.231.88.6
  • বাচ্চারা কি ভাবে তা এখন আর মনে নাই।
    বুড়ো না হওয়া অব্দি বালিশ ভাবতেই পারে, বল্লুম তো।

    ম দি, জিভ কাটলুম তো ! ঃ(
  • aja | ১৭ জানুয়ারি ২০০৯ ০১:৫০ | 207.47.98.129
  • বাচ্চারা বইকে আর কি ভাবে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত