এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১৫ জানুয়ারি ২০০৯ ০০:০৬ | 67.111.229.98
  • অক্ষ, লিংকগুলোর জন্য ধন্যবাদ। এখানে ড্যালাসেও র‌্যালি হয়েছিল, কিন্তু যথারীতি মেইনস্ট্রীম নয়।
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ২৩:৪২ | 59.93.216.99
  • কেউ আব্দুল আলিম শুনতে চাও কি? তবে গানের কোয়ালিটি ভাল না। নয়েস আছে খুব
  • a x | ১৪ জানুয়ারি ২০০৯ ২২:১২ | 143.111.22.23
  • দু, আমারা তো ডিসেন্সিটাইজড হতে হতে ... আমাদের সংবিধানে যে আম্রিকার anti-terrorist law থেকে হুবহু তুলে তুলে নবরূপে POTA ফিরে এলো, কত কিছু নিয়েই তো আর কোনো কথা হয়না।

    ইসরায়েল নিয়ে এবারের মান্থলি রিভ্যিয়ু দেখতে পারো। স্পেসিফিকালি এগুলো -

    http://tinyurl.com/8q9qkf - soldiers refuse to serve in gaza

    http://tinyurl.com/9udcfp - hamas what it wants and what israel makes out of it

    http://tinyurl.com/8u4z48 - thousands of israelis protest

    http://tinyurl.com/7ycasm - call to boycott israel by naomi klein
  • I | ১৪ জানুয়ারি ২০০৯ ২২:১০ | 59.93.223.234
  • ব্ল্যাংকি বড় ভালো ছেলে
    চতুরঙ্গের গান শুনতে দেলে ঃ))

    কি ফাটাফাটি পদ্য ! তা-ও আমার কোনো অহঙ্কার নেই।
  • Du | ১৪ জানুয়ারি ২০০৯ ২১:৫৭ | 67.111.229.98
  • গাজায় মানুষ মরা অবশেষে সাইবেরিয়ায় বরফ পড়ার মতই না-খবর হয়ে গেছে। দু একটা যা প্রতিবাদের খবর আবাপ ছেপেছে তা 'লক্ষ্য ভোট' -এর ক্যাপশনে।
  • siki | ১৪ জানুয়ারি ২০০৯ ২০:৪০ | 210.18.116.130
  • অর্পণ, সৌরাংশুর কথা আমিই তোমাকে বলেছিলাম। এখানে BDNCR গ্রুপের মাধ্যমে ওর সাথে আলাপ। BDNCR হল বেঙ্গলিজ ইন ডেলহি অ্যান্ড এনসিআর।

    শ্রাবণী আর বাকিদের জন্য, ভারতে গাড়ি কিনতে গেলে ডিএল লাগে না। আমি দুবার বইক আর একবার গাড়ি কিনেছি। তিনবার লাইসেন্স করিয়েছি। কোনওটার সাথেই কোনওটা জরুরি নয়। আর একবারও লাইসেন্স করাতে আমাকে ড্রাইভিং টেস্ট দিতে হয় নি। একটা পবঙ্গ, একটা ওড়িশা, একটা উপ্রদেশ।

    প্রসঙ্গত, আমার বর্তমান গাড়ি আর বাইক, দুটোই স্বর্ণালীর নামে। তার ড্রাইভিং লাইসেন্সই নেই। দুটোই দিল্লির রেজিস্ট্রেশন।
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:৫৬ | 203.99.212.224
  • আরে পুঁচকেটা কেমন স্মার্ট হচ্ছে, তার বেলা?
  • M | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:৪১ | 58.186.39.38
  • কাল ব্যাটার স্কুলে মিটিং আছে, মাকে ফোনিয়ে মানে মাই কাল ফোনিয়েছিলো তো বলেছে মানে বেশ চড়া আব্দার করেছে আর কি, মা বলেছে আমি জানিনা তোমার মাকে বোলো আমায় তোমার মার থেকে বকা খেতে হবে তো মাকে নাকি বলেছে মাকে বলো ইয়াহুতে অনলাইন থাকতে, আমি ছিলুম কিন্তু আসেনি, আজ খুলে দেখি অফলাইন মেসেজ, বোঝ!
  • M | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:৩৮ | 58.186.39.38
  • হুম্ম, বুনু আমি কিন্তু একেনে দেখলুম তুই বেশ পক্ক হয়েছিস, যাকগে তোকে আর কি বলবো, ছেলেটা যা হয়ে উঠছে দিনে দিনে!ফোঁস
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:৩৪ | 203.99.212.224
  • আরে ট্র্যাক রাখার কি আছে? আড্ডার আবার ট্র্যাক হয় নাকি কিকি দি?
  • M | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:৩২ | 58.186.39.38
  • ডান দিকে কিছু নেই, কি লিখছি জানিনা, এই পাড়া ভালো না,কি স্পিডে ছোটে, আমি ট্র্যাক রাখতে পারছিনা।
    অরিজিৎ, ঠিক। কিন্তু আর কিছু লিখলে পড়তে পাবো কিনা জানিনা।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:২৩ | 61.95.144.123
  • কিন্তু "বাংলার মুখ' একেবারে বসে গেছে। কিয়স্কগুলো চালুই হল না।

    বাড়ি গেলুম।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:২২ | 61.95.144.123
  • ম্যাকমেট - এখন রেবাকা।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:২১ | 61.95.144.123
  • ম্যাকমেট বানিয়ে দিয়েছে ওটা। অনেক কম টাকায় - মানে নট ইভেন ওয়ান টুয়েন্টিয়েথ অব মাইক্রোসফটস ডিমাণ্ড।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:২০ | 122.252.231.10
  • ভিডিও কনফারেন্সিংয়ের ব্যপারটা কাগজে লিখেছিল।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:১৯ | 61.95.144.123
  • চুঁচুড়া বা চন্দননগর (এগজ্যাক্টলি কোনটা ভুলে গেছি) এলাকায় আমার এক বন্ধু এবং তার বন্ধুরা মিলে একটা প্যাকেজ বানিয়েছে যেটা দিয়ে ওই এলাকার যে কোন প্রবলেম, একদম ম্যাপে সেই জায়গার লোকেশনে ক্লিক করিয়ে সোজা কাউন্সিলরের কাছে চলে যাবে। সেটা নিয়ে গুগুল নাকি ওদের সাথে ঝামেলাও করেছে - ওরা গুগুল এপিআই ব্যবহার করেছে - গুগুল তাই টাকা চাইছে। সাইটটার নাম জেনে দিয়ে দেবো।

    কিছু কিছু হচ্ছে না তা নয় - কিন্তু ইনফরমেশনগুলো কোথাও নেই। কোনো পাবলিসিটিও নেই। কেউ জানেই না।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:১৬ | 61.95.144.123
  • আরে ধরেছিলাম তো। আমাকে একটা ফিরিস্তি দিলো - এই হয়েছে/হচ্ছে, সেই হবে ইত্যাদি। লালবাজার ক®¾ট্রাল রুমে নাকি অলরেডি কলকাতার অনেক রাস্তা থেকে লাইভ ফীড যাচ্ছে - লোকজন জানে না এখনও। তাপ্পর বর্ধমানে সমস্ত ব্লক আপিস থেকে রাইটার্সে সরাসরি ভিডিও কনফারেন্সিং হচ্ছে - একসাথে সব বিডিও, ডিম আর সিএমের। এবং সেটা নাকি লোকাল একটি কোম্পানির তৈরী...মাইক্রোসফট নাকি ওদের ওই টেলিকন সফটওয়্যারে চেঞ্জ করে মাল্টি ইউজার কনফারেন্সিং করতে চায়নি ইনটেল চিপের কি অজুহাত দিয়ে...

    এগুলো সব সেই ওপেন সোর্সের কনফারেন্সেও বলেছে স্টেজে। কিন্তু ওই কনফারেন্সের পর থেকে ভদ্রলোক সম্পর্কে আমার রেসপেক্টটা একটু কমেও গেছে - সে অবশ্য অন্য কারণে...
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:১২ | 203.99.212.224
  • হ্যাঁ রেখে দিয়েচি। ফোন করেও রিপোর্ট করেচি। কবে দেয় দেখি। কিন্তু আমি রেগে আছি বেশ
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:১১ | 122.252.231.10
  • আইসিআইসিআই পরেরদিন ডেবিট রিভার্সাল করে দেয়। ট্র্যানজাকশন স্লিপটা আছে তো?
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:১০ | 203.99.212.224
  • এটিএম টা এইচ এস বি সি
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:১০ | 203.99.212.224
  • এট্টুস আগে, এইচ ডি এফ সি
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৯ | 122.252.231.10
  • তোর কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট? কবে কেটেছে?
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৯ | 203.99.212.224
  • এটি কি সিনেমা অ্যাঁ?
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৮ | 122.252.231.10
  • ভাল কথা, তোমাকে ঐ দুটো সাইট দেখালাম - বাসরুট আর ট্রাফিক ইনফোর, তুমি বললে উপযুক্ত লোককে ধরবে। তার কী হল?
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৭ | 61.95.144.123
  • টেলিফোন, ইনকাম ট্যাক্স - এই রকম কিছু সাইট আছে যেখানে ইনফরমেশন বা ফর্ম এসব পাওয়া যায়। তবে সেগুলোও খুব একটা ট্রিভিয়াল নয়।
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৭ | 203.99.212.224
  • একটা এটিএম আমার টাকা কেটে নিয়েচে কিন্তু আমাকে দেয় নি। আমি তাতে খুব রেগে গেচি
  • sinfaut | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৬ | 117.195.198.13
  • শ্রী হুলোর ছুটি। ব্ল্যাঙ্কোর জন্য, সিনেমার নাম।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৬ | 122.252.231.10
  • পঃবঙ্গ বলেই নেই।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০৫ | 61.95.144.123
  • এবং এই ইনফরমেশনও কোত্থাও নেই।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৮:০২ | 61.95.144.123
  • সবক্ষেত্রে নয়। যেমন পঃবঙ্গে মোটর ভেহিকলসের কোনো সাইট নেই। লাইসেন্সের জন্যে হয় বেলতলা বা আলিপুরের আপিসে গিয়ে ফর্ম আনতে হবে, নয়তো কোনো ড্রাইভিং স্কুলে গিয়ে ফর্ম ভরে জমা দিতে হবে। দ্বিতীয়টা আমাদের পক্ষে সহজ - কারণ ফর্ম তোলা বা জমা দেওয়ার জন্যে লাইন দিতে হয় না - সেটা ওই স্কুল করে দেয়। শুধু পরীক্ষা দিতে একদিন যেতে হয়। আর তারপর ওই স্কুল থেকেই লাইসেন্সটা তুলে নিতে হয়। রেজিস্ট্রেশনের জন্যেও প্রায় একই ব্যবস্থা - যেখান থেকে কিনবে তারাই করিয়ে দেবে। নিজে দৌড়নোর অনেক হ্যাপা।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৫৭ | 122.252.231.10
  • * জন্য
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৫৭ | 122.252.231.10
  • সে তো বটেই। কিন্তু সেটা হল এক্সিকিউশন পার্ট। ইনফর্মেশনের হন্য এখন আপনাকে জেনেরালি আর অন্যের উপর নির্ভর করে থাকতে হবে না।
  • stoic | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৪৯ | 160.103.2.224
  • *জেনে
  • stoic | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৪৮ | 160.103.2.224
  • দ্যাট্‌স ট্রু অর্পণ। তবে দেশে আমার মনে হয় (ভুল ও হতে পারে) যে কোন কাজ করার ই অনেক গুলো প্যারালাল উপায় থাকে। সব থেকে স্ট্রেস-ফ্রী উপায় টা যেনে নিয়ে তাপ্পর এগোনো বোধহয় বেস্ট অপশান।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৪৫ | 122.252.231.10
  • হ্যাঁ, ঠিকই বলেছ। তবে এখানে এখনো চোথাকাগজ।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৪৩ | 122.252.231.10
  • স্টৈক, পঃবঙ্গে কদ্দূর হয়েছে জানি না, তবে এখন অনেক জায়গাতেই এইসব তথ্য, আবেদনপত্র ইত্যাদি নেটে পাওয়া যায়। আসল কাজ করতে গেলে অবশ্য সশরীরে যেতে হবে অথবা সুযোগ থাকলে অর্থমূল্যের বিনিময়ে কারো পরিষেবা নেওয়াও যেতে পারে।
  • stoic | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৪২ | 160.103.2.224
  • দেশের অনেক কিছু ব্যাপার স্যাপার নিয়েই আমার ফান্ডা বেশ কম। এই যেমন ট্যাক্স। এ নিয়ে আমার হাজার প্রশ্ন আছে।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৪১ | 61.95.144.123
  • ঠিকানা বদলালে নতুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয় না? মানে সব একই থাকবে, শুধু ঠিকানা আলাদা। এখানে তো স্মার্টকার্ড - তার চিপে সব তোলা থাকে - কাজেই ঠিকানা পাল্টালে ওটাও পাল্টানো উচিত। রি-রেজিস্ট্রেশনের কথা বলছি না।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৩৯ | 122.252.231.10
  • ঠিকানার আপডেট না, আমি বলছি নতুন রেজিস্ট্রেশনের কথা।
  • Arjiit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৩৬ | 61.95.144.123
  • ভি৫ বা ভি১০ - নম্বরটা এখন মনে নাই।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৩৫ | 61.95.144.123
  • আইডিয়ালি যে কোন চেঞ্জ অব অ্যাড্রেস ঠিকমতন সবজায়গায় আপডেট হওয়া উচিত। তুমি ধরো টালিগঞ্জ থেকে সল্লেক মুভ করলে - এবার কোনো একদিন তোমার গাড়ি উল্টে গেলো - পুলিশ কি গাড়ির রেজিস্ট্রেশন দেকেহ টালিগঞ্জে বাড়ি খুঁজবে?

    এবং এগুলো খুব সহজভাবে করার ব্যবস্থা থাকা উচিত। নিউক্যাসলে তিনবার বাড়ি পাল্টেছি - V5 (রেজিস্ট্রেশন সার্টিফিকেট)-এর একটা অংশ ভর্তি করে ডিভিএলএ-র কাছে পোস্ট করে দিলে পনেরো দিনের মধ্যে নতুন সার্টিফিকেট এসে যেত। লাইসেন্সও তাই।
  • stoic | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৩৪ | 160.103.2.224
  • হম্‌, বুঝলাম।
    দেশের অনেক কিছুই আমার ঠিকঠাক জানা নেই। জানতে হবে।
  • shrabani | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৩৩ | 124.30.233.102
  • আমি চোখে দেখিনি। আমার বর আর দাদার কিছু চেলারা ওটা টাও করে নিয়ে এসে নয়ডা সেক্টর ৬৩ তে লোগানের ওয়ার্কশপে দিয়েছে। বলছে সামনের ড্যাশবোর্ডটা কেউ ভাঙচুর করেছে, একটা ইসিইউ ড্যামেজড, স্টিরিও টা জোর করে বার করতে গেছে, ভেঙে গেছে। চাবির ওখানটাও ফোর্স করে ভেঙে ফেলেছে। তবে বাকী সবই ঠিক আছে, সীট কাঁচ ইঞ্জিন ব্যাটারি মায় স্টেপনি পর্যন্ত।
    মনে হচ্ছে এই ভাঙচুরগুলো থানায় পড়ে থাকাকালীন হয়েছে, কারন চোরেদের কাছে তো চাবি ছিল।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:৩১ | 122.252.231.10
  • ঠিকানা বদলালে না। স্টেট বদলালে। বদলাবার এক বছরের মধ্যে।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:২৯ | 122.252.231.10
  • কিছুই না। স্টেট আরটিও অফিসের নিয়ম। কর্ণাটকের অ্যাড্রেস চাই। কারণ গাড়িটার ওই স্টেটে রেজিস্ট্রেশন হচ্ছে।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:২৮ | 61.95.144.123
  • ঠিকানা বদলালে ফের রেজিস্ট্রেশন বদলাতে হবে - বিলেতে তো তাই করতে হত - বাড়ি পাল্টালেই ডিএল আর রেজিস্ট্রেশন আপডেট করতে হত - এবং এক মাসের মধ্যে।
  • r | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:২৮ | 125.18.104.1
  • ভারতে যে কোনো কাজ করতে হলে প্রুফ অফ অ্যাড্রেস লাগে। কেন লাগে জানি না।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:২৭ | 61.95.144.123
  • ভিতরের যন্ত্রপাতি অক্ষত?
  • stoic | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:২৬ | 160.103.2.224
  • এই প্রুফ অফ অ্যাড্রেস এর ফান্ডা টা ক্লিয়ার হল না। এটা নিয়ে কি লাভ হয়? আমি তো দু মাস বাদে বাড়ি চেঞ্জ করতেই পারি।
  • shrabani | ১৪ জানুয়ারি ২০০৯ ১৭:২৪ | 124.30.233.102
  • সেটা হতে পারে। আচ্ছা আমার দাদার লুট হওয়া গাড়ীটা পাওয়া গেছে। একমাস আগে পুলিশ বুলন্দশহরে একটা ক্ষেতের ধার থেকে তুলে এনেছে। সেটা এখন ওয়ার্কশপে।আজই ওরা ফোন করে ওনারের ডি এল চাইল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত