এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪৩ | 203.99.212.224
  • সেতো জীবন বিজ্ঞান বইতে শিখেছিলুম। মেন্ডেল। দু পিস, x আর y
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪২ | 61.95.144.123
  • ম দিয়ে নাম শুরু একজনের দুর্দান্ত কতগুলো পিস শিখেছিলুম - মেণ্ডেল সামথিং...ভুলে গেছি এখন।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪১ | 165.170.128.65
  • মুই কি জানি। দেখছিস না নামই হুশ্চারন করতে পারছিনা।
  • d | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪০ | 203.143.184.11
  • বাপ্‌রে! ৪ ঘন্টা পরে এসে বিলকুল থই পাচ্ছি না।
  • Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪০ | 203.99.212.224
  • এরা কারা? হ্যাঁ সিঁফো? এরা কারা?
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৯ | 198.96.180.245
  • শ্যুবার্ট।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৭ | 165.170.128.65
  • ঐটে আন্দাজে মনে হয় ভিতঁ টাইপের কিসু। কে zআনে।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৭ | 61.95.144.123
  • শ্যুঃ হল শ্যুম্যান (সম্ভবতঃ)।

    কিন্তু তোমরা হাণ্ডেল আর বাখ্‌ শুনবা না?
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৬ | 165.170.128.65
  • না, বার্ট।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৫ | 165.170.128.65
  • আচ্ছা, এটা স্টৈক কিংবা হানুদা বলতে পারবে।

    আগের লিস্টিতে লেখা Saint-Saëns আর Vieuxtemps উচ্চারনটা কি হবে?
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৫ | 198.96.180.245
  • হ্যাঁ, হেঃ মানে হাঃ।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৪ | 124.30.233.102
  • শ্যুঃ কি chopin?
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৪ | 165.170.128.65
  • ও , আরেকজন অবশ্যই ঃ

    Rakhmaninov
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৩ | 165.170.128.65
  • গ্যয়েটে ইনস্টিটুট এর মেম্বার হয়ে গেলে সব পেয়ে যাবে। আমার কাছে তো হাইডন আর মোৎসার্ট প্রায় সব আছে। হেঃ মানে কি হাইডন?

    আমি এই আধুনিক কালের কম্পোজারদের পাস দিয়ে দিয়েচি। আমার দৌড় মাহ্‌লার আর প্রোকোফিয়েভ অবধি। দেবুসির নাম শুনলে আমি উল্টোপানে হাঁটা লাগাই।

    তবে, আধুনিকদের মধ্যেঃ

    Camille Saint-Saëns
    Ravel
    Henry Vieuxtemps
    Enescu
    Sarasate


    বাদ দিয়ো না। যদিও প্রথম দুজনকে বাদ দিলে বাকিরা ঠিক শুধু কম্পোজার না। মেনলি বাদক।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩১ | 124.30.233.102
  • আমার মাথাটা সকাল থেকে ধরে আছে, এত ঝামেলা চারদিকে, সিঁড়ি ওঠানামা, ফুয়েল ইনডিকেটরের দিকে তাকিয়ে তাকিয়ে গাড়ী চালানো!
    তারপরে এত কঠিন সব ভাট! তাড়াতাড়ি বাড়ি যাই!
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৮ | 203.99.212.224
  • র আমার ড্রিম প্রোজেক্ট নিয়েচো। আমি মানুষের ও মাতাল মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ব্যস্ত থাকায় , এবং কানে কালা হওয়ায় সঙ্গীত চর্চা আর করতে পারলাম না।
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৬ | 198.96.180.245
  • এল ভি বি থেকে সোজা শোয়েনবার্গে পৌঁছে বহুৎ চাপ খেয়েছিলাম।
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৪ | 198.96.180.245
  • তবে মেইন ফোকাস ক্লাসিকালের গ্যাং অফ ফোর- হেঃ, মোঃ, বীঃ আর শ্যুঃ।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৪ | 61.95.144.123
  • বাপরে। ওচ্চেয়ে টারভাল্ডসের কার্নেলের কোড দেখা সোজা।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৪ | 124.30.233.102
  • স্ট্রং হাওয়া, স্ট্রাইক মোটামুটি কলড অফ হয়ে যাচ্ছে, ওএনজিসি ও আইওসিকে ভয় দেখানো জারী আছে, নেতাদের অ্যাবসেন্সে লোকে দিশেহারা!

    বিপিসিএল আর এইচ পি তো স্ট্রাইকে ছিলই না। মিডিয়া ও সরকারের দুতরফা আক্রমনে বেচারা ভদ্রলোক পিএসিউ অফিসাররা পিছু হটবে হয়ত। এদের তো অটোওয়ালাদের মত পলিট্যিকাল দাদা দিদি নেই!
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৩ | 198.96.180.245
  • বারোক দিয়ে করব নাকি প্রি-বারোক দিয়ে শুরু করব ঠিক করতে পারি নাই। প্রি-বারোক বলতে মেইনলি গ্রেগরিয়ান চান্ট শুনেছি। ;-)
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২২ | 61.95.144.123
  • কেমিক্যাল অ্যানালিসিস করো - চুল্লু, বাংলা, পচাই, তাড়ি।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:২২ | 165.170.128.65
  • হয়ে গেল। পাখেলবেল, তেলেমান দিয়ে শুরু করবা নাকি?

    এখন কোন পিরিয়ডে আছো?
  • san | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৯ | 12.144.134.2
  • মেনলি গরীব মানুষ ব্যবহার করেন তায় আবার ইল্লিগাল - এ হেন কম্বিকে প্রতিরোধ করা বোধিদার পক্ষে আদৌ সম্ভব কিনা এই নিয়ে কোন সন্দেহ নেই।
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৭ | 198.96.180.245
  • শুনব। তবে আমি একটু প্ল্যান করে ক্রনোলজিকালি বাজনা শুনব ভাবছি।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৬ | 165.170.128.65
  • আছে। তবে পুরোটা তে ঐ বিশাল অর্কেস্ট্রা একসাথে নেই। শুরুটা তো ভীষন সিরিন। স্লো মুভমেন্ট দিয়ে। মোস্টলি উইন্ড ইন্সট্রুমেন্ট।

    আর মাহ্‌লারের বাকি স্লো মুভমেন্টের মতই ঐ ফিসফাস ব্যাপারখানা আছে। অসাধারন।
    অন্য সিম্ফনি গুলো পুরোটা একসাথে শোনার ধৈর্য রাখা যায় না, এটায় হাইলি যায়।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৫ | 61.95.144.123
  • আর কনটেন্টের দিক দিয়ে?
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৪ | 198.96.180.245
  • হ্যাঁ, চুল্লু ইল্লিগাল, বাংলা লিগাল।
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৩ | 198.96.180.245
  • এটা বুঝলাম যে বোধি বিভিন্ন গাছের বিরুদ্ধে।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৩ | 61.95.144.123
  • এই সেরেছে। দুটো কি আলাদা নাকি? তাইলে আমি বাংলা খেয়েছিলুম প্রথমে।
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১২ | 198.96.180.245
  • মাহ্‌লার নাকি সিম্ফনিতে এত বেশি বাজনার চাহিদা রেখেছিলেন, দীর্ঘদিন ভদ্রলোকের কম্পোজিশন কেউ বাজাত না। এটাতেও কি প্রচুর বাজনা আছে?
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১২ | 203.99.212.224
  • down with everything that is up , except at night or day, depending on the weather.

    ;-)
  • san | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১১ | 12.144.134.2
  • বাই দ্য ওয়ে, চুল্লুর আবার পক্ষে বিপক্ষে কি? চুল্লু কি ব্যানড বস্তু?
  • Arpan | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১০ | 216.52.215.232
  • বাকি রইল কাট্টা আর সাট্টা (গ'দা-র লিস্ট থেকে)। এবার সেগুলোও হয়ে যাক।
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১০ | 203.99.212.224
  • বাংলুর প্রোডাকশন বাড়াবে বলে চুল্লুতে সিপিএম বিষ মেশাচ্ছে। কিছু লোক কে মেরে দিচ্ছে যাতে সরকারী আবগারীর রোজগার বাড়ে। এরকম একটা লজিক সেদিন শুনেছি চায়ের দোকানে।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:১০ | 61.95.144.123
  • এবং অতি বাজে খেতে। ঘটনাচক্রে ওইটি দিয়ে হাতেখড়ি হয়েছিলো।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৯ | 165.170.128.65
  • ও রদা,

    মাহ্‌লারের প্রথম সিম্ফনি না শুনে থাকলে সেডাও সাজেস্ট করলেম। জুবিনবাবুর কন্ডাকটিং এ পাওয়া যায়।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৮ | 165.170.128.65
  • আমি চুল্লুতে সাবস্ক্রাইব করতে চাইনা। বড্ড হেঁচকি ওঠে।
  • san | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৬ | 12.144.134.2
  • বোধিদা মেহনতী মানুষের পক্ষে। চুল্লু কি মেহনতী মদ? তাহলে নিশ্চয়ই চুল্লুরও পক্ষেই হবেন।
  • siki | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৬ | 220.226.84.8
  • অটো নিয়েও বক্তব্যটাই সেখানে। অনেকদিন আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে ৩১ ডিসেম্বরের মধ্যে টু স্ট্রোকের দিন শেষ করতে হবে। পরিকাঠামো গড়ে তোলার পক্ষে অনেক বেশি সময় ছিল। বেশিমাত্রায় এলপিজি পাম্প চালু করা ইত্যাদি করাই যেত। সরকার করে নি। এলপিজি কাটাতেলের তুলনায় সস্তা না দামী আমি জানি না। তবে কাটাতেলের সমস্ত উৎসগুলোকে আস্তে আস্তে সীল করে দেওয়াই যেত। সরকার করে নি। এমন নয় যে সরকার জানে না কোথায় কোথায় কাটাতেল পাওয়া যায়। জাস্ট করে নি। যেমন বইমেলা ময়দান থেকে সরানোর সময়, সময় থাকা সত্বেও সরকারে কিছুই করে নি। স্টেপে স্টেপে এগোলে এত ঝামেলা হত না। বেশি সময় পাওয়া যেত নতুন অটো কিনে তার টাকা শুধবার। এখন ঘাড়ে ৩১ ডিসেম্বর এসে পড়ায় বাঁশ খাচ্ছে মেনলি অটোচালকরা।
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৬ | 203.99.212.224
  • ভাঁড় মে যায়ে সিপিএম। তুমি আমাকে বলো, সমাজের বড়লোক অংশের এজেন্ডা র সমাজের নিম্নবিত্ত লোকের এজেন্ডায় পার্থক্য হবেই। যে কোনো ইস্যুতেই হবে খুব স্বাভাবিক ভাবেই। যতক্ষন না সমান সুযোগ সুবিধে সকলের সামনে আসছে।
  • r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৫ | 125.18.104.1
  • বোধি মনে হয় চুল্লুরও পক্ষে। ;-)
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৪ | 61.95.144.123
  • গত তিন বছরে টু স্ট্রোক কেন তৈরী হয়েছে বা বিক্রি হয়েছে বা রেজিস্টার হয়েছে। রাইট। কিন্তু আবার সেই অংক...
  • Arjiit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০৩ | 61.95.144.123
  • হ্যাঁ - এগুলো ভ্যালিড পয়েন্ট, এবং মিডিয়া তোলে না। এগুলো নিয়ে কিছু বলার নাই।
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০২ | 203.99.212.224
  • এই টেকনোলোজি, বাজাজ কে আদৌ ম্যানুফ্যাকচার করতে দেওয়া হয়েছিল, রায়ের পরে লাইসেন্স কেন দেওয়া হয়েছিল, এখন নতুন লোন কেন আদৌ দেওয়া হবে না।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০২ | 61.95.144.123
  • সেদিন বল্লুম যে - মাইনাসে মাইনাসে প্লাসটা শুধু অংকে হয়। আর ট্র্যাডিশনালি সিপিএম ওই অংকেই আটকে রয়েছে।
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০০ | 203.99.212.224
  • তুমি আমাকে জানিয়ো, কটা এডিটোরিয়াল আর লিড স্টোরি হয়েছে, নতুন নতুন পেট্রল গাজলিং এস ইউ ভি ম্যানুফ্যাকচারিং বা বিজ্ঞাপণের বিরুদ্ধে। কটা 'সাধারণ' মানুষের প্রতিবাদ হয়েছে গবেষণায় পয়সা কমার জন্য, বা দেশি বিদেশী গাড়ির কোং গুলো বা এনার্জি কোং গুলো আদৌ অল্টারনেটিভ এনার্জির গবেষণা না করার জন্য।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:০০ | 165.170.128.65
  • প্রতিদিন কত সাবস্ক্রিপশন অফার বকুনির চোটে হারাতে হোচ্চে। ঃ-(
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৬:৫৯ | 61.95.144.123
  • এবং অটো বদলানোর জন্যে প্রকল্পটাও খুব খারাপ কিছু নয়। হ্যাঁ, বলতে পারো আরো বেটার করতে - দ্য ফিজিবিলিটি অব হুইচ আই ডাউট...
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৬:৫৫ | 61.95.144.123
  • এখানে আই বেগ টু ডিফার। সিএনজি বা এলপিজি কাটাতেলের চেয়ে কম দামে হওয়ার কথা। ওগুলোর রানিং কস্ট কম হওয়ার কথা। এবং, সবচেয়ে বড় কথা এই ডেস্পারেট অটোওয়ালাদের স্বাস্থটাও এগুলোতে বাঁচবে, কাটাতেলে নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত