প্রপার নাউনে তো আমরা অমিত্ বলি, অমিতো বলি নাকি? অবশ্য "অমিত্ শক্তির অধিকারী" আবার কেমন লাগছে, "অমিতো শক্তির অধিকারী" বেটার।
Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:০১ | 63.82.71.141
আচ্ছা নিরাপদ নাম হলে কেন অকারান্ত হয়(মানে উচ্চারণ নিরাপদো) আর এমনিতে নিরাপদ্?
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:০১ | 76.254.114.136
উচ্চারণ তো অমিতো তাই অমিতোর। অমিত্ হলে অমিতের হতনা?
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:০০ | 76.254.114.136
P'র পর J কি ক্রমে আসিতেছে?
Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:০০ | 63.82.71.141
অক্ষের না অক্ষর? উল্টো কেস শেষের কবিতায় - "অমিতর" খুব চোখে লাগতো। অমিতের হলে ঠিক ছিল।
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:৫৭ | 207.47.98.129
কে বলেছে এলএ-তে রাস্তায় লোক হাঁটে না? হয়তো অক্ষের ভয়ে লোক একটু কম ছিল ঃP।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:৪৬ | 76.254.114.136
হিউস্টন খুবই অখাদ্য জায়গা। ১) আরএসএসের হেড-কোয়াটার্স ২) রাস্তায় লোক হাঁটেনা।
এই ২ নং যে যে শহরে, ইরে্রসপেক্টিভ অফ ১ নং সেগুলোও জঘইন্য শহর। উদাঃ এল এ।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:৪৫ | 76.254.114.136
ইলিশ না, তবে আগের বার আমি মা একটা ভেটকি করে, শুকনো তেল তেল, সেটা এখানে ফিরে এসে তিনদিন খেলাম দিব্যি।
pi | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:৩৮ | 128.231.88.6
পোলার কোল্ড ওয়েভ, হট মেক্সিকান ওয়েভ, এসব ওয়েদার ডট কম বলেছে তো ? তার মানে তো অবশ্যই হবে না।
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:২৯ | 70.64.8.206
টোরেন্টো-তে মুশকিল আছে। মাঝে মাঝে ব্যাগ-পত্তর সব পাগলাকুকুর দিয়ে শুঁকিয়ে দ্যাখে। ইলিশ মাছ আনলে বলে দাও, না বলে যদি কুকুরের নাকে ধরা পড় তাহলে-ই চিত্তির।
nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:২৬ | 64.105.168.210
ওহ, আমাদেরও খুব ঠান্ডা পড়েছে। প্রায়ই চল্লিশ-টল্লিশ হয়ে যাচ্ছে! কি ঠান্ডা, কি ঠান্ডা!
(বিশেষতঃ মাইমা ও বাইনারিদার উদ্দেশে প্রচারিত)
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:২৬ | 70.64.8.206
-৪/-৫ টা সেলসিয়াস।
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:২০ | 70.64.8.206
ম, ইদিকে আমরা আশা করে আছি জানুয়ারীর পরের ভাগে এট্টুস গরম হবে, মানে -৪/-৫। ওয়েদার নেটওয়ার্কে সেরকম-ই বল্ল। মেক্সিকো থেকে নাকি গরম হাওয়া ক্র্মশঃ উত্তরে আসছে।
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:১৯ | 207.47.98.129
বৃটিশরা ভারতবর্ষ চেনে। তরকারিকে ডাব্লু এম ডি বলে ভুল করে না।
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:১৬ | 128.192.7.51
ভাজা মাছ কি - আমার এক তুতো বৌদি লণ্ডনে রান্না তরকারি পজ্জন্ত আনত। কোনো দিন ধরা পড়ে নি। গত বছর থেকে তারা লণ্ডন ছেড়ে ক্যাঙ্গারুর দেশে গেছে।
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:১৪ | 128.192.7.51
আমার বউ বলল সেদিন বাসের জন্যে দাঁড়িয়েছিল। নাক দিয়ে জল পড়ছিল। রুমালে মুছতেই সেটা সঙ্গে সঙ্গে বরফ হয়ে গেছে।
তো, মামী তো সেই তুলনায় ভালই আছো?
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:১১ | 128.192.7.51
আমি পকেটে করে লেবু আনতাম এককালে। বাড়ির গাছের লেবু।
m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:০৭ | 12.217.30.133
বাইনারি, ভয় কই,তবে একবার ডুবে গিয়ে ভেসে উঠলে আবার ডুবতে কার ই বা ভালো লাগেঃ( আর কাল ই খবরে শুনলাম মেরুপ্রদেশের ঠান্ডা হাওয়ায় তাপমাত্রা নাকি -৬০ এ চলে যেতে পারে। এই শুনে আমার বর খুব হাসি হাসি মুখে বল্লো ,আরো নতুন কিছু শীতবস্ত্র কিনতে হবে,যা আছে তাতে ঐ শীত মানবে না!!
m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:০৪ | 12.217.30.133
এইবার শিকাগোতে নেমে দেখি কনভেয়ার বেল্টের সামনে এক মহিলা সিপাহি এক পুটকু কুকুর নিয়ে এলেন- এক চিংকির বাস্কো শুঁকে সে কি বুঝলো জানি না- লোকটার বাড়ি থেকে আনা কোনো লোভনীয় খাবার পুরোটাই জলে গেলো। আমার বাক্সবন্দী সন্দেশের কথা ভেবে আমি দু সেকেন্ড দম বন্ধ করে ছিলাম।
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৫:০৩ | 70.64.8.206
বরফে এত ভয় কেন ? আমি কেমন গত একমাস ধরে ২ ফুট বরফে, খচ্ছি-দাচ্ছি-বেড়াচ্ছি-স্কুল-দোকান-আপিস কচ্ছি তার বেলা ?
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৫৬ | 70.64.8.206
টোরেন্টো তে কচি পটল-ও পাওয়া যেত। কথাটা তা নয়, দেশ থেকে নিয়ে আসার মজাই-ই নাকি আলাদা। আমার মত নয় অবশ্য। এবারে আসার সময় এক মহিলাকে গপ্প করতে শুনলুম, তিনি নাকি ইলিশ কিনে ভাজা করে নিয়ে যাচ্ছেন।
m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৫৫ | 12.217.30.133
হায় হায়,কাল আবার হাফ ফুট বরফ পত্তে চলেছেঃ(
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৪৪ | 207.47.98.129
হিউস্টন তো আসলে মেক্সিকোর যায়গা। মেহিকো স্লেভ রাখতে দিত না বলে ওরা আম্রিকাতে ঢুকে এল।
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৪০ | 207.47.98.129
চুরি করতে শিখলেই হবে। শোন নি - হাঁটিতে শেখেনা কেহ না খেয়ে আছাড়।
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৪০ | 128.192.7.51
আজকে দমুদি খুব ভয় পাচ্ছিল - অনেক করে সাহস দেইচি।
Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৪০ | 63.82.71.141
বললেই হবে? হিউস্টন আর অ্যাটলান্টায় সাহেব মেম? ও তো বে এরিয়ার চেয়েও প্রাচীন গান্ধীনগর।
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩৯ | 128.192.7.51
হেহ আমি কি সত্যম-এর ফাউণ্ডার না কি?
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩৮ | 207.47.98.129
কিনতেই হবে এমন কি কথা আছে। চুরি কর না।
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩৭ | 128.192.7.51
আর আপনাদের জ্ঞাতার্থে জানাই আমার চামড়া খুব নরম - এদেশি পাশবালিশ সহ্য হয় না
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩৬ | 128.192.7.51
কিন্তু আমার সেই কৌতুহলটা রয়েই গেছে। এস্কালেটর কোথায় কিনতে পাওয়া যায়?
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩৫ | 207.47.98.129
ফুল ঝাড়ু দিয়ে ঘর সাজালে অ্যালার্জি হয়। পাশের বাড়ীর ডাক্তার একবার ঐ জন্য তাদের ফুলঝাড়ু বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩৩ | 143.111.22.23
হ্যাঁ হ্যাঁ ঠিক ওটা কন্টেম্পোরারি ফুল সাজানোর সামগ্রী। তবে ঐ কাঠি চয়ন করে তোড়া বাঁধতে বাঁধতে ...
m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩২ | 12.217.30.133
ডেভনে খুব ভালো খ্যাংরা এমনকি সুন্দর ফুল ঝাড়ু অবধি পাওয়া যায়। আর এখানের আধুনিক কেতার দোকানে ঘর সাজানোর জন্যে নকল ফুলের পাশাপাশি পরিচ্ছন্ন করে ছাড়ানো মেড ইন ইন্ডিয়া খ্যাংরা কাঠিও রাখা থাকেঃ)
nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩১ | 64.105.168.210
আমি দুটো এলিভেটারের মাঝে স্থানু সিঁড়ি দেখে নীচের তলায় দাঁড়িয়ে একবার অনেকক্ষণ ধরে ভেবেছিলাম, 'একটা সিঁড়ি কেন? লোকে নাববে কি করে?' তখন অবশ্য ছোট ছিলাম। তারপরে আমার বুদ্ধি অনেক বেড়ে গেছে।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:৩০ | 143.111.22.23
এখান মানে কি সিলিকন ভ্যালি? ওখানে তো দেশের জিনিস যা দেশে পাওয়া যায়না তাও পাওয়া যায়, ঐ দুর্ভিক্ষের ফল ও কারণের মত। আমি এদিকে কক্ষনো দেখিনি।
আমি বাড়ি গেলে খালি চীজ আর চকোলেট নিয়ে যাই। এবার ডজন খানেক কফি ট্রাভেল মাগ গেছে, লোকেরা নাকি সকালে চা বানিয়ে সারাদিন চুকচুক করে খাবে, কিম্বা ভীড় বাসে উঠে খেতে খেতে অফিস যাবে!
m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৭ | 12.217.30.133
ন্যাড়াবাবু,
পাল্লাম না। আর একটাই ফ্লোর যেখানে দুটো আলাদা লেভেলে সেখানে চলমান সিঁড়ির পাশেই স্থবির সিঁড়ি আছে- আর কোনো অপশান নেই- মানে কল্পনাতে থাকতে পারে বাস্তবে নাই।
nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৭ | 64.105.168.210
পারমিতা বে-এরিয়ার সঙ্গে ব্যাক ওয়াটার কাϾট্রর তুলনা করছে। ওরে ওখানে সাহেব-মেমরা থাকে। তিনশো মাইল রেডিয়াসে একটা ইন্ডিয়ান দোকান।
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৭ | 207.47.98.129
* নির্বাসনে।
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৬ | 207.47.98.129
নাঃ, ন্যাড়ার উৎপাতে মাইমা আবার নিবাসনে না যান।
Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৫ | 63.82.71.141
খ্যাংড়া কাঠির ঝাঁটাও ইন্ডিয়ান দোকানে পাওয়া যায়।
উঃ, এরা অ্যাতো দেশ থেকে নিয়ে আসবো দেশ থেকে নিয়ে আসবো করে কেন। সব মেটিরিয়ালিস্টিক জিনিসপত্তর এখানে পাওয়া যায় একসেপ্ট কচি পটল। (দেশে যেমন আজকাল কিছু নিয়ে গেলে সবাই কমপ্লেন করে, এমা এটা এনেছো এটা তো এখানে পাওয়া যায়। )
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৫ | 207.47.98.129
আমি যখন প্রথম এদেশে আসি, বউ একটা সার্ফের প্যাকেট হ্যান্ডব্যাগে দিয়ে দিয়েছিল। কাস্টমসে অনেক নাড়াচাড়া করে যখন বুঝতে পারল না ওটা কি তখন সেটাকে কুকুর দিয়ে শোঁকাল। কুকুর যখন বিতৃষ্ণায় মুখ ঘুরিয়ে চলে গেল তখন আমার সার্ফ আমাকে ফেরত দিল। সেই গল্প শুনে গিন্নি বলেছিল কুকুর তো আর তোমার শার্ট নয় যে ওকে সার্ফ সহ্য করতে হবে।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৪ | 143.111.22.23
এয়ার-সিকনেসের জন্য কোনো ওষুধ হয়না, বাচ্চাদের?
nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৪ | 64.105.168.210
ছেলের বয়েস আঠারো না হওয়া অব্দি বড় প্লেনযাত্রা স্থগিত রাখুন না। কটা দিনই বা!
Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২৩ | 128.192.7.51
আমি তখন সদ্য এদেশে এসেছি। আমার এক বন্ধু বলল অমুক জায়গায় বড়ো টার্গেট খুলেছে সেখানে এস্কালেটর পর্যন্ত আছে (অ্যান আর্বার নামক গ্রামে থাকতাম)।
শুনে আমি ভাবলাম ঐ টার্গেটে এস্কালেটর বিক্রি হয়। জিগ্গেশ করেছিলাম সেগুলো কারা কেনে। ব্যাস কি খোরাক !
m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২২ | 12.217.30.133
ন্যাড়াবাবু, টিনটিন গত দুবারেই দেখলাম কোনো একটা গোটা প্লেন যাত্রা বমি করে অসুস্থ না হয়ে করতে পারছে না। বাপের কাছে রেখে যাবার মত বড় হলে একাই হটটংটং করে চলে যাওয়া যেতঃ(
একবার দেশ থেকে আসার সময়, প্রবল পারিবারিক চাপে পড়ে বেলন-চাকি আনতে হলো। তো, আমার আদুরদর্শীতায়, চাকিটা লাগেজে, আর বেলনটা হ্যান্ড লাগেজে ভরেছিলুম। তো কোলককাতার সিকিউরিটি বল্ল, বেলন নিয়ে যাওয়া যাবে না। কেননা ওটা দিয়ে নাকি আমি পাইলটের মাথায় মেরে প্লেন হাইজ্যাক করতে পারি। হয় চেক-ইনে দিন নয় এখানে রেখে যান। তো চেক-ইন তখন প্লেনের পেটে চলে গেছে। বল্লাম রেখেই দিন। তারপর পারিবারিক সমস্যা, সুধু চাকি দিয়ে কি কম্ম হবে ? শেষে, সিকিউরিট অফিসারের দয়া হলো, নাম ধাম লিখে বেলনটা দিয়ে দিলো।
nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২০ | 64.105.168.210
হয় এলিভেটার থকবে নয় র্যাম্প। থাকতেই হবে। নইলে সু করে দেবে। হয় মইমা আলস্যিতে খোঁজেননি, আর নইলে মাথায় অত খেলেনি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন