সে যদি বলিস তো এমনকি .... এমনকি আমিও বোধির থেকে বেশী পোবন্ধ লিখি ;-) ;-P
c | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:০৯ | 131.95.30.113
আজকাল দ্রি ও আসেন না। হায়, হয়তো উনি অদ্রি হয়ে গেছেন।
d | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:০৮ | 117.195.36.206
এই ঈশান, তোমার তো মন ভাল হয়ে গেছে। অফিসে কাজ কমে গেছে। বাইরে ঠান্ড কমে গেছে। তো, এইবেলা ১। সার্চটা সারিয়ে ফেলো ২। আর্কাইভগুলো আপিয়ে দাও ৩। এই বর্তমান এটাকেও আর্কাইভ বানিয়ে দাও (যে কোন দিন বসে যাবে) ৪। গুরু ১১র "সম্পাদকীয়র বদলে' টা হিব্রু থেকে বাংলা করে দাও। ৫। আজকের ঐ পেল্লায় বিরিয়ানির কোচ্চেনের টই টা টপ টেন লিস্টি থেকে নামিয়ে দাও।
r | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:০৭ | 198.96.180.245
ইন ফ্যাক্ট, বোধির থেকে আমি অনেক বেশি পোবোন্ধো লিখি। ঃ-P
c | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:০৪ | 131.95.30.113
আজকাল হনু আর "আয়ে না বালম" গায় না! খুবই দুঃখের কথা।
d | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:০৪ | 117.195.36.206
ঃ)) আরে বোধির স্বাভাবিক কথাবার্তাই তো আস্ত আস্ত প্রবন্ধ।
r | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:০১ | 198.96.180.245
আমার কথা বলছিস? না, বোধিকে না। বোধি প্রবন্ধ লেখে কই? সে তো গল্প লেখে।
d | ০৯ জানুয়ারি ২০০৯ ২১:৫৯ | 117.195.36.206
রাংআর পোস্ট সম্পর্কে
d | ০৯ জানুয়ারি ২০০৯ ২১:৫৮ | 117.195.36.206
(এই শেষের অংশটা নির্ঘাৎ বোধিকে বলেছে।)
c | ০৯ জানুয়ারি ২০০৯ ২১:৫৮ | 131.95.30.113
শ্যামলছায়া কোথায় গেলেন? বিটপীকায়ায় বা মানসীমায়ায় নাকি? উনি এলে নাচতে শুরু করতেন, রাষ্ট্র উঠিয়ে দিয়ে বাজার বাজার বসে যা বলে। ঃ-)
r | ০৯ জানুয়ারি ২০০৯ ২১:৫৫ | 198.96.180.245
আমার মতে সরকার, রাষ্ট্র সব তুলে দেওয়া উচিত। সবাই চরে খাক। চেঁচামেচি কমে যাবে, মিটিং মিছিল ধর্মঘট বন্ধ কমে যাবে, অভাব অভিযোগ কমে যাবে,সবথেকে বড় কথা লোকে প্রবন্ধ কম লিখে কবিতা বেশি লিখবে। ;-)
r | ০৯ জানুয়ারি ২০০৯ ২১:৪৯ | 198.96.180.245
বাই দ্য ওয়ে দু, "স্যাতায়ারিকন" আমার বেশ ভালো লাগে। ;-)
শ্রাবনিদি বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও আমি ই বিষয়টা কচলাচ্ছি। কোন একটা পোস্টে শ্রাবণীদি বলছেন, যে রাষ্ট্রায়ঙ্কÄ তেল কোম্পানির সংগঠিত কর্মীরা অসহায়, তাঁদের ধর্মঘট সমর্থন করার জন্য রাজনৈতিক দাদা বা দিদি নাই। এটার একটা মানে হয়, সিপিআইএম আর মমতা নাই। এই মানেটা না ধরেও বলা যায়, শ্রাবণীদির প্রধান বক্তব্য হল প্লেবিয়ান অটো ওয়ালা দের অনৈতিক ভাবে সমর্থন করার জন্য সকলে আছে, কিন্তু সংগঠিত শ্রমিকেরা অসহায়।
আমার বক্তব্য হল এটা অতি সরলীকরণ। কয়েকটা কনটেক্সট আছে। হ্যাঁ পি এস ইউ এর কর্মীরা আজ আক্রান্ত। শুধু মাইনে ক পয়সা বাড়লো সেই কারণে নয়, পি এস ইউ আদৌ রাখা উচিত নয়, এমনকি প্রচন্ড লাভজনক সংস্থাও প্রাইভেট সেকটরে দিয়ে দেওয়া উচিত এই মতামতের জোর ক্রমশঃ বাড়ায়, এবং পাবলিক সেকটর মানেই ইন এফিসিয়েন্ট আর প্রাইভেট সেকটর মানেই ভীশন স্মুদ সফি একট সার্ভিস ওরিয়েন্টেড ঘোড়ার ডিম এই ধারণার শক্তিবৃদ্ধির জন্য। কিন্তু তার থেকেও বেশি তাঁরা আক্রান্ত আজ, এই ধর্মঘটের প্রেক্ষিতে, কারণ এই দেশের গনতন্ত্র গর্বী সরকার, এমন গণতন্ত্র যা কিনা আমাদের পাকিস্তান আফগানিস্তান তালিবানিস্থান ইত্যাদি খারাপ খারাপ জায়্গা র থেকে ভীষণ আলাদা করে রেখেছে, তারা মনে করেন, লোকের ধর্মঘট করার অধিকার নাই, ধর্মঘট করলে ইসমা জারি করতে হবে, গ্রেপতার করতে হবে, সাসপেন্ড করতে হবে। আমার বক্তব্য যে এই একই সরকারী বা বেসরকারী মানসিকতা, বহু বছর ধরে শুধু রাষ্ট্রায়ত্ত কোং এর কর্মীরা নন, অনেক ধরণের শ্রমিকেরা , চটকলে, অন্যান্য কোম্পানীতে, ভাগ চাষীরা, দিনমজুরেরা, ক্ষেত মজুরেরা, অসংগঠিত প্লেব শ্রমিকেরা সহ্য করে আসছেন, এবং আরো ভয়ানক ভাবে অত্যাচারিত হয়ে আসছেন। তাঁদের গণতান্ত্রিক অধিকারের কথা বলবে যে তিনজন সবচেয়ে জোরে হাসবেন, তাঁরা হলেন প্রনয় রায়, অর্নব গোস্বামী এবং সুমন চট্টোপাধ্যায়। অথচ, ফ্রি মিডিয়া কিন্তু আমাদের খারাপ জায়্গা গুলো থেকে আলাদা করেছে।
আমার বক্তব্য হল, অন্তত ধর্মঘটের দিনটাতে সলিডারিটির কথা ভাবা যেতে পারে, ধরুন রিচুয়াল হিসেবেই, সেদিন অটো ওয়ালা আর অন্যান্য অসংগঠিত শ্রমিকদের বেশি সুবিধে ভোগী নাই বা মনে করলেন। তাঁদের জীবনে ডেসপারেশন আমাদের থেকে বেশি বই কম নয়।
যে জুক্তিতে শ্রাবণীদি বিরক্ত হচ্ছেন রাজনৈতিক দলের উপরে, সেই জুক্তি ধর্মঘট বিরোধীদের ট্র্যাডিশনাল যুক্তি।
(চলবে)
Du | ০৯ জানুয়ারি ২০০৯ ২১:১৭ | 67.111.229.98
হনু , তোমার যুক্তি বুঝতে পারছি কিন্তু, কিছু লোকেরা বলতে পারো অনেক লোকেরাই ভন্ড বলে - আমরা কি জেলের কয়েদী ( দীপা দাসমুন্সী এক জনের বাড়ি যান মমতা বশে) থেকে শুরু করে , খুনী থেকে খুন হয়ে যাওয়া সবার ধার্মিক পরিচয় তুলে আনতে শুরু করবো? কোনদিকে হাঁটবো আমরা?
h | ০৯ জানুয়ারি ২০০৯ ২১:০৪ | 61.95.144.10
হয় এমার্জেন্সি সার্ভিসেস এর ক্ষতি করার জন্য অথবা দেশের সিকিউরিটির (বা সিকিউরিটি প্রিপেয়ার্ডনেসের) ক্ষতি করার জন্য। ইসমা অ্যাক্ট, বা সম্ভবত, সিয়োর নই, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট।
Du | ০৯ জানুয়ারি ২০০৯ ২০:৪৩ | 67.111.229.98
ইউনিয়নের নেতাদের অ্যারেস্ট করে কি দিয়ে? অত্যাবশ্যক পরিসেবা টাইপের কিছু আইন ?
h | ০৯ জানুয়ারি ২০০৯ ২০:১৬ | 61.95.144.10
নিজের মন্তব্যের দায়িঙ্কÄ নিতে আমার অসুবিধে নেই। আমার সাইকি কিছু জটিল ভাবেই কাজ করে। মন্তব্যের কনটেক্সট মোটামুটি এই -
রিজবানুরের মৃত্যুর পরে, 'ইন্সাফ চাহিয়ে' এই লাইনে প্রচুর অশ্রু বিসর্জন হয়েছিল টেলিভিসনে। মোম্বাতি জ্বলেছিল পার্ক স্ট্রীটে। ইন্টারেস্টিং হল সাংবাদিক তরুন সান্যাল আর সুমন চট্টো পাধ্যায় তারা টিভি তে এক আলোচনায় তার কদিন পরেই নানা কাটা ছেঁড়ার মধ্যেই বলতে থাকেন, রিজবানুর বায়রনের কবিতা পড়ে, রিজবানুর তার পরিবেশের মধ্যে থেকে উঠে এসেও আলাদা, কারণ তার জেসুইট ট্রেনিং আছে (সেন্ট জেভিয়ার্স এর ছাত্র)। যেন এই 'সেকুলারাইজেশন' ট্রেনিং টা না থাকলে তার বায়রন পড়া সম্ভব ছিল না, প্রেম করাও হয়ে্তা সম্ভব হত না, কবিতা লেখা তো দূরের কথা। তার কিছুদিন পরেই আমাকে প্রচন্ড অবাক করে বুলা ভদ্র, মানবাধিকার কর্মী তারা টিভির একটা আলোচনায় বলেন, রিজবানুর গোবরে পদ্মফুল।
এর কদিন পরে তসলিমা কেসে, পার্ক সার্কাসে মারপিট হয়, ভাংচুর হয়, তখন সরকারের নরম মনোভাবের তীব্র সমালোচনা করেন একই বুদ্ধিজীবিরা। মোটামুটি মুসলমানরা গন্ডগোল করে, পার্ক সার্কাসের মুসলমান রা ক্রিমিনাল এই জাতীয় বক্তব্য এই অটো নিয়ে ঝামেলার সময়েও প্রচুর শুনেছি।
তো আমার বক্তব্য হল, এ হেন প্রগতিশীল বাংলায় ব্যাঙ্গাত্মক ক্যাটিগরাইজেশনের সময় বলা যেতেই পারে, মুসলমান অটো ওয়ালাদের ও দাবী দাওয়া কখনো কখনো ভ্যালিড হতে পারে।
সুমন/তরুন/বুলা এঁরা তো নমস্য ব্যক্তি, প্রেস্টিজের দিক দিয়ে সমাজের বিবেক। আমাদের কাছে নতুন গড়ে ওঠা নাগরিক সুশীল সমাজের প্রতিনিধি। অতএব ধরে নিতে পারি, প্রগতিশীলদের প্রতিনিধিঙ্কÄমূলক পজিশনে রয়েছেন। অতএব ... যা বলেছি, সিরিয়াসলি ভেবেচিন্তে বলেছি।
তুমি একটু নিজে নিজেই হাসো।
ami | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:৪৯ | 203.110.243.21
যাব্বাবা, তিনোমুল, সিপ্পিয়েম, কনরেস - সব্বাই একটা করে জিতে গ্যালো, আর ভাটপাড়া চুপচাপ?
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:২৯ | 203.99.212.224
চল্লাম বেড়াতে। ফের সোমবার দেখা হবে। সক্কলকে টাটা
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:২৩ | 198.96.180.245
নাটকেও এরকম হত। হঠাৎ বিভিন্ন নগ্ন ও অর্ধনগ্ন নরনারী দর্শকের কোলে ঝাঁপিয়ে পড়ল।
Riju | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:২৩ | 125.17.122.22
শ্রাবনীদির যুক্তি টা তো ঠিক ই লেগেছে।গাড়ীতে তেল ভরা যাচ্ছে না ঠিক আছে কিন্তু খাবার বোঝাই লরি গুলো রাস্তায় থেমে গেলে তো পেটে চাপ পড়বে গরীব লোকের। একটু ইনোভেটিভ কিছু আন্দোলন করা যায় না? যেমন দিনে দু ঘন্টা তেল দেওয়া হবে শুধু অত্যাবশ্যকীয় পণ্য গাড়ীকে এরকম কিছু।
ও হনুদাআআআআআ, একটু শেষ বেলায় মস্করা করে যাই - Date :09 Jan 2009 -- 04:13 PM এর পোস্টে লিখেছো "আত্মত্যাগ টা অনেকেই করেন যথা অটো ওলা , পার্কসার্কাসের মুসলমান অটো ওলা ....." । অন্যসব না হয় ডিসটিংক্ট ক্যাটাগরি কিন্তু অটো ওলা আর পার্কসার্কাসের মুসলমান অটো ওলা কে আলাদা করে উল্লেখ করা হল কেন? ঃ-)
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:২৩ | 203.99.212.224
এই অন্ধকার ঘর বলতে মনে হলো, শিকাগোর আর্ট মিউজিয়ামে। একটা অন্ধকার ঘরে বাঘের আওয়াজ আর সুধু দুটো বাঘের চোখ, নড়ে চড়ে। দারুন লেগেছিল। অদ্ভুত এক্সপেরিমেন্ট।
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:২০ | 198.96.180.245
বাকি সময় সেল্ফ-মেড কম্পোজিশন। ;-)
শক আর্ট বেশ পুরোনো মুভমেন্ট। টেটে একটা ইনস্টলেশন আর্ট দেখেছিলাম (?), এই চার মিনিট তেত্রিশ সেকেন্ড গোত্রীয়। সেটার কথা গু চ তে লিখেছিও মনে হয়।
Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:১৮ | 61.95.144.123
নিউক্যাসল গেটসহেডে বল্টিক মিউজিয়ামে কন্টেম্পোরারি আর্ট এগজিবিশন তো আর দ্যাখো নাই...আইব্বাপ...কি সব আর্ট!
Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:১৭ | 61.95.144.123
বাড়ি গেলুম।
d | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:১৬ | 203.143.184.11
ঃ))) বাঃ এইটে আমার খুব পছন্দ হল।
sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:১৫ | 165.170.128.65
পিকাসো অমন ঢ্যামনামো কোনোদিন করেননি। এইসব চ্যাংড়ামির জন্যই গা-জ্বলে। এখনকার দিনে অবশ্যি এমন নতুনতর আর্ট একজিবিশন হচ্ছে, গত কুড়ি-তিরিশ বছর ধরেই হচ্ছে। কোথায় শুনেছিলাম, অন্ধকার ঘরে শুধু আলো দিয়ে অ্যারো আর এক্সিট। তার মধ্যে দিয়ে হাঁটতে হবে। আর যখন তখন কারা যেন দর্শকদের উপর ঝাঁপিয়ে পড়ে কেলিয়ে দিয়ে যাচ্ছে। শক আর্ট একজিবিশন।
sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:১২ | 165.170.128.65
না হোলস্টের মার্স?
Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:১২ | 61.95.144.123
জন কেজ কি মিউজিকের পিকাসো? পড়ে তো সেরমই মনে হল।
sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:১০ | 165.170.128.65
প্রতিদিন ঠিক চার মিনিট তেত্তিরিশ সেকেন্ড ধরেই শোনো? প্রেসিশন আছে মানতে হবে। তাপ্পর কি শোনো? ১৮১২?
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:০৭ | 198.96.180.245
৪'৩৩" দিয়ে গুগলাও। বোঝবা।
Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৮:০০ | 61.95.144.123
কি সব বলচে এমা।
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫৮ | 203.99.212.224
আচ্ছা, বুঝলুম
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫৮ | 198.96.180.245
আধুনিক কম্পোজারদের মধ্যে সব থেকে ভয়াবহ জন কেজ। প্রতিদিন আমি বাত্তুনে ওনার ৪'৩৩" শুনি। ;-))
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫৬ | 198.96.180.245
দুটো ভায়োলিন, একটা ভায়োলা, একটা চেলো।
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫৫ | 203.99.212.224
বরদিনের সিডি গুলো হয় সিম্ফনি না হয় String Quartet । এই দ্বিতীয় বস্তু টি কি?
sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫৫ | 165.170.128.65
একটা বইয়ের নাম জেনে বলতে হবে। তিনখন্ডে, তবে খন্ড গুলো ভয় পাওয়ানোর মত মোটা না। আরেকটা তো আচেইঃ
বিজ্ঞানী হওয়া হলো না বলে আমার কিছু বাজানো ও হলো না ঃ( কত শখ ছিল বিজ্ঞানী হবো ঃ(
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫২ | 198.96.180.245
নামগুলো এখানে না লিখে টইতে লিখে দ্যাও না। ঐ যেটায় ন্যাড়াস্যার ট্রেনিং দিচ্ছিলেন।
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫২ | 203.99.212.224
আমি আগে অন্য দাবী রেখেচি। সেটি আগে চাই
sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫১ | 165.170.128.65
ঐ বোরোদিন রসায়নবিজ্ঞানী ছিলেন। শুধু নাকি শনি-রোববার সময় করে সজ্ঞীত চর্চা করতেন। কিসব লোকজন।
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫১ | 198.96.180.245
আর একটা জিনিষ জানার ছিল। এটা ন্যাড়াদা/ সিঁফোর জন্য। সিম্ফনি/ কনচের্তো/ সোনাটা ইত্যাদি বিভিন্ন কম্পোজিশনের পিয়োর টেকনিকাল খুঁটিনাটি বোঝার জন্য বই/ অনলাইন রিসোর্স কি আছে?
sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫০ | 165.170.128.65
Max Bruch
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪৯ | 203.99.212.224
বড়দিন নামটা পছন্দ হলো বেশ ঃ)
sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪৯ | 165.170.128.65
আরে মেন্ডেলসোন -ই।
হায়ডন যতদূর মনে হচ্ছে সবই আছে। আসলে ঐ ১০৪ টের মধ্যে বেশিরভাগই মাত্তর ১৫ মিনিট বা ঐরকম সময় নিয়ে। আরও কয়েকজনের নাম বলতে ভুলে গেছিলামঃ
Eugène Ysaÿe Cesar Franck Borodin
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪৭ | 203.99.212.224
এক খানা চার্ট বানিয়ে দাও দিকিনি শোনার। বাজারে পাওয়া যায় না অম্নি জিনিস দেবে না। ইউ টিউব খুলে শুনবো না। সিডি কিনতে পারবো এমন।
Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪৫ | 61.95.144.123
ধুর ওই মেণ্ডেল নয়। মেণ্ডেলসন বা এরম কিছু নাম। কিছুতেই মনে পড়ছে না। বাড়ি গিয়ে বইটা খুলে দেখতে হবে।
r | ০৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪৪ | 198.96.180.245
মেন্ডেলসন।
হাইডনের তো ১০৪ টা সিম্ফনি। সব আছে, না মেজরগুলা আছে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন