এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:১৭ | 69.251.184.3
  • সবুজ অ্যারো , যার ওপর মাউস ঘোরালে Run basic আসে, তারে নীল বলেছিলে। এবং তারপর থেকে সবকিছু নীল/সবুজ বলে রেফার করছিলে ! মেমরি রিফ্রেশ করণার্থে ঐ চ্যাটলগটি ফরওয়ার্ড কল্লুম।
    অতঃপর হাঃ, হাঃ, হাঃ, হাঃ করিয়া যাত্রাদলের রাবণের ন্যায় একটা হাসি থ্রো করে ঘুমাতে গেলুম । : D
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:১২ | 61.95.144.123
  • আর ক্যামেলিয়া ফুল হলে তার একান্নখানা স্পিসিজ আছে।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:১০ | 61.95.144.123
  • ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স। তাইলে ওখান থেকেই নামাই। এক্সপায়ার করে যাবে না তো?
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:১০ | 61.95.144.123
  • ক্যামেলিয়া জর্জ তো কলকেতা লীগে খেলা একখান ফুটি টিম।
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০৯ | 203.99.212.224
  • সব মিলিয়ে ৫১ এম্বি, মনে খান ৬ এক মেল লাগবে যে ঃ(
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০৭ | 69.251.184.3
  • শৈশবে ক্যামেল ইস্তেমালকারী কোন ছেলে ক্যামেলিয়ার রং টা ঠিকঠাক বলুক দিকিনি ! এমনকি মিঃ ঠাকুর ও কি ঠিক বলেছিলেন ?
    ( ভুলে গেছি, কি বলেছিলেন)
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০৫ | 122.252.231.10
  • চপ আর ঘন্ট?
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০৪ | 61.95.144.123
  • গানগুলো।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০৪ | 61.95.144.123
  • Manchester City have offered AC Milan £100m in cash for Brazilian superstar Kaka, who will earn £500,000 a week gross if he signs for the Premier League side. - ডেইলি মেইল।

    মা, মা গো।
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০৩ | 203.99.212.224
  • কোন গুলো?
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০২ | 61.95.144.123
  • জিমেলে পাঠিয়ে দাও না। দুটো মেলে এসে যাবে।
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০২ | 203.99.212.224
  • ফা ফা কি?
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০২ | 122.252.231.10
  • কিন্তু সিঁফোকে আমি মোচার চপ বা ঘন্ট (বেগুনবিহীন) খাওয়াবই। বড় পরোপকারী ছেলে।
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০২ | 203.99.212.224
  • 4shared থেকে গান একটা করেই ডাউনলোডাতে হয়। সব একসাথে যায় না
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • ডিফল্ট ফায়ারফক্সে তাই। কিন্তু ফায়ারফক্সের হাজারো স্কিন আছে - অ্যাপিয়ারেন্সের জন্যে। পাই সেগুনো লাগায়নি তুমি জানলে কি করে?
  • Blank | ১৪ জানুয়ারি ২০০৯ ১১:০০ | 203.99.212.224
  • বাইনারি দা, ঐ গানটাতে শুধু কবির সুমনেরই নাম দেওয়া ছিল অ্যালাবামে।
    আর কুইক টাইমের কি দরকার, মেশিনে আই-টিউন নেই? না থাকলে ইনস্টল করে ফেলো। গান ম্যানেজমেন্টের অত ভাল সফটওয়ার নেই
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৫৭ | 122.252.231.10
  • ফাফার ওপরের ব্যাক বাটনটা সবুজ আর রিলোড বাটন নীল। ঠিক রাবণের মত বলেছি তো পাইদিদি?
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৫৬ | 122.252.231.10
  • ইয়েলো অকার তো আমার খুব ফেবারিট কালার ছিল।

    কিন্তু, পাইকে যখন বাণী দিচ্ছিলাম তখন আমার সামনে ভিস্তা ছিল না, ছিল এক্সপি। কম্পুর কালার সেটিং-এও যে পাই কোন গুপি করে রাখেনি সে এখন প্রমাণ করবে কোন সিআইডি!
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৫৫ | 61.95.144.123
  • ইনস্টলারের কথা বলেচে তো - মানে ফের ইনস্টলার চালিয়ে দেখতে হবে।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 122.252.231.10
  • এত খোঁটা আর সহ্য হয় না। ওপেন আপিসের কোন বাটনটা বল দিকি বাকি গুরুভাইয়েরা কী বলেন?

    (শুধু গুরুভাইদের জন্যই এই পোলটি প্রযোজ্য।)
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৫২ | 61.95.144.123
  • ছেলেবেলায় ক্যামেলের জলরঙের টিউবের বাক্স হ্যান্ডল করে থাকলে দিব্য বোঝে। তখন yellow ochre-ও বোঝে।
  • shrabani | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৫০ | 124.30.233.102
  • ছেলেরা বেসিক লাল নীল সবুজ বুঝলেও, কিছুতেই মেরুন, ফিরোজী, পিচ, সিয়েন, বেইজ, অলিভ ইত্যাদি বোঝেনা। পার্পল,ম্যাজেন্টা, ভায়োলেটের তফাতও বোঝেনা!ঃ)
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৪৯ | 69.251.184.3
  • আর আমি দেখছি আবার আপনিতে উত্তীর্ণ হলাম। সাপলুডোর ছক মনে হচ্ছে তো !
    ঠিক আছে, তাহলে বোর্ডের আগের পাতাটা উল্টে ফ্যালো ভাই অর্পণ। লুডোর ছক পেয়ে যাবে।
    ওটা দেখে দেখে, ঐ টিম যেমন কইলো, নীল সবুজের লেসন টা শিখে ফ্যালো দিকিনি।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৪০ | 122.252.231.10
  • কেমন সুন্দর আপনি থেকে তুমিতে নেমে এলেন পাই।

    (মাঝখানে কেন আপনি হয়ে গেছিল সেইটা বুঝতে নারলাম)
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৩৯ | 122.252.231.10
  • ডিপেণ্ডাচ্ছে ওনার কতগুলো স্ত্রী ছিল তার উপর! ;-)
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৩৭ | 69.251.184.3
  • তালে বলছো রাবণ ই একমাত্র পুং , যে কনফিডেন্টলি নীলকে সবুজ ও ভাইস-ই-ভার্সা বলার ক্ষমতা রাখতো !
  • siki | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৩৫ | 122.162.83.127
  • আমি সব রং স্পেসিফিকালি চিনতে পারি।

    আমি যা চিনতে পারি না বা বুঝতে পারি না, তা হল, কোক থাম্‌স আপ আর পেপসিতে পার্থক্য, মিরিন্ডা অরেঞ্জ আর ফ্যান্টা অরেঞ্জের পার্থক্য।
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৩৪ | 69.251.184.3
  • হ্যাঁ , শ্রাবণীদির কথা সত্য।
    উহা যে জেনেরালাইজেশন, ইহাও সত্য।
    ব্যক্তিস্পেসিফিক ভেরিয়েশান তো আছেই।
    যেমন লালের সব শেডকে কোনো ছেলে রাণী দেখেন, কেউ দেখেন কমলা, কেউ গোলাপী ইত্যাদি। ঃ)
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:৩৩ | 122.252.231.10
  • ঘাড়ে কটা মাথা থাকলে রিস্ক নেওয়া যায়? (মঃ)
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:২৮ | 69.251.184.3
  • আমার বাবাকে দেখেছি বিশেষ রিস্ক না নিতে। সবুজ, নীল এসব বিশেষণ বিশেষ ব্যবহার ই করতেন না !
    সবজেটে নীল, নীলচে সবুজ এইসব চলতো।
    এমনকি মনে আছে, বাজারে গিয়ে কোন এক আনায়েডেণ্টিফায়েবল শাককেও রেফার করছিলেন সবজেটে নীল পাতা বলে !
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:২৭ | 61.95.144.123
  • ইহা জেনারেলাইজেশন। উল্টোটাও হতে পারে - এই যেমন আমি তো বলতেই পারি... ;-)
  • shrabani | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:২৪ | 124.30.233.102
  • নীল সবুজ জানিনা তবে ছেলেদের রঙের জ্ঞান খুব লিমিটেড। আমার বর লালের সমস্ত শেড, মেরুন, কমলা সব কিছুকেই কোনো অজানা কারনে রানী কালার বলে অভিহিত করে!
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:২২ | 61.95.144.123
  • কিম্বা পাইয়ের কম্পুর মনিটরের ঘিলু নড়ে গেসলো...

    টিসিএসে দেখতুম - সেই পুরনো সিআরটি মনিটরগুলো - এক একটাতে উইন্ডোজের স্ক্রীনের রং এক এক রকম - কখনো সবুজ, কখনো গিরগিটির মতন বদলাতো...
  • Tim | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:২১ | 117.194.227.57
  • অবশ্য প্রাচীনকাল থেকেই নীল-সবুজে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। আকাশ নীল না সবুজ, গাছের পাতা সবুজ নীল কিনা সেসব রহস্যই থেকে গেছে।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:২১ | 61.95.144.123
  • সবকটা বাংলা নিউজ চ্যানেলের নিউজ রিডার এবং করেসপন্ডেন্টরা সমান টাইপের বোগাস। ওচ্চেয়ে দূরদর্শনে ভালো খবর পড়তো।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:২০ | 122.252.231.10
  • এক্কেরে আমার বউয়ের সুরে কথা বলচে! নীল আর সবুজ নিয়ে তারো জ্ঞান বেশ টনটনে।

    আপাতত এটুকুখানই আম্মো বলতে চাই। ঃ))
  • Tim | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:১৮ | 117.194.227.57
  • এরা কি লুডো খেলে নাই? নীল সবুজ তো আমরা ছক দেখেই শিকলাম।
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:১৬ | 69.251.184.3
  • ভিস্তায় ওপেন আপিস ইনস্টলেশান কালে আপনি যাহাকে নীল বাটন বলেছিলেন, সেটি আদতে সবুজ ছিল। কিম্বা সবুজ বলে থাকলে, নীল ছিল।
    মোটকথা, নীল-সবুজ কে আপনি উদো-বুধোর ন্যায় ট্রীট করেন।
    আপাতত এটুকুখান ই বলতে চাই। ঃ)
  • siki | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:১৩ | 122.162.83.127
  • স্টারানন্দর নতুন নাম দিলাম ঃ স্টার কিন্তু।

    কেউ কি লক্ষ্য করেছো, ওদের নিউজ রিডাররা কী প্রভূত পরিমাণে "কিন্তু' শব্দটা ব্যবহার করে? উদাহরণঃ

    আজ সকাল থেকেই কিন্তু গঙ্গাসাগর তীর্থে স্নানের জন্য হুড়োহুড়ি পড়ে গেছে, আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম আজ মকর সংক্রান্তির পুণ্যস্নান কিন্তু আজ ব্রাহ্মমুহুর্ত থেকেই শুরু হয়ে গেছে। রঙে রঙে মিশে গেছে, আমরা কিন্তু এই বিভিন্ন রংয়ের সমাহারে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে পাচ্ছি। ওদিকে বারাণসীতেও কিন্তু পূণ্যস্নানের ভিড় লেগে গেছে ... ইত্যাদি। কিন্তু-র চোটে পাগল হয়ে যেতে হয়।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০০৯ ১০:০৩ | 122.252.231.10
  • অ্যাইয়ো পাই, কী বলতে চাও?
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 61.95.144.123
  • না বাবা - ট্রেলারই কাফি - আসল শুনলে আসল সুরটা ভুলে যাবো। আবাপ আবার কাল বেশ বড় করে লিখেছিলো...
  • siki | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৪৩ | 122.162.83.127
  • অ্যায় মেরে বতন কে শুনতে চাইলে শুক্রবার রাত দশটায় জিটিভিতে সারেগামাপা দ্যাখো। সেদিনকেই আসল দেখাবে।

    শ্রাবণী, আছি ভালো। কাল থেকে অফিস জয়েন করলাম।
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৪৩ | 61.95.144.123
  • কোথায় মোলাকাত হবে? পানিপথে? চতুর্থ যুদ্ধ? মামুদ বনাম বিজয়নগর/হাম্পির রাজার নাম কি যেন ছিলো সে?
  • sinfaut | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৪১ | 117.195.198.131
  • সিকি গল্পদাদু।
  • pi | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৩৮ | 69.251.184.3
  • সিকির সাথে অপ্পনের মোলাকাত হয় নাই বুঝি !
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৩৮ | 61.95.144.123
  • কাল রাতে খবরে "অ্যায় মেরে বতন কে লোগোঁ' শোনালো - কেউ শুনলে নাকি? ;-)

    আজ সকালে মীর 98.3 এফএমে যা খিল্লি করলো না...
  • shrabani | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৩৬ | 124.30.233.102
  • শমীক আছ কেমন?
  • Arijit | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৩৫ | 61.95.144.123
  • এই গানগুলো একসাথে একবারে নামানো যায় না?
  • siki | ১৪ জানুয়ারি ২০০৯ ০৯:৩৪ | 122.162.83.127
  • মেয়েরা নীল সবুজ গোলায় না? তবে গপ্পো শোনো।

    আমার মেয়ে তখন সদ্যোজাত। এজেন্সি থেকে টুয়েন্টি ফোর আওয়ার্স মেড নিয়ে তাকে বাইকের পেছনে চাপিয়ে বাড়ি ফিরছি। সে তো চিত্তরঞ্জন পার্ক থেকে আসতে আসতেই তার জীবনের দূঃখের কতো ফিরিস্তি শুনিয়ে দিল। এ-ও বলল, তার ডায়াবেটিস আছে, সে রুটি খাবে, ভাত খাবে না। ইত্যাদি।

    এইবার দূর থেকে নিজামুদ্দিন ক্রশিংয়ের সিগন্যালের রং পাল্টে যেতে দেখে তার খুব মজা লেগেছে, আমাকে বল্লো ঃ হিহি দাদা, ঐ আলোগুলো কী করছে গো, একবার লাল একবার লীল হচ্চে!

    আমি শুনেছি অনেক ছেলেই নাকি নীল সবুজে তফাৎ ধরতে পারে না। কিন্তু এ রকমের একটা ছেলেও আজ পজ্জন্ত দেখি নি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত