আর্জো, ন্যাড়া সহ বিভিন্ন ক্যাপিটালিস্ট বুজ্জোয়ার সঙ্গে এই যে আমার মত সর্বহারার মহান নেতার দেখা হল না, এতে কিন্তু পশ্চিমবঙ্গে শেষ সোশাল ডেমোক্রাটিক কম্প্রোমাইজের সুযোগ চলে গেল। এর পরে হয় সর্বহারার বিপ্লব নয় জনগণতান্ত্রিক বিপ্লব নয় প্রতি বিপ্লব একটা কিছু হবেই। কি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে কে বেয়ালা বাজাবে। আমি না র না অরিজিত।
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:২০ | 203.99.212.224
পাঠাও শিগ্গিরি
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:২০ | 203.143.184.11
আজ্জো ও তার পরিবারের আবার কি হল? জব্র? পেটখারাপ?
এই ব্ল্যাঃ, তিমির সেল আছে তো। দাঁড়া আমি তোকে পাঠাচ্ছি নংটা।
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:২০ | 203.99.212.224
সেদিন আমি আপিসে আসি নাই ঃ(
r | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:১৭ | 125.18.104.1
একদিন বিকেলে আজ্জো ফোং করে বলল আমি ডি এল এফের সামনে। আমরা পেছনের ঝুপসে গিয়ে দু ভাঁড় চা আর দু কাঠি তামাক খেয়ে এট্টু সুখদুঃখের কথা বন্নু। এইটুকুই।
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:১৫ | 203.99.212.224
আসলে এটা হতে পারে আর্য র লাস্ট অব্দি টাইম হয় নি বা এনার্জি ফুরিয়ে গেছে। অথবা এটা র এর চক্কান্ত। আমি প্রচন্ড বকর বকর পার্টি বলে কাটায়ে দিয়েছে, আমারে ডাকলে হয়তো পুরোনো বন্ধুর সঙ্গে ঠেক ই হত না ;-)
বেশি স্পেকুলেট না করে, আর্জো ও তার পরিবারের তাড়াতাড়ি সেরে ওঠা কামনা করে, এইবার ইসে কে মেল করি।
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:১২ | 203.99.212.224
আমার কাছে আর্য দা তো জেনে নিল যে তুমি কোন বাড়িতে বসো। তোমার ফোন নং নাই বলে তখুন দিতে পারিনি ঃ(
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:১২ | 203.99.212.224
স্টৈক, যেহেতু আমি আগের বার ছড়ালাম, তাই এইবার স্যাট করে ইমেল করে দিচ্ছি।
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:১০ | 203.99.212.224
আরে বলবা তো। যাক গে। পরে আবার হবে। আসলে আমার খুব ইচ্ছে ছেল।
stoic | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:১০ | 160.103.2.224
আমি পৌছে কন্ট্যাক্ট করব। আমার ইমেল dipban অ্যাট জিমেল। তোমার ইমেল টা দিও। অরিজিতের টাও। তাপ্পর প্ল্যান করা যাবে। থ্যানক্স।
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:০৯ | 203.99.212.224
কিন্তু আর্য দা যেদিন সেক্টর ফাইভে এলো, সেদিন দেখা হয় নি তোমার সাথে?
r | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:০৯ | 125.18.104.1
আমিও ২০শে জানুয়ারীর কথা ভেবে রেখেছি। দেখা যাক।
বোধি, প্রেসিতে না। আজ্জো আমার আপিসে এয়েছেল।
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:০৩ | 203.99.212.224
আরে আমি তাইলে তোমার আসার ডেট টাকেই আর্জো র আসার ডেট ভেবেছি। বুঝলাম এত দেরীতে যে মাঝখান থেকে ছেলেটার সঙ্গে দেখা করা হল না। চাপ হয়ে গেল। অবশ্য শরীর খারাপ থাকলে হয়তো দেখা হত না।
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:০২ | 203.99.212.224
আমার সাথে আজ সকালেই কথা হলো আর্যদার
stoic | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:০২ | 160.103.2.224
অ। আমি হনুর পোস্ট পড়ে বুঝলাম আমি আর আর্য একই দিনে পৌছব। নেভার মাইন্ড।
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:০১ | 203.99.212.224
টিমের সাথে তো সেই একদিন ই কথা হলো। আজ ফোন করেছিলাম ওর বাড়িতে। কেউ নাই। ঃ( টিমটার সেল নেই, তাই চাপ খুব। আর্য দা দের সবাই খুব শরীর খারাপে পরেছিল। সম্পান অব্দি খুব অসুস্থ ছিল। আর্যদা নিজে এখনো অসুস্থ।
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৫৮ | 203.143.184.11
এই স্টোয়িক, আজ্জো তো এখন পঃ বঃ তে। আমার জানামতে ১৯ তারিখে ফেরার কথা। কিন্তু ব্ল্যাঙ্কি বলছে নাকি কালকে।
sayan | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৫৪ | 160.83.96.81
অপ্পন তোমাকে রিঙিয়েছিলাম এইমাত্র।
stoic | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৫৪ | 160.103.2.224
আর্য ১৮ তারিখ কলকাতা যাচ্ছে নাকি ?? ঐ দিন ত আমি যাচ্ছি !! তাহলে আর্যর সাথে একটা দেখা করতেই হবে।
বৈজয়ন্ত, ২০ জানুয়ারি কলেজে ঢুঁ মারব ভাবছি। আসবি নাকি?
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৫২ | 203.143.184.11
ও হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি, অনামিকের সাথে দেখা হবার চান্স থাকলেই আমি পালাবো। নির্ঘাৎ!
sayan | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৪১ | 160.83.96.81
ব্যথিত, মর্মাহত, সেন্টিমেন্টাল ইত্যাদি প্রসঙ্গে -
যেদিন প্রথম নেমেছিলাম এই শহরটায়, যখন কলকাতায় জুন মাসের দাবদাহ তখন, অথচ এখানে বাতাস ঠান্ডা, অল্প বৃষ্টির আভাস। শুধু এইটুকু ছাড়া অন্য কোনওকিছু ভালো লাগেনি, না খানা, বা ভাষা, পরিবহন অথবা আত্মকেন্দ্রীক লোকজন। পরে এগুলোই ভালো লাগতে শুরু করে, স্বতঃস্ফূর্ত ভাবে। বিশেষ করে যখন ছেড়ে আসা শহরটার সাথে তুলনা করতাম। তখনও জানতাম না কোনওদিন এখানেই পাকাপাকি "সেট্ল' করব। মনে হত, একদিন ফিরে যাবো। তখনও নন-ক্যালকাটান'দের কাছে কলকাতার প্রশংসা ও বাঙালীদের সামনে ব্যাঙ্গালোরের নিন্দেমন্দ যথারীতি করতাম। আর এইসব করতে করতেই ধীরে ধীরে "উই আর বেটার দ্যান ইউ' সিন্ড্রোমে ভোগা লোকজনের সংস্রব এড়িয়ে চলার সাথে সাথে প্রতিবাদ শুরু করি। যে শহরটার কাছ থেকে বিগত বছরগুলোয় অনেক পেয়েছি, অনেকক্ষেত্রে চাহিদারও বেশী, তাকে আর যাই হোক খারাপ, ওঁচা, এটানেই-ওটানেই বলে নিন্দে করতে বাধে। এতগুলো বছর পরে, আজ এই শহরটাকে সত্যিই ভালোবাসি। সেই ভালোবাসা আরও দৃঢ় হয় যখন অন্য শহরটার ভন্ডামী আর মুখোশগুলো লজ্জা দেয়। হ্যাঁ, বন্ধুবান্ধব আর আড্ডা অনেক কম, তাও গুটিকয় যে ক'জন আছে তাদের সাথে ফোনে, মেলে কখনও সামনাসামনি দেখা করে কথা বলে মনে হয় যতটা ভালো থাকার কথা ছিল তার চাইতে অনেক বেশী ভালো আছি।
আমার এই অবাঙালীসম ভাবনায় নিজের প্রতি কোনও খেদ নেই। নেই "ফিরে যাওয়া'র কোনও ইচ্ছা। যাঁদের জন্য ফেরা, তাঁদের খুব শিগ্গিরি একদিন নিজের কাছে পাকাপাকি আনতে পারবো, এটা বিশ্বাস করি। আর এই বিশ্বাস এবং ভাবনার অনুঘটক দৈনিক চলার পথে নানা জনের "শুন্টিকোম্বু'।
আমেন!
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৩৯ | 203.143.184.11
আজ্জোর তো ১৯ তারিখে ফেরার কথা ৯ তারিখে ফিরছে কেন?
তুই তিমিকে ফোন করেছিলি?
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৩৮ | 203.99.212.224
র কি প্রেসি তে আড্ডা দিলা?
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৩৮ | 203.99.212.224
সেকি আর্যোর যে ১৮ জানুয়ারি আসার কথা ছিল। এদিকে আমি দেখা করবো বলে সিরিয়াসলি বসে আছি। কপাল খারাপ।
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৩৭ | 65.194.243.232
হবে না কেন খোকা? আমি দেখাব তোমায় সোনার কেল্লা!
sinfaut | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৩৪ | 117.195.196.114
একি? আমারও তো ব্যাঙালোর যাওয়ার সব থেকে বড় উদ্দেশ্য ডিডিকে দেখা। সেটা কি হবে না?
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:৩৩ | 203.99.212.224
এবারে আর্য দার সাথে আরে দেখা হলো না। কাল ফিরে যাচ্ছে আর্য দা।
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:২৮ | 203.143.184.11
অপ্পন কি আমাকে বললো নাকি? আরে না না আমি শুধু ডিডিকে দেখতে যাবো। অপ্পনকেও দেখেছি, কল্লোলদাকেও দেখেছি। স্যান তো কলকাতায় যাবেই আর আমিও যাবই। কাজেই তখন দেখা হয়েই যাবে। কোন চাপ নাই।
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:২৫ | 203.143.184.11
ও হ্যাঁ বলতে ভুলে গেছি, দু'এর কথা তো আমি প্রায়ই বুঝতে পারিনা। মানে অনেকদিন আগে থেকেই হঠাৎ হঠাৎ বুঝতে পারিনা।
san | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:১৯ | 12.144.134.2
এবং ডেস্কের ফোন খারাপ
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:১৮ | 203.99.212.224
ব্যাটারি ভরে নে
san | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:১৬ | 12.144.134.2
আমার ফোনের ব্যাটারি ফুরিয়ে গেছে ঃ-(
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:১৬ | 65.194.243.232
চলে এসো। আমি তোমাকে আমার নং মেল করে জানিয়ে দিচ্ছি।
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৮:০৬ | 203.99.212.224
আমাদের আপিসের নীচে কত্ত চপ। আমি টমেটো, মোচা, কাশ্মীরি আর খান ৩ লঙ্কার চপ খেলুম। দুটো পেঁয়াজি সহ। কাশ্মীরি চপ জিনিসটা বেশ খেতে ...
আমি কোনো একসময়ে ডিডিকে দেখতে ব্যাঙ্গালোর যাবার ইচ্ছা পোষণ করি। এছাড়া ব্যাঙ্গালোরে আর দেখার মত কিস্যু নাই।
sinfaut | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৫০ | 165.170.128.65
থ্যাঙ্কু অর্পণ। ট্রেন তো আর পাবোনা। তাহলে বাসেই দেখি। গেলে তো আমাকে কালকেই বেরোতে হবে?
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৫০ | 65.194.243.232
যাত্রীনিবাস আছে। ঐটা একটু কম দামের।
Arijit | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪৯ | 61.95.144.123
দুটোই আছে। আমরা চিলিকায় পান্থনিবাসে থাকবো, কোনারকে যাত্রীনিবাসে।
siki | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪৭ | 220.226.35.8
ওটিডিসির কেবল পান্থনিবাস অছে বলেই জানি। যাত্রীনিবাস শুনি নাই।
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪৫ | 216.52.215.232
আগে থেকে বুকিং করারও কোন দরকার নেই। গিয়ে খুঁজেপেতে পছন্দসই হোটেল খুঁজে বার করা যায়। ভিড় একদম নেই।
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪৩ | 216.52.215.232
ওই জায়গাটা ফরেনার সিবিচ। পান্থনিবাসের থেকে অনেক ভাল ভাল হোটেল ওই চত্বরে আছে। একটু দাম বেশি কারণ ফরেনাররা এসে ওখানেই ওঠে। বিচটায় হকারের উৎপাত ও নোংরা নেই।
Arijit | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪৩ | 61.95.144.123
এইরে - এরা তো যাত্রীনিবাসই বল্ল মনে হচ্ছে। স্বর্গদ্বার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। দুটোই নেই তো? কোনারকে যেমন দুটোই আছে।
Arijit | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪২ | 61.95.144.123
কি কেলো মাইরি। আপিসের ঝিঁঝিঁ টুর্নামেন্টে আমার নাম দিয়ে দিয়েছেঃ-(
siki | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৪১ | 220.226.35.8
আমি সিমলিপাল গেছিলাম। সেই ব্যাঘ্র গণনা আর দেড় হাজারি মুরগির ভিক্টিম আমিই। তবে ম্যাঃ ম্যাঃ হয় নি।
অরিজিৎ, যাত্রীনিবাস না পান্থনিবাস? স্বর্গদ্বারের পুরো উল্টোদিকে, একবার থেকেছিলাম। ভিড় নেই, প্রাইভেট বিচ সবই সত্যি। তবে হোটেল তেমন আহামরি কিছু না। দুপুরে স্বর্গদ্বারে গিয়ে খেয়ে আসতে হয়। পান্থনিবাসের খাওয়া তেমন ভালো নয়।
r | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৩৮ | 125.18.104.1
খৈরি কি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় মারা গিয়েছিল? ঃ-(
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৩৭ | 203.143.184.11
হ্যাঁ সিমলিপাল থেকেই। ঃ(
r | ০৮ জানুয়ারি ২০০৯ ১৭:৩৫ | 125.18.104.1
ওখান থেকেই? আমি যাদের চিনি তাদের অবশ্য কিছু করা গিয়েছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন