লাইফে প্রথম দেশের বাইরে যাত্রা কলকাতা টু দিল্লি, দিল্লি টু ফ্রাঙ্কফুট। প্রথম লেগটা ছিল জেটে। তো জেটে আমার এক বন্ধু কাজ করত, সে আমাকে বিজনেস ক্লাসে আপগ্রেড করে দিয়েছিল। লাগেজেও ট্যাগ লাগাল সেইমত। তারপর দিল্লি থেকে আমরা গেলাম ইকনমিতে আর লাগেজ থ্রু চেক-ইন, ট্যাগটা থেকেই গেল। তারপর ফ্র্যাঙ্কফুটে নেমে আর লাগেজ পাইনা! ঘন্টা তিনেকে টেনশনে কাটিয়ে তারপর জানা গেল সেখানে বিজনেস ক্লাসের লাগেজ আলাদাভাবে ক্যারুসেলে আসে, আর আমাদের যেহেতু ইকনমির টিকিট, ওরা কনফিউস্ড হয়ে আমাদের ব্যাগ ওখান থেকে সরিয়ে দিয়েছিল। লুফ্থান্সায় প্রথমবার লাগেজ হারানোর এক্সপিরিয়েন্স এটা। ফেরার সমর আবার হারিয়েছিল, সেটা অবশ্য অন্য গপ্পো।
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:৫১ | 198.169.6.69
হ্যাঁ সার্ভিস খুব-ই বাজে এটা ঠিক। একবার কোপেনহাগেন থেকে টিকিট ছিলো সকালে, ফ্র্যাঙ্ক হয়ে বোম্বে। তো সকালে এয়ারপোর্ট পৌঁছে দেখি লুফ্ৎ ধর্মঘট। তো আমাকে অল্টার্নেট দিলো স্যাস, টু বোম্বে, ভায়া দিল্লি। স্যাসের ফ্লাইট ছাড়বে রাত ১১টায়। আর তখন সকাল ৮টা। অমি বল্লুম এতক্ষন কি করবো ? ওরা বল্ল তার আমরা কি জানি ? বল্লাম হোটেল দাও, তো বল্ল ওভারনাইট যেহেতু নয় সেহেতু নো হোটেল, কাস্টসার্ভিস থেকে লাঞ্চ কুপন নিয়ে মানে মানে কেটে পড়। আর সেই কুপন আবার এয়ারপোর্টের বাইরে কোথাও ব্যবহার করা যাবে না।
বোঝো, সারাদিন হাতে হ্যারিকেন।
Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:৪০ | 59.93.203.79
লুফৎ আমার চড়া সবচে খারাপ উড়োজাহাজ। এত বাজে সার্ভিস কোনোদিন দেখিনি। পেছন দিকে বসলে নন-ভেজ খাবার পাবার আশা কম। এমনকি স্প্রাইট অব্দি শেষ হয়ে যায়। দুবার একই অভিজ্ঞতা
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:৩১ | 207.47.98.129
লাগেজ সকলেই অল্প-বিস্তর হারায়। তবে লুফ্ৎহানসায় যদি হারানোর প্রোব্যাবিলিটি খুব বেশী হয় তো সামনের বার ওতেই টিকিট কাটব আর পুরোনো স্যুটকেসে ছেঁড়া ন্যাকড়া ঠেসে নিয়ে যাব। কমপেনসেশনের টাকায় দেশে মাল খাবার খরচ উঠে যাবে।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:৩০ | 143.111.22.23
নাহ আম্রিকার মাটি থেকে সোজা লুফৎএর মাটি সেখান থেকে ঘর।
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:২৫ | 198.169.6.69
একটু কমপ্লেক্স আইটিনারি থাকলে হারানোর চান্স থাকে। কানেকটিং এয়ারলাইন্স-এর প্রবলেম-ও থাকে অনেক সময়।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:১৮ | 143.111.22.23
আমি যে এই নিয়ে গোটা চারেক লোকের কাছে হারানোর গল্প শুনলাম।
Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:১৪ | 198.169.6.69
হ্যাঁ 'ওয়ান ওয়ে টিকিট', সেন্মা।
আমি তো রেগুলার-ই লুফথান্সা তে যাই। কোনো প্রবলেম হয়নি কখুনো। এই তো গেলো গরমে-ই গেছিলম। তবে লাগেজ হারালে কি হবে জানিনা, কখুনো হারায়নি। তবে হ্যাঁ দামটা এট্টু বেশী।
aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:০৫ | 207.47.98.129
বাইনারী কি ওয়ান ওয়ে টিকিটের কথা বলছিল?
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:০৫ | 143.111.22.23
লুফৎহানসায় যাতায়াতের অভিজ্ঞতা আছে কারো? এরা তো দিনে ডাকাতি করে, প্রথমে সুটকেস হারায়, তারপর পাওয়া গেলে দেখা যায় খুলে চকোলেট সাবাড় সব! আবার বলে টাকাও দেবনা।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:০১ | 143.111.22.23
বাবাহ্! সাইমুলেট, একেবারেই অ্যান্টাই!
anaamik | ০৮ জানুয়ারি ২০০৯ ২৩:১৪ | 59.164.105.13
বোধি, স্ট্রেস্টেস্টিং করার জন্য লোডরানার বেশ পপুলার টুল। আর তুমি কি সিম্যুলেট করতে চাইছো (বা অ্যাপ্লিকেশনের কোথায় বট্ল্নেক আশঙ্কা করছ), তার ওপরে টিউনিং স্ট্র্যাটেজি নির্ভর করবে। চাইলে মেল করতে পারো।
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৫৭ | 198.169.6.69
সেন্মাটা-তে তাই তো বল্ল। আম্রিকান এনারাই-দের কথা।
pi | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৫৫ | 128.231.88.7
ক্যানো, এনারাই রা কি স্বর্গ বা নরকের রেসিডেন্ট ?
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৫৩ | 198.169.6.69
গানটা তো ছিলো-ই, এবার সেন্মা।
Biary | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৫১ | 198.169.6.69
না হলনা, এ হল বিতাড়িত এনারাই-দের মর্তে যাওয়া-র টিকিট।
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৫১ | 67.111.229.98
আমাদের কালে গান ছিল - ওর থেকে হরি ওম হরি এলো
pi | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৪৯ | 128.231.88.7
শুনেছি তো ! চাঁদের যাবার জন্যি পাওয়া যায়।
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৪৪ | 198.169.6.69
আমি কাল রাতে এট্টা সেন্মা দেখলাম। 'ওয়ান ওয়ে টিকিট'। কেউ কোনোদিন এর নাম শেনেছে ?
ওরাকেল-এ কি ধরনের লোড টেস্টিং ? আমারা সাধারণতঃ উইনরানারে স্ক্রিপ্ট লিখে, চাট্টে আলাদা মেশিনে চালিয়ে দি।
d | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৪০ | 117.195.36.61
ঃ))
আগে মানে এই অল্পকিছুদিন আগেও লোকজনকে রাগতে দেখলে হেব্বি লাগত। এখন কিজানি কেন খামোখা বেশী রাগারাগি দেখলে কিরকম বিরক্ত লাগতে থাকে। বয়স বাড়ছে ........
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৩৭ | 67.111.229.98
আমি আরেকটা - সিনিমা দেখিলাম অনেকটা - স্যাটায়ারাইকন বোধহয়। প্রচুর চিত্রধর্ম বিমূর্তধর্ম আছে ওতে। অতখানি দেখেছি বলে নিজের কনস্টিটিউশনকে ধন্যবাদ দিচ্ছি।
san | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৩৩ | 12.144.134.2
ভাল আইডিয়া।
এদিকে আমি ভাবছি খুব ঝগড়া পেলে পোস্টের পরে একটা ঝঃ লিখে দেব। দয়ালু ব্যক্তিরা যদি এগিয়ে আসে ;-)
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:৩০ | 67.111.229.98
মঃ টা কি আস্তে আস্তে মন্দা-র শর্ট হয়ে যাচ্ছে? মন্দা হি মন্দা। রাগা ও রাগানোতেই কি আমাদের মন্দাক্রান্ত সময়ের একমাত্র এন্টারটেনমেন্ট সম্ভাবনা লুকিয়ে আছে? তাহলে ঈশানের কোম্পানি উপন্যাসের লিস্টে একটা রাগের উপন্যাসও রেখে দিক।
sinfaut | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:২৫ | 117.195.192.72
আমার ওরাকলে জ্ঞান নাই।
একটা জঘন্য বোকা বোকা প্রোপাগান্ডা মার্কা সিনেমা অল্প একটুখানি টেনেটেনে দেখলাম - ৩০০। কি ভীষন হাস্যকর স্ক্রিপ্ট। উফফ্। এই সিনেমা আবার চিত্রধর্মের জন্য ডিডি সাজেস্ট করেছেন! হ্যাগো ডিডি,এটাই কী ওটা?
pi | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:২০ | 128.231.88.4
দমদি, MRI যন্তর কাটেনা, বকেনা, মারেনা, ধরেনা। এমনকি খেয়েও ফেলেনা। অতএব ভয় পেও না। ডাক্তার বলে থাকলে বীরদর্পে করিয়ে আসো।
d | ০৮ জানুয়ারি ২০০৯ ২২:১২ | 117.195.36.61
অপ্পন বোধহয় split জয়েন ইউটিলিটির কথা বলছে।
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ২১:২৭ | 67.111.229.98
আমার অ্যাপেরা এতই ছোট যে লোড টেস্ট করলে ওরাকলের অসম্মান করা হয়। তবে Quest এর জিনিসপত্র ওরাকলের জন্য ইউজফুল থাকে সাধারণতঃ। গুগ্লিয়ে ওপেন সোর্সও দেখিলাম। আমি সাজেস্ট করার জায়গায় নাই ঃ(
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ২১:১৫ | 65.194.243.232
আমি জানি না। আমি ওরাকলে কখনো কাজ করিনি।
h | ০৮ জানুয়ারি ২০০৯ ২১:১২ | 203.99.212.224
একটা প্রশ্ন ছিল (অর্পন/দু/পারমিতা/ন্যাড়া/অরিজিত/ব্ল্যাংকি/সিকি/সিফো/?), ওরাকল এর লোড টেস্টিং এর জন্য কোন টুল ভালো?
মানে সাইমুলেশন করা যাবে?
h | ০৮ জানুয়ারি ২০০৯ ২১:০৫ | 203.99.212.224
এই যে দিকে দিকে দু রা দীর্ঘজীবি হউন।
দমু, কোত্থাও ছাপা হয় নি। হওয়ার চান্স ও নেই। অথচ শমীর ন্যায় আমি যেদিন চলে যাব, সেদিন দেখবে আমি নয়, অন্য লোকে আমার চুল ছিঁড়চে।
হায়, ধিক এ বঙ্গ।
র, কি বাড়ি যাবা?
স্টৈক, ওক্কে। যোগাযোগ কোরো। আমি দেখা করার চেষ্টা করবো মাইরি বলছি। তোমাকে ন্যাড়ার্যো হতে দিচ্ছি না দোবো না।
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ২১:০৪ | 65.194.243.232
একটা টুল পাওয়া যেত। যেটা বড় বড় ফাইলকে ভেঙ্গে টুকরো টুকরো করত, আবার জোড়া লাগাত। একটু গুগল করলেই পাওয়া যাবে।
sinfaut | ০৮ জানুয়ারি ২০০৯ ২০:৫৮ | 117.195.192.72
রদা, মিসা সোলেমনিস পাঠানো সম্ভব হচ্ছেনা। সব থেকে ছোটোটাই ১৫ এমবি। বাকি গুলো ২৫ থেকে ৩০ এমবি। ঃ-(
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ২০:১৪ | 203.99.212.224
তাই তো বল্লুম। আদৌ বাজিয়েছিল কি?
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ২০:০৯ | 67.111.229.98
হনু, আমাকে না পাঠালেও আমি তোমার গল্পগুলি ঝেঁপে ছাপানোর তালে আছি। কয়েকটা যাস্ট লোককে পড়াতেই হবে। লোকের স্বার্থেই।
stoic | ০৮ জানুয়ারি ২০০৯ ২০:০৩ | 160.103.2.224
ইন ফ্যাক্ট আদৌ বাজিয়েছিল কিনা তাই নিয়েও মতভেদ আছে। কিন্তু খামোখা হনুর সাথে নিরোর তুলনা হচ্ছে কেন? ঃ-)
Blank | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৫৫ | 203.99.212.224
নিরো আদৌ কি বাজিয়েছিল? ওটা তো একটা মিথ মনে হয়
stoic | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৪৬ | 160.103.2.224
নিরো অ্যাকচুয়ালি কি বাজিয়েছিল তাই নিয়ে পন্ডিতমহলে মতভেদ আছে। অনেকে বলে ইলিউ পার্সিস বজিয়েছিল, যেটা গ্রীক কম্পোজিশান (?), ট্রোজান ওয়ার এর গীতিনাট্য টাইপ্স। ন্যাড়াদা বা ডিডি বলতে পারবেন বোধহয়।
anaamik | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৪৫ | 196.15.16.20
ইএএএএএএএএএএ !!!!!!!!!!!!!
পৃথিবীতে অন্ততঃ একজন মানুষ আমাকে ভয় পায় !!!!!!
d | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৪৩ | 203.143.184.11
আর বাজাতে দেওয়া হলে আমি খবর দেবো। এমনকি এখানে রাজভাইয়াকেও খবর দিয়ে পাঠাতে পারি।
কিন্তু হানুরামের কন্টি সৃষ্ট মহতীস্ব মহতী সাহিত্যকীর্তিরা কোথায় প্রকাশিত হচ্ছে?
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৪১ | 203.99.212.224
*বলেই থাকে = বলে দিয়েই থাকে!
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৪০ | 203.99.212.224
মাইরি র জানো, অ দাকে দুটো গল্প দিয়েছিলাম। তিন দিন ছুটি নিল, ফিরে এসে বল্লো, এখনো সারে নি, শরীরটা দুর্বল। গল্প গুলো সম্পর্কে কিছু বল্লো-ই না। বা আরো ঝাড় হল, যদি বলেই থাকে।
r | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৩৮ | 125.18.104.1
রব্স কি ঐ শুনেই লেখেছেল- ওগো নিরো কি বাজায়?
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৩৮ | 203.99.212.224
বাই দ্য ওয়ে, আমার গলায় ওরে আগুন আমার ভাই শুনে পুলক দা বলেছিলেন, শুধু তোর নয় রে বোধি, আমাদের সকলের ভাই আগুন, ওর ডাক নাম পুচু, আমরা সবাই আগুনেই ঝাঁপ দেবো। কেউ ঠিক মত উৎসাহ দেয় নি , বলেই আমার লাইফে কিছু হল না। এই এত মহৎ সাহিত্য কীর্তি কন্টি করেই চলেছি, কেউ মোটে পড়লৈ না ইত্যাদি। এমনকি পড়বার কথা বল্লে অসুস্থ হয়ে ছুটি নেয়।
h | ০৮ জানুয়ারি ২০০৯ ১৯:৩৩ | 203.99.212.224
নিরো কি বাজায়। আ উ আ মো আর এল ভি বি তখন জন্মায় নি। তাইলে নিরো কি দেখে চোথা করে। নিরো কি চৈতিদার মত আগুনের পরশ্মণি বাজায়?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন