এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:০০ | 203.143.184.11
  • ওহোহো।
    আমি গুচ ভাবতে গিয়ে বুঝলাম না। তাই।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৫৭ | 216.52.215.232
  • গুরু দেখনি? মণিরত্নমের ডিরেকশন?
  • d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৫৬ | 203.143.184.11
  • মানে?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৫৩ | 216.52.215.232
  • গুরুর মতন?
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪৯ | 203.99.212.224
  • সিঁফো কেও ভেজে দিলুম
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪৮ | 203.99.212.224
  • দুজনকেই ভেজে দিলুম। এবার পড়ে নাও। লাস্ট প্যারাটা পুরো হিন্দি সিনিমা মার্কা
  • sinfaut | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪৮ | 165.170.128.65
  • আম্মো পড়বো।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪৬ | 65.194.243.232
  • পাঠিয়ে দে। জিমেল খোলা যায়।
  • d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪৫ | 203.143.184.11
  • ব্ল্যাঙ্কি, আমার জিমেলেও পাঠা। পরে পড়ে দেখবো।
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪৩ | 203.99.212.224
  • মেলে পেলুম, তোমার জিমেলে অ্যাকসেস থাকলে পাঠিয়ে দিচ্চি। পিডিএফ
  • siki | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪২ | 220.226.86.62
  • দ্যাখো বাপু, ছেলে এবং মেয়ে, এদের এই অবস্থানগত তুল্যমূল্য বিচার খুবই বিপজ্জনক বিষয়। একটি শান্ত নির্বিরোধী ছাপোষা লোককে জিগ্যেস করে দ্যাখো, "আপনার ছেলেমেয়ে ক'টি?' উনি স্মিত হেসে বলবেন একটি কি দুটি বা তিনটি।

    এইবার এই প্রশ্নটাকেই ঘুরিয়ে করো, "আপনার মেয়েছেলে কটি?' দ্যাখো উনি কী ভাষায় উত্তর দেন!
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪১ | 65.194.243.232
  • যেটা পড়তে গেলি?
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪১ | 203.99.212.224
  • অথচ প্রতি উইকে আমার কত্ত কত্ত ইস্যু হয় ঃ(
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪০ | 12.144.134.2
  • সে সব এখন বলে। আগের আগের প্রজন্মে আমাদের দিদা-ঠাম্মারা থোড়ি বেবি হবে ইস্যু হবে এসব বলতেন ঃ-)
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪০ | 203.99.212.224
  • কি?
  • sayan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৪০ | 160.83.96.81
  • ছ্যানা।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৩৯ | 65.194.243.232
  • কোথায় পাওয়া যাচ্ছে?
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৩৯ | 203.99.212.224
  • আর একটা কথা বাজারে খুব চলে, 'ইস্যু'
  • sayan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৩৫ | 160.83.96.81
  • স্যানের ৩ঃ৪৮ পোস্ট প্রসঙ্গে,
    কেন, লোকে "অমুকের বেবি হবে' বলে শোনোনি?
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৩৩ | 203.99.212.224
  • কনফেসনালে কি সব যেন লিখেছে। পড়ার চেষ্টা করে ছেরে দিলুম।
    আমার কনফেসনালটা আমি হানুদা কে দিয়ে লেকাবো
  • siki | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৩১ | 220.226.86.62
  • সত্যম, শিবম্‌, সুন্দরম্‌!
  • h | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:২৪ | 203.99.212.224
  • সত্যম কেসটা কঠিন ঘাপলা হল মাইরি। আবার কনফেসনাল লিখেছে।
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:০৪ | 203.99.212.224
  • লোকটা কেমন ৫ পাতা একটা চিঠি লিখেচে
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:০৪ | 12.144.134.2
  • ছাঁটাই করার জন্য ওখানে আর কেউ পড়ে থাকলে হয় !
  • r | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:০৩ | 198.96.180.245
  • কে আর কাকে ছাঁটাই করে!
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫৮ | 216.52.215.232
  • শালা!

    (এইটা রামালিঙ্গর জন্য)
  • d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫৭ | 203.143.184.11
  • বন্ধু ... মানে প্রাক্তন কলিগ আছে।
    কেন নতুন আবার কি হল? সব্বাইকে ছাঁটাই করছে?
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫৬ | 12.144.134.2
  • এমন কিছু আহামরি লাইন নয়। তবু মানে ছোটবেলায় লোকে ইমোশনাল থাকে তো ঃ-)
  • r | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫৫ | 125.18.104.1
  • এই বাজারে কারো আত্মীয়বন্ধু সত্যমে নেই তো?
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫৪ | 203.99.212.224
  • কোন লাইন? কোন লাইন?
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫৩ | 12.144.134.2
  • চুক আর গেকের শেষ লাইনটা পড়ে গায়ে কাঁটা দিত
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫২ | 203.99.212.224
  • চুকের একটা কড়কড়ে আওয়াজ করা জিনিস ছিল, তাই না? ওটার ওপর খুব লোভ ছিল আমার।
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫১ | 203.99.212.224
  • আপাতত চল্লিশ অব্দি এম্নি ঘুঁষোঘুঁষি
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৪৯ | 12.144.134.2
  • সিকিকে দুটি ভার্চুয়াল ঘুঁষি পাঠাতাম, কিন্তু অসুস্থ ঃ-(
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৪৮ | 12.144.134.2
  • প্রজন্ম বোঝাতে প্রজন্ম না লিখে পুরুষ লেখাই তো শভিনিজম (মঃ)

    আগে লোকে বলত অমুকের ছেলে হবে, ছেলে মানে যে ছেলে বা মেয়ে সে সকলেই জানে তাও গা জ্বলে। ইদানিং বলা হয় বাচ্চা হবে ঃ-)
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৩৬ | 216.52.215.232
  • শালা! ঃ)

    (ডিঃ টেকনিক্যালি ইনকারেক্ট)
  • siki | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৩২ | 220.226.86.62
  • চুক আর গেক। অনেকদিন বাদে ধূলো ঝেড়ে পড়লাম বইটা। সেই ছোটবেলার উঠোনে রোদে শতরঞ্চি পেতে বসে কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বই পড়ার দিন ফিরে এল। আবার। গাড়োয়ান মানে বুঝতাম না তখন।

    অর্পণ আর স্যান, দুজনকেই আশীর্বাদ করি, তোমাদের অতি শীঘ্র চল্লিশ পূর্ণ হোক, চোখে চালশে পড়ুক।

    আজকে যে প্রতিবাদী কণ্ঠ
    চুপচাপ হয়ে যাবে কাল সে,
    সয়ে যাবে অসহ্য চশমা ...
  • Arpan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:১৬ | 216.52.215.232
  • পুরুষ কথার দ্বিতীয় একটি অর্থও হয়, যার মানে প্রজন্ম। যথা পূর্বপুরুষ বা উত্তরপুরুষ। খুব একটা অপ্রচলিত কিছু নয়।
  • d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:৩৯ | 203.143.184.11
  • হ্যাঁ মানসীকে যেটা বলার ছিল। আমি কলকাতায় কক্ষণো বাড়ীভাড়া নিয়ে থাকিনি। অল্প কমাস পিজি ছিলাম মাত্র। কিন্তু দিল্লী-গুড়গাঁওতে সাড়ে চার বছর আর পুণেতে একবছর আছি বাড়ীভাড়া নিয়ে একলা একলা। তো, আমিও প্রচুর লোকের মুখে শুনেছি এবং কাগজেপত্রেও পড়েছি এবং ২-১ টা সত্যি সত্যি দেখেওছি যে যে অনেক বাড়ীওলাই নাকি "পুং অভিভাবক' খোঁজে বাড়ীভাড়া দেবার সময়।

    তো, এইসম্পর্কে আমার বক্তব্য হল, এরকম বাড়ীওলাকে পত্রপাঠ ত্যাগ করা উচিৎ, একটাও কথা না বাড়িয়ে স্রেফ "আপনার বাড়ীটা আমার জন্য থিক নিরাপদ নয় বুঝতে পারছি' বলে কাটিয়ে দেওয়া উচিৎ। এইবারে আধুনিক কমপ্লেক্সগুলো, যাতে গেটে সিকিউরিটি, সিঁড়ির পাশে লিফট, চত্বরে ক্লাবহাউস ইত্যাদি থাকে সেগুলোতে লোকে অনেক বেশী উদাসীন হয় এইসব ব্যপারে। এইসব অ্যাপার্টমেন্টের মালিকরা ভাড়া দেবার সময় দেখে ভাড়াটা আপনি নিয়মিত দেবেন কিনা, ডিপোজিট কত দিতে পারবেন আর কোনরকম ঝামেলা না করে বছরখানেকবাদে উঠে যাবেন কিম্বা ভাড়া বাড়াবেন কিনা। অর্থাৎ আপনার সম্পর্কে অদৃশ্য একটা ক্রেডিট রেটিং এঁরা মনে মনে স্থির করে নেন। সেটা ঠিকঠাক হলে তখন যাঁরা একটু কৌতুহলী, তাঁরা আপনার সম্পর্কে খোঁজ নিতে চাইবেন। এইসব জায়গাতেও এক আধজন পাবলিক থাকে এইরকম , তবে তাদের এড়িয়েও দিব্বি থাকা যায়।

    যেসব বাড়ীগুলো ঐ একটা বাড়ীর দুটো বা তিনটে ঘরের সাথে বাথরুম-রান্নাঘর বানিয়ে দিয়ে ভাড়া দেবার জন্য তৈরী করা হয়েছে, তাদের মধ্যে এইসব দাবীদাওয়া বেশী দেখা যায়।
  • pi | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:৩৭ | 69.251.184.3
  • অ্যাঁ !!!
    ঘুমাতে যাই বাবা।
  • pi | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:৩৫ | 69.251.184.3
  • ব্ল্যাংক বাবু, আবার যেদিন কলকাতা সাইবেরিয়া হয়ে দিন শুরু করবে,সেদিন একটা ধোঁয়াশা কুয়াশা কাটা ছবি টুক করে লেন্সে বন্দী করে ফেলোক্ষণ !
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:৩০ | 12.144.134.2
  • পাইদির পায়ের ধুলো পাওয়া যায় ?
  • r | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:২৫ | 125.18.104.1
  • সাইবেরিয়া না সাহারাবেরিয়া! আজ বেলা বাড়তে ফ্যান চালাতে হল। জঘইন্য!
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:০১ | 203.99.212.224
  • এখন কেমন রোদ্দুর উঠে গেচে ঃ(
    সক্কাল বেলা কি দারুন মেঘলা কুয়াশা। একদম সাইবেরিয়া যেন ঃ(
  • Amit Basu | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:২৯ | 59.93.200.233
  • Blank,
    কলকাতাটা আজ তোর সাইবেরিয়া মনে হচ্ছে ?? সকালের দিকে কিছু খেয়েছিস না কি?
  • d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:০৫ | 203.143.184.11
  • আমি পলিটিক্যাল কারেক্টনেসের জন্য বলিই নি। আমার যা চোখে লাগে/ লেগেছে তাই বলে থাকি এবং বলেছি।

    ভাববাচ্যে বাক্যবিনিময় হয় ঝগড়ার সময়। আমি ঝগড়ায় উৎসাহী নই।

    অতএব আমার তরফ থেকে আর কোন বক্তব্য নেই।
  • san | ০৭ জানুয়ারি ২০০৯ ১২:৫৩ | 12.144.134.2
  • আবার শভিনিজম। এরা এরকম 'বাপ তুলে' ,'পিতৃদেব' বা ঊর্দ্ধতন 'পুরুষ' এইভাবে ভাবছে কেন? নন্দন বলতে কি শুধু 'বাবার' ছেলে বোঝায়? জানতাম না।

    এর মানে অবশ্য এই নয় যে আমার বাবা ব্যতীত পরিবারের বাকি সদস্যদেরও গাল দেবার ইচ্ছে ছিল।বলাবাহুল্য, যে তা ছিলনা। তবে কিনা নিটপিকিং যখন হচ্ছেই, হবেই, তখন - একটি শভিনিস্টকে অমুকতমুক বলা আমার অধিকার, এবং অপ্পন একটি অমুকতমুক - এই বাক্য দুটোর টেকনিকাল তফাৎ ই বা কেন ভাবা হবে না? নিটপিকিং করতে হলে ভাল করেই করা হোক।

    মাইরি গালাগালির আবার টেকনিকাল কারেক্টনেস তাও আবার গুরুতে। ভাবা যায়না।
  • kd | ০৭ জানুয়ারি ২০০৯ ১২:২০ | 59.93.179.97
  • বেচারা স্যান। free speech কে সাপোর্ট করতে গিয়ে ঝুলে গ্যালো। তা ছাড়া ও তো গালি দেয় নি, উপমা দিয়েছিলো মাত্র।

    যাক্‌গে। এই ভাটুয়েরা বড় হলো না রে, গালাগালিরও লিটারাল মানে করেঃ)

    ছবিবাবু একবার এক বন্ধুকে বলেছিলেন, ওসব বলিস কেন, বাচ্চা শূয়ার বললেই পারিস। উল্টোরথে পড়া।
  • Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১২:১৮ | 203.99.212.224
  • এসেচি তো আপিসে। আজ কোলকাতা টা সত্যি সত্যি সাইবেরিয়া হয়ে গেছে। সেই চুক আর গেকের মতন।
    দুরের পাইন বন, খরগোশের তুলে ল্যাজ আর রঙিন জমানো সব দেশলাই বাক্স।
    আর সাইবেরিয়ার হাওয়ার জন্য দুপুর দিকে থ্যাংকু। ঐ জন্য আজ কোলকাতা পুরো সাইবেরিয়া
  • d | ০৭ জানুয়ারি ২০০৯ ১২:১৩ | 203.143.184.11
  • কলকাতার লোকজন আপিসে আসে নি কেন? আজ কিসের ছুটি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত