এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • anaamik | ০২ জানুয়ারি ২০০৯ ১৫:৪১ | 196.15.16.20
  • কোনার্ক।
  • Arijit | ০২ জানুয়ারি ২০০৯ ১৫:২৭ | 61.95.144.123
  • আমি বিনসর/কৌশানি গেছি, কিন্তু খুব একটা ভালো লাগেনি। সাদা পাহাড়গুলো সব বড্ড দূরে দূরে। ইণ্ডো - গাড়োয়ালের দিকে যা।
  • Arijit | ০২ জানুয়ারি ২০০৯ ১৫:০৬ | 61.95.144.123
  • চিলিকা আর কোনারকে থাকার ব্যবস্থা হয়ে গেল। বাঁচা গেল। ২৩শে ভোরে বেরোব, দুদিন চিলিকা, তাপ্পর ২৫শে ভোরে বেরিয়ে কোনারক, ২৬শে বাড়ি।
  • Riju | ০২ জানুয়ারি ২০০৯ ১৪:১০ | 203.145.145.33
  • সবাই কে হ্যাপি নিউ ইয়ার।

    ইন্দোদা, কলকাতা টু কলকাতা ট্রেন ধরলে সাত দিনে চাপ হয়ে যাবে। বাঘ এক্সপ্রেস ভালো রকম লেট করে। লক্ষনৌ হয়ে হলদোয়ানি বা নৈনি এক্সপ্রেস করলেও টাইম বাঁচে না। আবার কলকাতা থেকে পন্থ নগর ডিরেক্ট ফ্লাইট নেই।দিল্লী বা লক্ষে্‌ন± ফ্লাইটে গিয়ে তাপ্পর ট্রেন / রোডের কথা ভাবতে পারো।সমতল থেকে বিনসরে উঠতে ১ দিন লেগে যাবে,বিনসর থেকে কৌশানি ১/২ দিন, বিন্সর থেকে চৌকোরি যাত্রা আরো ১/২ দিন।মুন্সিয়ারি ১ দিন।তারপর ফেরার সময় টাও ধর।
    বিনসর এ কুমায়ুনের বাংলো টায় থাকতে পারলে মজা,ওটা থেকে সান রাইস দুরন্ত দেখা যায়।
  • r | ০২ জানুয়ারি ২০০৯ ১৩:১৬ | 125.18.104.1
  • তবে বিনসর ইত্যাদি যেতে হলে ফেব্রুয়ারির পনেরোর পরে অবশ্যই। তার আগে বরফে রাস্তা ঢেকে থাকে, গাড়ি চলে না।
  • r | ০২ জানুয়ারি ২০০৯ ১৩:১৩ | 125.18.104.1
  • আম্মো কদ্দিন বেউবেউ যাই না! গত হপ্তায় একদিনের জন্য এট্টু পিয়ালি থেকে ঘুরে এলুম। এই মাসে ভাবছি চার পাঁচদিনের জন্য কোথাও যাব। বাস!
  • Blank | ০২ জানুয়ারি ২০০৯ ১৩:১১ | 203.99.212.224
  • আমি কোথাও বেড়াতে যেতে পারি না। আমার কোনো ছুটি নেই। ঃ(
    মনে দুঃখে আমি পরের পরের সপ্তাহে গড় পঞ্চকোট যাবো
  • d | ০২ জানুয়ারি ২০০৯ ১৩:০৯ | 203.143.184.11
  • চৌকরি-বিনসর আমিও যেতে চাই। কৌশানি আরেকবার হলেও আপত্তি না। কিন্তু আমাকে যেতে হবে ১৫ই মার্চের পর। ঃ( ১৫ মার্চ অবধি ছুটি নাই। ঃ(
  • r | ০২ জানুয়ারি ২০০৯ ১৩:০৪ | 125.18.104.1
  • আমার মতে হয় কৌশানি-বিনসর-চৌকরি বা চৌকরি-বিনসর-কৌশানি। তিনটে জায়গাই বাগেশ্বরের মধ্যে পড়ছে। মুন্সিয়ারি বাদ রাখাই ভালো।
  • r | ০২ জানুয়ারি ২০০৯ ১২:৫৭ | 125.18.104.1
  • কৌশানি-বিনসর-চকৌরি-মুন্সিয়ারি ছয়-সাতদিনে বেশ তাড়াহুড়ো, বিশেষতঃ বাচ্চা নিয়ে। মুন্সিয়ারি কিন্তু অনেকটা দূর রাস্তা। তবে ফেব্রুয়ারি-মার্চ হল বিনসরে যাবার বেস্ট সময়। ঝক্‌ঝকে নীল আকাশের গায়ে হেলান দিয়ে একশ আশি ডিগ্রি জুড়ে দুধসাদা দৈত্যদের ভিড়। ব্রিলিয়ান্ট!
  • Blank | ০২ জানুয়ারি ২০০৯ ১২:৪৫ | 203.99.212.224
  • ফেব্রুয়ারীর শেষে প্রচুর ঠান্ডা হবে, সেসব ভেবে নিয়ে তারপর প্ল্যানাও
  • dd | ০২ জানুয়ারি ২০০৯ ১২:৪৩ | 122.167.82.186
  • ইন্দোদা
    আমি এট্টু ব্যাগড়া কাটি ?
    ছানাপোনা নিয়ে গ্যালে এট্টু শহর গোছের যায়গাতেই যাওয়া ভালো। এই মুসৌরী,নৈনিতাল ইত্যাদি। পাহাড় দ্যাখাও হলো আবার সব কিছুই হাতের কাছে। সাথে তো ডাগতারই আছে - ভয়টা কি - এই রকম ডোন্টো কেয়ার ভাব ভংগী খুব একটা ইসের নয়।

    অভিজ্ঞতার থেকেই কইছি।
  • I | ০২ জানুয়ারি ২০০৯ ১২:৩৭ | 59.93.166.25
  • কৌশানি-বিনসর-চৌকরি-মুন্সিয়ারি সাতদিনে (প্রেফারেবলি ৬ দিনে)সারা যাবে, খুব হেকটিক হয়ে যাবে কি? (ট্রেনযোগে বলছি, কলকাতা টু কলকাতা)। না কি বলছেন, বায়ুপথ-ই ভালো? সেক্ষেত্রে কলকাতা-পন্থনগর ফ্লাইটের কি বন্দোবস্ত আছে?

    আর, কিরকম সার্কিট ম্যাপ হওয়া উচিত? মানে কোনটা আগে, কোনটা পরে? ফেব্রুয়ারির শেষ কিরকম সময় হবে, ওসব জায়গায় যাওয়ার পক্ষে?

    এসব ইনফো কে দেবেন? কে আছো জওয়ান, হও আগুয়ান,আছে কার হিম্মত !! (মহিলা ও বয়স্করা রাগ করবেন না, জওয়ান শব্দটি লিঙ্গ ও বয়সহীন, সংসদ বলছে।)
  • b | ০২ জানুয়ারি ২০০৯ ১০:৪০ | 203.199.255.98
  • এবারে রামকৃষ্ণ মিশনের প্রোগ্রামে (১২ জানুয়ারী) কোন কোন শিল্পী আসছেন,টিকিটের দাম ইত্যাদি খবর কেউ একটু দিতে পারবেন?
  • Arijit | ০২ জানুয়ারি ২০০৯ ০৯:৪১ | 61.95.144.123
  • http://www.anandabazar.com/2raj1.htm

    রাস্তায় দেখলুম দিব্যি আরামসে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ফটাস ফটাস করে আওয়াজ করে অটো যাচ্ছে। অন্য কোথাও হলে হয়তো আটকানোর পাশাপাশি লোককে বলা হত না চড়তে। যেমন সামনের সীটে ডানদিকে...
  • Arijit | ০২ জানুয়ারি ২০০৯ ০৯:৩৭ | 61.95.144.123
  • অ্যাডভান্সড জানিয়েছিলুম, আজ আবার হ্যাপি নিউ ইয়ারঃ-)
  • Tim | ০২ জানুয়ারি ২০০৯ ০৭:৫২ | 117.194.226.69
  • গণতন্ত্রে থাক বা না থাক, তন্ত্রে পোচ্চুর পাওয়া যায়। মানে সেরকমটাই শুনিচি।
    সেদিন নবপত্রে গিয়ে হতাশ হলাম। আদ্দেক বই আউট অফ প্রিন্ট, কবে ছাপা হবে বলতে পারছে না। ঃ(
  • pi | ০২ জানুয়ারি ২০০৯ ০৩:৫৩ | 69.251.184.3
  • নতুন বছর শুভ হোক, সব্বার।

    কিন্তু ব্ল্যাংক আর স্যান এরকম একে অপরেরটা রিডানডেন্ট করে দেওয়া রেসলিউশান ন্যায় কেন ?
  • Blank | ০১ জানুয়ারি ২০০৯ ২৩:১২ | 59.93.182.80
  • সংসদের অভিধান। নতুন বছর থেকে আমি মন দিয়ে সংসদ অভিধান পড়চি
  • d | ০১ জানুয়ারি ২০০৯ ২৩:০৮ | 117.195.32.221
  • সংসদে থাকবে কি করে? কেউ ঘুঞ্চুমুনু বাঁদরদের ভোট দেয় না তো। তুই ওদের ভোট দিয়েছিলি নাকি?
  • Blank | ০১ জানুয়ারি ২০০৯ ২৩:০৫ | 59.93.182.80
  • ঘুঞ্চুমুনু সংসদে নেই
  • Blank | ০১ জানুয়ারি ২০০৯ ২৩:০৪ | 59.93.182.80
  • রঞ্জন দা মেল দেখে না?
  • Blank | ০১ জানুয়ারি ২০০৯ ২৩:০৪ | 59.93.182.80
  • কিন্তু উহারা স্বৈরতন্ত্রী রাজার বানর। গন তন্ত্রে উহাদের জায়গা নাই
  • ranjan roy | ০১ জানুয়ারি ২০০৯ ২২:৫০ | 122.168.76.103
  • কেন হনু? ভাল কবিদের সাথে বাঁদরের বেশ যোগ আছে।
    "" শিয়রে বসিয়া তার তিনটি বাঁদরে,
    উকুন বাছিতে ছিল পরম আদরে''।
  • d | ০১ জানুয়ারি ২০০৯ ২২:৩৬ | 117.195.32.221
  • আমার কত্ত ছেলেবেলার শখ একটা ঘুঞ্চুমুনু দেখে বাঁদর পোষার।
  • I | ০১ জানুয়ারি ২০০৯ ২১:৫১ | 59.93.206.90
  • বাঁদরাঁচড় নিয়ে বেশী হাসাহাসি কত্তে নাই। হনুষ্টংকার হবে।
  • Blank | ০১ জানুয়ারি ২০০৯ ১৯:২৮ | 59.93.182.80
  • বছর শুরু ই হলো বোম্ব ব্লাস্ট দিয়ে। সত্যি, হ্যাপি নিউ ইয়ার ই বটে
  • Blank | ০১ জানুয়ারি ২০০৯ ১৯:২৬ | 59.93.182.80
  • সব্বাইকে শুভ ২০০৯
  • kS | ০১ জানুয়ারি ২০০৯ ১৬:৪৭ | 122.169.66.8
  • নতুন বছরের শুভেচ্ছা সক্কলকে।
  • Pagla Baba | ০১ জানুয়ারি ২০০৯ ১৫:৩৬ | 59.177.165.176
  • গুঃ চঃ র সকলকে জানাই ইং নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বর্ষ সকলের জন্য মঙ্গলময় হোক।
  • h | ০১ জানুয়ারি ২০০৯ ১৩:৫৭ | 61.95.144.10
  • সঞ্জয় ভট্টাচার্য্য প্রসঙ্গে হঠাৎ বাঁদরের আঁচড় নিয়ে আলোচনাটা ব্যাপক লাগলো।
  • h | ০১ জানুয়ারি ২০০৯ ১৩:৩৭ | 61.95.144.10
  • আর কেন? সবই মায়া। যাক আগামী রবিবার আরেক সমব্যথী দাওয়াত দিয়েচে।
  • r | ০১ জানুয়ারি ২০০৯ ১৩:৩২ | 125.18.104.1
  • সব্বাইকে নতুন বছরের শুভেচ্ছা- ২০০৯ শান্তিতে বাঁচুন, স্বস্তিতে থাকুন।
  • siki | ০১ জানুয়ারি ২০০৯ ১২:৪২ | 122.162.82.37
  • সেরে উঠছি তাড়াতাড়িই। সবাইকে ধন্যবাদ।

    ওষুধ খেয়ে একটা উপকার হচ্ছে; রাক্ষসের মতন খিদে পাচ্ছে, সর্বক্ষণ।
  • aja | ০১ জানুয়ারি ২০০৯ ১০:৫৪ | 71.106.244.161
  • ২০০৯ হ্যাপি নিউ ইয়ার!! এ মালেরা ঠাট্টা করছে মাইরি।
  • actually | ০১ জানুয়ারি ২০০৯ ১০:৩৪ | 59.94.76.22
  • সব্বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।
  • Binary | ০১ জানুয়ারি ২০০৯ ১০:২৭ | 70.64.8.206
  • সক্কলকে হ্যাপ্পি নববর্ষ।
  • Somnath | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 85.154.255.42
  • হ্যাপি নিউ ইয়ার সবাইকে ...........
  • aja | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৪৫ | 71.106.244.161
  • ন্যাঃ। মাল খেয়ে একা একা গুরুতে ঘুরে বেড়ানো ঠিক হচ্ছে না। শেষে কিছু ভেঙ্গে ফেললে মামু স্যু করে দেবে।
  • shrabani | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৪৪ | 124.30.233.101
  • A very happy new year to all !!!!
  • aja | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৩৮ | 71.106.244.161
  • দেখতে পাচ্ছি আমার স্ট্রীম অফ থট ইন্টারন্যালি কোহেরেন্ট। কনফিউজড হলে তো এমন হবার কথা নয়। কি গেরোতে পড়লাম বাবা।
  • aja | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৩৬ | 71.106.244.161
  • তবে কি হনুর কনফিউশন বলে যেটা মনে হচ্ছে সেটা আসলে আমারই কনফিউশন? এ মায় প্রপঞ্চমায়া - ইত্যাদি, ইত্যাদি।
  • aja | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 71.106.244.161
  • কিন্তু তাই বা কি করে হয়? আমি তো মদ খেয়েছি।
  • aja | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 71.106.244.161
  • কিন্তু হনু মদ খায়নি কেন? রিসেশন কি গুরুর প্রিভিলেজড এলিটদের ছুঁয়ে দিল?
  • aja | ০১ জানুয়ারি ২০০৯ ০৯:৩১ | 71.106.244.161
  • আমার তো মদ খেলেই কনফিউশন হয়, হনুর দেখছি না খেলেই হয়।
  • h | ০১ জানুয়ারি ২০০৯ ০৮:০৪ | 61.95.144.10
  • সরি। একটু কনডেসেন্ডিং হয়ে গ্যাছে বোধায়। আসলে কেস হল এরকম বর্ষশেষ আমি পাঁচ বছর বয়সের পরে আর কাটাই নি। নো মদ্য অ্যাট অল। কাল কিরকম কাশী যেতে ইচ্ছে করছিল আর মনে হচ্ছিল এই জগৎ সংসারে আর মায়া বাড়িয়ে লাভ কি ইত্যাদি।
  • Tim | ০১ জানুয়ারি ২০০৯ ০৬:৫৮ | 117.194.225.112
  • সব্বাইকে শুভ নববর্ষ। নতুন বছর ভালো কাটুক।
    অজ্জিতদা, থ্যাংকু।
  • Arpan | ০১ জানুয়ারি ২০০৯ ০৩:০৭ | 74.2.154.202
  • প্লেন ধরার তাড়ায় না হলে একটু ছড়িয়েই ফেলেছি। তাতে এত আবাজ দেবার কী আছে, হ্যাঁ?

    হানুর কুশল সংবাদ নেবার প্রক্রিয়াটি বেশ মধুর। অপত্যস্নেহ যেন ঝরে ঝরে পড়ছে।
  • a x | ০১ জানুয়ারি ২০০৯ ০১:২৯ | 76.254.114.136
  • ঈশান/মিঠু কি ঠিকঠাক আছ?
  • h | ০১ জানুয়ারি ২০০৯ ০০:৪০ | 61.95.144.10
  • শমীক কেমন আছিস? শরীর কেমন? ভালো থাক বাবা সোনা।

    সকলকে শুভ নব বর্ষ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত