এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:৩৫ | 65.194.243.232
  • মেন্টেনান্স প্রোজেক্টে এনসি আসা চাপের ব্যপার।
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:৩১ | 70.64.8.206
  • অ্যাই, এস্কালেশন। সেটা তো আমি বললাম-ই, রিস্ক ফ্যাক্টার। আবার অনেক সময়, অনসাইট কোঃ আর কন্সালটান্টের সঙ্গে ক্লায়েন্ট প্রোম্যাদের এমন র‌্যাপো থাকে যে ছোটোখাটো ডেলিভারি মিস করলে সেগুলো গুম হয়ে যায়। সেটাও ঠিক নয়। মোদ্দা কথা ট্র্যান্সপারেন্সি। অডিট দিয়ে যদি ইম্পোজ করা যায় ভাল-ই তো। কিন্তু এক্সট্রা কাজ তৈরী হলেই ছেলে পিলেরা গাঁইগুঁই করে।
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:২৫ | 65.194.243.232
  • কী করে?
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:২১ | 59.161.58.118
  • আরে আমাদের প্রোজেক্ট আর এই প্রোজেক্ট একই অ্যাকাউন্টের। আমাদেরটা ইস্ট বিলিং আর এনার হল গিয়ে মিড ওয়েস্টের ডেটা সার্ভিস। পিওর অ্যান্ড সিম্পল মেইনটেন্যান্স কাজ। রিসোর্স ইউটিলাইজেশান দেখলাম ৬৯% মত। মানে আমরাই বসে ক্যালকুলেট করে বের করলাম। ঃ) ইদিকে এই ক্লায়েন্টের প্রত্যেক স্টেজে ডেলিভারীর সময় গুচ্ছ ডকু লাগে। এই প্রোজেক্ট ডকু না দিয়ে দিয়ে ছোটখাট এস্ক্যালেশান থেকে এখন একেবারে ভিপি লেভেলে এস্ক্যালেশান হয়েছে। সেসব কিকরে ম্যানেজ করেছে কে জানে! তারপর এদের ৩ ধাপে ক্লায়েন্ট প্রোসেসের সাথে পরিচিত করানো হয়েছে।
    তারপরেও ....
    উফ!
  • sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:২১ | 24.0.145.33
  • হুঁ, তাই জানি। কিন্তু লোকে গায়ের জোরে দ্বিতীয়টা বললে কাটবে কি করে?
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:১৯ | 65.194.243.232
  • প্রথমটা।
  • sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:১৮ | 24.0.145.33
  • বাই-উইকলি মানে কি? ওয়ান্স ইন টু উইকস না টোয়াইস ইন এ উইক?
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:১৮ | 65.194.243.232
  • ** মানে দুটোই হোমমেড ছিল
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:১৬ | 65.194.243.232
  • অভ্যু, মিঠু আর টিমকে থ্যাংকু।

    আর বলতে ভুলে গেছিলাম, অনেকবছর বাদে এইবার পায়েস আর কেক দুইই ছিল। ভার্চুয়াল নয়, রিয়াল। আমার পুরো "এ মণিহার আমায়' টাইপের অবস্থা। ঃ)
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৮:১৫ | 70.64.8.206
  • একটা উদাহরন,
    একটা মেন্টেনেনস প্রজেক্ট চলছিলো। লংটার্ম। তো সুরুতে প্ল্যানে ছিলো, প্রতি উইক অফসোর-অনসাইট ক্লায়েন্ট প্রোম্যা, স্ট্যাটাস মিটিং হবে। প্রথম চায় মাস রেগুলার হল। তার্পর কাজের চাপে, অনসাইট-কোঃ, মিটিং অ্যারেন্‌জ করতে পারেনি ৫/৬ উইক। আর ক্লয়েন্ট প্রোম্যাঃ-ও ততো আগ্রহী ছিলো না। তো ৫/৬ উইক কোনো মিনিট্‌স আপডেট হয়নি। এর্পর আমি অনসাইট-কোঃ, কে বললাম, ক্লায়েন্ট অ্যাপ্রুভাল নিয়ে মিটিনটা বাই-উইকলি বা মান্থলি করতে। তারপর, সেই হিসাবে প্রোজেক্ট প্ল্যান আপডেট হলো। তরপর টাইম শীট ইত্যাদি ইত্যাদি। তো অডিট সেই ৫/৬ উইকের জন্য এনসি দিলো।
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৭:৫৮ | 70.64.8.206
  • তাই বলে বেসিক এনসি থাকা কখনই সমর্থন যোগ্য নয়। মানে যেমন, কেউ যদি রিস্ক ফ্যাক্টার রেগুলার আপডেট না করে, সেটা তো ঠিক নয় বটেই।
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৭:৫৬ | 65.194.243.232
  • ঠিকই বলেছ। কিন্তু যদি প্রসেস ডিভিয়েশন করতে হয়ই সেইটা পিএম প্ল্যানে টেলরিং নোটে যাওয়া উচিত। পিএম প্ল্যান গ্রুপ রিভিউ করার করার সময় সেইগুলি দেখে তবেই অ্যাপ্রুভাল দেওয়া হয়। যদি টেলরিং নোটে না লেখ (পরেও আপডেট করা যায়) তাহলে ধরে নেওয়াটা অযৌক্তিক নয় যে সেইগুলি নোন ডিভিয়েশন নয়, বরম নন-কম্পলায়েন্স।
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৭:৫১ | 70.64.8.206
  • আরে না, ডেলিভারির লোক-ই তো অডিট করবে। নেহাত আমি নিজে কোনোদিন অডিট করিনি তাই। কিন্তু, জেনারালি, প্রতিটা প্রজেক্ট একটা নিজস্ব কোয়ালিটি ফ্রেম, ইত্যাদি আউটলাইন মেনে নিয়ে চলে। ক্লায়েন্ট-টু-ক্লায়েন্ট, এই বর্ডার লাইনটা চেন্‌জ করে। অডিটের সময় সেই বাফারটা রাখা প্রয়োজন। যেমন, যদি কোনো মেন্টেনসের ডেলিভারির লোক, সেই ফ্রেমে ইমপ্লিমেন্টেনসের প্রজেক্ট অডিট করে তবে মুস্কিল। আবার এক এক ক্লায়েন্টের ডেলিভারেবল ফোকাস এক-একরকম। মোদ্দা কথা অডিট নিশ্চই প্রাইমারি, তবে ক্লায়েন্টেসনটা-ও মনে রাখা দরকার। সে ক্ষেত্রে ফোকাসটা একটু নড়ে গেলে গ্রেস দেওয়া উচিত।
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৭:৩৬ | 59.161.58.118
  • বাইনারি,

    কোন যুগে পড়ে আছ হে? আমার নিজের প্রোজেক্টেই তো তো আজ ২খান জিনিষ লাইভ যাবে। সেই ডেলিভারীর'র বাইরের লোক অডিট কত্তো তো বহু যুগ আগে।
  • Du | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৩:৩১ | 67.111.229.98
  • ওঃ সরি, টিমের পোস্ট অনেক আগের।
  • Du | ২৪ ডিসেম্বর ২০০৮ ০৩:৩০ | 67.111.229.98
  • টিম, তোমার ওখানে কি অবস্থা? বরফ না রোদ?
  • m | ২৪ ডিসেম্বর ২০০৮ ০২:৪৬ | 12.217.30.133
  • দময়ন্তী,
    প্রচুর বরফ- আরো আসছে।এখনো ডুবে যাই নি,তবে রবিবার থেকে জ্বরে পড়েছিঃ)
  • m | ২৪ ডিসেম্বর ২০০৮ ০২:৪৫ | 12.217.30.133
  • ইন্দ্রানী,অপ্পন দুজনকেই বাটিভরা পায়েস সহ একরাশ শুভেচ্ছা।
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ০২:২৪ | 198.169.6.69
  • দ, রাগ কোরোনি। এইসক্কল অডিট আর এনসি-র ঠেলায়, যারা পোজেক্টের ডেলিভারিতে থাকে তাদের অবস্থা গুরুচরন। এদিকে ক্লায়েন্টের ডেডলাইন আর সলিউশনের হুড়ো, আবার ইদিকে অডিটের হুড়ো। এনিয়ে আমার মাঝেমাঝে কোয়ালিটি-র সঙ্গে খিটিমিটি লেগেই থাকে।
  • aja | ২৪ ডিসেম্বর ২০০৮ ০১:৫৪ | 207.47.98.129
  • উইক রিসোর্সকে মেন্টরিং করতে হয়।
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০১:৪৯ | 65.194.243.232
  • পড়াশোনা কর। মেটেরিয়াল তো আছেই। সব ফাঁকে তালে জানার অপপ্রয়াস। ঃ-P
  • aja | ২৪ ডিসেম্বর ২০০৮ ০১:৪৪ | 207.47.98.129
  • NC আর SPM কি জিনিষ?
  • Du | ২৪ ডিসেম্বর ২০০৮ ০১:১১ | 67.111.229.98
  • ঃ)
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ০১:১০ | 65.194.243.232
  • সকলটাও তো রিপ্লেস করা যেত। হ দিয়ে। ঃ)
  • Du | ২৪ ডিসেম্বর ২০০৮ ০১:০৯ | 67.111.229.98
  • হ্যাঃ (ফর হ্যালোলুইয়াহ)
  • Du | ২৪ ডিসেম্বর ২০০৮ ০১:০৭ | 67.111.229.98
  • সকলকে হ্যাঃ হঃ । (আসলে সিঁফোর হাসি দেখে হিংসেয় যা পারি হ ইউজ করলাম ঃ))
  • sayan | ২৩ ডিসেম্বর ২০০৮ ২০:০৫ | 160.83.72.212
  • সতেরোটা!! ঐ প্রজেক্টের হেলথ কার্ড কোয়ালিটি গ্রুপে যায় না!
  • sinfaut | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৯:৫৫ | 117.195.197.255
  • আগেরবছর যাদের কাছে পুণে গেছিলাম তারাই এবার হায়দ্রাবাদ আসছে। ঃ-)
  • d | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৮:৪৭ | 203.143.184.11
  • পুণেতে একপীস "ওহ্‌ ক্যালকাটা' খুলেছে। কিন্তু এদের তো বড্ড দাম! ঃ( একপীস ভ ম খুললে পারত। ঃ( ঃ(

    ও সিঁফো, সাহানা, তোমরা চলে এসো না।
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৮:১০ | 203.99.212.224
  • জ্জিও ঃ) ঃ)
    :-D
  • d | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৮:০৭ | 203.143.184.11
  • অডিট কত্তে গেছিলাম। ১৭টা NC এলো। ১৫টা মেজর।কি নির্ভয়ে বুক ফুলিয়ে বলে গেল "ওহো জানি না তো' , "ওহো করিনি তো' । মাইরী মাক্কালী আমি এরকম পাবলিক জীবনে দেখিনি।

    আমি আর এক হুদো SPM গেছিলাম। সে ভদ্রলোক কাঁচুমাচু হয়ে কাল একটা মিটিং ডেকেছে, সত্যিই অতগুলো NC আমরা রেকর্ড করব কিনা ...... সেই সাহসী পুরুষ বললেন "আরে আবার মিটিং করে কি হবে? সোজা স্পেকট্রামে তুলে দিন'।

    উফ্‌!
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৫৯ | 203.99.212.224
  • সে কে?
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৫৮ | 61.95.144.123
  • কে? কে? কোথায়? আমি দেখবো।
  • d | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৫৮ | 203.143.184.11
  • আমি আজ এক পরম সাহসী পুরুষের মুখোমুখী হলাম। এখনও আমার বিস্ময়ের ঘোর কাটছে না!! এত সাহসী মানুষে হায়?? হতে পারে??
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৫২ | 61.95.144.123
  • কি আর বলবো - উদিকে শোয়াইক যুদ্ধু করবে বলে লাপাচ্চে - এখন কি খাওয়ার কথা বলা যায়?
  • san | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৫১ | 12.144.134.2
  • না না, বেশি খাই নি। বেশি খাব কি করে। প্যাকেট খুললেই যদি সারা টিম ঝাঁপিয়ে পড়ে তো ....... ঃ-(
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৫১ | 203.99.212.224
  • বিক্কেল বেলা খান চার পাঁচ চপ, গরম ঘুগনি এইসব খেতে হয়
  • san | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৫০ | 12.144.134.2
  • কেউই কিছু বলে দিচ্ছেনা। মনের দুঃখে কিছু ফুচকাকে খেয়ে আসি ঃ-(
  • shrabani | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৪৯ | 124.30.233.101
  • বিরিয়ানী, যদি অনেক বেশী আনারদানা খেয়ে থাক তাহলে!
  • san | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৪৪ | 12.144.134.2
  • আমকে এখন কি খেতে হবে?
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৪১ | 203.99.212.224
  • নতুন হার্ড ডিস্ক লাগবে ঃ)
  • r | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৩৮ | 198.96.180.245
  • ডিসেম্বর মাসটা বড় বেশি আপলোড হচ্ছে। বছরের শুরুতে স্রেফ ডাউনলোড চলবে।
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৩৫ | 203.99.212.224
  • এবারে চপ খেতে হবে আমাকে।
  • san | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:৩২ | 12.144.134.2
  • হ্যাঁ, খেতে ভাল, কিন্তু কথা হল, খিদে যায় না যে ঃ-(
  • shrabani | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:২৫ | 124.30.233.101
  • আনারদানা খেতে তো খুব ভাল, ক্রীম ক্র্যাকারের চেয়ে ভাল!থাকলে আমি ওটাই খেতাম।
  • san | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:২৩ | 12.144.134.2
  • আমার কাছে এমনকি বিস্কুটও নেই , শুধু কিছু হজমি আছে , আনার দানা গোলি আর খাট্টা মিঠা আম ঃ-(
  • shrabani | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:২০ | 124.30.233.101
  • শুধু খেতে পারে নয়, সেগুলো আবার ধরে ধরে লিখতেও পারে!আমি ক্রীম ক্র্যাকার চিবুতে চিবুতে ওগুলো পড়লাম।ঃ(
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:১৯ | 203.99.212.224
  • মন্দিরে পুজো না দিলে মার্কস পাওয়া যায়? :-o
    কি বলে রে !!! একবার করে অঞ্জলি দিবি আর দশটা করে মার্কস আসবে
  • san | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:১৭ | 12.144.134.2
  • যা যাঃ, মন্দিরে যাওয়া 'মার্কস বাদি' ঃ-)))))))))))
  • san | ২৩ ডিসেম্বর ২০০৮ ১৭:১৬ | 12.144.134.2
  • একটাই লাঞ্চে কিকরে লোকে এত কিছু খেতে পারে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত