এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:৩৭ | 67.111.229.98
  • ওটা নিয়ে আর ভাবতেও ইচ্ছে করছে না ঐ আবাপ-র ফটোগ্রাফির বিষয় - পিছিয়ে গিয়ে আর দেখতে হবে না, কলকাতা শহরে এরকম (বা আরও ভয়াবহ) ঘটনাও হবে আর ওদের ক্যামেরায় রীল ও ফুরোবে না আর প্যাথোলজিতেও ঘাটতি পড়বে না। বাদ দাও।
  • Du | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:৩৩ | 67.111.229.98
  • ঃ-(((
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:৩২ | 198.96.180.245
  • কিন্তু ঐ প্যাথোলজির পোস্টটা কি?
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:৩১ | 198.96.180.245
  • শুনেছি শিমূলতলায় এখন খুব ডাকাতি হয়। মারে না, বন্দুক দেখায় না, জোরজার করে ঘরে ঢোকে না। বেয়ারা মারফৎ হোটেলের রিসেপশনে ডাকে, খুব ভদ্রভাবে ব্যাগ স্যুটকেস খুলে যা নেওয়ার নিয়ে নিজেরাই সব প্যাক করে দিয়ে যায়।
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:২৬ | 198.96.180.245
  • দমু নিজের বাড়ি ভাড়া দেবে ভাবছে! উফ্‌! এই ছিল তোর মনে?
  • Du | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:২৪ | 67.111.229.98
  • শিমূলতলা যায় না কেউ আজকাল? নদী নেই যদিও , পানিভরন ঝরনা, লীলাবরণ ঝরনা আছে।

    তবে ভীড় নেই, আর কুয়াশা কুয়াশা আবার রোদ রোদ। ছোট হাট থেকে সব্জীপাতি কিনে রাঁধো খাও, হাঁটতে বেড়োও লাট্টুপাহাড়ে। সেখানে আশ্রমে এক মেয়ের গলায় যা গান শুনেছিলাম, তুলনা হয় না।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:১৪ | 208.57.131.4
  • লাউহাটি? হেথায় তো বৈদিক ভিলেজ। নদী কই?
  • d | ১৮ ডিসেম্বর ২০০৮ ২০:১২ | 203.143.184.10
  • রাঙা, রাজারহাট ছাড়িয়ে এট্টুস দূরে। লাউহাটিতে। ;-)

    আমি কাল রাতে বিজিনেস প্ল্যানটাকে মডিফাই করেছি। চাকরীটা গেলেই শুরু করে দিতে পারি।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৯:১৯ | 12.144.134.2
  • এবিষয়ে আমার আরো একটা সুচিন্তিত বক্তব্য আছে।

    যারা রেগুলার জিন্স পরেনা, তারা হঠাৎ একদিন জিন্স পরলেই সাধারণতঃ কেমন হাঁসজারু মত দেখায়। হাস্যকর। অথচ, যারা শাড়ি রেগুলার পরেনা, তারা হঠাৎ একদিন শাড়ি পরলেও কেমনি সুন্দর দেখতে লাগে। কেন এটা হয় ?

    আমি সারাদিন এইরকম কত জরুরি বিষয়ে চিন্তাভাবনা করে যাই।কেউ পাত্তা দেয় না সে আলাদা কথা।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৯:০০ | 12.144.134.2
  • আ হা, সেটা বোঝাই যাচ্ছিল।

    তবে বলছিলাম কি, হাঁসের মত জলমেশানো দুধ থেকে , থুড়ি, ওই ভিড় থেকে শুধু জিন্স সানগ্লাস আর মাংসের গামলা টা বার করে আনলে হয় না কি ? ;-)
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৮ | 203.99.212.224
  • আর ঐ বোতল টাকেও বা ধরার কি আছে? সুয্যি ডোবার সময় নৌকায় বসে গেলাস হাতে ....
    How many roads ....
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৮ | 198.96.180.245
  • এক্সট্রা কতগুলো হা-ই-ফে-ন পড়ে গেছে। আসলে হবেঃ

    গাঁগাঁ-মাইক-চালানো,গোলাপী-মাঙ্কিটুপি-দাদু,সানগ্লাস-ভূঁড়ি-বারমুডা-দাদা,সিঁদুর-শাঁখা-পলা-নোয়া-জিন্স-বৌদি,চুল্লু-তিনপাত্তি-হেডফোন-পটলা,.........

    ;-)
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৬ | 12.144.134.2
  • আর ইয়ে বারমুডা তো ভালোই লাগে, যদি মেয়েরা পরে
  • h | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৬ | 203.99.212.224
  • মাংসের গামলা সম্পর্কে আমারো নানা কারণে একটা দুর্বলতা আছে।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৫৪ | 12.144.134.2
  • ইয়ে, জিন্স আর সানগ্লাস , আর মাংসের গামলা - এই তিনতেকে ছাড় দিলে হয় না ? ঃ-(
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৪৪ | 203.99.212.224
  • জিজ্ঞাসা করিনি ঃ(
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৪০ | 198.96.180.245
  • পিকনিক সিজনের গাঁগাঁ-মাইক-চালানো-গোলাপী-মাঙ্কিটুপি-দাদু-সানগ্লাস-ভূঁড়ি-বারমুডা-দাদা-সিঁদুর-শাঁখা-পলা-নোয়া-জিন্স-বৌদি-চুল্লু-তিনপাত্তি-হেডফোন-পটলা মাংসের-গামলা-ভাতের-হঁড়ি-থই-থই-ম্যাটাডোর-ভিড়ে আমার প্রবল অ্যালার্জি। ঃ-(
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৩৪ | 198.96.180.245
  • রাজবাড়িতে থাকতে দেয়?
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৩২ | 203.99.212.224
  • পথে অনেক পেট্রোল পাম্প পাবে
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৩২ | 203.99.212.224
  • গাদিয়ারা র সরকারী বাংলোটা খুব ভাল। কিন্তু ওতে জায়গা পাওয়া বড় মুশকিল। প্রায় সব সময় ভর্তি থাকে। তবে রঙ্গন দা টেরাই নিতেই পারে। নদীর ওপারে এক পুরনো রাজবাড়িও আছে। রানীমার হাত পাখার বিসনেস (ছিল অন্তত)।
    আর সকালে গিয়ে বিকেলে আসার জন্য গড়চুমুক বেশ সুন্দর জায়গা। নৌকা করে দামোদরে ঘুরে বেড়াও। পাশেই ডিয়ার পার্ক। দু তিন খানা ময়ুর আর হরিণ আছে অনেক। তবে পিকনিক সিজন তো। বেশ ভীড় হবে কিন্তু।
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:৩০ | 165.170.128.65
  • কিংবা হুগলী নদীর আবার ফাস সেকেন্ড কী?
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৮:২৮ | 203.99.212.224
  • অজ্জিত দা র পরবর্তী প্রশ্নের জন্য ওয়েট করচি। 'সেকেন্ড হুগলী ব্রীজ কোথায়?'
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:৩১ | 165.170.128.65
  • দুটো একই রাস্তা। গড়চুমুক থেকে গাদিয়াড়া আরও বেশ কিছুটা দূরে। কত মনে নেই।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:২৮ | 61.95.144.123
  • গাদিয়াড়া যাবো না, গড়চুমুক যাবো।
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:২৭ | 198.96.180.245
  • দমু বলল না তো কোথায়।
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:২৪ | 165.170.128.65
  • সেকেন হুগলি ব্রীজ - কোনা এক্সপ্রেসওয়ে - উলুবেড়িয়া - NH ছেড়ে বাঁদিকে ঢুকে যাও - আমার বাড়ির উপর দিয়ে যে রাস্তাখান গেছে সেটা আরও ২৫ কিমি মত গেলে গাদিয়াড়া।
  • h | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:১০ | 203.99.212.224
  • প্রচুর পাবে। বেসিকালি খুব ই সোজা রাস্তা। আমি স্কুটারে গেছিলাম।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:০৭ | 61.95.144.123
  • পেট্রোল পাম্প? পথে পাবো তো?
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:০৬ | 61.95.144.123
  • সেডাই কও না। সব উত্তরে গলিঘুঁজি দিয়ে যাইতে কয়। সেকেন ব্রীজ দিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরলে সেখান থেকে বম্বে রোড পাওয়া যাবে, তাই তো? আমি কেন মরতে বালী ব্রীজ অবধি যাবো?
  • h | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:০৫ | 203.99.212.224
  • সেকেন্ড হুগলি ব্রীজ দিয়ে অত্যন্ত সোজা ভাবে পৌঁছে যাবে।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৭:০২ | 61.95.144.123
  • আমি বউবাজারের উত্তরে কিস্যু চিনি নাঃ-( সাইটে দেখলুম উলুবেড়িয়া ছাড়িয়ে যেতে হয়। কিন্তু বালীব্রীজ দিয়ে বম্বে রোড ধরলে বেশি উত্তর হয়ে যাবে না?

    আমি গাদিয়াড়া গেছি, কিন্তু রাস্তাটা মনে নেই।
  • d | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৯ | 203.143.184.10
  • এবাবা বালি ব্রীজ চেনো না? বি টি রোড ধরে চলতে চলতে ডানলপ থেকে দক্ষিণেশ্বরের দিকে ঘুরে এগোলেই বালি ব্রীজ পেয়ে যাবে।
  • Sudipta | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৯ | 122.169.158.161
  • খাইসে! শ্যামবাজার চেনো তো? পাঁচ মাথার মোড় থেকে সোজা টালা হয়ে চিড়িয়ামোড়, সিঁথি হয়ে ডানলপ এসো, সেখান থেকে বাঁদিকে বেঁকে যাও, সোজা বালি ব্রিজে (বিবেকানন্দ সেতু) উঠে পড়বে। নতুন ব্রিজে গুচ্ছ টোল ট্যাক্স না দিতে চাইলে পুরনো ব্রিজ হয়ে যেও, আলাদা কিছু নেই; ব্রিজ থেকে ডানদিকে এক খানা সাদা চূড়ো দেখতে পাবে, আর ওপারে বাঁদিকে মেটে রঙের চূড়ো, দেখলেই চিনবে; এবার হু হু করে এগিয়ে যাও।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৪ | 61.95.144.123
  • বালি ব্রীজ কোথা দিয়ে যায়?
  • Sudipta | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৯ | 122.169.158.161
  • অজ্জিতদা, বালি ব্রীজ হয়ে সোজা বোম্বে রোড ধরো, বাগনানের কাছে বাঁদিকে টার্ন নিতে হবে, তারপর রেল লাইন পার হয়ে সোজা রাস্তা; লোক জন কে জিগালেই বলে দেবে, রাস্তায় ফলকে লেখাও আছে।
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৩ | 198.96.180.245
  • কোথায়?
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪২ | 12.144.134.2
  • কি খেলে? কি খেলে?
  • d | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৪১ | 203.143.184.10
  • উফ্‌ দুপুরে বড় বেশী খাওয়াদাওয়া হয়ে গেছে। ডিসেম্বরে এত কাজ কত্তে হয় কেন?? ঃ( ঃ( ঃ(
  • d | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৯ | 203.143.184.10
  • এই রাঙা, আছে তো। অল্প বাগান, ছোট্ট লেক। চাইইইইইই? ঃ)

    ইয়ে, কোমলগান্ধারের সুপ্রিয়া আর নন্দিতা দাশকে দেখতে আমারও বড্ড বড্ড ভাল লাগে। আর দিপ্তী নাভালও আমার দেখার লিস্টিতে আছে।

    তবে হ্যাঁ আমজাদ আলি খানকে দেখলে এখনও বুক ধুকপুক করতে থাকে।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৮ | 61.95.144.123
  • গুড আইডিয়া। শনিবার একটা লম্বা ড্রাইভ মারবো ভাবছিলুম। গড়চুমুকের রুটটা কেউ জানো? গাড়িতে কতক্ষণ লাগতে পারে, রাস্তায় তেল নেবার ব্যবস্থা আছে কিনা (এটা জিগ্গেস করলুম কারণ গোটা বাইপাসের ধারে একখানও পেট্রোল পাম্প নাই - এবং দেখে আমি বেজায় অবাক হয়েছিলুম)...
  • Sudipta | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৪ | 122.169.158.161
  • গাদিয়াড়া নূরপুর বেশ ভালো জায়গা, নিরিবিলি-ও; গাদিয়াড়ায় একটা ভালো গেস্ট হাউস আছে পঃবঃ সরকারের। কিন্তু খুব কস্টলি। তিন নদীর মিলনস্থলে নৌকোভ্রমণ-ও খুব ভালো লাগবে; বেশ বড় বড় ঢেউ হয় জোয়ারের সময়। গাছের ছায়ায় বসে ঢেউ ভাঙ্গা দেখতে দারুণ লাগে। কাছে গড়চুমুকে একটা ডিয়ার পার্ক আছে, ওটা ফাউ ঃ-)

    অজ্জিতদা,
    খেয়াল করি নি আমার এ'রম একজন দুর্দান্ত প্রতিপক্ষ আছে!! ঃ-((
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩২ | 198.96.180.245
  • তার উপর ওখানে ব্ল্যাঙ্কি! ;-))
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩১ | 165.170.128.65
  • নদির্ধারেনদার্সাথে-র।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩১ | 12.144.134.2
  • বাড়ি থেকে খুব কাছে হলে ন্যাচারেলি চলবে না ;-)
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩১ | 198.96.180.245
  • বড়দিনের আশেপাশে গাদিয়াড়া গাদাগাদিয়াড়া হয়ে যায় শুনেছি। নুরপুরে কোনো থাকার জায়গা আছে?
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:৩০ | 61.95.144.123
  • নদীর্ধারেসুসের্সঙ্গেহাতধরাধরিকরেঘুর্ছের;-)
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:২৯ | 198.96.180.245
  • ঃ-)))))
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:২৮ | 12.144.134.2
  • বাবা নায়িকা থেকে একেবারে বাগানবাড়ি ???
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:২৫ | 165.170.128.65
  • গাদিয়াড়া
  • r | ১৮ ডিসেম্বর ২০০৮ ১৬:২৪ | 198.96.180.245
  • কলকাতার থেকে বেশি দূরে নয়, গ্রামের মধ্যে কেয়ারটেকার শুদ্ধু নিরিবিলি ছোটো বাগানবাড়ি জানা আছে, যা একরাত দুইদিনের জন্য ভাড়া পাওয়া যাবে? আশেপাশে নদী থাকলে আরও ভালো।

    কেউ প্লিজ বারুইপুর বলবেন না। ওটা আমার বাড়ি থেকে অটোর রাস্তা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত