এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০০:২৩ | 65.194.243.232
  • আবার গ্রাঃরিঃ প্রশ্ন।

    Please advise লিখলে আউটলুক এরর দেখায় কেন? বলছে পাল্টে advice লিখতে!
  • Abhyu | ১৭ ডিসেম্বর ২০০৮ ০০:১৯ | 128.192.7.51
  • ঊর্দ্ধ্ব (ছবিছাড়া চটি বর্ণপরিচয়, ঈঃ শঃ)
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০০:১২ | 65.194.243.232
  • নাঃ, এরা আমাকে বুনান বিপ্লবী হতে দেবে না।

    কিন্তু, উর্ধ্ব না ঊর্দ্ধ?
  • anaamik | ১৭ ডিসেম্বর ২০০৮ ০০:০৮ | 59.164.104.28
  • গ্রামঃ ইভঃ ;-)

    আমার রেকোটা এই সব কটার চে অনেক সোজা, কিন্তু ম না এলে বোলচি নে।
  • a x | ১৭ ডিসেম্বর ২০০৮ ০০:০৪ | 143.111.22.23
  • আমার চোখটা অনিচ্ছাকৃত ভাবেই গন্ডোদেশে দুসেকেন্ড বেশি আটকে ছিল।
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৯ | 123.201.53.131
  • গন্ডোদেশে? ডাকু গন্ডোরিয়ার গন্ডোদেশে কি? ;-)
  • Arpan | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৭ | 65.194.243.232
  • অলকে কুসুম দিও না মানে ডিমের কুসুম দিয়ে চুল শ্যাম্পু কোরো না। মুখে দিও না শশা। অথবা দুধের সর বেটে লাগিও না গণ্ডোদেশে।

    বোঝা গেল কবি চন্দ্রবিন্দু শোনেননি।
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৩ | 117.195.199.128
  • অগুলান চের্নোবিলের মুর্গি।
  • a x | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:২৭ | 143.111.22.23
  • আমিও বলি, একটুকরো কয়লা ফেলে দাও কাপড়ে বেঁধে। কিছুক্ষণ বাদে তুলে নাও। নুন শুষে নেবে।

    পরীক্ষিত না। কোম্পানী দায়ী না নুনের বদলে কার্বন পেটে গেলে।
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:২০ | 123.201.53.131
  • স-রি মানেই তো রি-সহ, একটা রি যোগ করে নাও আরকি ঃ-)
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৯ | 117.195.39.69
  • ছি ছি অপচয় করবে ঐ অতটা রান্না! সবচেয়ে সোজা উপায় হল, অনেকটা জল দিয়ে ফুটিয়ে উপর থেকে জলটা সাবধানে ফেলে দাও। তারপর সময় থাকলে এবং খুব ক্ষিদে না পেয়ে গেলে, ঐ টমাটো, আলু ইত্যাদি প্রভৃতি দিয়ে আরেকবার কষিয়ে নেওয়া যেতে পারে।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৯ | 131.95.170.50
  • নুন লোকে দেয় কেন? যে যার খাবার সময় নুন নিয়ে নিলেই তো পারে!
  • I | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৭ | 59.93.254.25
  • প্রোডাকটিভ-রিপ্রোডাকটিভ দেখে সেই মুজতবা আলি-লীলা রায়ের গল্প মনে পড়ে গেল।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৭ | 131.95.170.50
  • সরির কি আছে, একটা রি ই তো! ঃ-)))
    রি রি তো না! ঃ-)
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৬ | 123.201.53.131
  • ও হ্যাঁ রিপ্রোডাক্টিভ হবে। সরি সরি।
  • I | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৫ | 59.93.254.25
  • ডিমাপুরের ডিম সবচেয়ে ভালো। আর টিড্ডিমের।
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৫ | 123.201.53.131
  • এত কিছু করার থেকে আরেকটা ফ্রেশ রান্না করে নেওয়া ভাল নয় কি , কম নুন দিয়ে?
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৫ | 131.95.170.50
  • রিপ্রোডাক্টিভ হবে।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৪ | 131.95.170.50
  • আরো অনেক কিছু করা যায়,ছানা ভেজে দেওয়া যায়,কাটোয়ার ডাটা দেওয়া যায়। ঃ-))
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১৪ | 123.201.53.131
  • আমি তো লিংকে দেখলাম, মুর্গির প্রোডাকটিভ সিস্টেমে গড়বড়। সেটা আবার হেরিডিটারি হতে পারে । সে তো ইঞ্জেকশন না দিয়েও সম্ভব।

    তবে আমি আর ওই ডিম কিনছিনা।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১২ | 131.95.170.50
  • আলুসেদ্ধ করে চটকে দিয়ে দিলেও নুন কমে যায়। সঙ্গে ৫/৬ টা টোমাটো দিলে আরো ভালো।এক চিমটি চিনি।
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১২ | 123.201.53.131
  • হ্যাপা !! এই জন্য বাঙালির ব্যবসা হয়না !!! শুধু হ্যাপা-হীন কাজের তাল।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১২ | 117.195.39.69
  • ইয়ে, তোমার কিনে আনা ডিমগুলো।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১২ | 117.195.39.69
  • কিন্তু স্যান তোমার সেই ডিমগুলো ইঞ্জেকশান দিয়ে হওয়া কি? সেরকম ডিম কি আর রাস্তার পাশে বিক্কিরি করবে? তুমি ওদের থেকে শব্দটা জেনে নিও পরে। তারপর লোকাল কারো থেকে মানেটাও।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১০ | 131.95.170.50
  • পাতাল নাই নিলে।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১০ | 131.95.170.50
  • চাট্টি হাঁস নাও বরং।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১০ | 117.195.39.69
  • আচ্ছা সাইবেরিয়া বলতে মনে পড়ল, তানিয়া, সেই ফোটোগ্রাফার তানিয়া, কোন মরুভূমিতে বেড়াতে গেছিল। ফিরে এসে আর কোন আপডেট দিল না। না ছবি, না গল্প। লোকজন দিনদিন বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছে!
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:১০ | 123.201.53.131
  • রান্নায় নুন বেশি হয়ে গেলে ঃ ফেলে দিন ও আরেকটা রান্না করে নিন। পুরনোটা ফেলে দিন ও নতুনটা ভাত বা রুটি দিয়ে খেয়ে ফেলুন।

    (আমার পক্ষ থেকে, মিঠুদির জন্য)
  • I | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০৮ | 59.93.254.25
  • নাঃ, হাসপাতাল পুষ্যি নিতে পারব না। বড় হ্যাপা।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০৭ | 117.195.39.69
  • দুর পাগল! আমি বাঘও পুষব না, হাসপাতালও কিনব না। আপাতত চাট্টি ভাত রান্না করব।
  • I | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০৭ | 59.93.254.25
  • ইঃ, নিলেই হল? বাঘ হলেই বা কি! সাইবেরিয়ার শুনছ না ? পুনের ওয়েদারে সে বাঁচবে ভেবেছো? শেষকালে আস্ত সাইবেরিয়া পুষ্যি নিয়ে মরুক আর কি দম বেচারী।
    আমার মনে হয় এসব পুতিনের কান্ড। সাইবেরিয়ার খচ্চা পোষাতে না পেরে এখন দম-কে বেচে দেওয়ার ফন্দি। কি চালাক দেখলে? প্রথমে ছোট্ট বাঘ, তাপ্পরে আস্ত সাইবেরিয়া। ছুঁচ হয়ে ঢুকে....
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০৭ | 123.201.53.131
  • দুটোর বিরোধ কোথায় ???
  • a x | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০৫ | 143.111.22.23
  • আগে ঠিক কর, সাইবেরিয়ান বাঘ পুষবে না হাসপাতাল কিনবে! জীবনে এত অপশন কেন?
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০৫ | 117.195.39.69
  • স্যান

    ১। মিঠু একদিন এসে রান্না নুনেকাটা হলে কিকরে ঠিক করা যায় জানতে চেয়ে সেই যে হাওয়া হল, তারপর থেকে এমনকি ঈশানকেও দেখা যাচ্ছে না .....

    ২। না বুঝলে আর খুঁজবে কি করে!
  • a x | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০৪ | 143.111.22.23
  • ইন্দো একটা হাসপাতাল কিনবে নাকি? সব ইনফ্রাস্ট্রাকচার ফাউ পাবে। দাম মাত্র এক টাকা। তবে তার আগে হয়ত NRI হতে হবে।

    কলকাতার টিবি হাসপাতাল বিক্রি করা হয়েছে এক NRI কে, ভারতীয় এক টাকায়।
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০২ | 123.201.53.131
  • নিয়েই নাও না। এত করে বলছে। বাঘই তো।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০১ | 117.195.39.69
  • ওফ্‌ আমাকে কদিন ধরে ইয়াহুতে কে বা কারা সাইবেরিয়ান বাঘ পুষ্যি নেবার জন্য সাধছে। গ্রীনপীস বা এরকম কেউ নয়। কিসব ভুলভাল আইডি থেকে আসছে! ঃ(((
  • san | ১৬ ডিসেম্বর ২০০৮ ২৩:০১ | 123.201.53.131
  • ১) আমি ম এবং নুন দেবার গল্পটা বুঝিনি।

    ২) দমদির কারণ ও কার্যের ব্যাপারটাও বুঝিনি।
  • I | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫৮ | 59.93.254.25
  • জুতোর এমনকি আবিষ্কার-ও আছে। রবীন্দ্রনাথ করেছিলেন। তখন জুতোর নাম অন্য ছিল। জুতা।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫৬ | 131.95.30.113
  • একটা ইন্টার্ভ্যু নিচ্ছিলো বন্ধুরা,একজন পাখতুনের। সে বেলুচিতে থাকতো। সাধারণ পাকিস্তানি হিসাবে সে কিজানে না জানে কি মনে করে এইসব নিয়ে। কিজানি হলো সেই বেচারা পাখতুনের।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫৫ | 117.195.39.69
  • আর লোকে যখন গুলিয়েই ফেলছে, অজদা বড় হয়ে গেলে পারেন তো। এই যেমন দু আগে ছোট ছিল। তো কেবলই দ্রি'এর সাথে গুলিয়ে যায় দেখে এক শুভক্ষণে বড় হয়ে গেল। অজদাও তাই করতে পারেন।
  • a x | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫৪ | 143.111.22.23
  • ওহো ভবিষত্যের বানান হইল কার্য, এখনের বানান কার্য্য? বললেই হয়!
  • a x | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫৪ | 143.111.22.23
  • এইখানে একটা হেব্বি দোকান আছে, বোধহয় পাকিস্থানি মালিক। তার নামটা হেব্বিতর - কাইজার লস্করি! আর তার হালিম আর চপলি কাবাব আর মাটন বিরিয়ানি আর পসিন্দা কাবাব একেবারে তরতর তরিয়ে!
    খাদ্যের মত এরম ইউনিফানিং একটা ব্যপার থাকতেও লোকে যে কি করে!
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫৩ | 131.95.30.113
  • বাঙালেরা জুতাকে জোতা বলে, এর যে কি কারণ তাই বা কেজানে!
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫৩ | 117.195.39.69
  • হ্যাঁ অক্ষ ঐটা খ্যাল করসিলাম।

    ভ্যাট ভবিষ্যতের জুতো আবার কি? জুতো সর্বদা বর্তমান। তার অতীতও নাই, ভবিষ্যতও না।
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫১ | 131.95.30.113
  • "মেরেছ কলসীর কানা তা বলে কি প্রেম দেবো না?"
    এতো নিমাই পথ দেখিয়ে গেছেন!
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৫০ | 131.95.30.113
  • কবরে পাশ ফিরছেন এইচ জি ওয়েল্‌স।
    মোতিহারির গেছোদাদা অরওয়েল হাসছেন সুকুমারের কান্ড দেখে।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৪৯ | 117.195.39.69
  • এই অক্ষটা যে কবে একটু বানান টানান এবং তাদের ইতিহাস পড়বে!

    আচ্ছা যদি বুশের মুখে একটা জুতো'ও লাগত, তাহলে কি "আমার গালভরে তুমি জুতো মার সখা .... গাইত? Any guess?
  • c | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৪৬ | 131.95.30.113
  • জুতাজোড়া উড়ে এসেছে ভবিষ্যৎ থেকে।
  • anaamik | ১৬ ডিসেম্বর ২০০৮ ২২:৪৬ | 59.164.104.28
  • কী মুশকিল, আমি তো সেই একই শ্লোগানের কথা বললুম। হুঁ, আমি বললে পুরনো !!!!!

    কিন্তু রান্নায় নুন ঢেলে ম কোথায় হাপিশ হয়ে গেলো - সামনাসামনি পেলে কিছু জ্ঞান দেওয়ার ছিলো তো ;-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত