বিটিডব্লু। এবারের কূটকচালি আমি কক্ষনো লিখিনি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, কে লিখেছে জানতে আগ্রহী। ঃ)
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৪:১৩ | 12.163.39.254
লিখছিই যখন আর চাট্টি জ্ঞানের কথাও লিখে দিই। মন্দা যা হয়েছে তার চতুর্গুণ মন্দা হচ্ছে ইন অ্যান্টিসিপেশন। হচ্ছে এবং হবে। লোকে পয়সা জমাবে। বাজে খচ্চা কমাবে। ফলে রেস্তোরা গুলো লাটে উঠবে। শপিং মলে দশ বিশটা দোকান লাটে উঠবে। আরও চাট্টি লোকের কাজ যাবে। সামনের বছর লোকে জিনিস কিনবেনা বলে কোং গুলো প্রোডাকশন কমাবে। আরও লোক ছাঁটাই হবে। সংকট আরও ঘনীভূত হবে। ইত্যাদি।
বাজারে টাকা ছড়িয়ে এসবের কোনো সুরাহা হবেনা। তাই দু এর পথই একমাত্র পথ। ব্যক্তিগত পর্যায়ে সাহসী হোন। খরচ করুন। ইকনমি কে বাঁচান। বিশ্ব অর্থনীতি আপনার ক্রিসমাস ও থ্যাঙ্কস গিভিং এর কেনাকাটার উপর দাঁড়িয়ে আছে। ঃ)
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৪:০৮ | 12.163.39.254
তিরিশের ডিপ্রেশনে যারা পড়েছিল, তারা নাকি আজ অবধি মন খুলে খচ্চা করতে পারেনা। টিভিতে বলছিল। ঃ(
ওহো নির্মলকুমার। কুমার লাগাতে চেনা গেল। মাধবীর বর জানতাম না। জানার এই প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন মনে এল। সত্যজিত আর মাধবীর যখন প্রেম হয়, তাতে বিজয়া প্রচন্ড আঘাত পেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু নির্মলের কোনো রিয়্যাকশন জানা যায়না কেন? ছেলে বলে কি মানুষ না?
** সত্যজিত আর মাধবীর প্রেমের খবর দিব্য জানি। কে বলে বাঙালী হীন? ঃ)
Du | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৪:০০ | 67.111.229.98
এই যুদ্ধে আমার সহযোদ্ধাদের অনুরোধ - যারা এখনও সত্যি মন্দায় পড়েন নি - দিব্যি বাজারে যান ও কেনাকাটা করুন। মাঝে মাঝে রেস্তোরায় খান। অনেকটা জলে ডোবার মত ব্যাপার। ভয় পেয়ে অক্সিজেন শেষ করবেন না। দোকানে গিয়ে চুল কাটান ও বাড়ির লন কোম্পানীকে দিয়েই ট্রীট করান। বন্ধুগণ সবাই সবাইকে বিজিনেস দিন - ইউনাইটেড উই স্ট্যান্ড।
গ্লাগ গ্লাগ --
Du | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৫৩ | 67.111.229.98
মাধবীর বর। লেক গার্ডেনসে থাকে।
Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৫২ | 216.52.215.232
নির্মলকুমারকে চেনে না। অথচ কমলকুমারকে দিব্যি চেনে। আঁতেলের ঠাউদ্দা। ঃ)
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৪৫ | 12.163.39.254
অপ্পনকে। নানা অপছন্দ কেন হবে। তবে এখন যুদ্ধের সময়। খেলার নয়। যুদ্ধ শেষ হলে আমরা তার ইতিহাস লিখব। স্মৃতিকথা। আত্মজীবনী। ফিল্ম টিল্ম হবে। যারা তখনও টিকে থাকবে, তারা এসব করবে আর কি। ঃ)
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৪৪ | 12.163.39.254
আহা কি সিনেমা নয় কী সিনেমা জিগিয়েছিলাম। আমি কি ইয়ার্কি মারছি নাকি? ঃ)
এইবার পরের প্রশ্ন। সুচিত্রা তো বুঝলাম, কিন্তু নির্মল কে?
Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৪০ | 216.52.215.232
আমাদের তো সব ইমেলে। এক্সেল অবদি আনতেই জান কয়লা।
কিছু একটা করতে হবে। কিন্তু আঃকঃবাঃ ...
sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৩৫ | 160.83.72.212
আমাদের এক ছানা একটি অটোমেটেড রিপোর্ট জেনারেটর বানিয়েছে। মম (এক্সেল) থেকে সুটসাট টেনে নিয়ে উঃস্ট্যাঃরিঃ বানিয়ে দেয়। আর বাকিটা ফাইন টাচ।
Du | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৩৫ | 67.111.229.98
যারা স্টেটাস দেখতে চায় তারা জানে না যে বর্তমান বলে কিছু নেই। তাদেরকে ভাটের ঐ পাতাটা পাঠিয়ে দাও।
Du | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৩৩ | 67.111.229.98
আরাম - আঃ রাম - আহ রাম
arjo | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৩২ | 168.26.215.13
শুক্কুরবার বিকেল হলেই কেন রাম খাবার কথা মনে হয়? ;)
শুক্রবার বিকেলে যে কেন এত সব লম্বা প্রসেস চালাতে হয় ! ঃ(((
Du | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:২৪ | 67.111.229.98
কোয়েশ্চেন মার্কটা কোনখানে পড়ছে?
যদি 'সিনেমা? ' হয় তবে উত্তর - হ্যাঁ - ইহা একটি সিনেমা। উপন্যাসের অংশও বটে। নাটক কিনা জানা নেই।
যদি 'কী সিনেমা?' হয় তবে - বাংলা সিনেমা, নির্মল এবং সুচিত্রা অভিনীত।
আলোয় ভূবন ভরা - কত চাই?
Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:১৯ | 216.52.215.232
এইটা ইশান কী কইলা? লালগড়-আইটি সেক্টর-এলিট-সাবল্টার্ন সব একাধারে নিরুত্তর রহিবে? আপন আপন জাগতিক সমস্যায় মেলোড্রামা রচনা সবার নাপসন্দ?
থিওরি তো ঘেঁটে যায়!
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০৩:০৬ | 12.163.39.254
কমললতা টা কী সিনেমা? কেউ একটু অন্ধজনে আলো দ্যান।
Du | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:২৯ | 67.111.229.98
আমি তো মাঝে মাঝেই পামিতার সেই লেফটোভার খাবারের গতিপথ নিয়ে চিন্তা করে চলেছি। করতে চাইছি না, কিন্তু মন্দা শুনলেই ওটাই মনে পড়ে যাচ্ছে। (মঃ নয় ঃ( )
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:২৪ | 12.163.39.254
নন্দীগ্রামের লোক কখনও টইয়ে এসে ভূমি উচ্ছেদ কমিটি নিয়ে ভাট দিয়েছে? লালগড়ের লোক কলকাতায় এসে লেকচার দিয়েছে?
আমরা হলাম যাকে বলে সমস্যার অক্ষে। মন্দার অগ্নিকন্যা। বেলাউটের ভূমিপুত্র। এসব নিয়ে আমরা মশকরা কত্তে পারবনা। বলে দিলাম।
dd | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:২৩ | 122.167.40.160
নাঃ। প্রায় সাড়ে দুটো বাজলো। গুন্নাইট।
dd | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:২১ | 122.167.40.160
তো ঈশেন আর রমগম , দুইজনে মিল্ল্যা "আসন্ন সি ই ও দের চোখে বিষন্ন সংকট" গোছের একটা টই খুইল্লা বাণী দিলেই তো পারো। পাতি জনতার ব্যাব্যাক উবগার হয়।
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:১৯ | 12.163.39.254
দামিনীর সুতো দেখে মাথায় এল। ভাবছি অবসর সময়ে দাস ক্যাপিটাল নিয়ে একটা মিউজিক্যাল বানাব। (মঃ)
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:১৬ | 12.163.39.254
হ্যা হ্যা। সংকটের কিসুই তো এখনও হয়নি। এই আজ কত যেন তারিখে বলে রাখলাম। ঃ)
dd | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:১১ | 122.167.40.160
রমগমের আরে র তো এগাই একশো। সেই জন্যি দ্যাশ রমগমে ভইর্যা গ্যাসে গিয়া। কিন্তু তুমি ঐ সাঁইবাবা ছাইড়া মেলডাউন কিছু কও না ক্যানো? তুমি, দৃ, সব গুনীজনেরা রবে নিরুত্তর। শেষের এ দিন কি ভয়ংকর।
আমাদের ঈশেনেরে ম্যাঘের সেক্স ড্রাইভ নিয়া শ্যাষ কথা কে কইবো? মেটেরিওলজিস্ট না হরমন পন্ডিত? উত্তর ম্যালে না।
r | ১৩ ডিসেম্বর ২০০৮ ০২:০৪ | 59.161.137.142
তাইলে আমারও পশ্ন আছে। আপনে অ্যাত রমগম পাইলেন কই?
sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৫৭ | 160.83.72.212
ইদিকে "১০৯০ একটি অল ইন্ডিয়া টোল ফ্রী এটিএস নাম্বার' বলে যে ফরোয়ার্ডটি ক'সপ্তা ধরে ইতিউতি মেলবাক্ষে ঘোরাঘুরি করছে ওটি একটি হোক্ষ।
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৫৬ | 12.163.39.254
কিন্তু ঈশান কোণের মেঘ কামার্ত কেন? জবাব দাও জবাব চাই।
Ishan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৫৫ | 12.163.39.254
ডিডিদাকে। এই মেলডাউন আর বেলাউট সমবেত আম্রিকাবাসীগণের পশ্চাদ্দেশে আছোলা বাঁশের ন্যায় বিরাজমান। যেকোনো মুহূর্তে প্রবেশ ও মৃত্যু। এইসব সিরিয়াস জিনিস নিয়ে টইতে ইয়ার্কি মারা যায়? ঃ)
ইদিকে ম্যানুফ্যাগচারিংএ (মানে ইন্ডিয়ায়) হাতে হ্যারিকেন, শিওরে শণি,ইয়েতে আখাম্বা বাঁশ এবং টোটাল নেপো ইন হনোলুলু হয়ে আছে। কিন্তু কোনো টই নাই, কোন আক্ষেপ নাই। সন্মিলিত হায় হায় নাই।
এ তো অদ্ভুত ব্যাপার।
আর রমগম তোমার ঐ ভারতে ইস্লামিক জংগিপনা .... টই তে লাস পোস্টিং টার গুঢ় অর্থ সমঝালাম না। সচরাচর অ্যামন তো হয় না।
ই কি কথা আমি কখুন বল্লাম .. আমার পুনর্জন্ম হয়ে গেলেও মারাথাল্লি গিয়ে অপ্পন্দার্সাথে দেখা করে আস্বো। পমিছ।
r | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৩৮ | 59.161.137.142
চিল্লাইছিলি কেনে?
sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৩৭ | 160.83.72.212
ওটমিল বস্তুটা লোকে দিনের পর দিন খেয়ে চলে কোন শক্তিতে! নাক নেই ওদের! বমি হয় না! অ্যাই দ্যাকো অ্যাকোনো একটা পাশে বসে চামচে দিয়ে সড়াৎ সড়াৎ করে খাচ্চে ... ইঁঃ!
Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৩৬ | 216.52.215.232
...বাঁচব?
সান্দা, আমি বাঁচতে চাইইইই।
r | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৩৬ | 59.161.137.142
তবে ভিকির আপিসে ইন্টান্নেট নাই। তাই তার আজকাল বিশেষ পাত্তা নাই।
sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৩৫ | 160.83.72.212
আপ্পু দুষ্কু করিস্না। আর তো মাত্র ক'টা দিন ...
(রঙ্গন্দা রাতবিরেতে এটা সেটা এখানে সেখানে খেয়ে চলেছে ...)
r | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৩৩ | 59.161.137.142
দুকুর বারোটায় আপিসী বন্ধুদের সাথে সেক্টর ফাইবে আর কি খাবে?
জেগে আছি কেন? এই তো দেড় দু ঘন্টা আগে আপিস থেকে ফিরলুম। অ্যাখন শুক্কুরবার রাতে মাল খাচ্ছি খাচ্ছি ভাব কচ্ছি।
Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:৩১ | 216.52.215.232
আর সময়ের কাজ সময়ে। কাল রাতে একগাদা পিপিটি ধরিয়ে দিয়ে বল্ল আজ সকালে ভেন্ডারের সাথে কথা বল। নেক্সট উইকে প্রোপোজাল বানিয়ে সাবমিট করতে হবে।
দুঃখে কষ্টে চোটে আরো খানিকটা বিএমাই বেড়ে গেল।
dd | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:২৮ | 122.167.40.160
রমগম তুমি যার লগে দ্যাখা কল্লা সে মোট্টে ভিকিদা নয়। ভিকিদা কখনো আদৌ মোটেও আড্ডা মাত্তে কফি খায় না। আম্মো না। নেভার।
আচ্ছা , তুমি অ্যাতো রাত জাইগ্গা কি করো ? মাল তো খাও না, তবে ?
Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:২৫ | 216.52.215.232
হুঁ, আজ্জোদা, একটা দশটা পাঁচটার চাকরি খুঁজি গিয়ে। এ যাতনা আর সয় না।
r | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:২৫ | 59.161.137.142
আর অ্যাকটা খপর দে রাখি। সে ব্যাটা সাড়ে চার ঘন্টা ডুবলিন ম্যারাথনে দৌড়েছে। শুধু মুখে বলেছে, ছবি দেখলে পুরোটা পেত্যয় যাব। তাইলে সে হবে গুচর অ্যাগমাত্তর ম্যারাথনবীর।
sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:২৫ | 160.83.72.212
হুম্ম্ম্ বিলকুল এক সিনড্রোম। ইহার নাম ভাটোরিয়া।
arjo | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:২৩ | 168.26.215.13
সময়ের কাজ সময়ে না করলে অমন হয়। আপিস টাইমে ভাটালে তো পরে কাজ করতেই হবে। সেইজন্যই তো আমি ভাটানোর টাইমেও আপিস করি।
r | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:২২ | 59.161.137.142
দীপ্তেন্দা, আমি ভিকির খবর জানি। এই কদিন আগে কলকাতায় এয়েছেল। আমরা ভজহরি মান্নায় চেতলমাছ, চিংড়িমাছ খেয়ে বারিস্তায় গে কাফি খেনু। তাপ্পর সে ফুড়ুৎ করে ডুবলিন চলে গেছে।
Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:১৭ | 216.52.215.232
ঠিকই বলেছ। অফিসের সময়টুকু নিশ্চিন্ত থাকি। ভাটাই টাটাই। বাকিটা আমি যেন এক মৃতপ্রায় মার্সিনারি।
dd | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:১৫ | 122.167.40.160
গ্রেট মেন থিংক অ্যালাইক ফুলস সেলডম ডিফার
পসন্দ আপনা আপনা
dd | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:১৩ | 122.167.40.160
ক্যানো ? ক্যানো ? তোমার আপিস টাইম কি কুল্লে পাঁচ ঘন্টার না কি ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন