এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২৮ | 165.170.128.65
  • খেতে একদম আলাদা তাই আলাদা। এমনিতে জিরেতে যেমন বেশ ঝাঁঝালো গন্ধ থাকে সাদা জিরে তে গন্ধটা অনেক মোলায়েম। সাদাজিরে বোধহয় রেজালাতে দেয়, তবে ঠিক জানিনা। হোয়াইট পিবিএম এ দেয় জানি।
  • siki | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২৮ | 122.160.41.29
  • ন্যাড়াদা,

    রূপসাগরে মনের মানুষ বা ভেঙে মোর ঘরের চাবি, এগুলো কীর্তনই। এই টাইপের কীর্তনকে বলে ঢপ কীর্তন।

    গানটা পেয়ে থাকলে আমাকে এট্টু পাঠিয়ে দেবেন প্লিজ।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২৮ | 12.144.134.2
  • শুধু হাসাহাসি।আমি যে আজকাল প্রতি উইকেন্ডে একটা দুটো করে রান্না করার চেষ্টা করছি সেটা বুঝি কিছুই নয় ? ঃ-(
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২৬ | 61.95.144.123
  • জিরে আর সাদা জিরে এক নয়। কিন্তু কেন আলাদা তাও জানি না। মা একবার বলেছিলো বটে - কিন্তু ভুলে গেছি।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২৪ | 208.57.131.4
  • হ্যা হ্যা হ্যা।

    এইটা স্যানের পাঁচ নং কোশ্চেন পড়ে।
  • h | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২২ | 203.99.212.224
  • অতএব এখনো কেউ ই ঠিক নয়।
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২২ | 165.170.128.65
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২২ | 12.144.134.2
  • ৫)সাদাজিরে আর এমনি জিরে(মানে কালোজিরে নয়) কি এক ?
    ৬) ন্যাড়াদা আজকালকার মেয়েদের কিসুই চেনেন না বোঝা গেল। আজকাল কেউ প্রণাম ট্রনাম করতে পছন্দ করেনা। দুচারবার হাইহ্যালো বললেই তো হল আবার কি ?
  • h | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২২ | 203.99.212.224
  • অক্ষ ও জনসাধারণ কে, দুটি স্পেকুর উত্তরই ঘটনাক্রমে এক।

    আপাতত রিসেশনাচ্ছন্ন শীতে শুধুই স্থিতিশীলতায় মনোনিবেশ করেছি, সৃজন শীলতায় নয়।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:২০ | 12.144.134.2
  • অরিজিতের প্রতিক্রিয়া মানে তুমি সংক্রান্ত কিছুনা। 'আবার? মরে যাব' টা সাধারণতঃ মেয়েদের মুখে শুনেছি, তাই ঃ-)
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:১৮ | 12.144.134.2
  • অক্ষেরটা ঃ ২২৪৩ পাতায়। ২ঃ০৮ মিঃ গতে।
  • h | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:১৬ | 203.99.212.224
  • স্যান, অক্ষর স্পেকু কোথায় দেখি? কোন পাতা? আর অরিজিতের প্রতিক্রিয়াও দেখি , কোন পাতা?
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:১৩ | 61.95.144.123
  • দমু - মেল করেছি। বাড়ি গিয়ে দেখো।
  • san | ১৮ ডিসেম্বর ২০০৮ ১২:০৪ | 12.144.134.2
  • ১)আলুর্দমের জন্যে সক্কলকে ধন্যবাদ।
    ২)কিন্তু টই এ লিখলে কি ক্ষতি ছিল !
    ৩)আমার ধারণা সক্কলেই একবার করে হনুদার সুখবর প্রসঙ্গে এটা ভেবেছিল।
    ৪)তবে অক্ষদার সাহস বেশি।
    ৫)অরিজিতের রিয়াকশ্যান দেখে মনে হচ্ছে ..... নাঃ, বলব না ;-)
  • shrabani | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:৫৬ | 124.30.233.101
  • **ছাব্বিশ।
  • shrabani | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:৫১ | 124.30.233.101
  • যেখানেই হোক বইমেলা হলেই হল, বই দেখতে পাওয়া যাবে তো! তাছাড়া ঐ সময় সল্টলেকের মেলাও হবে, চাব্বিশ সোমবার অতএব ওটাই ছুটির জন্যে ভাল সময়।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:২৯ | 208.57.131.4
  • এখন আরো ইউজার ফ্রেন্ডলি করে দিয়েছে।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:২৫ | 61.95.144.123
  • এমএস আপিসে তো অনেকদিন ধরে শ্যাডো আর থ্রিডি করছি!!! ২০০৭ মানে?
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:২০ | 61.95.144.123
  • উরিশ্লা আব্বার? মরে যাবো।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:২০ | 208.57.131.4
  • হু, আমিও বলতে গিয়ে চেপে গেছিলাম।
  • d | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৯ | 203.143.184.10
  • অক্ষ'র সন্দটা আমারও হইচিল। তবে খুব ভাল বন্ধু ছাড়া অন্য কাউকে খোলা পাতায় বলাটা ঠিক নয়, তাই চেপে গেছিলাম। আর ... আর অজ্জিতের সেই নজ্জা নজ্জা ভাব ........ হে হে এইটা আবার অজ্জিত হলে হেব্বি খোরাক করা যেত।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৮ | 208.57.131.4
  • লুসিডচার্ট।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৭ | 61.95.144.123
  • Dia ওপেন সোর্সের মধ্যে ভিসিওর ভালো অল্টারনেটিভ। নাকি তুমি লুসিডচার্ট বলছো? ওটা দেখিনি, দেখছি।

    আরেকটা ব্যাপক প্রোগ্রাম হল অমনিগ্র্যাফল - OSX-এর জন্যে।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৫ | 208.57.131.4
  • তবে ন্যাড়াদার ফার্স্ট লিংকটা বেশ ভাল। আমি ইম্প্রেসড।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৪ | 208.57.131.4
  • মানে ছিল। কিন্তু এখনকার মত এত সোজা ছিল না।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১৪ | 208.57.131.4
  • থ্রিডি আর শ্যাডো অ্যাড করার ব্যপারটা ২০০৭ ভার্সনে এনেছে। আগে এত সফি ছিল না।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১২ | 61.95.144.123
  • হ্যাঁ, দেবে। লাইন ব্রেক করে ইচ্ছে মতন এদিক ওদিক ঘোরা যায়। ফ্রী ফর্ম লাইন। তাপ্পর আরো টুল আছে - অ্যাঙ্গল মাপা, পলিগনের এরিয়া মাপা, পলিলাইনের লেংথ মাপা...আরেকটা খুব কাজে লাগে - পলিগন বা লাইনের মধ্যে এক্সট্রা পয়েন্ট ঢোকানো - যেখান থেকে ফের ভাঙতে পারো...
  • Tim | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:১০ | 71.62.2.93
  • হনুদার সাথে সুস্মিতা সেনের তুলনাই হয়না। ডাইমেনশনের তফাৎ। ঃ)
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:০৮ | 61.95.144.123
  • তবে ভিসিও বা অফিস প্রোডাক্টে এই বাক্স ইত্যাদিতে শ্যাডো লাগানো বা থ্রি-ডি করার কায়দাগুলো সোজা। হ্যান্ডি। এক্সফিগে ওই সব নাই। সফি জিনিস বিশেষ পাবে না। কিন্তু যারা ঠিকঠাক করতে পারে, তারা ঘ্যামা ঘ্যামা ছবি নামিয়ে দেয়। ওর লাইব্রেরির মধ্যে কতকগুলো যা ছবি আছে না...
  • Binary | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:০৭ | 70.64.8.206
  • তবে হ্যাঁ, সুধু লাইন ইউস করাটা একটু চাপের। ধরো, একটা বক্স আর আরেকটা বক্স ডিফারেন্ট লেভেলে আছে, লাইন টানতে গেলে, তোমাকে, দুটো আলাদা লাইন টানতে হবে। কিন্তু কানেক্টারে সেটা অটোমেটিক হবে, সেখানে এক্সফিগ যদি কানেক্টারের প্রপার্টি দিয়েও যেখানে খুসি ফেলতে দেয়, তাহলে সেটা তো ভালই।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:০২ | 61.95.144.123
  • কি জানি - তাই হবে তাহলে।
  • Binary | ১৮ ডিসেম্বর ২০০৮ ১১:০০ | 70.64.8.206
  • আরে সেটা তো তুমি যদি কানেক্টার ইউস করো, কানেক্টার ইউস না করলে সেটা হবে কেনো ?
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৫ | 61.95.144.123
  • কি জানি আমি বোঝাতে পারছি না। ভিসিওতে বাক্স আঁকলে তার চারটে সাইডে চারটে গোল্লা বা ছোট নীল ক্রস আসে তো? এবার বাক্সের সাথে চারটে লাইন জুড়বো - ধরো একই সাইডে। লাইনগুলো খালি ওই পয়েন্টগুলো - মানে গোল্লা বা ক্রসের সাথে জুড়ে যেত। আমি যেটা চাইতাম না।
  • h | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫৫ | 203.99.212.224
  • সুশ্মিতা সেন কে দেখলাম। আমার চেহারার সামনে কিছুই না।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫২ | 208.57.131.4
  • ভ্যাট!!
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫১ | 61.95.144.123
  • পাতি লাইন বসাতে গেলেও ওই গোল্লার সাথে জুড়ে যায় - মানে যেত। দিয়া (Dia)-তেও যায়।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৫১ | 61.95.144.123
  • না - লাইনগুলো তো ওর ওই কতকগুলো ডিফাইনড জায়গায় গিয়ে জুড়ে যায় - সেই জায়গাগুলো গোল গোল করা থাকে। নয়তো লাইনটাকে অল্প ডিট্যাচড রাখতে হয় - যেটা আমি চাইনা।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৪৯ | 208.57.131.4
  • তাহলে কানেক্টর কেন, এমনি লাইন তুলে বসালেই তো হয়। ভিসিও তো সেই অপশন দেয়!
  • Binary | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৪৯ | 70.64.8.206
  • তো সেখানে কনেক্টার ইউস না করে নরম্যাল অ্যারো ইউস করলে হবে না ? মানে বলছি, স্পেসিফিক ইসু ফ্লোচার্ট করতে হলে কানেক্টার ইউস করো, নয়তো স্কিমাটিক ডায়াগ্রামের জন্য অ্যারো (ওয়ান/টু/থ্রি ডায়ামেনশনাল)
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৪৮ | 61.95.144.123
  • আরো আছে। ভিসিও বা অন্য অফিস প্রোডাক্টে ধরো চারখানা ফিগার ওভারল্যাপ করালে - এবার সেগুলোর সবকটা ভিজিবল করতে হলে ধরে ধরে "সেন্ড ব্যাকওয়ার্ড/ব্রিং ফরোয়ার্ড' করতে হয়। এক্সফিগে ডেপথ সেট করা যায় - খুব হ্যান্ডি।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৪১ | 61.95.144.123
  • ওই যে - ও যেখানে চাইবে সেখানেই জুড়বে। ধরো একটা বাক্সের সাথে একটা লাইন জুড়বো তখন। কিন্তু আমি পছন্দ করি এমন সিস্টেম যেখানে আমি যেখানে লাইনটাকে ফেলবো সেখানেই থাকবে। ওসব কানেক্টর আর স্ন্যাপ টু গ্রিড থাকবে না। প্রিসাইজ কনট্রোল।
  • Binary | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৪০ | 70.64.8.206
  • এক্সফিগ বেশী ইউজ করি নাই, তাই অবশ্য জানিনা। তবে কনেক্টারে প্রবলেম কি ? আমার তো কানেক্টাররের জন্যই ফ্লোচার্ট বানানো সোজা লাগে।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩৯ | 61.95.144.123
  • বিগ স্যাম ব্ল্যাকবার্নে!!!
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩৬ | 208.57.131.4
  • পিপিটিতে ডাইরেক্ট আঁকতে গিয়েই তো সর্বনাশ হয়েছে।

    প্রবলেমটা আর কিছু নয়। কাল পিপিটিটা ইন্টার্নাল রিভিউ আছে। তারপরে কিছু চেঞ্জটেঞ্জ করার থাকলে কালকেই করে জমা দিতে হবে। তো, অফিসের মেশিনে ভিসিও নাই।

    অগত্যা, সেই পিপিটি, সেই ডায়রেক্ট মেথড, সেই পুরো হাতা কেস।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩৪ | 61.95.144.123
  • নাঃ। ড্রয়িং প্রোগ্রামে এক্সফিগ আল্টিমেট;-) ভিসিও-র ওই নির্দিষ্ট কানেক্টরটা আমার বহুত ভুলভাল লাগে। আর স্ন্যাপ টু গ্রিড - কনট্রোল কমে যায়।
  • Bianary | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩২ | 70.64.8.206
  • হ্যা অ্যানিমেশন হলে কিছু করার নেই। কিন্তু ফ্লোচার্ট টাইপ কিছু করতে হলে ভিসিও ইস আল্টিমেট মনে হয়।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:৩১ | 61.95.144.123
  • কিন্তু ন্যাড়াদা এক্সফিগের গুণ গাইছে না দেখে আমি বেশ আশাহত। ন্যাড়াদার ওপর ভরসা ছিলো।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৯ | 61.95.144.123
  • আমি তো এক্সফিগে এঁকে জেপেগ বানিয়ে পিপিটিতে লাগাতুম। তো এখানে বল্ল অ্যানিমেশন না হলে লোকে বোর হবে - তাই পিপিটিতে ডাইরেক্ট আঁকছিঃ-(
  • Binary | ১৮ ডিসেম্বর ২০০৮ ১০:২৮ | 70.64.8.206
  • আমিতো চিরকাল এই ভাবেই চালিয়ে গেলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত