আরেকটা দিই - - লেট ইট বি। গত বছর লিভারপুলে এই সময় নেটিভিটি হয়েছিলো বড় করে - টিভিতে দেখিয়েছিলো। প্রচুর লোক একসাথে লেট ইট বি গাইতে গাইতে এগোচ্ছে - দারুন লেগেছিলো।
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:১৬ | 125.18.104.1
আজ ফ্রি ফ্রম আপলোড। তবে পকেট থেকে কিছু ডাউনলোড হবে, কার্টসি দ্যাট ওল্ড বাম।
shrabani | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:১৪ | 124.30.233.101
Mary's boy child Jesus Christ, was born on Christmas Day. And man will live for evermore, because of Christmas Day.
Long time ago in Bethlehem, so the Holy Bible say, Mary's boy child Jesus Christ, was born on Christmas Day.
Hark, now hear the angels sing, a king was born today, And man will live for evermore, because of Christmas Day. Mary's boy child Jesus Christ, was born on Christmas Day.
While shepherds watch their flocks by night, they see a bright new shining star, they hear a choir sing a song, the music seemed to come from afar.
Hark, now hear the angels sing, a king was born today, And man will live for evermore, because of Christmas Day.
Oh a moment still worth was a glow, all the bells rang out there were tears of joy and laughter, people shouted "let everyone know, there is hope for all to find peace".
Now Joseph and his wife, Mary, came to Bethlehem that night, they found no place to bear her child, not a single room was in sight.
And then they found a little nook in a stable all forlorn, and in a manger cold and dark, Mary's little boy was born.
Hark, now hear the angels sing, a king was born today, And man will live for evermore, because of Christmas Day. Mary's boy child Jesus Christ, was born on Christmas Day.
Oh a moment still worth was a glow, all the bells rang out there were tears of joy and laughter, people shouted "let everyone know, there is hope for all to find peace".
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:১৪ | 203.99.212.224
এই সময়ে আরেকটা জিনিস কত্তেও খুব ভাল্লাগে। করেছিও। কিন্তু কি সেটা আমি বলবো না।
স্যানের শেষ আইরনির উত্তরে- বড় হয়েছো এতো বলে দিতে হবে? ;-)
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:১২ | 61.95.144.123
Battle hymn of the republic - - কার সেটা আর বল্লুম না। আমার বহুত ভালো লাগে। Mary's boy child - - বেলাফন্তের - এটাও ব্যাপক লাগে।
ক্রিসমাস উপলক্ষে সকলকে গিফট করলুম।
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:০৬ | 12.144.134.2
মা কেমন কমলালেবুর কেক, কমলালেবুর পায়েস বানাত এই সময় ঃ-(((((
মানুষে কেন চাকরি করে, আর কেনই বা বে করে ঃ-(
shrabani | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:০৪ | 124.30.233.101
আমার আজ ডিনার নেমন্তন্ন লেমন ট্যুইস্ট এ! ঘরে ফিরে কেক বানাবার ইচ্ছে আছে তবে হয়ে উঠবেনা বলেই মনে হয়।
এখন আবার ক্রিসমাস ইভ পালন করা হবে। গিফট দেওয়াদেওয়ি, স্কিট, কেক, ইত্যাদি ইত্যাদি। নো কাজকম্ম ঃ-)
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৫২ | 125.18.104.1
তাইলে শোনঃ
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৪৯ | 165.170.128.65
না তো । শুনি নাই। অবশ্য কোহেন আমি ৪-৫ টার বেশি শুনি নাই।
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৪৪ | 125.18.104.1
লেন কোহেনের হায়রেহালুয়া শুনস?
shrabani | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৪৪ | 124.30.233.101
পালকে পনীরের জায়গায় মাটন শিক দিয়ে পালক যা ভাল খেতে হয়। শমীকের কি অর্পন যা বলল তাই হয়েছে?
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৮ | 165.170.128.65
তাহলে এসো আমরা সমবেতস্বরে হায়রেহালুয়া গাই।
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৭ | 125.18.104.1
জে সি স্যারের হোলি বাড্ডে-ইভে কাউরে হ্যাটা কোরো না বাপু!
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৪ | 12.144.134.2
হনুদার লম্বা পোস্ট ছুটির সময়েই হওয়া ভাল। কাজের মধ্যে হনুদার সিরিয়াস পোস্ট পড়ার চেষ্টা করলে দেখেছি একটু পরেই কেমন মাথা তাঝঝিম মাঝঝিম করতে থাকে, খানিক্ষণ বাইরে থেকে ঘুরে এসে জল খেয়ে আবার কাজে বসতে হয় ঃ-)))))
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৩ | 165.170.128.65
আচ্ছা কেউ Wall.E দেখেনি এখনো? কি অপূর্ব সুন্দর রোবোট একখানা, খুব ভালো সিনেমা।
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:৩২ | 165.170.128.65
হ্যাঁ হ্যাঁ সুখের হবে হবে। হানুদার সব লেখাই দ্বৈত আত্মসুখ অনুভূতি নিয়ে আসে। বুঝতে পারলে সুখ - কেমন বুঝে গেলাম। না বুঝতে পারলে সুখ - আমি কেমন কঠিন কঠিন লেখা পড়ছি। ইত্যাদি।
d | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:২৯ | 203.143.184.11
অজ্জিত, ঠিক আছে।
কি কান্ড আমারও পেস্ট্রী খেলে গা গোলায়। এবং এইজন্য আমি চিরকাল রীতিমত সামাজিকভাবে হ্যাটা হয়েছি। (অবশ্য তাতে আমি "ডুন্টু কেয়ার')। সিঁফোরও গুলায় শুনে ভারী তৃপ্তি পেলাম।
আর স্যান, এই ছুটির আবহে, এইবার যে হনু এসে "ন্যাকের আপদত্ব, পোস্টমডার্ন সমাজে তার প্রভাব এবং ন্যাকের আপদত্বে বঙ্গ মিডিয়ার দায়িত্ব' বিষয়ে একখানা গামা পোস্ট করবে, সে কি খুব সুখের হবে মা??
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:২৯ | 61.95.144.123
সে আম্মো খেয়েচি - মোক্যাম্বোতে। ভাল্লাগেনি। তবে এটা হল দুটো আলাদা ডিশ - শাকের ঘন্ট আর মাটন কারি।
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:২৮ | 12.144.134.2
মাটন সাগওয়ালা বলে একটা জিনিস খেয়েছি তো
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:২৭ | 125.18.104.1
সাগ মাটন কিন্তু তুখোড় খেতে। দিল্লি ছাড়ার পরে আর খাওয়া হয় না।
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:২৪ | 61.95.144.123
আমাগো আপিসে আজ শাকের ঘন্টের সঙ্গে মাটন। কি কম্বিনেশন!!!
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:২১ | 12.144.134.2
কেক খেতে ভাল। পেস্ট্রি খাবার আগে খুবই লোভ হয়, কিন্তু খাবার পরেই মনে হয়, উফ্ফ কি বেশি মিষ্টি , না খেলেই হত।
হনুদাকে লাস্ট কোচ্চেন ঃ ন্যাক নামক সংস্থাটিকে খামোখা আপদ বলা হচ্ছে কেন? কোন তথ্যের ভিত্তিতে?
এক্ষুণি যদি লোকে কেক পেস্ট্রী নিয়ে গল্প শুরু না করে ..... আমি বেধড়ক পেটাবো বলে দিলাম। যত্তসব।
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:১২ | 12.144.134.2
দুখানা লিখিত পরীক্ষা আর ইন্টার্ভিউ দিতে গেলেই যাদের লেখাপড়ার 'ন্যাক' উবে যায়,ন্যাকের বারোটা বেজে যায়, তাদের এমনিতেই ডক্টরেট করার দরকার কি?
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:০৮ | 12.144.134.2
হনুদা খালি পিএইচডির সুযোগ কমে যাবে কমে যাবে বলছে কেন? খামোখা কমবে কেন? একবছর কোর্স ওয়ার্ক করে পাশ না করলে তাদের দিয়ে পিএইচডি করানোর জন্য এত ব্যাকুল হওয়ারই বা কি আছে?
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:০৬ | 12.144.134.2
এ হে , শমীকের কি হয়েছে? তার ওপর এই ছুটির মরসুমে, কোনো মানে হয় !
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:০৪ | 61.95.144.123
আমির খানের নতুন ফিলিম নিয়ে কি বাওয়াল হয়েছে - টিভি/রেডিও সবেতেই সেটা হল হেডলাইন নিউজ...
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:০২ | 61.95.144.123
না আমি এই এট্টু আগে ফিরলুম কিনা। পিছিয়ে আছি।
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৪:০০ | 165.170.128.65
আবার নেকাপড়া নিয়ে কতা বলচে। চাঁদা তুলবো নাকি??
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:৩৪ | 61.95.144.123
আচ্ছা ভারতে বা আম্রিকায় ফাইনাল ভাইভাতে সুপারভাইজর উপস্থিত থাকে? এই নিয়ে কোন নিয়ম আছে?
আমার গাইড ছিলো না। বলেছিলো থাকার কথা নয়। পরে শুনেছিলাম চাইলে থাকা যায়, তবে সেটা অনেকটা ড্রাইভিং টেস্টে গাড়ির মধ্যে ড্রাইভিং ট্রেনার থাকার মতন - পরীক্ষা চলাকালীন কিছু বলতে পারবে না, পরে ছাত্রকে পুরোটা ক্ল্যারিফাই করে দেবে...
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:২৪ | 61.95.144.123
সুপারভাইজরের সাথে ভালো রিলেশনে পিএইচডি করে ফেলা - এইটে যদিও আমি ঠিক সিওর নই। মানে কাগজে অনেক কিছু বেরোয় বটে - কিন্তুক ভাইভাতে তো এক্সটারনাল এগজামিনার থাকে, এবং সেটা সুপারভাইজর রেকমেন্ড করার পর অ্যাকাডেমিক কাউন্সিল (বা ইক্যুইভ্যালেন্ট কোন বডি) অনুমোদন করে - রীতিমতন এক্সটারনালের (এবং ইন্টারনালেরও) বায়োডেটা জমা দিতে হয় কাউন্সিলের কাছে...
তো শুধুই ভালো রিলেশনের কারণে উৎরে গেলে তো এই এগজামিনারদের নিয়েও কোশ্চেন ওঠার কথা!!! এই যে কাগজে কয়েকটা খবর বেরোল - গোটা থিসীস কপি - সেক্ষেত্রে এই এগজামিনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি?
pi | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:২৩ | 69.251.184.3
যা বলছে, পোস্ট-সিলেকশান প্রসেসে সেটা পুরোপুরি আমেরিকান সিস্টেম। ঐ স্টুডেণ্ট সুপারভাইজার চুজ করতে পারবে না টা ছাড়া। এই ভাটের নিয়মটা যে কি কোয়ালিটি ক®¾ট্রাল করতে সাহায্য করবে তা ভগাই জানে।
sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:১৭ | 24.0.145.33
হনুদা অ্যাতো কেপ্পুস! য্যাঃ।
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:১৭ | 61.95.144.123
পাইয়ের বলা পদ্ধতিগুলো আমিও ফলো করেছি। কিন্তু এবার লিখিত পরীক্ষার কথা বলছে, কোর্সওয়ার্কের ওপর - সেটাই ঢপের।
d | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:১৫ | 203.143.184.11
হুঁ আমিও ভাবছিলাম যে ..... হনু অর্পণকে খাইয়েছে!!
sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:১১ | 24.0.145.33
পলিউশন, পোলেন আর ঠান্ডা। বাড়িতে একজনের এমন হয়েছিল। শ্রাবণীদি'র কথা শুনে ডঃ বাত্রায় দেখিয়ে চার মাস ওষুধ খেয়ে এখন একটু কম। ঐরকম কাশি খুব ভোগায়।
Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:০৭ | 208.57.131.4
শমিকের সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল। যেটা হয়েছে সেটা ওর বক্তব্য অনুযায়ী ক্রনিক নিউমোনিয়া গোছের। ভেতরে সর্দি জমে আছে, বেরোচ্ছে না, কাশি শুরু হলে থামতেই চায় না, শেষে শ্বাসকষ্ট শুরু হয়। এইসব সিন্ড্রোম।
বহু ডাক্তারের কাছে ঘুরে ঘুরে বেসিকালি ঠিকঠাক ট্রিটমেন্ট হয়নি। আর আমি অনেকবার বলেছি বাইকটা ছেড়ে দিতে। প্রতিবারই বলেছে ও কিছু না।
যাক, কিছু খবর পেলে জানিও।
Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৩:০২ | 208.57.131.4
আমি এবার তিনতলা থেকে সিধে নিচে পড়ব। আমাকে হনু সিগ্রেট খাইয়েছে? আমাকে?
(আমার থেকে গোটা দুই খেয়েছিল বটে!)
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৫৫ | 203.99.212.224
আর বেশিক্ষণ চাকরি বাকরি বা পড়াশুনোর কথা বল্লে এইবার সবাই কে ক্যালানো হবে। বিধিসম্মত সতর্কীকরণ।
pi | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৫৪ | 69.251.184.3
ঃ)
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৫৩ | 203.99.212.224
দেকোচো পাই আমায় কিরকম করে টুইয়ে দিল। অথচ আমি কি কিচু বলেচি?
d | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৫৩ | 203.143.184.11
আমি তাতে সেকেন্ডারী অডিটার হিস্সবে অপ্পনের সাথে যেতে চাই। ঃ))
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৫২ | 203.99.212.224
রাম রাম। এই ছিল তোর মনে। তোরে কিনা লাস্ট দিন আমি দুটো সিগারেট খাওয়ালাম। রামঃ । আমার বিভিন্ন প্রজেক্টের অডিট তো তোর মত পাজি গুলাই করে সর্বদা। তবে আমি ম্যানেজার নই বলে আমার কম বাঁশ হয়। আমি জেনেরালি বিভিন্ন জাতের চেঞ্জ ক®¾ট্রালটা গুছিয়ে করি, নইলে কাজ করা যায় না। বাকি রিপোর্ট কিস্যু এϾট্র করি না। ধুস। ম্যানেজার আছে কি করতে। থ্যাংক ফুলি এখনকার চাকরিটাতে এই অডিটের আপদটা এখনো হয় নি। এখন আর প্রজেক্ট করি না তো। সেই জন্য। কিছুই না করার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে ঃ-)
sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৫২ | 24.0.145.33
হ্যাঁ আর আমি ঐ অডিটে অবজার্ভার হতে চাই।
শমিকের আবার কি হল? বমি পেটখারাপ মাথাঘোরা? বায়ু, বায়ু।
pi | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৫১ | 69.251.184.3
তবে ব্যক্তিগতভাবে , আমার এর অনেকটাই ( পুরোটা না) অনর্থক চাপ মনে হত। মানে এত কাণ্ড কারখানা না করলেও এমন কিছু ক্ষতি হত না, বা করেও এমন কিছু হনু হয় নি লোকজনে কি এসব করে জনতার বোধি লাভ হইয়াছে এমন ও না। ঃ)
pi | ২৪ ডিসেম্বর ২০০৮ ১২:৪৮ | 69.251.184.3
হ্যাঁ, একটা কণ্টিনিউয়াস অ্যাসেসমেণ্ট প্রসেস ছিল তো। প্রতি ছয় মাস কি এক বছর বাদে বাদে থিসিস কমিটি আর পুরো ডিপার্টমেণ্টের কাছে লিখিত রিপোর্ট দেওয়া, ওরাল প্রেসেন্টেশান, আর শেষ কালে জমা দেবার সময় হলে, প্রি-সিনোপসিস, প্রি-থিসিস, থিসিস সেমিনার। সবগুলো ই লিখিত রিপোর্ট সহ। শেষেরটি ভাইভা সহ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন