এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tania | ২৫ ডিসেম্বর ২০০৮ ০১:৫০ | 65.115.93.98
  • থ্যাঙ্কু বাইনারিদা। মেইল পেয়েছি। হয়তো ২০০৯ এই যাবো। গেলে ঐ থার্ড উইক অফ জুনে। নিশ্চয়ই জানাবো।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০১:২৫ | 65.194.243.232
  • নেগোশিয়েট করি নাই। ঃ))

    সত্যি সেটা একদিনের ট্রিপ ছিল।
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ০১:২৩ | 198.169.6.69
  • তনিয়া, মেল পাঠিয়েছি। স্প্রিং ব্রেকটা একটু বেশী ঠান্ডা থাকে। আর সামারে গেলে বোলো, আমরা এবারে-ও যাবো।
  • d | ২৫ ডিসেম্বর ২০০৮ ০১:০২ | 117.195.42.96
  • নেগোশিয়েট করতে করতে এমন বাজে অভ্যেস হয়েছে আজকালকার ছেলেপুলেদের!
    সে তো অবশ্যই লিখবে তানিয়া। এটাও লিখে ফেলো।
  • tania | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৫৮ | 65.115.93.98
  • এপ্রিল-মে হয়তো হবে না। হয় spring break নাহয় first week of summer vacation। হায়, আজকাল স্কুলের ছুটির স্কেডিউল আমাদের বেড়নোর দিনক্ষণ ডিক্টেট করে ঃ-( ঠিক আছে, মেইলের অপেক্ষায় থাকব। আগাম ধন্যবাদ। আর দমদিকে ঃ বাইনারিদার ইনফো নিয়ে রকিজ ঘুরে এলে গুরুতে একটা টই লিখবো, কেমন? ঃ-)
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৪৭ | 65.194.243.232
  • আমার একটা ডিউ আছে। অবশ্য একদিনের ট্রিপ।

    কিন্তু ব্ল্যাঙ্কের সেই মন্দারমণি ভ্রমণবেত্তান্ত মাঝপথে থেমে গেল কেন?
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৪৭ | 198.169.6.69
  • মেল করবো ডিটেলে। কিছু তথ্য।

    ১) ক্যালগেরী থেকে রাউন্ড ট্রিপ ৪/৫ দিন লাগবে, ইনক্লুডিং ওভারনাইট ইন জ্যাস্পার আর ব্যানফ।

    ২) সেরা সময় অপ্রিল-মে। তখন রকিগে বরফ-ও থাকবে, আবার ঠান্ডা ১৫/১৬ ডিঃসেঃ
  • d | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৪৫ | 117.195.42.96
  • বলাবলির কি আছে হে? বেড়াতে গেলে সর্ষে ডিউ হয়। না লিখলে খেলাপী হয়। এ হল গিয়ে ভগমানের নিয়ম।
  • tania | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৪০ | 65.115.93.98
  • অ্যাই দমদি! সর্ষে লিখবো বলিনি তো! ছবি আপ্লোডাবো। এই ছুটিতেই। গ্রান্টি।
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩৯ | 198.169.6.69
  • হাইকিং -এ গেলে অন্যকথা, তবে সাধারণ ভাবে বেস্ট রুট হলো। ক্যালগেরী থেকে, গাড়ী রেন্ট নেওয়া। তারপর ব্যান্‌ফ হয়ে হাইওয়ে ৯৩ দিতে জেসপার যাওয়া। তার্পর, জেসপার থেকে এডমন্টন হয়ে ক্যালগেরী ব্যাক।
  • tania | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩৮ | 65.115.93.98
  • যাবো তো ক্যালি থেকে। ইদার ক্যালগেরি অবধি উড়ে যাবো, নয়তো মন্টানা দিয়ে গাড়ি নিয়ে ঢুকবো। বান্‌ফ, জ্যাস্পার দুটো ই ঘুরতে চাই। কদিন লাগবে? ডিটেল ইনফো হলে ভালো হয়। আপনি আমাকে মেইল ও করতে পারেন tania90 জিমেলে।
  • d | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩৪ | 117.195.42.96
  • আর তানিয়াও সর্ষেখেলাপী। মরুভূমি বেই গেছিল, লেখে নি এখনও।
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩৪ | 24.0.145.33
  • আমি সাইকেল শেখার সময় মোড়ের মাথায় ফুলস্পীডে সোওজা চালাতাম। আহারে আমার সেই বিএসে এসেলার, আজ তুই কোথার! ঃ(((
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩৪ | 198.169.6.69
  • হুঁ অনেকবার গেছি। রকিজ-এর কোনদিক যেতে চাও ? ব্যান্‌ফ ? না জেসপার ? কোথাথেকে আসবে ?
  • d | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩২ | 117.195.42.96
  • হ্যাঁ এখন মনে পড়ল তো, দুচাকাকে ডরাই। একবার আমি রাস্তার পাশের ঘাসঘাস অংশ দিয়ে আপনমনে গুটগুট করে হেঁটে যাচ্ছিলাম আর এক দুচাকাওয়ালা খামোখাই আমাকে পেছন থেকে এসে গুঁতিয়ে ফেলে দিয়েছিল।
  • tania | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:৩২ | 65.115.93.98
  • বাইনারিদা আপনি ক্যানাডাবাসী তো? একটা কোশ্চেন ছিল। ক্যানেডিয়ান রকিজ গেছেন বেড়াতে? একটু ইনফো দেবেন প্লিজ?
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:২৮ | 198.169.6.69
  • আমি অবশ্যি তিন চাকা-কে ডরাই, অটোরিস্কা .... বিশেষ করে বাজারের মধ্যে।
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:২৬ | 198.169.6.69
  • দুর ফাগোল, আমি ফাগোলকে কে কি ফাগোল বলি ? আমি ফাগোল কে ফাগোল-ই বলি।

    দ, এক্ষুনি যে বল্লে চারচাকা-কে ডরাও না, ইদিকে দুচাকাকে ডরাও ?
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:২৫ | 24.0.145.33
  • যাঃ! থেমে গেল যে!
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:১৪ | 65.194.243.232
  • ফা-আ-আ-গোল নাকি!!!!
  • tania | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:১০ | 65.115.93.98
  • অপ্পন কি ঠারে ঠোরে দমদিকে পা-গোল বলছে?!!!!
  • d | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:০৬ | 117.195.42.96
  • নাঃ আমার দুচাকা নাই। দুইখান গোদা গোদা পা আছে বটেক। তবে সেগুলো নেহাৎই পা, কদাপি চাকা নয়।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:০৫ | 65.194.243.232
  • দমদি কি মাতাল নাকি যে তুচ্চু ছাতাকে ডরাবে?
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:০৪ | 24.0.145.33
  • ছাতা না ষাঁড়। কিন্তু তোমার তো দুচাকা আছে তাও ভয় পাও?
  • d | ২৫ ডিসেম্বর ২০০৮ ০০:০৩ | 117.195.42.96
  • ও হ্যাঁ মোটরসাইকেল আছে তো লিস্টিতে। এট্টু এট্টু ডরাই বটে ঐটারে। কিন্তু ছাতা???
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৭ | 65.194.243.232
  • একদম সর্ষেতে লেখার মতন।

    বাকি সবকিছুই তো আউটলুকের ট্র্যাভেল গাইডে আছে। ঃ))
  • sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৫ | 24.0.145.33
  • ** মোটরসাইকেল আর ষাঁড়
  • sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৪ | 24.0.145.33
  • কোথায় যেন পড়েছিলাম মাতালরা ছাতাকে খুব ভয় পায়।
    কিন্তু দমদির ভয় পাওয়ার লিস্টিতে মোটরসাইকেল আর ছাতা নেই!
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৫১ | 123.201.53.131
  • আরে মাতাল হয়েই যাব। কি এমন ব্যাপার। চিন্তা করো কেন। ;-)
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৯ | 117.195.42.96
  • প্রচন্ড বেশী মদ খেয়েও মাতাল না হলে ভয় পাব না। মাতাল হতে হবে। তবে অন্য লোক দেখলে সাধারণত তাদের আড়ালে লুকিয়ে লুকিয়ে সরে যাবার চেষ্টা করি।
    ঃ(
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৩ | 123.201.53.131
  • আমি একদিন প্রচন্ড বেশি মদ খেয়ে দমদির কাছে যাবই যাব। আমি দমদিকে দৌড়ে পালাতে দেখতে চাইইইইইই ঃ-))))
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৪২ | 117.195.42.96
  • এদিকে কুকুর দেখলে আমার ভারী আহ্লাদ হয়।
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৪২ | 198.169.6.69
  • আরে, স্যান বল্লো কুকুর ছাড়া কিচুতে ভয় নেই, তাই বললাম। সেতো কুকুরের প্রসঙ্গে-ও একই কতা চলে।

    যাই খেয়ে আসিগে।
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৪১ | 117.195.42.96
  • হুঁ আমার শুধু মাতাল দেখলে "ওরেব্বাব্বা' মনে হয়। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে হয়।
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৪০ | 123.201.53.131
  • না না, কুকুর কাছে আসলে আমার প্যালপিটেশন হয় (লিটারেলি)। পায়ের খুব কাছে চলে এসেছে দেখলে হাতপা ঠান্ডা হয়ে যায়। একে বলে ভয় ঃ-)

    বাকি সব, মানে ওসব কামড়ালে ব্যথা লাগবে কিন্তু কাছাকাছি দেখলে 'ওরেবাবা' টাইপের কিছু মনে হয়না। ঠিক ভয় বলেনা একে ।
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৮ | 117.195.42.96
  • কি জ্বালা রে! সে তো চলন্ত গাড়ী, ছুটন্ত মানুষ এসব থেকেও দূরে থাকি। তাবলে কি মানুষ কিম্বা গাড়ীকে ভয় পাই নাকি? হেঁ হেঁ। ঃ))
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৬ | 198.169.6.69
  • এইরে, সেতো কুকুরে-ও একই কথা বলতে হয়,অতিরিক্ত হলো সুধু জলাতঙ্কের ইনজেকশন নিতে হয়। আর সিঁড়ির কি প্রাণ আছে ?
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৬ | 123.201.53.131
  • দূরে নয়, সাবধানে থাকতে হয়। সে তো রাস্তাও সাবধানে পার হতে হয়। এবারে কি বলতে হবে, আমি রাস্তাকে ভয় পাই? না গাড়িকে ভয় পাই? ;-)
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৪ | 198.169.6.69
  • হুম, তাইলে ভয় না পেয়ে-ও দুরে থাকতে হয় হেঁ হেঁ ঃ-))

    স্যানের একটা জব্বর গপ্পকে বলছে, 'সর্ষে' লেখার মতো-ই নয় ?
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৩ | 117.195.42.96
  • আচ্ছা আজকে ডিডি আসবেন না একবারটি? তাহলে গিয়ে বরং ঘুমিয়ে পড়ি।
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৩২ | 123.201.53.131
  • বাইনারি, এসবে ভয়ের কি আছে? কামড়ে দিলে ন্যাচারেলি ব্যথা লাগবে। সে তো সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেও লাগে। তা বলে আমি সিঁড়িকে ভয় পাই নাকি? কি মুশকিল।
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:৩০ | 123.201.53.131
  • গতবারে কুর্গে গিয়ে একটি চমৎকার দেখতে ছেলের সঙ্গে আলাপ হয়েছিল। বেশ মিষ্টিমত। সন্ধেয় পার্টিতে তার সঙ্গে নেচেওছিলাম। ব্যস।

    আমার পক্ষ থেকে কুর্গের স্মৃতিচারণ এই। তো এসব সর্ষেতে লেখার কোন মানেই হয়না ঃ-)
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২৮ | 117.195.42.96
  • ধুস্‌স্‌স্‌স। বাইনারি কিসব বলছে রে! এগুলো একটাও ভয় পাবার জিনিষ নাকি? মাকড়সা'য় একটু গা গুলোয় বটে। আর তেঁতুলে বিছের থেকে নিরাপদ দূরত্বে থাকলেই চলে।
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২৬ | 198.169.6.69
  • মাকস্‌সা ? তেঁতুলবিছে ? ডেঁয়ো পিঁপড়ে ? বাগান বা পুরোনো বাক্স পরিস্কার করতে গিয়ে যা কিছু বেরোয় ? কিছুতে ভয় নেই ?
  • d | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২৪ | 117.195.42.96
  • আব্বে!! বেড়াতে গেলে গুরুতে একটা সর্ষে ডিউ হয়। সে তো লেখেই নি ..... আবার অনুরোধেও লিখছে না।
    ছিঃ! ছিঃ! শেম! শেম!
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২২ | 123.201.53.131
  • আরশোলা ? নাঃ।
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২২ | 123.201.53.131
  • তবে আমি তত খারাপ লোক নই। অপ্পনকে আমার আউটলুক ট্র্যাভেলারটা ধার দিতে পারি দেশে ফিরুক।ওই যে ৫২ উইকেন্ডস ফ্রম ব্যাঙ্গালোর।ওতে কুর্গের গপ্পও আছে। তাপ্পরে ও ঘুরে ফিরে বাকিদের জন্য লিখে দেবেখন।
  • sayan | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২১ | 24.0.145.33
  • (হেউ! বড় ভালো ছিল চকোলেট চিপ আইসক্রিম কেকটা।)
  • Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:২০ | 198.169.6.69
  • আরশোলা ?
  • san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২৩:১৯ | 123.201.53.131
  • এ বাবা ভয় দেখাচ্ছে। কিন্তু আমি কুকুর ছাড়া কিছুতে ভয় পাইনা যে ঃ-))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত