নিউজিল্যান্ডের? তালে বোঁটকা গন্ধ কম হলেও হতে পারে।
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২২:০৮ | 123.201.53.131
শুওর ভাল করে রাঁধলে চিকেন কেন মাটনের থেকেও ভাল খেতে হয় তো ! আহা কুর্গের সেই স্বর্গীয় পান্দি কারি ঃ-(
Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২২:০৭ | 198.169.6.69
গরু আর শুওর ছাড়া কিছু পাওয়া যায় না বলে মাংস খাওয়া ছেড়ে-ই দিয়েছি। কাল সুপারমার্কেটে খুঁজেপেতে ভেড়ার মাংস পেলাম। ফ্রোজেন। কেন যে দড়ি দিয়ে বাঁধা বুঝলাম না। একটা আস্ত আধলা ইঁটের সাইজ। ছুঁড়ে মারলে মরন অনিবার্য। এটাকে থ করে তারপর কি করে রান্না হবে কে জানে ?
Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ২২:০২ | 208.57.131.4
হ্যাঁ, আজকের দিনটা কাটিয়ে দিতে পারলেই চাদ্দিন ছুটি। তার ওপর বেউ বেউ কত্তে যাচ্ছি। ঃ)
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২২:০০ | 123.201.53.131
বেচারা অপ্পন। এদিকে আমি সবে পাঁঠার মেটেদের রান্না করে উঠলাম। চাদ্দিন ছুটিইইইইইই।
Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২১:৫৩ | 198.169.6.69
হ্যাঁ ঐ ভালবাসার জায়গাটা মিষ্টি, এই এসেন্স গুলো ভালো। 'জন্তু জানোয়ারের মানুষ ভাব'এর চেয়ে রোবোট এটা নতুন ভাবনা। হলিউড অ্যানিমেশন যে উচ্চতায় উঠে গেছে, সেটা আরেকবার দেখা গেল। তবে দেখো প্রথম দ্শ্যে-ই দেখালো হাইওয়এ, ফ্লাইওভার, সপিং মল জুড়ে ঢাঁই-ঢাঁই গার্বেজ। ভাল কথা। আর ব্যাকগ্রাউন্ডে, 'প্থিবী ঢেকে গেছে আবর্জনায়' এরকম একটা মেসেজ। মানে এই ব্যাপারটার ৫০% দায় যে ম্যারিকার 'কোক-পেপ্সি-ম্যাকডোনাল্ড-সস্তার ইউজ-অ্যান্ড-থ্রো ইলেকত্রনিক্স' এর সেটার ইঙ্গিত কোথাও নেই।
মানে এরকম হিপোক্রেসি অন্যান্য সিনেমায় আরো অনে্ক বেশী এটা অবশ্য ঠিক। আরেকটা সিনেমা দেখলাম শনিবার, 'বোল্ট'। একটা সুপারস্টার কুকুরের, সাধারণ পড়শী আদুরে কুকুর হয়ে ওঠার গল্প। সুপারস্টারের ক্যারিসমা, টাকা, লাইফস্টাইল এসবকে কটাক্ষ করা হয়েছে। কিন্ত, দেখো, রকস্টার, পপস্টার সুপারহিউম্যান ইমেজ, এসব কিন্তু আদতে হলিউডদের-ই আমদানি। এরকম আরো আছে।
Arpan | ২৪ ডিসেম্বর ২০০৮ ২১:৩৫ | 208.57.131.4
শালা আজ অফিস যেতেই ইচ্ছে করছে না। ঃ(
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ২১:১৬ | 117.195.200.83
এই রে, এই সিনেমাটা তে বরং আমার দাদাগিরিটা একটু কম বলেই মনে হলো। কেন হলো?
সিনেমার নায়ক ওয়াল-ই একজন নিরীহ একলা বেচারা টাইপ রোবোট। তারকাচিত কোনো হাবভাব না। এমনকী ঘটনা পরম্পরায় এরকমও দেখায় না, সাধারন একজনের হিরো ওঠার গল্প (যেটা হলিউডের একচেটিয়া)। ওয়াল-ই যতটুকু করে সেটা কিছুটা অ্যাকসিডেন্টালি আর অনেকটাই ইভাকে ভালোবাসতে গিয়ে। পৃথিবী রক্ষার এমন কিছু দায় থেকে করেনি। ঐটুকু একটা টিনের রোবোটে এতটা ইমোশন পোরা ভাবা যায়না। আর গল্পটা কিছুটা অচেনা কিন্তু ভিতরে যে আরেকটা বক্তব্য আছে সেটা প্রীচ না করে বেশ আলগোছে দেখিয়ে দিয়েছে। মানে মেসেজবহনকারী মহৎ সিনেমার দায় নেয়নি আরকি।
সিনেমায় মার্কিন দাদাগিরি বলতে কি বলতে চাইছো বুঝতে পেরেছি, কিন্তু এটা আদতে বেশ ভালোবাসার গল্প।
আমার অ্যানিমেশনে আরেকটা জিনিস দেখে ইদানীং ঝাঁট জ্বলে, সেটা হলো, প্রাণীদের ক্রমে আরও ক্রমে মানুষের মত দেখানোর চেষ্টা। একটা স্কাঙ্ক নেকু ঢং মহিলার মতন চোখ পিটপিট করে। দামড়া পেঙ্গুইন জ্যাজ গাইতে গাইতে লাচালাচি করে। ইত্যাদি। কি বিরক্তিকর সে জিনিস। ওয়াল-ই তে ঐ মানুষের আগ্রাসনটা রোবোটের মধ্যে চারিয়ে দেওয়া নেই অ্যাটলিস্ট।
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ২১:১১ | 123.201.53.131
পাইদি, বেশি পরীক্ষা দিতে হলে যাদের পড়াশুনো বা পিএইচডির ন্যাক উবে যায়, তাদেরকে গরুগাধা বলা হয়নি। দুটো আলাদা পোস্টে আমি দুটো আলাদা সেটের কথা লিখেছি , #১, যাদের এক বছরের কোর্স ওয়ার্কের পরে একটা পরীক্ষা দিতে প্রচন্ড কষ্ট হয় ('বেশি' র কথা আসছে কোথায়), #২, কিছু গরুগাধা প্রতি বছর সিইউ বা রবীন্দ্রভারতীতে ভত্তি হয় - এই দুই সেটের মধ্যে কোন যোগাযোগ আমি স্থাপন করিনি । খামোখা একের পাশে এক বসিয়ে এগারো করো কেন? ঃ-)))))))
Binary | ২৪ ডিসেম্বর ২০০৮ ২০:৪৮ | 198.169.6.69
সিঁফো জিগাইল 'ওয়ালি' কে দেখেচে ? তো আমি দেখেচি। এরকম সব সিনেমা-ই আমায় দেখতে হয়, কন্যা-র আবদারে।
'ওয়ালি' তে অসাধারণ টেকনিকাল কাজ, হিউমান রোবোট ইত্যাদি ইত্যাদি। কিন্ত কেমন যেন এই সকল সিনেমায় মার্কিনি দাদাগিরি আমার পছন্দ হয় না। দুনিয়ার সব খারাপের ভাল করবার দায় যেন ওরাই নিয়ে বসে আছে। আর বাচ্চাদের মনে-ও সেটা গজাল মেরে গোঁজাবে। এনভারোনমেন্ট পলিউশনের কথা বললো, বেশ কথা, সেটার উৎসে কে বা কারা বললো না। এরকম সব আরকি।
pi | ২৪ ডিসেম্বর ২০০৮ ২০:৩০ | 69.139.150.151
পেস্ট্রী খেলে গা গুলানোদের দলে আমারো নাম লেখানো হউক।
আর, ইয়ে, কোনো বিশেষ বিষয়ে পড়াশুনার করার ন্যাক থাকলেও খুব বেশি পরীক্ষা দিতে হলে পিএইচ ডি করার ন্যাক অনেকের ই উবে যেতে পারে, তবে তাই বলে তারা 'গরু-গাধা' নয়। ইন ফ্যাক্ট, আমার ধারণা ছিল, কোনো মানুষ ই গরু-গাধা নয়, বাই ডেফিনিশন। তাছাড়াও প্রশ্ন আসতে পারে, গরু-গাধা বলে কি মানুষ নয় ? btw, গরুরা কেন গরু খোঁজার কাজ পারবে না ? এটা কিন্তু সিরিয়াস কোশ্চেন।
shrabani | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৭:৪১ | 124.30.233.101
এখানে বেশ ঠান্ডা পড়েছে, আশাকরি ফগ হবে ভাল। ক্রিসমাসে, নিউ ইয়ারে ঠান্ডা না হলে ভাল লাগেনা!
আমিও বাড়ি গেলাম। সব্বাইকে মেরি ক্রিসমাস, প্লামকেক ও পুডিং সহ!
d | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৭:২৯ | 203.143.184.11
আচ্ছা কলকাতায় এখনও খাদ্যোৎসব হয়?
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৭:২৮ | 61.95.144.123
আজ একটু তাড়াতাড়ি বাড়ি গেলাম। সকলকে মেরি ক্রিসমাস।
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৭:২৬ | 203.99.212.224
আই অ্যাম ইম্প্রেসড। পাঁঠা নিয়ে কোন কম্প্রোমাইজ মানা যায় না।
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৭:২৪ | 12.144.134.2
কলকাতায় থাকতে নিয়ম করে বড়দিনে বাড়িতে নাহুমের কেক আসত। জন্মদিনে কেক বেলুন আর মোমবাতি তো ধাড়ি বয়সেও। তারপর দুগ্গাপুজোতে ষষ্ঠী অষ্টমীর নিরামিষ টা বাড়ির লোকে কাটিয়ে দিয়েছিল , কেননা সংস্কার ইত্যাদি, দরকার নেই ,কিন্তু নবমীতে পাঁঠার ঝোল হতই তার বেলায় কোন প্রশ্ন নেই ঃ-)))))
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৭:১৯ | 203.99.212.224
এই জন্যেই আমি মূলতঃ যেকোনো মোচ্ছবে আছি।
san | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৭:১৮ | 12.144.134.2
আররে, জীবনে কোন উৎসব না থাকলে ভাল্লাগে? পুজো আচ্চা অঞ্জলি রোজা নাই হল, অন্তত ক্রিসমাসে কেক, পুজোয় নতুন জামা,হোলিতে ভাঙ , ঈদে সেমুই - এসবও বাদ দিয়ে দিলে জীবন বড়ই নীরস বোরিং হয়ে যাবে।ডিঃ আমার কাছে ঃ-)
দক্ষিণ কলকাতা শহরতলিতে গাছতলা বলে একটা জায়গা আছে, সেই গাছতলায় একটা স্পেন্সার্স আছে, তার মধ্যে একটা ফ্লুরিজ আছে - সেইটা হল গাছতলার ফ্লুরিজ।
d | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৪ | 203.143.184.11
এই "গাছতলার ফ্লুরিজ' কেসটা কি?
আর ২৫ তারিখ কলি আর রাত্তিরের জন্মদিন কিন্তু।
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:১৯ | 61.95.144.123
সেই একডালিয়া। আমি বলে খুঁজে পেতে গড়ফা মেন রোড দিয়ে রিজেন্ট এস্টেটের রাস্তাটা বের করলুম যাদবপুর থানা এড়ানোর জন্যে...গড়িয়াহাটের দিকে যেতে হলে আর দেখতে হবে না - তাও আজঃ-( গাছতলার ফ্লুরিজ যদি রাখে...
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:১৭ | 61.95.144.123
তবে সিঁফো যেটা বল্ল সেটা আমি যখন ছোট ছিলুম, তখন বলতুম। মানে এই কলেজে টলেজে পড়ার সময় আর কি।
সেটাও ঠিক। মুশকিল হল অ্যাকচুয়াল ক্রিসমাস পুডিংও তো এখানে পাবো না। নাকি পাওয়া যায়?
Blank | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:১৩ | 203.99.212.224
এবারে চল্লুম ছুটি তে। বেড়িয়ে ফিরবো সেই সোমবার। তদ্দিন কে লিয়ে বিদায়
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:১২ | 198.96.180.245
ছোটোবেলায় খেতাম বাবার কাছে নিজের আব্দারে। এখন খাই আমার কাছে মেয়ের আব্দারে। ;-)
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:১২ | 61.95.144.123
পুজোয় নতুন জামার মতন আর কি;-)
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:০৯ | 165.170.128.65
ঃ-))
না আমার বক্তব্য হলো ২৫ ডিসেম্বর এলেই কেক খাওয়াটা কী ট্র্যাডিশন? ছোটোবেলা থেকে খেয়ে আসছো বলে? আমার আসলে কেক-ফেক তেমন ভালো লাগেনা তো তাই জিগাইছি। এই যে কিনতেই হবে বা খেতেই হবে ব্যাপারটা কেন?
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:০৩ | 198.96.180.245
নব্যজাতীয়তাবাদী সিফোঁ!
স্বদেশের অম্বলে ভোগো বিদেশের ঢেঁকুর ফেলিয়া।
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৬:০০ | 61.95.144.123
"অদ্যাবধি জিলিপি-সিঙারা এবং কেকের মধ্যে কাহাকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিব তাহা স্থির করিতে পারি নাই' - তাই কেকটাও খাই;-)
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৮ | 203.99.212.224
বাঙালী মেরী আঁতোয়ানেত পুং
sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৬ | 165.170.128.65
কিন্তু কেক খেতেই হবে কেন? বুইতে পারচিনা। ওর থেকে তো সিঙ্গাড়া কচুরি জিলিপি অনেক ভালো।
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৫১ | 61.95.144.123
আপিসেও কেক দিচ্চে।
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৯ | 61.95.144.123
ফ্লুরিজ অবশ্য গাছতলার স্পেন্সার্সেও আছে - সেখান থেকেও তুলে নিতে পারি - আরেকটা।
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৮ | 61.95.144.123
সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকতে হয়, নইলে প্রভূত চাপঃ-( অত এদিক ওদিক যাওয়া যাবে না। সিটি সেন্টার থেকে তো দুপুরবেলা ঘুরে এলুম, তখন মাথায় আসেনি। মঞ্জিনিজে স্পেশ্যাল কেক বিক্রি হচ্ছে, তাই নিয়ে এলুম।
Blank | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৫ | 203.99.212.224
নইলে গড়িয়াহাটের স্পেন্সারসে ফ্লুরিজ আছে।
Blank | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৪ | 203.99.212.224
সিটি সেন্টারে কুকি জারে চলে যাও। ওদের কে বলে দিলে ওরা তোমার বাড়িতেও ডেলিভারি করবে। কুকি জার খুব ভাল।
Blank | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:৪২ | 203.99.212.224
সামান্য দুই গেলাস ভদকা আর অপ্প একটু হাক্কা চাউ খেয়ে এলুম। সাথে সামান্য চিকেন ও ছিল। শেষ বেলায় বেশ লাগছে।
shrabani | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:২৯ | 124.30.233.101
আঃ, নাহুম! ২০০৫ এর এই দিনে গিয়ে ভীড়ে প্রায় দু ঘন্টা ধরে চেষ্টা করে করে ছটা কেক কিনেছিলাম। ট্রে র পর ট্রে আসছে আর মুহুর্তের মধ্যে শেষ!
Arijit | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:২৮ | 61.95.144.123
এই সেক্টর ফাইভটা পুরো যাকে বলে ব্যারেনল্যাণ্ড। এখানে এইসব ডেলিকেসি কিস্যু পাওয়া যায় না। আর মধ্য কলকাতা হয়ে বাড়ি ফেরাও চাপ। মঞ্জিনিস ছাড়া আমার উপায় নাইঃ-(
r | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:২৭ | 198.96.180.245
নাহুম আনতে হলে তো এখনই যেতে হবে।
h | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:২৪ | 203.99.212.224
নাহুম। বেশি মিষ্টি। তবু প্রতিবারি আনি। এবারো আনবো। কারণ বৌ।
shrabani | ২৪ ডিসেম্বর ২০০৮ ১৫:২২ | 124.30.233.101
কলকাতায় কিন্তু অনেক জায়গাতেই এসময় খুব ভাল কেক বানায়, রিচ প্লাম কেক। আমার এখানের কেক ভাল লাগেনা বলে বাড়িতে বানাই, নইলে কে এত মেহনত করত!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন