এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:৪৫ | 203.99.212.224
  • প্রচন্ড রেয়ায় গ্রুপ। সেটাই সমস্যা তো। অফিসের একজনের চাই।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:২৯ | 65.194.243.232
  • ঐটা দুনিয়ার সবচেয়ে রেয়ার গ্রুপের ব্লাড। যদি ভুল না করে থাকি।
  • sayan | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:২৮ | 24.0.145.33
  • হ্যাঁ ঘুঁটি।
    বুনান ওটা কোন ব্লাড গ্রুপ? অনেকগুলো অনলাইন ব্লাড ব্যাঙ্কের অ্যাড্রেস আগে লেখা হয়েছিল কোনও একটা থ্রেডে এখন কাজের সময় মনে পড়ছে না।
  • d | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:২৫ | 203.143.184.11
  • কিন্তু সিঁফোর এই এত্ত এত্ত ছুটির একটা বিহিত করা দরকার। বন্ধুগণ দিকে দিকে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন।
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:১৮ | 61.95.144.123
  • ঘুঁটি তো? কাঠেরই দিয়েছে।
  • sayan | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:১৬ | 24.0.145.33
  • কিন্তু প্লাস্টিকের কয়েন না, কাঠেরগুলো কেনো। আঁচড় কম কাটে ওতে।
  • Tim | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:১৩ | 71.62.2.93
  • অপ্পনকে বিঃ হ্যাঃ বাঃ।
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:০৮ | 61.95.144.123
  • আমার বোর্ডটা এই বয়সেই কেনা হয়েছিলো - সেটা ৩৮" ছিলো। ম্যাচবোর্ড হল ৪৩"। একটু অসুবিধা হলেও আস্তে আস্তে শিখে যাবে। ম্যাচবোর্ড কিনলাম কারণ এটা অনেকদিন থাকবে। তিরিশ বছর আগে আমার বোর্ডটার দাম ছিলো ৬০/-, এখন সেটা প্রায় ৭০০ - ওগুলোতে কিছুদিন পর তলার কাঠগুলো খুলে খুলে আসে। তার চেয়ে একটু বেশি দিয়ে ম্যাচবোর্ড ভালো মনে হল।
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:০৭ | 203.99.212.224
  • সিঁফো এত্ত ছুটি পেলো কি করে? এম্নি লম্বা পেলে আমি সান্দাকফু যেতুম ঃ( ঃ(
    কিন্তু ছুটি পেলুম না ঃ(
  • Blank | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:০৬ | 203.99.212.224
  • কিন্তু ঋক এখন ম্যাচ বোর্ডে পারবে? ওর জন্য একটু ছোট কিনতে পারতে মনে হয়। ছোট বেলায় বড় বোর্ডে আমি গুটি এপার ওপার করতেই পারতাম না।
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:০১ | 61.95.144.123
  • সান্টার একজন এল্ফ এসে কাল ঋকের জন্যে একটা ম্যাচবোর্ড (ক্যারম) ডেলিভারি দিয়ে গেলো - সেটা আপাতত তিন তলায় মায়ের ঠাকুরঘরে লুকনো আছে। কিন্তু মালটাকে তিনতলা অবধি তুলতে জান বেরিয়ে গেছে - ম্যাচবোর্ড যে এত্ত বড় আর ভারি হয় সেই আইডিয়াটা ছিলো না...আমার যেটা ছিলো সেটা এটার চেয়ে একটু ছোট আর হালকা।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০০৮ ১১:০০ | 65.194.243.232
  • আমার পঁচিশ থেকে চার কোন কাজ নেই। শুধু উনতিরিশ আর তিরিশ একটু মুখ দেখাতে যাব।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০০৮ ১০:৫৯ | 65.194.243.232
  • আহা আমাকে যে সাহিব বলে আবাজ দিল, আম্মো এট্টু সম্মান দিলাম পাল্টা।
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ১০:৫৬ | 61.95.144.123
  • আহা - গত কয়েক বছরে এমন সময়ে কি সুন্দর ছুটি খেয়েছিলুম...আর কি কখনো হবে...ঃ-((
  • d | ২৩ ডিসেম্বর ২০০৮ ১০:৫৩ | 203.143.184.11
  • সিঁফোকে এত ছুটি দেয় কে?? ওকে শীগগিরই ম্যাঞ্জার বানিয়ে দাও।

    ইপ্পি হল গিয়ে অপ্পনের দিদি! বেশ বেশ!
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০০৮ ১০:৩৭ | 65.194.243.232
  • কিছু খেলা হচ্ছে!
  • sinfaut | ২৩ ডিসেম্বর ২০০৮ ১০:২৯ | 165.170.128.65
  • আমি ২৫ থেকে ২ তারিখ পর্যন্ত আপিস আসবোনা। হে হে হা হা হি হি।
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ১০:১৮ | 61.95.144.123
  • ২৬শে আম্মো আপিস আসবো না - ওপেন সোর্সের কনভেনশন আছে তো।
  • h | ২৩ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৮ | 203.99.212.224
  • ও ওকে।
  • h | ২৩ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৫ | 203.99.212.224
  • আমি জন্মাই নি। মানে ডিসেম্বরে জন্মাইনি।
  • Arijit | ২৩ ডিসেম্বর ২০০৮ ০৯:৪৯ | 61.95.144.123
  • সায়ন - করেছিলাম, ফের উড়িয়ে দিয়েছি। ভাল্লাগলো না। ওচ্চেয়ে জিটকের স্টেটাস মেসেজ ভালো।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০০৮ ০৪:৪৭ | 65.194.243.232
  • আজকের পিছিয়ে না পড়ার কাগজে প্রবন্ধগুলি ভাল।
  • Abhyu | ২৩ ডিসেম্বর ২০০৮ ০৪:৪৬ | 128.192.7.51
  • ক জনের জন্মদিন মিস করেছি দেখছি। সব্বাইকে অ্যাত্ত অ্যাত্ত নলেন গুড়ের রসগোল্লা ঃ)
  • Du | ২৩ ডিসেম্বর ২০০৮ ০৩:৫৮ | 67.111.229.98
  • দেশের বিতর্কসভাটা বেশ মজার হয়েছে।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০০৮ ০৩:০৯ | 65.194.243.232
  • পাইদি, দুদি আর পামিদিকে থ্যাঙ্কু।

    ডাইলুট জুসটা বেশ ছিল। ঃ-)
  • sayan | ২৩ ডিসেম্বর ২০০৮ ০২:৫৩ | 24.0.145.33
  • অজ্জিদ্দা কি রিসেন্টলি টুইটার এ সাইন আপ করলে?
  • pi | ২৩ ডিসেম্বর ২০০৮ ০০:২৮ | 69.251.184.3
  • অপ্পণসাহেবকে ভাবছিলাম জন্মদিনের শুভেচ্ছার সাথে ব্লু ওয়াইন দি, তাপ্পর ভাবলুম, অত খরচে কি দরকার... সবুজ আঙুরের পাতি ডাইলুট জুস দিয়ে দিলেই তো হয়, অন্ততঃ রঙ দিয়ে তো আর তফাত ঠাহর করতে পারবে না ! :P
  • Paramita | ২৩ ডিসেম্বর ২০০৮ ০০:২৮ | 64.105.168.210
  • ইন্দ্রাণী আর অপ্পনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
  • sayan | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৮ | 160.83.72.212
  • হনুম্যান? যাঃ!
  • I | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৫ | 59.93.196.42
  • ইন্দ্রাণীদি, শুভ জম্মোদিন। কচুবাটা খাও। শত্তুরে নজর দিলে তার গলা কুটকুট করুক।
  • Du | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:৪১ | 67.111.229.98
  • ইন্দ্রানী আর অপ্পনকে শুভ জন্মদিন। অপ্পনকে অনেক বিসর্গ যাঃ খুশি বসিয়ে নাও। আর ইন্দ্রানীকে সোনার ঝর্ণাকলম।
  • Arpan | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:৪০ | 216.52.215.232
  • সাবধান, হনু তখন তোকে ভুঁড়িতে বসিয়ে উড়ে বেড়াবে।
  • sayan | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:৩০ | 160.83.72.212
  • হুম, ন্যাজে শুধু "কফু' জুড়লেই একটা গোটা পাহাড় হয়ে যাবো ঃ))
  • d | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:২৬ | 117.195.36.134
  • আহা অপ্পন, শ্রীঈশান শর্মণকেও এককপি ধন্যবাদ দিয়ে রাখো। উনি তো আগামী ১ সপ্তাহ কিম্বা একমাসের মধ্যেই তোমাকে শুভেচ্ছা জানিয়ে দেবেনই। ;-))
  • Arpan | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:১৯ | 216.52.215.232
  • ঋজুর নাম বাদ পড়ে গিয়েছিল। ধন্যযোগ।

    আর কারো নাম বাদ পড়লে আগেভাগে মাপ চেয়ে রাখলুম।
  • Arpan | ২২ ডিসেম্বর ২০০৮ ২৩:১৭ | 216.52.215.232
  • বাব্বা, ডিসেম্বরে গুরুর অনেকে জন্মেছে তো।

    স্যান, ব্ল্যাঙ্কি, রতন, সান্দা, কলি, উদয়ন্দা, দমু, ইন্দো, সিঁফো, হনু, রঙ্গন, অরিজিৎ সবাইকে ধন্যযোগ।

    ইন্দ্রাণীদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • kali | ২২ ডিসেম্বর ২০০৮ ২১:১২ | 160.36.241.112
  • টিটি দিদিকে জন্মদিনে দিলাম এখুনি বানানো টর্টুগা রাম-কেক।
  • d | ২২ ডিসেম্বর ২০০৮ ১৯:৫৪ | 203.143.184.11
  • হেহে স্যানের অফিসের মেয়েটার মত একটা কেউ যদি আমার আশেপাশে থাকত, আমি কত্ত কাজ তার ঘাড়ে চাপাতাম। অনেক আগে একপীস ছেলে ছিল এরকম। ১০ টা ছুটি ক্যারী ফরোয়ার্ড হত আর সে ছেলের বাকী ২০ টর মধ্যে হার্ডলি ২-৩ খান নেওয়া থাকত।

    আমি শহর ছাড়তে পারব না বড়দিনের ছুটিতে, কিন্তু তাই বলে মোটেই ২৬ তারিখ অফিস আসব না।
  • i | ২২ ডিসেম্বর ২০০৮ ১৯:৫০ | 59.93.254.162
  • সক্কলকে অনেক অনেক ধন্যযোগ। শুভেচ্ছা, রোদ্দুর আর ল্যাংচাদির জন্য ...
  • san | ২২ ডিসেম্বর ২০০৮ ১৮:১৬ | 220.227.64.98
  • এটা আমারও হয়। মিথ্যে মিথ্যে শরীর খারাপ বলে ছুটি নিলে দুতিনদিনের মধ্যে সেটা হবেই হবে।মহা চাপ।

    আমাদের টিমে সব অদ্ভুত লোকজন। একটি মেয়ে আছে সে অদরকারে ছুটি নেওয়াটাই অনৈতিক কাজ মনে করে। তার অভিধানে দরকারী বলতে অবশ্য শুধু বাচ্চার অসুখ, আর বাচ্চার পরীক্ষা।(নিজের অসুখে অফিস কামাই করতে সে 'গিল্টি ফিল করে'!) বছরের তিরিশটা ছুটির মধ্যে সে হার্ডলি দশটা নেয় ( ছুটি এনক্যাশ হয়্‌না)। বাকি ছুটির প্রসঙ্গে 'আমার তো সত্যি কোন দরকার নেই, অফিস 'বাংক' করলে মনে হয় ফাঁকি দিচ্ছি' । কর্তব্যজ্ঞান সম্পর্কে তার সঙ্গে আলোচনা করার পাটা খুব কম লোকেরই আছে (আমার নেই)।

    কত রকমের মানুষ হয়।
  • shrabani | ২২ ডিসেম্বর ২০০৮ ১৮:০২ | 124.30.233.101
  • আমি এইসব মিথ্যে কথা বলায় টলায় নেই। এক হপ্তা আগে একদিন ডুব মারতে বলেছিলাম ঘাড়ে ক্র্যাম্প মত হয়েছে, নাড়তে পারছিনা তাই আসবনা। (তখন নিজেই নিজের পিঠ চাপড়ে ছিলাম, কিরম ইউনিক একটা রোগ বার করেছি!)

    গত শুক্কুরবার থেকে এমন ঘাড়ে ব্যাথা, খিঁচ ধরেছে। এখন আর সত্যি কথা বলে ছুটি নিতে পারছিনা।ঃ(
  • Blank | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৫৬ | 203.99.212.224
  • জ্বর একদিনে সারে নাকি কখুনো?
  • shrabani | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৫৬ | 124.30.233.101
  • শনিবারে এমনি অফিস না কিন্তু তোর পরামর্শ শুনে শেষে না শনিবারেও কাজাতে হয়!
  • Blank | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৪৯ | 203.99.212.224
  • তোমাদের শনিবারেও আপিস !!! একি বাজে নিয়ম
  • shrabani | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৪৮ | 124.30.233.101
  • তারসঙ্গে যদি আর সবারও জ্বর হয় তখন টেম্পারেচার দেখে ঠিক হবে কার লম্বা ছুটি আর কার শনিবারেও অফিস!
  • Blank | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৪৩ | 203.99.212.224
  • ২৬ এ জদি তোমার সামান্য জ্বর হয়, তাহলেই হয়ে গেলো লম্বা ছুটি
  • shrabani | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৩৫ | 124.30.233.101
  • চব্বিশ থেকে কি সবার ছুটি? আমাদের এখানে সব ছুটি নেওয়া আর বেড়াতে যাওয়ার ধুম পড়ে গেছে। এ আন্দামান যায় তো ও গোয়া!
    কি আর বলব, প্রতিবছরের মত এবছরও আমার কেমন করে যেন সব ছুটি শেষ!ঃ(
  • Arijit | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৩৩ | 61.95.144.123
  • রবার্ট ব্লেকের একখান গপ্পো ছিলো শুনেছি তাতে ব্যাংকের তলায় টানেল বানিয়ে চাকা লাগিয়ে গোটা ব্যাংকটাকে তুলে নিয়ে চলে গেসলো। কলেজে পড়াকালীন কোথায় যে এই রকম ভাবে একটা আস্ত বাড়ি সত্যি সত্যিই সরিয়েছিলো - সেটা টিভিতে দেখানো হয়েছিলো।

    আমাদের লোকজন গাড়ি করে "মুভ' করছে - আমরা নই অবশ্য - আমরা এখানেই থাকছি।
  • Blank | ২২ ডিসেম্বর ২০০৮ ১৭:৩০ | 203.99.212.224
  • অজ্জিত দাদের আপিস কেমনি করে মুভ হচ্ছে? খুব ঝাঁকুনি লাগলে অবশ্য কেবল কানেকশান টা কেটে যেতে পারে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত