এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kali | ২৬ ডিসেম্বর ২০০৮ ২২:৩৪ | 76.114.76.159
  • পাইকে শুভেচ্ছা আর একটা সুইট পোটেটো পাই।

    শমীক গেট ওয়েল সুন, এই যে এক তোড়া সাদা বুনো। গোলাপ।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ২২:৩১ | 117.195.34.109
  • আম্রিকার ইকোনমিকে বাঁচিয়ে রাখতে দু শেষপর্যন্ত কি কি কেনাকাটি করলে গো?
  • I | ২৬ ডিসেম্বর ২০০৮ ২১:৩৩ | 59.93.247.41
  • সজ্জন হলে জিন্দাল হবে। তা'লে আর সুশীল হবে না।
  • sinfaut | ২৬ ডিসেম্বর ২০০৮ ১৯:৫৭ | 117.195.192.224
  • রাত্রি, কলি, পাই সবাইকে জন্মদিনের শুভেচ্ছা।
  • I | ২৬ ডিসেম্বর ২০০৮ ১৭:৫৩ | 59.93.217.31
  • শুভো জন্মদিন , পাই। এক পৃথিবী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এক অনন্ত ফ্যালসিপেরাম, এক মহাদেশ ওভেল, এক আকাশ ম্যালেরি-তোমায় দিলাম। আর কি বা দিতে পারি !
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১২:০০ | 117.195.32.248
  • না রং চাই না। স্কেচ দরকার। কিন্তু স্ক্যানাতে হবেই।
    দাঁড়াও মেইল করছি।
  • Arijit | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:৫৭ | 61.95.144.123
  • কি রকম ছবি? কাগজে স্কেচ করতে পারি মোটামুটি, রং করতে গেলে ছড়িয়ে ফেলার চান্স আছে। তবে স্ক্যানার নেই (মানে তাকে আনপ্যাক করে কম্পুর সাথে কানেক্ট করা অনেক ব্যথা)।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:৫৪ | 117.195.32.248
  • ভাল কথা, এখানে কেউ আছে যে কম্পুতে ছবি আঁকতে পারে? কিম্বা কাগজে এঁকে স্ক্যান করে কম্পুতে লেখার সাথে জুড়তে পারে? থাকলে অবিলম্বে প্যান্ডেলের পছনের আপিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

    (হতচ্ছাড়া ব্ল্যাঙ্কিটা কাজ শেষ না করেই ড্যাংড্যাং করে বেড়াতে চলে গেল)
  • sayan | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:৩০ | 24.0.145.33
  • চিকেনের পরমাত্মার বালখিল্যপনা ব্যাস।

    পাইদিকে হ্যাবাড্ডে আর "হাউ টু গ্রো আলু অন ছাদ'এর স্পেসিমেন কপি।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:২৮ | 117.195.32.248
  • আচ্ছা বে থে'র সাথে কথা হল। কথা বলছে। একটু ভাল। রবিবার ছাড়া পাবে। অফিস জয়েন করতে করতে আরো ৮-৯ দিন লাগবে।
  • dd | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:১৮ | 122.167.85.96
  • কিন্তু একটি প্রয়াত সজ্জন চিকেনেরে হাতুড়ী দিয়ে পিটিয়ে লাট করবার পিছনে কি কেমিস্ট্রি কাজ করে কে জানে।
    কেউ জানে ?
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:১৭ | 117.195.32.248
  • আরে আমি সারা বিকেল, সারারাত করব।

    কিন্তু আপনি তো দেখি ভাঙা, গুঁড়ো করা, থ্যাঁৎলানো -- এইসবে এক্কেরে মাস্টার। কি কান্ড!
  • dd | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:১৩ | 122.167.85.96
  • কিন্তু d, মনে রেখো এটা শুধু ম্যারিনেশনের খেলা। আমি সারা রাত ম্যারিনেট করেছিলাম।

    তবে চিকেনটি ও সুশীল ছিলেন। সেও ঠিক।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:১১ | 117.195.32.248
  • বাঃ বাঃ। তাহলে আজকালের মধ্যেই করে ফেলব।
  • dd | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:০৫ | 122.167.85.96
  • চিকেনের বোনলেস ব্রেস্ট এনে বড় একটা হাতার পিছন দিক দিয়ে ঠুকলেই কাজ দেয়।

    আমি একটা খপরের কাগজ বিছিয়ে তার ওপর ঐ কান্ড করায় কিছুটা কাগজ চিকেনের সাথে ওতঃপ্রোত ভাবে মিশে গেছিলো। কই, খেতে তো মন্দ হয় নি।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:৫২ | 117.195.32.248
  • ওসব বড় বড় হনু হনু লোকদের আমি ধরতে পারব না। ক্ষুদ্র আমি ... অত সাহস নাই। তাঁরা যদি লিখে দেন ... দেবেন ... আনন্দের সাথে ছাপব। তুমি বরং ধর অজ্জিত।
  • Arijit | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:৪৩ | 61.95.144.123
  • বোধি আর রঙ্গনকে ধরো - পিন্টারকে নিয়ে একটা লেখা লিখুক।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:৪২ | 117.195.32.248
  • অপ্পনের আইডিয়াটা নেহায়েত ব্যাড নয় বটে, তবে কিনা সে তো মাত্র একজনের জন্যই বানানো যাবে। এদিকে নোড়া তো রিইউজেবল ......
  • Arijit | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:২৮ | 61.95.144.123
  • অক্ষর ওই রেসিপিটা পছন্দ হয়েছিলো কিন্তু আমাদের বাড়িতে এখন আর মাংস হয় না। ঋকের চিকেনে অ্যালার্জী ধরা পড়েছে বলে চিকেন আনা হয় না, আর বড়দের জন্যে রেড মিট ভালো নয় বলে পাঁঠাও আনা হয় না।
  • Arpan | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:২৬ | 71.216.237.55
  • শিলটা দিয়ে, যার দাঁতের গোড়া ভাঙবে, তার স্মরণে একটি ওবেলিস্ক বানিও। ;-)
  • Arijit | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:২৪ | 61.95.144.123
  • হ্যারল্ড পিন্টার মারা গেছেন।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:২৩ | 117.195.32.248
  • দোকানে পসিন্দা কাবাবের মাংস বলতে কিছুই বুঝল না। ঃ( ঃ(

    যা দেখছি, নারকেল ভাঙা, মাংস পিটানো ইত্যাদি বিবিধ কার্য্যের জন্য আমাকে একপীস নোড়া কিনতে হবে। অবশ্যি নোড়া থাকলে দরকারমত কারো দাঁতের গোড়া ভাঙতেও লাগানো যায়।
    শিল ছাড়া শুধু নোড়া বিক্রী হয়?
  • Arpan | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:২২ | 71.216.237.55
  • বেড়াতে এসেছি তো। এখন হোটেলের ঘরে থেকে নেট কানেক্ট করেছি।
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ১০:০২ | 117.195.32.248
  • যাঃ মিঠু একদিন দেখা দিয়েই কোথায় উবে গেল?
    আর অপ্পন না কোথায় বেড়াতে যাবে বললে?
  • Arpan | ২৬ ডিসেম্বর ২০০৮ ০৯:৩৮ | 71.216.237.55
  • পাইকে জন্মদিনের শুভেচ্ছা। সাথে এক থালা গরম হ্যাশব্রাউন।
  • Arijit | ২৬ ডিসেম্বর ২০০৮ ০৯:৩৩ | 61.95.144.123
  • পাইকে হ্যাপি বাড্ডে আর এক বস্তা নাইনিতালের নতুন আলু - ইচ্ছেমতন আলুর পান্তুয়া বানিয়ে ফেলবে। আলুর চপ বা আলুর দম বানালে যেন ডাকে;-)
  • d | ২৬ ডিসেম্বর ২০০৮ ০৮:১৩ | 117.195.32.248
  • আজকে ইপ্পির জন্মদিন। সেতো আবার কোথায় স্কি করতে চলে গেল।
    যাই হোক ইপ্পিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ইত্যাদি ... সাথে চারটি সেদ্ধ, পোড়া, আধাসেদ্ধ, আধাপোড়া আলু, আলুর পান্তুয়া, আলুর হিজিবিজি আর ... আর তারের বাক্সে রাখা অ্যাসর্টেড মশা এক বাক্স।
  • kali | ২৬ ডিসেম্বর ২০০৮ ০৬:৫৭ | 76.114.76.159
  • সব্বাইকে অনেক থ্যাংকস দিলাম।

    আর রাত্রিকে একটা পিনাকোলাডা কেক।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০০৮ ২১:০০ | 24.24.255.173
  • কলি আর রাত্রিদিকে জন্মদিনের শুভেচ্ছা।
  • pi | ২৫ ডিসেম্বর ২০০৮ ১৯:২১ | 69.251.184.3
  • ভূতের গল্প টইটাতে একটা টাটকা শোনা গপ্পো লিখে যাবার ইচ্ছা ছিল, কিন্তু আপাতত সময়াভাবে হলনা। একটি বৃষ্টিবিধৌত অতি দুর্গম পাহাড়ে জীবনে প্রথমবারের জন্য স্কি করতে চলল্লুম। যদি বেঁচেবত্তে ফিরি তো লিখবো, না ফিরলেও লিখবো, ঐ টইটাতেই। ঃ)
  • pi | ২৫ ডিসেম্বর ২০০৮ ১৮:১০ | 69.251.184.3
  • নাঃ রে স্যান, ঐ যে বল্লি, এইসব পরীক্ষা-টরীক্ষার নিয়ম কানুন চালু হলে গরুগাধা দের পি এইদ ডি করা বন্ধ হবে, তাই ঐ কথাটা এল। anyway, আমার গরুগাধা ইটসেল্ফ শব্দটাতেই আপত্তি।
    সে কাটান দে।
    আর একের পিঠে এক বসালে এগারো হয় তো। ঃ)
    আরো কত্ত ভাবে এগারো হয় !
    কাল দুই বিল্ডিং এর ল্যাবের ভিতর দুটো ব্লক সমান রাস্তা কত যে বার ন দুই এগারো করতে হল ! কিন্তু এই করে পায়ের দশা বেজায় কাহিল, তার মধ্যে আজ থেকে আবার লিটারেলি পায়ের তলায় চাকা লাগিয়ে বেরোতে হবে ! কি যে আছে কপালে !
    যাই হোক, সক্কলের ছুটি ভালো কাটুক।

    আর হ্যাঁ, যীশুদা, রাত্রিদি, আর গুরুর যারা যার জন্মেছেন আজ, শুভেচ্ছা রইলো। আর আজকের দিন যখন, কেক কিকরে বাদ দি ? ঃ)
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ১৪:৩৬ | 24.0.145.33
  • একঘন্টা জেগে বসে রইলাম হনুদা উত্তর দিল না। মনের দুষ্কে ঘুমুতে যাই ঃ(((
  • i | ২৫ ডিসেম্বর ২০০৮ ১৪:২১ | 59.93.212.185
  • রাত্রি,কলি,

    জন্মদিনের শুভেচ্ছা।
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ১৩:১৮ | 24.0.145.33
  • বোধিদা,
    তোমার এই চিঠিটা একটা ফোরামে পোস্টাতে চাই?
    (** তুমি এই রিকো অ্যাকসেপ্ট/ডিক্লাইন করতে পারো।)
  • h | ২৫ ডিসেম্বর ২০০৮ ১২:৫৫ | 61.95.144.10
  • এই চিঠিটা লিখেছি। TOI তে। জিন্দেগীতে ছাপবেনা অবশ্য।

    It is terribly unfortunate that respected Mr. Swapan Dasgupta is participating in War Hysteria this side of the border. Given his eminence and popularity among the new generation of yuppie patriots, it is actually more than participation. It is simple agenda setting that media gurus love most. This it seems is a part of systematic campaign to whip up poular support for war. Historically, the problem of Terrorism has never been solved by war. There is ample eveidence in Iraq that recent war actually has given birth of terrorism of all dispositions. Hizbolla emerged stronger after Isarael's bombing of south Lebanon in late summer of 2006. Does anyone in their right senses believe that 'war' in Afghanistan can be 'won' by NATO forces? Ideologies of terror and hatred have their supporters in all colours and suits, and a war can only reinvigorate them. Whether US actively or passively support opening of another front along Indo-Pak border , how Pakistan might use this opportunity of fight a traditional war rather than fighting a slow bleeding one on its western provinces, how pakistani or indian media are reporting or spinning the emerging information landscape, are issues of rhetorical intrigues that common people of all countries can be wary of. War, lets face it, is an useless tool in fighting terrorism, as we see it. It cannot be in interest of peace loving people of both countries, by definition. It can at best be a distraction preferred by section of political leaderships and section of the elite in both the countries so that criminal failures in governance can be overlooked. War cannot be a solution to real problems , both security related or otherwise when it comes to India and Pakistan. What is most objectionable in Mr. Swapan Dasgupta's essay is his usage of Nowel Coward's lyrics. It is a deliberate attempt to equate contemporary problem of terrorism with that of nazi scare and also an effort to justify war with declared intent of regime change. It is a desparate jab at memory and history with full knowledge of its dangers. I suppose only in India such deliberate distortion of history can be used to serve purposes of a misplaced and misdirected savvy nationalism that is more a product of tele talk rather than serious intention of clear sighted governance. That it is garnished with a certain finesse in red-brick style articulation is a clear indication to the victory of rhetoric over reason, as if that helps in times of crisis. What a fashionable death our liberalism has died, with the ultimate middleclass legitimacy of a man with a cup of tea and a broadsheet in hand. Best regards, Bodhisattva
  • d | ২৫ ডিসেম্বর ২০০৮ ১২:২২ | 121.245.135.188
  • কলির জন্মদিনে এক খ্রীষ্টমাস ট্রী ভর্তি শুভেচ্ছা, ভালোবাসা একটা চীজ ক্রিম কেক আর একটা এইম্মোটা অ্যাত্তবড় লাল টুকটুকে মোমবাতি।
  • I | ২৫ ডিসেম্বর ২০০৮ ১২:১৬ | 59.93.193.167
  • রাত্তিরকে বলা হয়ে গেছে, তাই আর বললাম না।
  • I | ২৫ ডিসেম্বর ২০০৮ ১২:১৬ | 59.93.193.167
  • কেষ্টকলিকে হ্যা ঃ বাড্ডে ও পোস্ত বাটা।
  • Tim | ২৫ ডিসেম্বর ২০০৮ ১২:০১ | 71.62.2.93
  • রাত্রিদি, কলিদি (এবং আরো যারা বাদ গেছে) সবাইকে হ্যাপি বাড্ডে।
    সবার ছুটি ভালো কাটুক। ঃ)
  • san | ২৫ ডিসেম্বর ২০০৮ ১১:৩৯ | 123.201.53.131
  • রাত্তিরদি আর কলিদিকে হ্যাপি জন্মদিন ঃ-)
  • h | ২৫ ডিসেম্বর ২০০৮ ১১:৩১ | 61.95.144.10
  • অ্যাড্রিয়ান মিচেল মারা গেছেন।
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ১১:৩০ | 70.64.8.206
  • শুভ জন্মদিন, রাত্রি, কলি
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ১০:৪৭ | 24.0.145.33
  • রাত্রিদি ও কলিদি কে হ্যাপি বাড্ডে।
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ১০:৩১ | 24.0.145.33
  • It's a romantic full moon, when Pedro said, "Hey, mamacita, let's do Weeweechu."

    Oh no, not now, let's look at the moon!" said Rosita.

    Oh, c'mon baby, let's you and I do Weeweechu. I love you and it's the perfect time," Pedro begged.

    "But I wanna just hold your hand and watch the moon." replied Rosita.

    Please, Corazoncito, just once, do Weeweechu with me."

    Rosita looked at Pedro and said, "OK, one time, we'll do Weeweechu."

    Pedro grabbed his guitar and they both sang.....

    "Weeweechu a Merry Christmas, Weeweechu a Merry Christmas,
    Weeweechu a Merry Christmas, and a Happy New Year."
  • Binary | ২৫ ডিসেম্বর ২০০৮ ০৭:১৬ | 70.64.8.206
  • উঃ কি কেলো।
  • sayan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০৭:১২ | 24.0.145.33
  • হুঁ বিনার্ট দেখেই বুঝেছি ঃP
  • Binart | ২৫ ডিসেম্বর ২০০৮ ০৬:৩৪ | 70.64.8.206
  • একটা বানাম্ভুল ঠিক করতে ৩৫ মিনিট লাগল ? স্যান বলবে কি ?
    গ্রেগুজের বোতোলটা আবার খুলেছি।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০৪:২৯ | 65.194.243.232
  • ** বেরিয়ে

    (বানাম্ভুল ঠিক করার জন্য আবার ফিরে আসতে হল। কী জ্বালা!) ঃ((
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০০৮ ০৩:৫৪ | 65.194.243.232
  • অফিস খাঁ খাঁ করছে। ক্লিনিঙের লোকজন এখনই কাজ শুরু করে দিয়েছে। ম্যঞ্জার এসে বলে গেল তিনটের পরে যেন টিকি দেখা না যায়। ঃ)

    আমিও বেড়াতে বেড়িয়ে পড়লাম। সবাইকে শুভ যীশুদিবস আর হ্যাপি হলিডেজ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত