টিম্মেম্বারদের নিয়ে বাইরে খেতে গিয়ে পুরো *%[$ গেলাম। আগে সাড়ে তিনশো টাকায় সুন্দর বুফে পাওয়া যেত। দুপুরে বসার জায়গা পাওয়া যেত না। এখন রিসেশনের বাজারে সাকুল্যে গোটা আটেক লোক এসেছিল। এবং আমাকে ফতুর করে দিয়ে চারজনের বিল এল আটত্রিশশো। ঃ(
r | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৭ | 125.18.104.1
কলকাতায় মরলে কিন্তু আত্মীয়স্বজনের বেজায় চাপ। এত ক্রিমিনাল-অধ্যুষিত এবং তোলা-ফাইনান্সড শ্মশান কোনো শহরে নাই। তার উপর শ্মশান স্বপন থেকে সি ই এস সি- এই রেঞ্জের বিভিন্ন বাওয়ালের ফলে মাঝেই মাঝেই পাঁচ মাইল লম্বা খাটিয়ার লাইন পড়ে।
d | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৭ | 203.143.184.11
মনে খুব দুঃখু বলে ... খুব উদাস হয়ে গেলেম আর তাইজন্য "হোস্ট'এর রোল প্লে করতে ইচ্ছে হল গো হানুরাম।
কিন্তু রাঙা শুধু কলকেতায় ভাল খাবার পায়? অথচ দিল্লীতেও তো কি ভাল ভাল খাবারদাবারের ঠেক আছে গো-ও-ও। ইশ! করিমসের বিরিয়ানী খাই নি কদ্দিন । সবচেয়ে বড় কথা ঘেভর খাই নি কতযুগ হয়ে গেল ফোঁওওস্স্স্স্স্স
san | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৬ | 12.144.134.2
হে হে, আমি কেমন অটোতে উঠে পাঁচ মিনিটে অফিসে চলে আসি ঃ-)
san | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৫ | 12.144.134.2
বিট নুন আর লংকা মাখা। কাসুন্দি নয়। সে ঠিক আছে । কাসুন্দি আমি ভালবাসি কিন্তু কুলের সঙ্গে বিশেষ নয়, আমের সঙ্গে।
Arpan | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৪ | 216.52.215.232
আরে কাজের জায়গায় সর্বত্র ভিড় হয়। লোকজন সবজায়গায় কেয়ারলেসলি গাড়ি চালায়। কিন্তু তাই বলে রোজ সকালে আড়াই কিমি যেতে এক ঘন্টা লাগাবে? ডিসগাস্টিং।
r | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৩ | 125.18.104.1
বোধির কিরম বাংলা ফিল্মি ইস্টাইলে মরার ইচ্ছে! ;-)
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৩ | 203.99.212.224
কিন্তু ওগুলো কি বিট নুন কাসুন্দি আর লংকা বাটা মাখা?
san | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৩ | 12.144.134.2
দমদির জন্য আমার মন খারাপ করছে ঃ-(
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২৩ | 203.99.212.224
নেপথ্য 'আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই'
san | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:২২ | 12.144.134.2
আমিও ব্ল্যাংকির কথা শুনে লাল লাল কুল কিনে নিয়ে এলাম। এখন খাচ্ছি ঃ-)
h | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:১৯ | 203.99.212.224
বলতে নেই। স্কুলের ব্যাপারটায়,আড্ডা, আর বাড়ির দামের ব্যাপারটায় সম্পূর্ণ একমত না হলেও, বাকি গুলো ঠিক। বাংলা এছাড়া বই পাওয়া যায় আর বাবা মা কাছাকাছি থাকেন। মরার সময় বাংলায় জল চাইলে পাবো। ইত্যাদি।
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:১৩ | 203.99.212.224
আর ইয়ে মানে, কোলকেতা জায়গাটা বড় ভাল। অন্য কোনো শহরে আমার এত বন্ধু নেই ঃ(
r | ০৬ জানুয়ারি ২০০৯ ১৪:০৯ | 125.18.104.1
কলকাতার কয়েকটা ভালো দিকও বলে দেওয়া উচিত, ভারসাইম্যের খাতিরেঃ
পাবলিক ট্র্যান্সপোর্টের কোয়ালিটি নিকৃষ্টতম হলেও, অন্যান্য যে কোনো শহরের তুলনায় অনেক বেশি সুলভ্য। ছেলেমেয়েকে ইস্কুলে ভর্তি করার হ্যাপা অনেক অনেক কম। বাড়িঘরের দাম অন্যান্য যে কোনো শহরের থেকে অনেক কম এবং যথাযথ, ওভারপ্রাইস্ড নয়, শহরের কিছু জায়গা ছাড়া। প্রতি সন্ধ্যাতেই মোটামুটি ভালো মানের নাটক-জলসা-ছবির এক্জিবিশন এখনও হয়। মোটামুটি রিজনেব্ল দামে ভালো খাবারের অসংখ্য ঠেক- খেয়ে মরার সুযোগের অভাব নেই। ;-) এখনও এই শহরে লোকে রেগুলার আড্ডা মারে।
তবে ভারতের বেশ কয়েকটা শহরে থাকার পর বুঝেছি- সব শহরেরই কিছু ভালো ও কিছু বাজে। কাজেই বিভিন্ন ভেক্টরের মধ্যে স্ট্রিক্ট ডমিনেন্স খুঁজে লাভ নাই। দিল্লিতে প্রতিদিন সকালে টেনশন হত, ব্যাঙ্গালোরে ডিপ্রেশন হত, এখানে রাগ হয়। ইন ফ্যাক্ট, আমার মেয়ে খুবই কলকাতাপ্রেমী হয়ে উঠেছে। অতএব....
বিলেতে গেলে যদিও অন্য কথা।
h | ০৬ জানুয়ারি ২০০৯ ১৩:৩৪ | 203.99.212.224
দমু হঠাৎ হোস্ট হয়ে গেলে? এখানে তো সবাই গেস্ট ঃ-)
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১৩:৩৪ | 203.99.212.224
এটা তো রাস্তার ওপর না, আপিসের নীচে ঃ)
h | ০৬ জানুয়ারি ২০০৯ ১৩:৩২ | 203.99.212.224
এটা কি কাটা তেলের দোকান থেকে কেনা?
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১৩:৩১ | 203.99.212.224
লেবু র কথায় মনে পরলো। আমি এখুন সুন্দর লাল টোপা দিশি কুল খাচ্ছি। লংকা বাটা আর কাসুন্দি আর বিট নুন মাখা
d | ০৬ জানুয়ারি ২০০৯ ১৩:২৫ | 203.143.184.11
আজকের মানসী আর কালকের সন্দীপ হালদার -- নতুন দেখছি। স্বাগতম। বসুন বসুন। লেবুটেবু খান। বেশ পরিস্কার বাংলা লেখেন তো আপনারা।
d | ০৬ জানুয়ারি ২০০৯ ১৩:২৩ | 203.143.184.11
আমি কি এবারে ভেউ ভেউ করে কেঁদে ফেলবো? আমার এই জানুয়ারী মাসে কলকাতা ট্র্যান্সফার হয়ে যাওয়ার কথা ছিল!! এই রিসেশান না ডিপ্রেশান না ছাতার মাথা না গুষ্ঠির পিন্ডি ..... তার জন্য আমার ট্র্যান্সফার ক্যানসেল হয়ে গেছে। আগামী ছ মাসেও কোন সম্ভাবনা দেখছি না। ঃ(((((((((( রাঙা আর মিঠু ছাড়া কাউরে কইনি অ্যাদ্দিন ...... ঃ(((((((((
san | ০৬ জানুয়ারি ২০০৯ ১৩:০২ | 220.227.64.98
কোলকাতায় আমারও বাড়ি থেকে দশ-পনেরো মিনিটের শান্তিপূর্ণ যাতায়াত। কমিউট করাটা অন্তত প্রবলেম হবেনা। তবে এসব আসল কথা না। এবারে বাড়ি গিয়ে দেখেছি বাবা-মা হঠাৎ করে কেমন বুড়ো হয়ে গেছে। আর কিরকম অসহায় ভাবে সবেতে আমার মতামত নিচ্ছে। আমি আর এখানে নেই, কেরিয়ারের নিকুচি করেছে।
manasi | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪৭ | 118.68.211.59
বারে এটা তো একটা নতুন ভাটপাড়া দেখছি।
shrabani | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪৭ | 124.30.233.101
আমি প্রথম প্রথম নয়ডায় এসে গাড়ী বার করলে, আমার বর বারবার বলত যে এখানে তুমি ভাল চালাও সেটা ভুলে যাবে, শুধু মনে রাখবে আশেপাশের লোকেরা কত খারাপ চালায়। পরে দেখেছি এর চেয়ে খাঁটি কথা আর কিছুই হয়না!
Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪৪ | 61.95.144.123
কে বল্ল হয়না সল্লেকে? সকালবেলা এসডিএফের এদিকে এসে দ্যাখো, বা নিক্কো পার্কের মোড়ে। অসংখ্য শাটল কিভাবে যায় আইডিয়া পাবে।
Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪৩ | 61.95.144.123
কেউ কাউকে রাস্তা ছাড়ে না। গলি দিয়ে সাইকেল বেরোচ্ছে ঝড়ের মতন কোনোদিকে না তাকিয়ে। তোমাকে সবসময় দশদিক দেখে একপা একপা করে চলতে হবে - কারণ লাগলে সবসময় তোমার দোষ।
আমি একটা জিনিস বুঝি না - আমিও এখানেই সাইকেল চালাতে শিখেছি, অথচ, তখন থেকেই গলি দিয়ে বেরোনোর সময় দুদিক দেখে বেরোতাম, রাস্তার পাশ দিয়ে যেতাম - দরকার হলে মাঝে এসে এগোতাম। কিন্তু এখন অল্পবয়সী থেকে বয়স্ক লোক - কেউ, রিপিট - কেউ - এই বেসিক নিয়মগুলো মানে না।
shrabani | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪৩ | 124.30.233.101
আজ পর্যন্ত আমার অফিস আর বাড়ির ডিস্ট্যান্স কখনো দু তিন কিলোমিটারের বেশী হয়নি। এখন নয়ডা শহরে বসেও দু কিলোমিটার।পাঁচ সাত মিনিটের বেশী কখনো লাগেনা। আমার বন্ধুরা গুরগাঁও থেকে পাঁচটায় বেরিয়ে যে সময়ে বাড়ি আসে, আমি অফিসে বেশীক্ষণ থেকেও তার আগে বাড়িতে। এটা কলকাতায় হবেই না!ঃ(
Arpan | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪২ | 216.52.215.232
আর সেসব বেঙ্গালুরু এবং ভারতের অন্যত্রও হয়। সল্লেকে ফিরে গেলে আমার বাড়ি থেকে অফিস মাত্র দশ মিনিট। ভাবতেই ভাল লাগে।
Arpan | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪১ | 216.52.215.232
ধুস, সল্লেকে ওসব হয় না।
Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৪০ | 61.95.144.123
দশ মিনিট লাগবে না পনেরো মিনিট লাগবে জানি না, তবে ঘাড়ের ওপর ওঠা ট্যাক্সি, সামনে পিছনে গুঁতো মারা অটো, বাঁদিক দিয়ে চেপে দিতে চাওয়া বাস, পাশে ঘষে দিয়ে বেরোনো রিক্সা, বাইক এবং সাইকেল, আর সম্পূর্ণ অব্লিভিয়াস ইয়েতে রাস্তায় চলা অসংখ্য লোক পেরিয়ে আসতে হবে।
Arpan | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৩৮ | 216.52.215.232
পারলাম না।
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৩৬ | 203.99.212.224
এই জন্যো দেরিতে আপিসে আসবে আর অনেক রাতে বাড়ি ফিরবে ঃ)
shrabani | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:৩৩ | 124.30.233.101
স্যান বা সিঁফোর মত বাচ্চারা এটা অ্যাফর্ড করতে পারে, আমাদের মত পুরনো সংসারী ও চাকুরীজীবিরা পারিনা। এই বয়সে ইমেজ চেঞ্জ করার স্ট্রেস নেওয়া মুশকিল!ঃ(
Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৯ | 61.95.144.123
হুঁ - শ্রাবণী অনেকটাই ঠিক। এই আপিস কমিউট আর তার ফলে সকাল আটটা থেকে রাত্তির আটটা, রাস্তায় এর তার ঘাড়ে ওঠা - এগুলোই সবচেয়ে স্ট্রেসফুল। আণ্ডারস্ট্যাণ্ডিং ফ্যামিলি হলে সাপোর্ট পাবে, তাও কিছুটা ম্যানেজ হবে, নইলে পুরো কেলো।
sinfaut | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৮ | 165.170.128.65
আমি যখন বাধ্য হয়ে যাচ্ছি তখন কলকাতার এই ভালো ঐ খারাপ বলে কান্নাকাটি করবো না। মুশকিলের মধ্যে মাসে ১২ দিন সর্দি-কাশি হবে। আঃ কঃ বাঃ।
shrabani | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৬ | 124.30.233.101
সুবিধে অসুবিধে তো সব জায়গারই আছে। প্রায়রিটী দেখতে হয়। তবে কলকাতায় চাকরি করার মূল অসুবিধা আমার জন্যে রোজের যাতায়াত। ঐ ট্র্যাফিকে, ধোঁয়ায় যাতায়াত করতে হবে ভাবলেই...। অন্য শহরেও যাদের এরকম যাতায়াত করতে হয় তাদের সেই অসুবিধে হবেনা।
sinfaut | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৬ | 165.170.128.65
তাইলে Internet options -Connections - LAN settings দেখো , কোনো প্রক্সি ইউজ করছে কিনা। তারপর মোজিলা থেকে টুকে ওখানে লিখে দাও।
h | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৫ | 203.99.212.224
তাহলে না আসাই ভালো। এটা তোদের সিদ্ধান্ত। গ্রাম বাংলা কে ভালোবেসে, নিজের কাজের বারোটা বাজানোর প্রচন্ড ইচ্ছে যদি জাগে , আয়।
Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৫ | 61.95.144.123
কারে? ব্ল্যাংকি হলে ঠিক আছে, আমার খাওয়ানোটা বেঁচে যাবে। আমি হলে আর বউয়ের আপিসপানে যাবো না, বউরে বলবো ইদিকে চলে আসতে;-)
Somnath | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৪ | 85.154.255.46
ইয়েস ইয়েস, ক্যারেন্টার এনকোডিং। থ্যাঙ্কু অরিদা।
আই ই তে একটা চাপ আছে। আমার মেসিনে আই ই দিয়ে নেট খোলে না। একটা পাসওয়ার্ড চায়, কি দেব বুঝিনা, তারপর বন্ধ হয়ে যায়। তাই ওপেন উইথ আই ই ট্যাব দিয়েও খোলেনা। কিন্তু মোজিলা দিয়ে দিব্যি নেট খোলে। কেং কোয়ে? সে পোশ্নো আমাকে কোরো না। বরম জানলে বলে দাও। অ্যাকচুয়ালি হিসেব মতো আমার নেট অ্যাকসেস থাকার কথাই নয়।
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৪ | 203.99.212.224
প্রতিক্রিয়াশিল হুমকি
sinfaut | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২৪ | 165.170.128.65
হ্যা হ্যা হ্যা হ্যা।ঃ-))
তেল এর ঠিক উল্টো, আদায়-কাঁচকলায় সমপক্কো আছে।
h | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২২ | 203.99.212.224
দাঁড়া তোরে আমি একদিন পাই। জাস্ট চিবিয়ে খেয়ে নেবো।
Blank | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২২ | 203.99.212.224
এক পিস ভুঁড়ুর একটা হানু দা আছে ঃ-D
h | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২১ | 203.99.212.224
আর বৌএর যদি অ্যাকাডেমিক্স এ কিসু করার ইচ্ছে থাকে, তাইলে না আসাই সবচেয়ে মংগল। যদি না সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল বা নকু বা সুসীল সমাজের ইনটেলেকচুয়ালদের সঙ্গে তেল মারার সম্পর্ক থাকে।
Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:২০ | 61.95.144.123
নেই আবার কে বল্ল? পষ্ট আছে। সবার আগে ওটাই "হাই' বলে;-)
Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১২:১৯ | 61.95.144.123
খুন টুন না। বাংলা ছড়ানো। ফরসাইথের বইয়ে অনেক এরম গপ্পো থাকে। ইনসিডেন্টালি ফরসাইথ ব্রিটিশ ইনটেলিজেন্স সম্পর্কে অনেক সদয়। আমি সেদিন আইকন পড়লুম (ফের), এখন (ফের) ডেভিলস অল্টারনেটিভ পড়ছি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন