দু, লোকের কথায় কান দিতে নেই। কেন কেন buzz ঝুলিয়েছিল না অনুপস্থিত?
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:২৫ | 207.47.98.129
আরে জ্যাড্যা আর রাম তুলনা হয় নাকি? রাম খেয়ে খেয়ে নাড়ীর লাইনিং-এ ছ্যাতলা পড়ে গেছে। এখন কি আর জ্যাড্যা-তে কাজ হয়? ওকে বরং আগে এক পেগ মিউরিয়াটিক অ্যাসিড খেতে বল। তারপর জ্যাড্যা। ম্যাজিকের মত কাজ দেবে।
ক্রোয়েশিয়াতে জ্যাড্যা পাওয়া যায়? তাও ফোক রেমেডিতে ঢুকে যাবার মত প্রাচীন কাল থেকে?
এ মালটি ঢপ মেরেছে তানিয়া। তবে জ্যাড্যা-র ভক্ত। বার দশেক কান ধরে ওঠবোস করিয়েই ছেড়ে দাও।
nyara | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:০৭ | 67.88.241.3
বাজারের খবর পরের বছরের ক্লুলেস নাকি দুকুরদির খান দশেক পোস্টের মর্মোদ্ধারে সীমাবদ্ধ থাকবে। যে করতে পারবে তাকে ধাঁধাশ্রেষ্ঠ উপাধি দিয়ে রিটায়ার করিয়ে দেওয়া হবে।
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:০১ | 198.169.6.69
দু-এর লাস্ট পোস্তের মর্মোদ্ধার করতে করতে ২ ঘন্টা কেটে গেলো। এখনো জট খুলল না।
আগে নাকি রাম ট্রাই করেছিল, লাভ হয়নি। বি টি ডাব্লু, ইটি নাকি ক্রোয়েশিয়ান ফোক রেমেডি। আমি পাতি তুলসীপাতা আর মধুর ফান্ডা দিতে 'ওয়াও!' বলে কেটে পড়ল।
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০১:৫০ | 207.47.98.129
ব্ল্যাক টি তো সুপারফ্লুয়াস। আর মধু দিয়ে জ্যাড্যা নষ্ট করার জন্য ওকে জেলে পাঠানো উচিৎ।
tania | ০৮ জানুয়ারি ২০০৯ ০১:৪৪ | 65.115.93.98
আপিসের একজন এইমাত্র বলে গেল যে সর্দি কাশি হয়েছে বলে সে দিনে দুবার জ্যা ড্যা এবং মধু দিয়ে ব্ল্যাক টি খাচ্ছে। এবং উপকার পাচ্ছে :-|
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ০০:২৫ | 67.111.229.98
হালুম, রাজকন্যেদের দেখে রাজকন্যেদের ভাল লেগেছে নিশ্চয়ই। উল্টোক্ষেত্রে পছন্দের লোকটি buzz হলে একটু আশাহত হবার সম্ভাবনা থেকে যায়।
Binary | ০৭ জানুয়ারি ২০০৯ ২৩:২৭ | 198.169.6.69
কেউ জানেনা কার মনে কি আছে। অডিট নিয়ে পিডাব্লুসি-র সঙ্গে কাজ করছি আগে, পুর্বতন কোম্পানীতে, এখানেও। ওদের ভ্যালুস কিছুটা অন্তত স্বচ্ছ এরকম-ই ধারণা ছিলো। সেটা-ও আর নেই দেখছি।
তবে সত্যমের এই রিসেন্ট ঘাপলা-র সঙ্গে, ওয়ার্ল্ড ব্যাঙ্কের ব্যাপারটার কিরকম যোগ বোঝা যাচ্ছে না।
ইয়ে, তাইলে কি রাজারহাটের IT SEZ টাও আপাতত তোলা রইল?
d | ০৭ জানুয়ারি ২০০৯ ২৩:০১ | 117.195.41.20
পি দাব্লিউ সি আরো যাদের যাদের করে, তারাও কিঞ্চিৎ চাপে পড়ে গেছে।
aja | ০৭ জানুয়ারি ২০০৯ ২২:৫৬ | 207.47.98.129
সকালে খবরে সত্যম নিয়ে কি একটা শুনলাম। কেউ জানে নাকি কি?
san | ০৭ জানুয়ারি ২০০৯ ২২:৫৪ | 123.201.53.136
থ্যাংকিউ, থ্যাংকিউ
Binary | ০৭ জানুয়ারি ২০০৯ ২২:৫১ | 198.169.6.69
এবারে দেখি পিডাব্লুসি-ও চাপে পরে গেছে। এনরনের সময় আর্থার-অ্যানডার্সন যেরকম অবস্থা হয়েছিলো।
a x | ০৭ জানুয়ারি ২০০৯ ২২:৩৭ | 143.111.22.23
১৮নং, পৃঃ ২-৪
san | ০৭ জানুয়ারি ২০০৯ ২১:৩৯ | 123.201.53.136
সার্চ বলতে মনে পড়ল - ব্ল্যাংকির শিকাগো ভ্রমণের সর্ষেটা কেউ কি জানে কোথায় আছে? কজনকে পড়তে দিতাম ঃ-(((((
a x | ০৭ জানুয়ারি ২০০৯ ২১:০৭ | 143.111.22.23
Jew Street
God's own country
এটা ব্যাপক, প্রগতি!
Binary | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৪৯ | 198.169.6.69
ব্ল্যাঙ্কি কোলকাতায় সাইবেরিয়া দেখেছে। ব্ল্যাঙ্কি, কোলকাতার সাইবেরিয়া আমার সংগে এক্সচেঞ্জ ক্রবে, ভাই ?
Binary | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৪৭ | 198.169.6.69
কাল সিবিসি (কানাডিয়ান ব্রড কাস্টিং করপোরেশন) -তে এট্টা পোগ্গাম দেখালো। ভ্যাঙ্কুবারের ফার্স্ট জেনারেশন কানাডিয়ানদের নিয়ে। ফার্স্ট জেনারেশন কানাডিয়ান মানে অ্যাবরিজিনাল-আর্লি ইনিগ্রান্ট মিক্স। ভ্যাঙ্কুবারে এরা প্রধানতঃ মৎসজীবি। এদের মধ্যে শেষ কয়েক দশকে, হাই ব্লাড প্রেসার, ডাইবেটিস ইত্যাদি রোগের উপসর্গ খুব বেশী। তার প্রধন কারন ওবেসিটি। যাদের দেখালো, তারা কেউ ৩০০ পাউন্ডের কম নয়। পুরুষ-নারী নির্বিশেষে। তো, এদের ফুড হ্যাবিট নিয়ে 'হেলথ কানাডা', এট্টা গবেষনা করেছে। এরা নাকি অধুনা, ওদের ট্রাডিশনাল খাবারের সঙ্গে, পশ্চিমি খাবারের মিশ্রন খুব খাচ্ছে। এদের নাকি ট্রাডিশনাল খাবার ছিলো রেডমিট, প্রচুর চীজ আর তরিতরকারী। এখন তার সঙ্গে যোগ হয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, যেমন পাঁউরুটি, কোক-পেপ্সি-প্রোসেসড জুস, কেক-কুকিস ইত্যাদি। তো 'হেলথ কানাডা' অ্যাডভাইস করছে এদের আবার ট্র্যাডিশনাল খাবারে ফিরে যেতে। মানে প্রচুর রেডমিট খেতে, কিন্ত পাঁউরুটি নৈব নৈব চ। আরো আশ্চর্য্য, ফ্যাট-ও খেতে বলেছে প্রচুর। এতেই নাকি ওদের ওবেসিটি কমবে।
মানে ব্যাপারটা সোজা বাংলা দাঁড়াল, রোগা হওয়ার জন্য, প্রচুর রেডমিট আর ফ্যাট খাও।
siki | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৪৫ | 220.226.86.62
বোধিও বহুকাল আগে একটা গুড নিউজের ব্যাপারে বলেছিল। লোকে কত ওয়াইল্ড গেস মারল, কেউ পারল না। বোধিও কি আজ পজ্জন্ত বলেছে সেই গুড নিউজটা কী ছিল?
d | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৪২ | 117.195.41.20
আর এই সিঁফো ছোঁড়ার কোন ছ্যাৎভ্যাত নেই!! আরে বে থেকে কেউ এইসব বলে? বে থে যদি সত্যি এইটা করে বসে থাকে ... তখন কি হবে শুনি?
d | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৩৯ | 117.195.41.20
*পৃষ্ঠা।
d | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৩৯ | 117.195.41.20
সর্ষেবাটার ২ নংটা তো টই'এর ১১ নং পৃষ্থা য় আছে।
অর্পণের গুড নিউজটা কি? আমরা কবে জানতে পারব?
sinfaut | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৩৯ | 117.195.194.238
ফুটন্ত গরম জলে পা ডুবিয়ে আধঘন্টাটাক বসে থাকলেই হয়ে যাবে। স্থানকালপাত্রবিশেষে আর কারও টেংরি জোগাড় করেও দেখা যেতে পারে।
Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৩৩ | 59.93.255.63
টেংরি নিয়ে মিক্সি তে ফেল্লে হবে কি?
siki | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৩১ | 220.226.86.62
সার্চ লিংকও কি কাজ করছে না? সর্ষেবাটার টইটা খুঁজে পাচ্ছি না। ইন ফ্যাক্ট, কেউ কি জানে "টেংরির জুস' কীভাবে বানায়?
sayan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৯:২৭ | 160.83.96.82
অনাদি তোর মেল পাইসি। একটা খটকা আছে নিজের একটা ব্যাপার নিয়ে সেটা কাটলেই কনফার্মাচ্ছি।
স্যান কাল ফোন কানেকশন ও শনিবার ইঃনেঃ এবং অতঃপর মানবসভ্যতায় পদার্পণ করব।
san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৮:৫৯ | 12.144.134.2
উরি বাবারে। তোমার বাড়িতে নেট নাই ফোন নাই। অপ্পনের ফোন আছে নেট নাই। ই কি ঝামেলা। এভাবে মানুষে মানুষের সঙ্গে কনট্যাক্ট করবে কিকরে? ধুৎ।
sayan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৮:৫৮ | 160.83.96.81
অপ্পন পার্টি দাও ঃ))))))
M | ০৭ জানুয়ারি ২০০৯ ১৮:৫৩ | 118.68.123.112
দ, ব্যাপারটা ঠিক ই , বেশ ভাবাচ্ছে, হাতে আছে পাঁচের মতো, ঐ দিয়ে তো ছাই সেকেন্ড হ্যান্ড একটা কিছু ও জুটবে না, যাকগে এখন আর ভেবে লাভ নাই, অরিজিৎ কে দেখে আরো ঘাবরায়িত, ছেলেটা কি স্বপ্ন টপ্ন নিয়ে না ফিরেছিলো, এরমধ্যেই সব ঘেঁটে গেছে।আমার যা মাথা গরম, ফিরে সবসময় ঝগড়াতেই কেটে যাবে মনে হচ্ছে, আর ব্লাঙ্কটার থেকে কেমন যেন বুনু বুনু গন্ধ বেরোচ্ছে আর অর্পন অনেকটা বিচ্ছিরি কৌসের মতো।
sayan | ০৭ জানুয়ারি ২০০৯ ১৮:৪৫ | 160.83.96.81
স্যান আমার নতুন ফোন্নং নাই, বাড়িতে এখুনো ইন্টান্নেট্যাক্সেস্নাই। আমার আপিসের আইডি অপ্পন জানো তো। ডিবি ডট কম।
d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৮:০৩ | 203.143.184.11
হুঁ ঐ "এতদিন ধরা পড়ে নি কেন'টা বেশ গোলমেলে। ঐ নিয়েই বেশী চর্চাও চলছে।
r | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:৫৫ | 125.18.104.1
ধোর! যখন কোথাও পালাবার জায়গা ছিল না, তখন স্বীকার করেছে। ফ্রডটা এতই কাঁচা, যে ধরা পড়তই। সমস্যা হল এত কাঁচা এবং এত বড় ফ্রড এতদিন ধরা পড়ে নি কেন।
siki | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:৪৫ | 220.226.86.62
তবে একটা ব্যাপারে সাবাশ জানতেই হয় রাজুকে, সমস্ত ফ্রড স্বীকার করে নিজেকে আইনের হাতে ছেড়ে দেবার সৎসাহস আছে। পালিয়ে যেতে পারত হয় তো, যায় নি।
উপোস করে কি হবে? ভাল্ল করে খেয়েটেয়ে নিই। মারা যাবার আগে তো পৃথিবীর ভাল ভাল খাবারের এক সামান্য অংশই চাখা হবে মাত্র! আহা আঃ কঃ বাঃ
san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:৩৬ | 12.144.134.2
মেইল আইডি না থাকলে বোলো , লিখে দিচ্ছি।
san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:৩৫ | 12.144.134.2
জরুরি ঃ সায়নদা তোমার প্রাচীন ফোন নং যা আমার কাছে ছিল তাতে তো নাম্বার নট ভ্যালিড বলছে। তুমি তোমার ফোন নং হয় আমাকে নয় অপ্পনকে নয় অনামিককে পাঠিয়ে দাও। ফোনে বা মেইলে বা যেভাবে হোক।
d | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:৩১ | 203.143.184.11
ইশ আমি মেঘালয়ে বেড়াতে যেতে চাই। আপিসে একজন ঘুরে এসে ছবি আপিয়েছে। কি সুন্দর! কি সুন্দর!
Blank | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:২৩ | 203.99.212.224
স্বর্গে কি ফ্ল্যাটের দাম সস্তা?
san | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:১৩ | 12.144.134.2
ভাল কথা, কেউ কি জান, আজ বৈকুন্ঠ একাদশী। আজ ভোর ছটা থেকে কাল ভোর ছটা অব্দি নির্জলা উপবাস ও জপতপ করে কাটালে বৈকুন্ঠপ্রাপ্তি নিশ্চিত।চারপাশের সব মন্দিরে মেলা বসে গিয়েছে। আগে জানতাম না, ফসকে গেল স্বর্গবাস ঃ-)
h | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:০৪ | 203.99.212.224
সৈকত কি এখন গুরুতে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে? এদিকে আসে না আদৌ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন