এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১২:৫৯ | 203.99.212.224
  • মেলালুম
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১২:৫৫ | 203.99.212.224
  • শ্রাবণীর কি তর্ক করার মত সময় বা ইচ্ছে আছে। তাহলে শেষ পোস্ট টা ডিসপুট করতাম।
  • d | ০৯ জানুয়ারি ২০০৯ ১২:৩৮ | 203.143.184.11
  • অফিস রিলেটেড হলে আমায় জানা, বুদ্ধি দিতে পারব আশা করি।
  • Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১২:৩১ | 203.99.212.224
  • আমার নিজের একটি ভয়ানক ঝামেলা করার ইচ্ছে হচ্ছে। চোখের সামনে খুব বাজে ভাবে চেপে দেওয়া দেখছি একটা। যেহেতু আমি কানেক্টেড নই, তাই ডাইরেক্ট বলতেও পারছি না।
    কি যে করি।
  • Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১২:৩০ | 203.99.212.224
  • শ্রাবনী দি লিখে দিয়েছে।
    শ্রাবনী দি, কতদিন স্ট্রাইক চলবে?
  • Blank | ০৯ জানুয়ারি ২০০৯ ১২:২৯ | 203.99.212.224
  • একটার অবরোধ। আর অন্যটা ধর্মঘট। দুটোর মধ্যে ভয়ানক চওড়া লাইন আছে। কোনো ভাবেই এক করা যায় না।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১২:২৩ | 124.30.233.102
  • আগে খেয়াল করিনি কিন্তু মমতার বা পলিটিক্যাল বন্ধের সঙ্গে এই স্ট্রাইকের তফাত এখানেই যে সেখানে গায়ের জোরে বন্ধ করা হয়। রাস্তা অবরোধ হয়, বাস পোড়ানো হয় ইত্যাদি। লোকে ভয় পায় আর ঘরে বসে মাংসভাত খায়, পাড়ায় ক্রিকেট খেলে।

    আর এখানে কতগুলো লোক তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে শুধু নিজেদের কাজ বন্ধ করেছে বলে দেশ থেমে যাচ্ছে।
    রাজনীতিকরা তাদের নিত্যকাজ বন্ধ করলে দেশে বন্ধ/অচলাবস্থা হয়না!
  • M | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:৫৪ | 58.186.143.143
  • আমি তো আজ ও দিব্বি আনন্দবাজার পড়লাম, ছবি আর লেখা সবই আসছে।
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:৫৩ | 203.99.212.224
  • আরেকবার শ্রাবনীর আগের পোস্ট টা ভালো করে পড়ে দেখলাম, আমি যে ট্র্যাপের কথা বলছিলাম, সেই ট্র্যাপে শ্রাবণী পড়েন নি।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:৪৩ | 124.30.233.102
  • আমি এখন লম্বা লম্বা পোস্ট লিখতে পারতাম কিন্তু সময় বা ইচ্ছে কোনোটাই নেই। ম্যানেজমেন্ট সম্ভাব্য স্ট্রাইকের মোকাবিলায় প্রিপারেশন করতে শুরু করে দিয়েছে। আমাদের প্রত্যেককেই বলা হয়েছে কোন না কোন জেনারেশন সাইটে গিয়ে প্ল্যান্টের দায়িত্ব নিতে রেডি থাকতে। টিকেট ইত্যাদি করতে দিয়ে দেওয়া। যারা কোথাও ট্যুরে আছে তাদের সেখান থেকেই নিয়ারেস্ট সাইটে যেতে বলা হয়েছে।
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:৩১ | 203.99.212.224
  • এইসব 'যদি' অর্থহীন শ্রাবণীদি। আপনি খেয়াল করেন নি হয়তো, মানুষের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার জন্য জেনেরালি আর্মি আর আর্মড পুলিসের বীরঙ্কÄ আর গৌরবের কথা আলোচনা করা ন্যাশনালিজমের একটা প্রাচীন অভ্যেস। আমি অয়্‌টলিস্ট দশটা উদা এখনি দিতে পারি, বই পত্তর দেখার সুযোগ দিলে, আরো একশো উদা দিতে পারি। অ্যাজ ইফ লোকে গৌরব অর্জনের জন্যই শুধু আর্মিতে চাকরি নেয়। তাই যদি হত অর্ণব গোস্বামি টেলিতে স্যুট পরে না ভাটিয়ে যুদ্ধু করতে যেত আর যাবতেয় গরীব এলাকা জনজাতি থেকে আর্মির রিক্রুটমেন্ট সবচেয়ে বেশি হত না, আর ফলেন সোলজারদের স্মৃতিতে লিপ সারভিস চাড়াও কিছু দেওআ হত।

    আশা করছি, এই ট্র্যাপে আপনি পড়বেন না। মন দিয়া পি এস ইউ বাঁচান আর সংগঠিত হওয়ার অধিকার রক্ষা করুন।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:৩১ | 124.30.233.102
  • অন্ততঃ এটা তো বোঝা যাচ্ছে "এই মালেরা" কাজ করে বলে ইন্ডিয়া চলে নাহলে অচল!
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:২৬ | 203.99.212.224
  • মমতা ট্রেড ইউনিয়ন এর পক্ষে না হলেও সিপিএমের বিপক্ষে, সিপিএম মূলতঃ নিজের পক্ষে আর ট্র্যাডিশনলি ট্রেড ইউনিয়নের পক্ষে হলেও নতুন বালের শিল্পায়নের উদ্যোগে আইটি কে এমার্জেন্সী সার্ভিস করেছিল, তবু একটা ইউনিয়ন তৈরী করেছে, পার্লামেন্টারি রাজনীতির সঙ্গে শুধু নয়, জেনেরালি রাজনৈতিক দলের সঙ্গে ট্রেড ইউনিয়নের ভূমিকার ক্ল্যাশ ট্রেড ইউনিয়নের ইতিহাসে সর্বত্র রয়েছে, বহুদিন ধরে রয়েছে। এই কোনানড্রামটা বরাবরি ইন্টারেস্টিং। নতুন পোলারাইজেশন সব সময়েই হয় এটাও ইন্টারেস্টিং। যে কোনো ইস্যু তে মূলতঃ লড়াইটা বেনেফিসিয়ারি দের বিরুদ্ধে বাকিদের ইন্টারেস্টদের। এই পার্‌ট্‌কুলার কেসটা অরুন শৌরী র পি এস ইউ ডাইভেস্টমেন্ট প্রোগ্রামের ডাইরেক্ট ফল। ক্ষমা করা যায় না।
  • ami | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:২৫ | 203.110.246.230
  • শ্রাবণীদির লাস্ট লাইনটা অনবদ্য। এইটা যদি কোনোদিন হয়..........
  • d | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:২৫ | 203.143.184.11
  • সেদিন একজন পাকিস্তানকে টাইট দিতে চাওয়া যুদ্ধুবাদীকে বললাম, সব্বার জন্য এন এস জি ট্রেনিং বাধ্যতামূলক হোক। সব্বাইকে ৩ মাস করে ঐ ট্রেনিং নিতে হবে আর ২ বচ্ছর করে সার্ভিস দিতে হবে। মাঝখানে ফুটে গেলে তো "শহীদ'। কি রেগে গেল মাইরী!!
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:২০ | 124.30.233.102
  • ডিফেন্সের সাথেও একই অন্যায় করেছে। এ নিয়ে কাগজে রেগুলার লেখাও হয়েছে। কেউ সেগুলো পড়ে দেখেও কিনা সন্দেহ আছে!
    শুধু মুম্বাইয়ে লড়াই করে প্রাণ দিলে তখন আর্মি এনএসজির জন্য দরদ উথলে ওঠে।
    আজ যদি আর্মির লোকেরা বলত আমাদের পে রিভিসন ঠিকঠাক না দিলে আমরা তাজে ঢুকবনা .....!
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:১৪ | 203.99.212.224
  • কৃষক, শ্রমিক, অফিসার, অটো ওয়ালা,বিভিন্ন ট্রেডের লোকজন সকলের সমস্ত পেশা সংক্রান্ত বিষয়ে দাবী দাওয়া আন্দোলনকে সন্দেহের চোখে বরাবরি আপওয়ার্ডলি মোবাইল মধ্যবিত্তরা অপছন্দ করবেন এতে আর আশ্চর্যের কি আছে। এমনিতে ট্রেড ইউনিয়ন বিষয়টা এরা ঘৃণা করেন, সংগঠিত রাজনীতি ঘৃণা করেন, নিজেদের ইমিডিয়েট ইন্টারেস্ট ছাড়া সমস্ত কিছুকেই ঘৃণা করেন। জেনেরালি এদের তৈরী জনমতের ফলেই এই কথায় কথায় এমার্জেন্সী সার্ভিস অ্যাক্ট চালু করা হয়। এদেরি বালের জনমতে, আইটি তে ইউনিয়ন নাই।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:১৩ | 124.30.233.102
  • ইন ফ্যাক্ট সারা ভারত অচল করার ক্ষমতা সবার থাকেনা, অয়েল সেক্টরদের মত আর কোনো সে¾ট্রাল পিএসিউদেরই নেই।
    যে কোনো জায়গায় বসে কেউ নিজের প্রতি অন্যায়এ প্রতিবাদ করেনা চুপ করে বসে থাকে এরকম লোক আছে নাকি?

    সরকারের সবচেয়ে যেটা অন্যায় সেটা হচ্ছে সিপিএসইউদের ক্ষেত্রে পে কমিশনের রেকমেন্ডেশন না মেনে নিজেদের মত করে পে রিভিসন ডিক্লেয়ার করেছে অথচ কেন্দ্রীয় সরকারের ব্যাপারে পে কমিশনের কথা মেনে নিয়েছে।

    যদি দু একদিনের মধ্যে সরকার কিছু না করে সোমবার থেকে কয়লা সেক্টর আর পাওয়ার ও স্ট্রাইকে যাবে।
  • sinfaut | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:১১ | 165.170.128.65
  • তাইলে কটা কবিতা লিখুননা কেনে?
  • dd | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:০৪ | 122.167.84.2
  • ব্যাংগালুরুবাসীদের জানাই
    বাড়ী থেকে আপিস আসার পথে (গোটা ছয়েক) পেট্রোল পাম্প বন্ধ।
    আমায় হেথায় হোথায় টই টই করতে হয়। আজ বন্ধ। আপনেরাও লং ডিস্ট্যান্সে বাইরিয়েন না।
    কম্পিউটারের সামনে থুম মেরে বসে আছি।
  • d | ০৯ জানুয়ারি ২০০৯ ১১:০২ | 203.143.184.11
  • আমি কালকেই এইটা একজনকে বলছিলাম যে যারা মমতার হাইওয়ে বন্ধ করে ট্রাক ঢুকতে না দিয়ে বসে থাকাকে বেদম অপছন্দ করেছে, গালিগালাজ করেছে, তাদেরই একটা মেজর অংশ এখন নিজেদের বা নিজেদের কোটারির লোকেদের মাইনে বাড়ানোর দাবীতে সারাভারত অচল করে দেওয়াকে দারুণ মহান কার্য্য বলে মনে করবে।

    আফটার অল এদেশে নিজের ঘরে আগুন না লাগা পর্যন্ত ... ইত্যাদি ইত্যাদি।

    বেসিক্যালী এদের মধ্যে এমনিতে তেমন কোন ফারাক নাই।
  • h | ০৯ জানুয়ারি ২০০৯ ১০:৫৪ | 203.99.212.224
  • অ্যারেস্ট ওয়ারান্ট আর স্যাকিং আর ইসমা আরোপ এইগুলো জাস্ট সমর্থন করা যায় না। বেশ করেছে স্ট্রাইক করেছে। যখন তখন যেকোনো কোং কে এমার্জেন্সী সার্ভিসে ঢুকিয়ে দেবে চ্যাংড়ামো নাকি। দেশে কি যুদ্ধ চলছে? রাবিশ।

    অর্পণের পজিশন একেবারেই সমর্থন যোগ্য নয়।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ১০:০২ | 61.95.144.123
  • আরিব্বাপ্‌স - এই লেভেলে পৌঁছে গেছে?
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৫৯ | 61.95.144.123
  • আমি ঝিঁঝিঁ খেলতে গেলুম। আশা করি বেঁচে থাকবো। মা মা গো।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৫৬ | 124.30.233.102
  • না কম বল নি তবে সেটা আমার নিজস্ব মত।
    ও এন জিসির পঁয়ষট্টি জন এক্সি কে স্যাক করেছে, ইন্ডিয়ান অয়েলের অনেক নেতাই অ্যারেস্টেড, বাকীরা আনডারগ্রাউন্ডে।

    এদেশে নিজের ঘরে আগুন না লাগা পর্যন্ত প্রতিবেশীর ঘরের আগুনে হাত সেঁকার লোকের অভাব হয়না!
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৫৫ | 61.95.144.123
  • নাঃ স্ট্রাইকের রাইট ইত্যাদি নিয়ে আর তর্কে যাবো না।

    তবে এখানে তো কোনো অল্টারনেটিভ ব্যবস্থাও নেই - বিলেতে যেমন ফায়ার সার্ভিসের স্ট্রাইকের সময় রাস্তায় গ্রীন গডেস (আর্মির ফায়ার সার্ভিস) নেমেছিলো...
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৫১ | 61.95.144.123
  • এইচপি করছে না কেন?
  • Arpan | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৫০ | 202.91.136.71
  • শ্রাবণী,

    তোমার আপত্তির কারণ থাকতেই পারে। কিন্তু সবার জীবন যন্ত্রণাময় করে দেবার জন্য এইটুকু বোধহয় কমই বলেছি।
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৪৮ | 124.30.233.102
  • স্ট্রাইকের কিছু নোটিসের ব্যাপার আছে, আগে ঠিক ছিল বাইশে। তাই প্রিপোন করে সোমবারে আনা হয়েছে, যদি না তার মধ্যে কোন সল্যুশন আসে।

    স্ট্রাইকের কারণটা খুব সংক্ষেপে বলছি, সে¾ট্রাল পিএসিউদের মধ্যে নবরত্ন বা A and A+ কোম্পানিদের মাইনে দশ শতাংশও বাড়ছেনা (DA merger এর হিসেবের পর) যেখানে B,C,D কোম্পানির অনেক বেশী বাড়ছে। তবে সবচেয়ে বাড়ছে কেন্দ্রীয় সরকারী দের ব্যুরোক্রাসী দের এক এক ক্ষেত্রে প্রায় তিনশ গুণ।

    গাড়ীতে তেল আর ইলেক্ট্রীসিটী দিকনা ব্যুরোক্রাটরা!
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৪২ | 61.95.144.123
  • সে তো জানা কথাই!!!
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৪২ | 61.95.144.123
  • মার্কেটে আরেকটা খবর হল দাম কমতে পারে বলে পাম্পগুলো তেল নিচ্ছে না নাকি। পাম্প ভর্তি করার পর দাম কমে গেলে ওদের লস। তবে এটার সত্যিমিথ্যে জানি না।
  • sourav | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৪১ | 67.171.97.200
  • নন্দীগ্রাম এ নাকি সিপিএম হারছে?
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৪০ | 61.95.144.123
  • শ্রাবণী - তোমাদের কি হল? কাল যে লিখলে স্ট্রাইকে যাচ্ছ?
  • shrabani | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৩৯ | 124.30.233.102
  • অর্পন,
    দিনের শুরু সময় নেই শুধু "এই মালগুলো" কানে লাগলো বলে আপত্তি জানিয়ে গেলাম। কারন বুঝতেই পারছি স্ট্রাইকের কারণ না জেনে কমেন্ট করেছ।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 61.95.144.123
  • একটাই টেনশন হল এম্নি পেট্রোল না পেয়ে প্রিমিয়াম নিতে হয়েছে - দুটো মিশে পেট্রোল-ডিজেল কেস না হয়। ওরা তো বল্ল কিছু হবে না।
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৩২ | 61.95.144.123
  • আমাদের ওদিকে এইচপি নেই - আর যেখানে আছে সেখানেও লম্বা লাইন - বেশিক্ষণ চলবে না। কাল আধ ঘন্টা লাইন দিয়ে ভর্তি করে নিয়েছি বলে দিন কয়েক নিশ্চিন্ত। তারপর আল্লাকাকু মালিক, খুদাজ্যেঠু বাচানেওয়ালা, ভগাদা ভরসা।
  • Arjiit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:৩০ | 61.95.144.123
  • আমাদের ব্রিটিশ এয়ারওয়েজে মিক্সড অভিজ্ঞতা। একবার ঋকের প্র্যামের একটা অংশ হারিয়েছিলো, কিস্যু করেনি। সেবারই দমদমে ক্যামকর্ডারের এক্সট্রা ব্যাটারীটা বল্ল হ্যাণ্ডলাগেজে নেওয়া যাবে না - চেকইন করালো - কিন্তু সে আর পাওয়া যায়নি। এছাড়া কখনো অসুবিধা হয়নি, একবারই ব্যাগ দেরীতে এসেছিলো। বিএ-র ডোমেস্টিক ফ্লাইটেও দিব্যি খেতে-টেতে দেয়।

    সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা এরোফ্লোটে - তবে সেটা ক্রিসমাসের সময়ে বলে কিনা জানি না। আর রায়ান এয়ার - পুউউউরো গরুর গাড়ি - তবে এক পাউন্ডের টিকিটে আর বেশি কি এক্সপেক্ট করবে।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:২৭ | 65.194.243.232
  • ভাগ্যিস ঘরের কাছে এইচপি পেট্রোল পাম্প আছে।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:২৬ | 65.194.243.232
  • এই মালগুলো স্ট্রাইক ডেকেছে কেন? মাইনে বাড়াবার জন্য? এই সেদিন পে কমিশনে তো মাইনে বাড়ল।
  • Arpan | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:২৫ | 65.194.243.232
  • আমি এতদিন যেসব এয়ারলাইন চড়েছি সবচেয়ে ভাল ছিল সুইস এয়ার। ঘন্টায় ঘন্টায় মাল সার্ভ করত। মালের সাথে খাবার খেলে আপত্তি করত না। সে হালায় তো উঠে গেল। তারপরে এখন জীবন খালি এমিরেট্‌সময়। আমার মেয়ের প্র্যামের ঢাকনা হারিয়ে ফেলেছিল ফেরার সময়। দু'দিনের মধ্যে বাড়ি এসে পুরনো প্র্যাম নিয়ে গিয়ে নতুন প্র্যাম দিয়ে গেল। আমাকে শুধু গোটাদুই ফোংকল করতে হয়েছিল।

    লুফ্‌ৎ বেশ বাজে। সবচেয়ে অখাদ্য হল আমেরিকার ডোমেস্টিক এয়ারলাইনগুলি। এয়ারহোস্টেসরা হাসতে পর্যন্ত জানে না। আর একটা বিচ্ছিরি প্রেটজেলের প্যাকেট সোডার সাথে ধরিয়ে দেয়। ঃ(
  • Arijit | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:২২ | 61.95.144.123
  • তেলের অবস্থা খুব খারাপ। দক্ষিণ কলকাতায় কাল রাতে শুধু দুটি পাম্পে তেল ছিলো, তাও প্রিমিয়াম পেট্রোল। আজ ওদিকে সব বন্ধঃ-(
  • Tim | ০৯ জানুয়ারি ২০০৯ ০৯:০২ | 117.194.224.88
  • কোই নেহি জি কোই নেহি। কাট।
  • Tim | ০৯ জানুয়ারি ২০০৯ ০৮:৩২ | 117.194.224.88
  • কোই হ্যায়?
  • Shuchismita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৭:২৯ | 98.228.118.141
  • গত তিনদিন ধরে আনন্দবাজার পড়তে পারছি না। শুধু ছবি আসছে - কোন লেখা নেই। সকলেরই কি এটা হচ্ছে? নাকি আমার একার?
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:৩৭ | 64.105.168.210
  • তখনকার চ্যাংড়াদের চ্যাংড়ামি ঐরকম ন্যাকা-ন্যাকাই ছিল। স্যার দেখিয়ে দিলেন আধুনিক ন্যাকামিতেও উনি কম যান না।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:৩৫ | 207.47.98.129
  • বুক ফুলিয়ে পেলবতা যোগ করাও চ্যাংড়াদের দেখিয়ে দেবার একটা রাস্তা হতে পারে।
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:১৫ | 63.82.71.141
  • শে-ক তো চ্যাংড়াদের দেখিয়ে দেবো বলে লেখা। মনে হয় না এক্সট্রা পেলবতা অ্যাড করা সেখানে বুদ্ধিমানের কাজ হবে। রাফ টাফ চলতি হাওয়ার পন্থী করেই তো লেখার কথা।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:১২ | 207.47.98.129
  • রবিঠাকুরের সময়ে কি অমিতো-ই লোকে বলত? না উনি ঐ শেষের কবিতার জন্য ঐ পেলব উচ্চারণ ইনভেন্ট করেছিলেন?
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:০৯ | 63.82.71.141
  • কথা হচ্ছে ঠিক কবে থেকে অমিতোবাবু অমিত্‌জী হয়ে গেলেন।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৬:০৬ | 207.47.98.129
  • ছেলেবেলায় বাংলা গ্রামারে সেই কি সব সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণের ব্যাপার ছিল না? অ আর এ নিয়ে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত