শুক্কুরবার কি শনিবার এক পিস টেলিফিলিম দেখলুম। নাম "ফিরে এসো চাকা"। অনসূয়া মজুমদারকে গাচস্পি-র রোলে বেশ মানিয়েছিল।
anaamik | ১২ জানুয়ারি ২০০৯ ১৮:০৭ | 196.15.16.20
*মায়া-ই
anaamik | ১২ জানুয়ারি ২০০৯ ১৮:০৬ | 196.15.16.20
ও কে। শুধু মায়া-য় কেন অলস?
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৮:০৬ | 198.96.180.245
এ শুধু অলস মায়া....
বিঃ দ্রঃ "মায়া কে"- প্রশ্নটি করলে আউট।
san | ১২ জানুয়ারি ২০০৯ ১৮:০৪ | 12.144.134.2
এতদিন ধরে সারাতে দেয় নি কেন? এত অলস কেন?
anaamik | ১২ জানুয়ারি ২০০৯ ১৮:০৪ | 196.15.16.20
এই স্যান-টা কি "মেটেরিয়াল'-ইস্টিক !!!
প্রশ্ন হল, জানতে হলে রেডিও চাই, না মোবাইল ফোং ?
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৮:০১ | 198.96.180.245
তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হা হা রবে.....
san | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৫৭ | 12.144.134.2
কিসের তার?
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৫৬ | 198.96.180.245
তারে যায় না কি জানা.......
san | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৫৫ | 12.144.134.2
বাণী কে?
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৫০ | 198.96.180.245
তোমরা আমারে বিত্ত দ্যাও, আমি তোমাদের বাণী দিমু।
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৫০ | 198.96.180.245
......চায় যে দিতে, কেবল নিতে নয়.....
Arpan | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৯ | 216.52.215.232
কেংকয়ে?
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৮ | 203.99.212.224
বিত্ত অ্যান্ড বাণী, অ্যান্ড পরশ অ্যাজ আইসিং অন দ্য কেক।
siki | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৭ | 220.226.51.146
মামুর কল আমাকে ছড়াতে বাধ্য করছে। আমি তো পরিস্থিতির শিকার!
sinfaut | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৬ | 165.170.128.65
শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু ...
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৬ | 203.99.212.224
পরের লাইনটা বোধায় কোয়ালিফিকেশনের একটা চাপ আছে বলে আর কোট করলি না;-)
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৫ | 198.96.180.245
বিত্ত অ্যালং উইথ বাণী? ;-)
sinfaut | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৪ | 165.170.128.65
আমায় যে সব দিতে হবে সেতো আমি জানি.....
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪৩ | 203.99.212.224
হ্যাঁ সত্যি টানা হয়ে যাচ্ছে। অসহ্য বোর হচ্ছে লোকে। কিন্তু কি করবো, আমি এই বিষয়ে কথা বলা থামাবো না ঠিক করেছি।
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৪০ | 203.99.212.224
আওয়াজ নয়, ফ্যাক্ট। এবং বাই দ্য ওয়ে, নিজেকে বাদ না দিয়ে। , এটাও ফ্যাক্ট মরাল পশ্চারিং নয়।
বামপন্থী নয় কি অর্থে বলছিস? বোধায় ভোটিং প্যাটার্ন নিয়ে। ভোটে যাঁরা দাড়ান মানুষ তাদের মধ্যে বাছেন। আমাদের দেশের অধিকাংশ জায়গাতেই নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত বামপন্থীরা পৌঁছতেই পারেন নি। আর যারা নির্বাচন মানেন না এমন বামপন্থী, তাঁরা তাঁরা যদি কোথাও শক্তিশালী হন, রাষ্ট্র কল্যানের যেখানে পোউন্ছনো দরকার সেইখানে সেটা না পৌঁছলে জনপ্রিয় হন,
যেখানে নির্বাচনে অংশগ্রহণ কারী বামপন্থীরা পৌঁছেও হেরেছেন, সেখানে তারা মূলতঃ , ইকোনোমিক ইস্যু তে, সুশাসনের ইসুতে অধিকাংশ মানুষের স্বার্থ ত্যাগ করেছেন বলে হেরেছেন।
কর্মক্ষেত্রে বেসিক সিকিউরিটির প্রশ্নে গরীবেরা আপত্তি করেছেন বলে শুনি নি, যাকেই ভোট দিন না কেন। শুনুন কাল থেকে আপনার ছেলে মেয়ের লেখাপড়া, ভোকেশনাল শিক্ষা ফ্রি, চাকরি বাঁধা, লজ্জার কথা বলতে নেই, কিচু মনে করবেন না, আপনাকে না আমরা চিকিৎসা টা ফ্রি দিছি, কিছু মনে করবেন না প্লিজ, এই সুরে কথা হয় কি নর্মালি?
shrabani | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৩৭ | 124.30.233.102
হানু যে কথা গুলো বলছে সেগুলো কিন্তু হাড়ে হাড়ে সত্যি সেটা আমি চোদ্দ বছরের চাকরীতে বুঝেছি। বিশেষ করে মেয়েদের জন্য অনেক সরকারী রুল যেগুলো আগে ছিলনা বা অত্যন্ত ডিসক্রিমিনেটরী টাইপের ছিল (এখনো কিছু কিছু রয়ে গেছে) সেগুলো এইধরণের লেগে থেকে থেকে অনেকের প্রচেষ্টায় এসেছে বা শুধরেছে, যার জন্য আজ আমরা আমাদের পুর্বসূরীদের থেকে অনেকটা ভাল আছি।
তবু আলোচনাটা বড্ড টানা হয়ে যাচ্ছে না কি?ঃ)
Arpan | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৩৬ | 216.52.215.232
সবার অগোচরে নীরবে বেথে তার আজকের কোটা কমপ্লিট করে গেল।
stoic | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:৩৪ | 160.103.2.224
স্যান কি এটা মস্করা করে বললেন, না সিরিয়াসলি ? ঃ-)
san | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:২৬ | 220.227.64.98
এইখানেই মুশকিল। আপনার লাস্ট লাইনে। ধর্মঘট বা ইউনিয়ন (বাবারে,আইটিতে যেন না এসে ঢোকে) পছন্দ করিনা বললে ব্যক্তি আমার আর্থসামাজিক অবস্থান নিয়ে আওয়াজ খেতে হবে। অথচ আর্থিক অবস্থান নিরপেক্ষেও লোকের কিছু মতামত থাকতে পারে তো ঃ-(
শুধু বড়লোক বলেই আমি ধর্মঘটের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে,সংগঠিত রাজনীতির বিপক্ষে তথা বামপন্থার বিপক্ষে হয়ে থাকলে, দেশের যেখানে যত গরীব মানুষ সকলেই বামপন্থী নয় কেন? কেউ বলতে পারেন?
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:০৯ | 203.99.212.224
* কারণ আমরা গুরু ইউজার রা একে বড়লোক তদুপরি অসহায়।
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:০৭ | 203.99.212.224
এই যে আমি বা আমার মত রা স্বয়ংসম্পূর্ণ একটা ইউনিট এই ধারণা টা কত টা ভিত্তিহীন সেটা বোঝা দরকার। আমরা আইনতঃ আটঘন্টার বেশি কাজ করতে বাধ্য নই, (কিন্তু নব্য ইকোনোমিতে নতুন করে বাধ্য) অন্তসত্বা মেয়েরা ছুটি পান, তাঁদের চাগরি যায় না, আমাদের পি এফ কাটা হয়, পেনসন বলে একটা বস্তু কারো কারো আছে, হেল্থ অ্যান্ড সেফটি আইন আছে বা কোং প্রসিডিওর তৈরী হয়েছে, গ্রুপ ইনশিয়োরেন্স বা হেলথ ইনশিয়োরেন্স বলে একটা বস্তু কারো কারো আছে, মিনিমাম ওয়েজ বলে একটা বস্তু অন্তত সরকারী ভাবে আছে, মানা হয় না যদিও, ম্যানুফাকচারিং এর কোথাও, কোথাও অন্তত একই কাজের একই আউটপুটের জন্য দুজন লোক অন্তত কাছাকাছি মাইনে পান, প্রফিট শেয়ারিং বোনাস ব্যাপারটা কোথাও কোথাও চালু, লাঞ্চ হাওয়ার বস্তুটা আছে, বা কোথাও কোথাও সাবসিডাইজড লাঞ্চ আছে ইত্যাদি, প্রতিটি জিনিস দুই ভাবে আধুনিক ওয়ার্ক প্লেসে এসেছে। প্রথমতঃ বহু দিন ধরে বহু লোকের বিভিন্ন আন্দোলনের ফলে দ্বিতীয়তঃ তার থেকেই তৈরী লিগাল প্রিসিডেন্সের জন্য। কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ পরিষেবার অধিকার ঠিক এমনি এমনি স্বীকৃত হয় নি। বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় মূলতঃ শোষিত মানুষের আন্দোলনের ফলে, অথবা ঐতিহাসিক জুডিশিয়াল অর্ডারের ফলে অথবা আধুনিক রাষ্ট্রের এক ধরণের কো-অপশনের ফলে হয়েছে।
এবং আমাদের দেশের মাত্র ৬% অর্গানাইজড সেকটর, বাকি ৯৪ % নয়। তার মধ্যে ছোটো ট্রেডিং রাখবে না রাখবে না নিয়ে তর্ক না করেও বলা যায়, এই অধিকাংশ ওয়ার্কপ্লেসে, আমরা যেগুলো কে স্বতঃসিদ্ধ বলে ধরে নি, সেই বাস্তবতা নাই।
এইবার এই তথ্যের ভিত্তিতে স্যানের অবশ্তানের পুনর্বিবেচনা করার একটা সম্ভাবনা থেকে যায়। তবে কেউ ই করবে না, কারণ একে বড়লোক তদুপরি অসহায়।
sinfaut | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:০১ | 165.170.128.65
ন্যাড়াসার এরপর কলকাতা এলে অ্যার্পোর্ট থেকে কিডন্যাপ করে নেব।
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:০১ | 198.96.180.245
নেই। ন্যাড়াস্যারের কাছে নিশ্চই আছে। ও ন্যাড়াস্যার?
sinfaut | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৫৯ | 165.170.128.65
না গুরু। তোমার কাছে থাকলে নিয়ে নেব। ;-)
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৫৮ | 198.96.180.245
সিফোঁ, এল ভি বি-কে নিয়ে স্যাটা রায়ের রেডিও লেকচারটা তোমার কাছে আছে নাকি?
san | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৫৩ | 220.227.64.98
ইদিকে আপিসে সিকিওরিটি ইস্যুতে ক্যামেরা-ওলা মোবাইল নিয়ে আসা ব্যান করে দিয়েছে। যাতায়াতের পথে রোজ চেকিং হচ্ছে। সকলে খুবই বিরক্ত যে এখন আবার আরেকটা মোবাইল কিনব নাকি?
san | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৫১ | 220.227.64.98
ভাল নাই মানে?
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৫১ | 198.96.180.245
তবে পাঁচ নম্বরের বেসিক থীম নাকি "এভাবেও ফিরে আসা যায়"। তবে সেটা দাদুর নিজের ব্যাপারে। অনেকে এটাকে "ওড টু ডেস্টিনি" বলে থাকেন।
এইসব ইস্যুতে ধর্মঘট হলে তার প্রতি সলিডারিটি দেখাবার ঔদার্য বা গণতন্ত্রপ্রিয়তা কোনটাই আমার নেই।
sayan | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪৮ | 115.108.25.26
স্যান আমি ভালো নাই রে, নইলে সোমবার বাড়িতে বসে বিকেল পাঁচটাই ভাটাই? আপওয়ার্ড মোবাইল ফোন বলে কি কোনও দরদ নাই? হ্যাঁ রে?
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪৭ | 198.96.180.245
হ্যাঁ, নয় নম্বর মনে হয় সব থেকে বিখ্যাত সিম্ফনি। বার্লিন দেওয়াল ধসে যাওয়ার পর বার্নস্টাইন ওখানে এইটা কনডাক্ট করেছিলেন। এখন ইওরোপীয়ান ইউনিয়নের জাতীয় সঙ্গীত।
নেকস্ট বারে আর জানানোও হবেনা,গুরুতে এসে পড়বে যে বেঙ্গালুরুতে ভাট হয়েছে, ব্যস।
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪৪ | 203.99.212.224
হতে পারে। চুল কাটার নং এর মত গুলিয়ে গেছে। তাও বটে ৯ নং তো কি একটা যেন শিলারের গান, তাই তো?
r | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪৩ | 198.96.180.245
নেপোস্যারের জন্য তো তিন নম্বর- ইরোইকা। কিন্তু কম্পোজিশন শেষ হবার আগেই দাদু নেপোস্যারের উপর পোচোন্ডো খচে যান কারণ নেপোস্যার তখন সম্রাট নেপো। নয় নম্বরের সাথে নেপোস্যারের কোনো সম্পক্কো আছে শুনি নি।
sinfaut | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪২ | 165.170.128.65
নয়ের সাথে নেপোর কি সম্পক্কো?
পাঁচের সাথে থাকতে পারে।
sayan | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪২ | 115.108.25.26
প্যাঁক নেব না বল্লে হবে? খচ্চা নেই? সংগঠন-ধর্মঘট-জিনাঃবৌদ করে করে আজ পচ্চিমবঙ্গ রাজ্যের নামে একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য রাজ্যগুলো কিন্তু এইসব "নেই'গুলো সত্বেও ... ভাট বকব না। স্যান আমার নামে সুপুরি ফ্লোট করে দিয়েচে। এখন পোতিক্কিয়াশীল হলেই পয়েন ব্ল্যাঙ্ক রেঞ্জে পেটে দানা পুরে দেবে!
san | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪০ | 220.227.64.98
আমার ধারণা ছিল এক দলের পক্ষে কথা বলতে গেলে পৃথিবীর বাকি 'সমস্ত' দলকে নিন্দে না করলেও চলে।
ধর্মঘটিরা আন্দোলন করছে, তার ভ্যালিড কারণ আছে - এটা কেউ অস্বীকার করেনি। কিন্তু ভ্যালিড কারণের স্বপক্ষে অন্য লোকের ক্ষতি করে আন্দোলন করাটাকে খারাপ বলার মানে কারণটাকে ইনভ্যালিড বলা নয়।
দ্বিতীয়তঃ ধর্মঘট করা খারাপ বলার মানে কোথায় লেখা আছে যে যাদের বিরুদ্ধে ধর্মঘট করা হচ্ছে তাদের ভাল বলা হচ্ছে?
শেষে, আপওয়ার্ডলি মোবাইল ফোনেরা কি সকলে নন্দ ঘোষ? আমরা কাল নিজের কোং এ কোন অধিকারের জন্য লড়লে কি অটো-ওলারা সেখানে এসে যোগদান করবে? করবেনা, তারা তাদেরটা করবে, আমি আমারটা করব, কিন্তু দোষটা কেবল মধ্যবিত্তেরই হবে, যে তারা শুধু নিজেদের স্বার্থ দেখে।
h | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৪০ | 203.99.212.224
পলিটিশিয়ান রা বোঝে বলে মনে হয় না। তবে মিডিয়া বোঝে। তাদের অবশ্য প্রোমোশন বেচা ছাড়া দায় নাই কিসুতে।
shrabani | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৩৮ | 124.30.233.102
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন