এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:৩৮ | 12.144.134.2
  • ইলিশ আছে কি?
  • Blank | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:৩৮ | 203.99.212.224
  • সলিউশান ও নেই ঃ(
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:৩৭ | 122.160.41.29
  • তাই মঙ্গল গ্রহে ইলিউশন নেই ...
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:৩৬ | 122.160.41.29
  • অর্পণ তো অর্ণব চ্যাটার্জি হয়ে গেছে। নোনা ধরা দেওয়াল, মায়ের শাড়ির আঁচলে হলুদের গন্ধ ... এই তো বেশ আছি ঃ-))
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:৩৫ | 198.96.180.245
  • টাকার কালো সাদা হয় না।

    ট্যাক্স দেওয়া পাপ।

    কমফোর্ট জোন একটা ইলিউশন।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:৩২ | 65.194.243.232
  • আরে সেটাই তো, এখন যদি বলে উদয়াস্ত ব্যাচের পর ভাচ পড়াও বা রুগী দেখো, বদলে ট্যাক্সে ফাঁকি দিও, জাস্ট পারব না। কমফোর্ট জোনে ঢুকে গেছি। এটাই এমনি এমনি মনে চলে এল।

    এতে কিন্তু কোনভাবে প্রমাণ হয়না যে আমি বলছি ডাক্তার বা প্রাইভেট টিউটর মানেই কালো টাকা।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:৩০ | 12.144.134.2
  • ওরে বাবারে মোবাইল ফোনেরা সব কথারই সিনিকাল মানে বের করে রে।

    অনামিকের ম্যানেজার লোক ভাল তো !
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৯ | 12.144.134.2
  • ও সিকি ডাক্তারকের কথা বলছিল তাই।
  • anaamik | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৮ | 196.15.16.20
  • কল্লোলদার নাটকের ডিটেল্‌স এই মাত্র আমার ম্যানেজার আমাকে পাঠালো !!!!!!!
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৭ | 65.194.243.232
  • আসতেই পারে। লিখলাম তো মনে হল। তো, হল।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৭ | 12.144.134.2
  • অনেকেই তাই মানে? অলমোস্ট সকলেই তাই।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৬ | 122.160.41.29
  • অবিন মিশকিন তো? বেশ বোরিং। শুরুটা ভালো চলছিল। মাঝে নয়ডার ডাক্তারের প্রেমপর্ব পেরিয়ে এখন কার্শিয়াংয়ের বাবাজি নিয়ে পড়েছে।
  • Blank | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৪ | 203.99.212.224
  • ব্যাংক অমনি টোটাল সুদ পাঠায় না। পাঠালে ভালো হতো। মাস দুই অন্তর স্টেটমেন্ট আসে বটে তবে তা অনিয়মিত। আর ঐ বড় স্টেটমেন্ট ঘাঁটবো না
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৪ | 12.144.134.2
  • ভাল থাকা খারাপ থাকা চলে এল কিকরে ট্যাক্সের রুল ডিস্কাস করতে গিয়ে?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৪ | 61.95.144.123
  • "দেশ'-এ দুটো ধারাবাহিক বেরোচ্ছে - অন্য কোনোখানে আর পরিযায়ী। প্রথমটা দিব্যি ছিলো - দুম করে একজন বাবা-কে এনে ঝুলিয়েছে। দ্বিতীয়টার সাথে বেশ মিল পাই মাঝে মাঝে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৩ | 65.194.243.232
  • ল্লেপচা। এখানে অনেকেই তো তাই। সে মুখে যাই বলুক না কেন। ;-)
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৩ | 122.160.41.29
  • আমি ডাক্তারদের ওপর বিদ্বেষী নই। জাস্ট আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হিসেবে বল্লাম। আমি নিজেও তো ঐ অর্পণের শিডিউলেই চলি। বছরে তিনমাস বেঞ্চি পাই না অবশ্য। এই বেশ ভালো আছি। অভাব তো নেই!
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৯ | 12.144.134.2
  • এই জন্যই তো তুমি আপওয়ার্ড মোবাইল ফোন।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৯ | 65.194.243.232
  • সিকির 4:02 PM -এর পোস্ট পড়ে কটা কথা মনে হল।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৯ | 61.95.144.123
  • হ। রুগীর বাড়ির লোকের খিস্তি, কপালদোষে ঠ্যাঙানিও খেতে হয় নাঃ-)
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৮ | 61.95.144.123
  • অ্যাক্সিসের নেট ব্যাঙ্কিং-এ দেখিনি। আমি ওখানেই অনলাইন স্টেটমেন্টের বাক্সে টিক করেছিলুম। যদ্দুর মনে হচ্ছে তাপ্পর থেকে প্রিন্ট স্টেটমেন্টটা আসা বন্ধ হয়ে গেছে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৭ | 65.194.243.232
  • ভেবে দেখলাম আটঘন্টার বেশি কাজ করতে হলেও খুব দায় না পড়লে হপ্তায় পাঁচদিনের বেশি কাজ করিনা। আর আটঘন্টা ধরে তো বকবক শরীর টেপাটেপি ইত্যাদি কাজ করতে হয় না। দুপুরবেলা বেশ ঝিম মেরে বসে থেকে মাইনে পাওয়া যায়। আর তেমন ভাইগ্য না হলে বছরে দু-তিনমাস দিব্যি বেঞ্চে থাকা যায়। মাঝে মাঝে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও জোটে।

    বদলে ট্যাক্সের টাকা আগেই সোর্স থেকে ডিডাক্ট করে নেয়। খারাপ তো নেই। দিব্যি আছি। ঃ)
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৬ | 12.144.134.2
  • কি এক অপশন এনাবল করতে হয়।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৫ | 122.160.41.29
  • আমি মাসিক ত্রৈমাসিক সব স্টেটমেন্টই টাইমে টাইমে পাই ব্যাঙ্ক থেকে। কিন্তু আম্মো ডিক্লেয়ার করি না। কেউই করে না। জাস্ট রুলটা বললাম।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৫ | 12.144.134.2
  • করে। আর হ্যাঁ, তুমি যদি অনলাইন ছাড়া ফিজিকাল স্টেটমেন্ট ও পেতে চাও সেগুলো অন্তত আইসিআইসিআই ব্যাংকে করে । নিয়ম করে দুমাস অন্তর স্টেটমেন্ট পাঠায়।অন্য ব্যাংকে করেনা?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১৩ | 61.95.144.123
  • অনলাইন আসে অবশ্য। কিন্তু তার কোন ফিক্সড তারিখ নেই - এক মাসে ১০ তারিখে তো পরের মাসে ২৩ তারিখে। তাতে কিছু যায় আসে না যদিও। আসল কথা হল এগুলোর প্রিন্ট আউট সরকারি আপিসে অ্যাকসেপ্ট করে?
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১১ | 12.144.134.2
  • অনলইন স্টেটমেন্ট দেয় না মাসে মাসে? মানে অপশানটাই নেই? সে আবার কি?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:১০ | 61.95.144.123
  • কিন্তু ব্যাঙ্ক তো এখন আর মাসে মাসে স্টেটমেন্ট দেয়ই না। তাহলে?
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:০৯ | 12.144.134.2
  • সে তো এনেসসি টেনেসসির সুদও ডিক্লেয়ার করতে হয় বোধয়।

    এগুলো তো অফিসে ফিনান্স ডিপার্টমেন্টে বললেও স্টেটমেন্ট জমা নিয়ে বাকিটা নিজেরা করে দেয়।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:০৬ | 61.95.144.123
  • ব্যাঙ্ক থেকে একটা ট্যাক্সের জন্যে আলাদা স্টেটমেন্ট দেয় না? দেওয়া উচিত কিন্তু - তাতে শুধু টোটাল ইন্টারেস্ট দেওয়া থাকবে।
  • Blank | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:০৫ | 203.99.212.224
  • সেভিংসের সুদ মোটেও ডিক্লেয়ার করিনা। প্রচুর হ্যপা ওসব করার। ঐ কটা টাকার ওপর ট্যাক্স ক্যলকুলেট করতে হলে যা হবে, তার চেয়ে অনেক বেশি খাটুনি ওসব করার। এক গাদা ব্যাঙ্ক স্টেটমেন্ট ঘাঁটো। ধুর
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:০৪ | 160.103.2.224
  • সবই বুঝলাম। কিন্তু ব্যাপারটা ঠিক এককালীন ভাবে দেখলে চলবে না। পরে বলছি।
    আমার ধারণা ছিল ট্যাক্স ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনটারেস্ট ডিক্লেয়ার করতে হয়।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:০৪ | 122.160.41.29
  • "কত একটা লিমিটের পর' নয়। ট্যাক্সের স্ল্যাব আছে, সেটা তোমার নেট ইনকামের ওপরেই ক্যালকুলেট হয়। আলাদা করে স্যালারির ওপর, আলাদা করে ফিক্সড ডিপোসিটের সুদের ওপর, এইভাবে ক্যালকুলেট হয় না। একটা প্যান কার্ডের জন্য একটাই ক্যালকুলেশন হয়। এইজন্য অনেক লোক চাকরির বাইরে অন্য ইনকাম বউয়ের নামে দেখায়। ট্যাক্স লায়াবিলিটি কমে যায়।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:০২ | 122.160.41.29
  • একজন মাঝারি মানের ডাক্তারের প্রাইভেট চেম্বারে প্রতি পনেরো মিনিটে একশো টাকা আয়। মানে ঘন্টায় চারশো টাকা। দিনে আট ঘন্টা চেম্বারে বসলে বত্তিরিশশো টাকা। মাসে পঁচিশদিন বসলে আশিহাজার টাকা মাসে। নীট। এর বেশি বই কম নয়।

    এর তুলনায় স্যালারিড মানুষের ট্যাক্স? কটা মানুষ মাসে আশিহাজার টাকা রোজগার করে চাকরি করে?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৬:০০ | 61.95.144.123
  • কত একটা লিমিটের পর ট্যাক্সেবল - জানি তো। ডিক্লেয়ারও করি - মানে করতে হবে।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৫৮ | 122.160.41.29
  • দ্যাখো বাপু, টাকাপয়সা কেই বা সরকারের ঘরে দিতে চায়? স্যালারিড লোকের হাত পা বাঁধা, তাই ডিক্লেয়ার করতেই হয়। জানো কি, তুমি তোমার সেভিংস অ্যাকাউন্টে যে ত্রৈমাসিক সুদ পাও, ফিক্সড ডিপোজিটে যে সুদ পাও, তও ট্যাক্সেবল? কেউ কি ডিক্লেয়ার করে তা? করে না, কারণ ও সামান্য সুদের সামান্যতর ট্যক্স সরকারের না পেলেও কিসু এসে যায় না। ও সব ডিক্লেয়ার না করে তুমি ক'টাকা বাঁচাবে? পাঁচ সাত হাজার টাকা?

    আবার দ্যাখো ফিল্মস্টাররা। একেকটা সিনেমায় সাইন করলেই লাখ লাখ কোটি কোটি টাকা। এর তো কোনও রসিদ হয় না। অমিতাভ বচ্চন যদি কোনও সিনেমার জন্য এক কোটি নিয়ে দেখান যে আমি চল্লিশ লাখ নিয়েছি, কেউ ধরতে পারবে না। এই জন্যেই থাকে ভিজিল্যান্স কমিশন, তারা দেখে কেউ আয়ের সাথে সঙ্গতিবিহীন ব্যয় করছে কিনা। সন্দেহ হলে তার অ্যাকাউন্ট নিয়ে টানা হ্যাঁচড়া হয় ইত্যাদি, কারণ সেখানে সরকারের রেভিনিউ লস লাখ লাখ টাকা।
  • Blank | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৫৬ | 170.153.62.251
  • প্রোডাকসানের জবেরা পরে যায় আর ওঠে না ঃ(
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৫২ | 61.95.144.123
  • সে তো অবশ্যই। নইলে হাজার হাজার কোটি কালো টাকা হয় কি করে?
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৪৩ | 160.103.2.224
  • না, মানে আমার মনে একটা সন্দেহ আছে যে যারা সেল্ফ ডিক্লেয়ার করে, তারা তাদের অ্যাকচুয়াল ইনকামের একটা স্মল ফ্র্যাকশান ডিক্লেয়ার করে। অবশ্য এই সন্দেহ ভুল ও হতে পারে, তাই জিগেস করছিলাম। কম্প্যারেটিভলি যারা স্যালারিড জব করে, তাদের অনেক বেশি ট্যাক্স দিতে হয়।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৪০ | 122.160.41.29
  • ইনকাম ফ্রম সোর্সেস আদার দ্যান স্যালারি। আলাদা ফর্ম। ধরো তুমি বাড়িভাড়া পাও। কিম্বা তোমার মিউজিক ব্যান্ড আছে, ফাংশানে গান গেয়ে পয়সা পাও। ডিক্লেয়ার করা উচিত। লিগ্যালি। যে করেনা, করেনা, যে করে, করে।
  • siki | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৩৮ | 122.160.41.29
  • সেল্ফ এমপ্লয়েডদের জন্য আলাদা ডিক্লারেশন ফর্ম হয়। সেটা ভরতে হয়।

    ডাক্তাররা রসিদ দেবে না কেন? চাইলেই দিব্যি দেয়। না-চাইলে ডিফল্ট অনেকেই দেন না অবশ্য।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৩৭ | 61.95.144.123
  • ডাক্তাররা তো রসিদ দেয় - অবশ্যই চাইলে (প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে)। তবে ক্লিনিকগুলোতে বুক করার সময় সবসময়েই রসিদ দেয়।

    প্রাইভেট টিউটরদের কখনো দিতে দেখিনি।

    আর এরকম ক্ষেত্রে একটা সেল্ফ ডিক্লারেশন গোছের ব্যবস্থা আছে মনে হয়।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:৩৬ | 165.170.128.65
  • ঘুম পাচ্ছে।
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:২৯ | 160.103.2.224
  • আমাদের দেশে যারা সেল্ফ এমপ্লয়েড, যেমন ডাক্তার (জেনেরাল ফিসিশিয়ান), উকিল, প্রাইভেট টিউটর তথা কোচিং সেন্টার, এরা কি ভাবে ট্যাক্স ডিক্লেয়ার করে ? মানে আদৌ করে কি, আর করলেও কতটা অনেস্টলি করে? এরা কি এদের ক্লায়েন্ট দের রসিদ বা ইনভয়েস দেয়? না দিলে লোকে চায় না কেন?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:২৯ | 65.194.243.232
  • ইংল্যান্ড ঝিঁঝিঁ টিমের স্পনসর কে এখন? ভোদাফোন তো হটে গেছে রিসেশনজনিত কারণে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:২৫ | 65.194.243.232
  • বেচারা অনিল অম্বানি। প্রচুর ঝাড় খেয়ে গেল গত এক বছরে।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:২১ | 61.95.144.123
  • পোর্তুগাল তথা ম্যানিউ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • stoic | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:২০ | 160.103.2.224
  • হ্যাঁ, পুরো প্রাইস রেঞ্জ টাই রিডিকিউলাস। আই এগ্রি।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:১৯ | 165.170.128.65
  • ছোটো রোনাল্ডো কে? রোনাল্ডিনহো না পর্তুগালের রোনাল্ডো?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১৫:১৯ | 61.95.144.123
  • সর্বত্রই "ত্যাল'-এর পয়সা। রোমানেরও রাশান ত্যাল, ম্যান সিটির মালিকেরও মিডল ইস্টের ত্যাল।

    যাস্‌সেতাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত