এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:২৮ | 198.96.180.245
  • রাজুও গেল, বাপিও গেল।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:২৮ | 61.95.144.123
  • সুবিধাবাদ সুবিধাবাদ। আমি গ্রেটার দ্যান লিখেছিলুম - সেটা ওই পেল রবিন ব্লু শেড নিয়ে। সেখানে (150, 222, 209) - কিন্তু তাও উইকি এবং বায়েজ অনুযায়ী ওটা ব্লু। ইয়ে - ব্লু মানে নীল তো? নাকি ডিকশনারীগুলোও ইয়ে... ?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:২৫ | 65.194.243.232
  • কী সংযম! লোকের পোস্টও গুপি করে ছাপছে এবার। ঃ)
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:২২ | 69.251.184.3
  • এই তো,
    রবিন ব্লু ( r,g,b), (০, ২০৪, ২০৪)
    g greater than b আইলো কোথা হতে !
    আজ এই জালিগিরির জন্য কাল অপ্পন ধরা পড়েছিলো !
    নাঃ, মামুর থিওরীটা ভাল ই। এর জন্য সী গ্রীনকে গ্রীন বল্লেও মানুষটাকে ক্ষমা করে দেওয়া যায়।
    আর রেখা সংক্রান্ত প্রশ্নের উত্তরদান হতে অব্যাহতি।

    আসল প্রশ্নে ফিরে আসি আবার।
    g=b হলে নীল বল কি সবুজ, কি নীল ও সবুজ একসাথে বল, ফুল মার্কস।
    এক্ষেত্রে মনে হয় এগ বল্লেই তার মধ্যেকার একটা ইনহেরেণ্ট কাঁচা, নবীন, সবুজ ব্যাপার ফুটে ওঠে বলে সমান ব্যালান্স রাখতে নীলটা বলা।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:২১ | 65.194.243.232
  • স্যান খুব তাড়াতাড়ি নিজেকে ক্ষমা করে দিতে পারে তো! ;-)
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:১৯ | 12.144.134.2
  • কি আবার হবে। স্কেলে তো নীল আর সবুজের ভাগ খুব কাছাকাছিই দেখলাম। পেল টায় খুব কম তফাৎ, অতটা কম তফাৎ হলে লোকের সামান্য ভুলচুক মাপ করে দেওয়াই যায়, তাই করে দিলাম ;-)
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:১৮ | 165.170.128.65
  • g >= b is blue only when r>=100

    নয়তো
    b >=g or b==g is blue irrespective of r values

  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:১২ | 69.251.184.3
  • তবে হ্যাঁ,যাবৎ বাঁচি তাবৎ এবং জ্ঞান যত বিতরিবে তত আহরিবে, এইসব আপ্তবাক্যকে আবারো সত্য প্রমাণ করে, ছেলেদের রং এর ক্লাশ নেওয়া আমাকেও নতুন কিছু শেখাল।
    ইন্ডিয়া গ্রীন, ইসলামিক গ্রীন, রংয়ের এইসব ট্রেডনেম ও নাকি হয় !
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:১১ | 198.96.180.245
  • এইরকম প্রশ্ন কাক্কেশ্বর কুচকুচের মুখে শেষবার শুনেছিলাম।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:১০ | 61.95.144.123
  • হুঁ ঠিক। এবার রঙনন্দিনীরা কি বলেন? বায়েজের গান এবং উইকি অনুযায়ী রবিনের ডিম নীল। এবং সেখানে আরজিবি স্কেলে জি গ্রেটার দ্যান বি। কি হব্বে?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:০৭ | 65.194.243.232
  • আমিও শুনেছিলাম। বায়েজ দেখা যাচ্ছে এক্সেপশন। ডিলান কী হারাইলেন তা ডিলান জানেন না!
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:০৪ | 65.194.243.232
  • যদ্দূর মনে হচ্ছে এই রবিন এগ ব্লু কালারটাই কালকের ওপেনঅফিস বাটনের রঙের সবচেয়ে কাছাকাছি যায়।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:০৪ | 61.95.144.123
  • রবিনের ডিম যে নীল হয় সেটা প্রথম শুনেছিলুম বায়েজের গানে - আই রিমেম্বার ইওর আইজ ওয়্যার ব্লুয়ার দ্যান রবিনস এগস...
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:০২ | 61.95.144.123
  • ইয়ে, এর সাথে r টা জুড়ে পিওর rgb স্কেল বানিয়ে উত্তর দাও দিকি - রঙ-বিশারদেরা।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:০১ | 65.194.243.232
  • কিন্তু এদিকে যে প্রলয় আসন্ন। g>=b হলেও কালার ব্লাইন্ডেরা মিলে তাকে ব্লু বলছে।

    http://en.wikipedia.org/wiki/Robin_egg_blue

    আশা করা যাচ্ছে, মৌলবাদীরা এইদুইটিকেও সবুজ বলবেন।

    নাঃ আবার কাজাই।
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৯ | 198.96.180.245
  • g আর b কি একই স্কেলে?
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৮ | 12.144.134.2
  • সমান বা প্রায় সমান হলে ময়ূরকন্ঠী বলতে পারো
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৭ | 12.144.134.2
  • হ্যাঁ, g gt b আবার b এর ভ্যালু প্রবল কম হলে শুধু সবুজ বললেই হবে, কেউ আবার বোলোনা b জিরোর কাছে হলেও সবজেটে নীল বলতে হবে কিনা।ছেলেদের এসব বলে দেওয়া দরকার।
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৭ | 69.251.184.3
  • অ,অ-ই হল ।
    স্টেটমেন্ট যখন দিয়ে দিয়েচি যে তুমি ধরা পড়েছো, তখন তো ধরা পড়েছো ই ।
    কেন পড়লে তা নিয়ে কোনো কোশ্চেন কোরো নাকো।
    মামু র থিয়োরী অনুযায়ী, ভবিষ্যতে কখনো ধরা পড়ার কারণ ঠিক খুঁজে পাওয়া যাবে । ঃ)
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৭ | 12.144.134.2
  • ** নীলচে সবুজ
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৬ | 65.194.243.232
  • আর g=b হলে?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৬ | 65.194.243.232
  • বটে!
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৫ | 12.144.134.2
  • g gt b হলে নীলচে সবুজ বলতে হবে।

    b gt g হলে সবজেটে নীল।সিম্পল।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৪ | 65.194.243.232
  • আমার প্রশ্নের জবাব পেলুম নি।
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 12.144.134.2
  • বাই দ্য ওয়ে লালচে কালো বলে কিছু হয়না। কালচে লাল হয়। কালার ব্লাইন্ড দের জন্য তথ্য।
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 69.251.184.3
  • বল্লুম না, আমি সংযম পেরাকটিস করতাসি।
    আবার কালকের মত ওরকম রাবুণে হাসি পেয়ে গেলে কি হবে শুনি, হ্যাঁ ?
    হাসির ফ্রিকোয়েন্সি খাটের কাঠের সাথে মিলে গেলে রেসোনেট করে যদি আবার ভেংগে যায় ! অতি কষ্টে বরকে অন্য কম্পাংকে নাক ডাকা অভ্যেস করিয়েছি।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫১ | 65.194.243.232
  • আমি? কী যা-তা বলছ। কাল ব্ল্যাঙ্ককে টুকলির দায়ে অভিযুক্ত করা হল আর আজ হাতকড়া পড়ল আমার হাতে!

    মা, মাগো!
  • san | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৫০ | 12.144.134.2
  • আমারও প্রশ্ন আছে ঃ রেডলাইট এরিয়াকে কেন রেডলাইট এরিয়া বলা হয়?
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৪৮ | 69.251.184.3
  • অপ্পন , সে তো তুমি সিঁফোর থেকে টুকলি করেছিলে, আর কালকেই , যাকে বলে কট ইন রেড হ্যান্‌ড্‌স ! ঃ)
    এই রেড মানে শুধুই রেড, অন্য কোন শেড নয়।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৪৬ | 65.194.243.232
  • পাই কি বলতে চায় g>b হলে তাকেই গ্রীন বলতে হবে?

    প্লিজ, হ্যাঁ বা না তে জবাব চাই।
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৪৫ | 69.251.184.3
  • খেয়ে দেয়ে এসে আমার দুটো প্রশ্ন পেয়ে গেল।
    ১। রেখার প্রস্থ নাই বলিয়া রং কেন থাকিবে না ?
    ২। সবুজ লিপস্টিক রেখা কবে কোথায় পরেছে ? পরেছে কি?

    এবার সবুজ লিপস্টিক প্রসগটি কোন মহিলা তুল্লে, আর কোনো প্রশ্ন থাকতো না।
    যেহেতু তা নয়, তাই শেষ প্রশ্ন, নীল লিপস্টিক রেখা কবে কোথায় পরেছে ? পরেছে কি ?

    জনতা লক্ষ করুন আমার সংযম, সী গ্রীনের rgb র যে রেঞ্জ থাকে , এনিয়ে আমি কোন তক্কেই গেলুম না।
    কিম্বা মশার ডোরাকাটা সম্বন্ধে ।
    ঃ)
  • r | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৪৪ | 125.18.104.1
  • দ্রি-র থিওরির জন্য বসে আছি পাতা চেয়ে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৩১ | 65.194.243.232
  • নাঃ, এইবার আবার কাজাই।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:৩১ | 65.194.243.232
  • মোচার খোলায় পার্পল আভা আছে তো। বহুত্ববাদীদের দৃষ্টিতে ধরা পড়ে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:২৫ | 65.194.243.232
  • অপ্পন নেকস্ট মানে কী? সকালবেলা কাজকম্মো শিকেয় তুলব নাকি? কাল তো অনলাইন পরীক্ষা দিয়ে ৩১/৩১ করলাম।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:১২ | 165.170.128.65
  • আর তো কেউ নেই মানে? ভারতবাসীদের এই ভাবে অবজ্ঞা!
  • Arijit | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:১১ | 61.95.144.123
  • azure জানে না - এম্মা। ইতালির নীল জার্সির জন্যে ওদের আজ্জুরি বলা হয়।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:১১ | 97.81.78.213
  • মামুও চলে গেল। আর তো কেউ নাই। আমিও তবে আসি (দীর্ঘশ্বাস)
  • Ishan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:০৭ | 12.217.27.213
  • না। তবে পুত্র মামীকে মামা বলে। ঃ)
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:০৭ | 97.81.78.213
  • সাড়ে দশটায় গুন্নাইট? আচ্ছা
  • Ishan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:০৬ | 12.217.27.213
  • অচ্ছ গুডনাইট।

    আমার যাবার সময় হল। দাও বিদায়।
  • Abhyu | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:০৫ | 97.81.78.213
  • মামুও মামীকে মামী বলে?
  • Ishan | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:০৪ | 12.217.27.213
  • না না, ওটা লালচে কালো। মশা রক্ত খায় তো।

    ডিঃ লালচে কালোর ট্রেড নেম জানি না।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ০৯:৫৮ | 165.170.128.65
  • আচ্ছা, মশার পেটে যে ডোরাকাটা থাকে, ওগুলো কি পুরোপুরি কালো?
  • Ishan | ১৫ জানুয়ারি ২০০৯ ০৯:৫৭ | 12.217.27.213
  • ধুর। সি গ্রিনের একটাই rgb হতেই পারেনা। একটা রেঞ্জ পাওয়া যাবেই। পাই সেই রেঞ্জের একটা ভ্যালু নিয়ে জালি করছে। নির্ঘাত।
  • pi | ১৫ জানুয়ারি ২০০৯ ০৯:৫৭ | 69.251.184.3
  • একি মামু,azure জানা নাই !
    শুধু কালার রেকগনিশান কল্লেই হবে ! ট্রেড নেম জানতে হবে নি ? :p
  • aja | ১৫ জানুয়ারি ২০০৯ ০৯:৫৫ | 71.106.244.161
  • কিন্তু রেখাতে লিপস্টিক হয়।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ০৯:৫৫ | 165.170.128.65
  • কিন্তুক, sea green এর সাথে আমাকে জড়ানো হচ্ছে কেন? এত মামু উত্থাপন করেছেন।
  • sinfaut | ১৫ জানুয়ারি ২০০৯ ০৯:৫৪ | 165.170.128.65
  • অ্যাল, বানামের জন্য দুঃখিত। তাড়াহুড়োয় অমনি হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত