এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:১৫ | 61.95.144.123
  • আমি এখনও ফেডোরা ৭-এ, ওদিকে ফেডোরা ১০ বেরিয়ে গেছেঃ-)
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:১৪ | 165.170.128.66
  • একখান শঙ্খচিলের ছপি লাইগেচি। এই সেই বাদামি ডানার শঙ্খচিল যে অর্পণদার গাড়ির টায়ার ফেঁসে যাওয়ার পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যে আমাকে নিরন্তর সঙ্গ দিয়েছিল ...
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:১১ | 165.170.128.66
  • আমি এই ছবি প্রসেসিং বা ভিডিও এডিটিং জাতীয় সফটওয়্যার গুলো কখনোই শিখে উঠতে পারিনি, অত বাটন দেখলে আমি বোর হয়ে যাই।
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:১০ | 165.170.128.66
  • বোঝো! শ্যাষে অজ্জিতদাও এমন ব্যাকডেটেড হয়ে যাচ্ছে?!
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০৯ | 61.95.144.123
  • আজ আবার উইকিম্যাপিয়ার কি হল কে জানে - প্রথমে হালকা করে জায়গার নামগুলো আসছে, তাপ্পর বলছে ওই লেভেলের জুম করা যাবে না - অথচ আমি জুম করিই নি - প্রথম পাতাতেই যেতে পারিনিঃ-(
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০৭ | 61.95.144.123
  • ওক্কে। আমি ভয়ে kde সফটওয়্যার ইনস্টল করি না - নইলে একটা ভালো লেটেক প্যাকেজ আছে kde-র জন্যে।
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০৭ | 165.170.128.66
  • লেগে আর কিসে পড়বো? আগে একটা সিনেমা বানাই ....
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০৬ | 61.95.144.123
  • আমি কখনো মুভিমেকার ব্যাভার করি নাই। বেথে করেছে - ওরে জিগাও। আমি আগে পিন্যাকল ব্যাভার করতুম - সব ভালো, কিন্তু বেজায় দাম আর বেজায় স্লো।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০৫ | 64.105.168.210
  • আমার তো gnomekde সফটওয়্যার হইহই করে চলে, খালি কয়েকটা লাইব্রেরি ইনস্টল করতে হয়। তুমি yum বা apt দিয়ে ইনস্টল করলে ওরাই ডিপেন্ডেন্সি সলভ করে দেবে।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০১ | 76.254.114.136
  • নাহ ম্যাক আগের অপিসে ছিল। এখানে না। উইন্ডোজ মুভি মেকারেও ঐ খপাৎ টেকনিকে সাবটাইটেল বসানো যায়?
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • kdenlive কি gnome-এ চলবে? মানে kde কথাটা দেখে জিগালুম। আমার কেন জানি না gnome ডেস্কটপটা বেশি ভাল্লাগে।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১১:০০ | 61.95.144.123
  • যে সফটওয়্যারই হোক না কেন, ভিডিও ডিভাইস থেকে স্ট্রীমটা গ্র্যাব করার পর সেটা তলার দিকে দেখায়। সেটাকে টাইমলাইন বা ফ্রেমে ভাঙা যায়। চাইলে প্রতি দুই সেকেণ্ড বা আরো কমের ফ্রেমে ভাঙা যায় - আর সেগুলো আলাদা আলাদা করে দেখায়। এবার ওগুলোতে ক্যাপশন দেওয়া যায় - সেটা ফ্রেমের যে কোনো জায়গায় বসানো যায় - আর নানারকম অ্যানিমেশনও হয় - মানে লাফাবে না ভাসবে, না বড় হবে ইত্যাদি...

    এগুলো তো যেকোন বেসিক এডিটিং সফটওয়্যারেই থাকা উচিত।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৯ | 64.105.168.210
  • লিনাক্সে কিন্তু বেশ কিছু অপশন আছে। আমি একদম হাতে গরম টেস্ট করে দেখেছি। আমাদের মত মামুলি পাবলিকের জন্যে kdenlive সেরা। মস্তান ভিডিওগ্রাফারদের জন্যে cinelerra। সাবটাইটলিং বোধহয় এগুলো দিয়েই করা যায়। নয়তো সাবটাইটলিঙের জন্যেও আলাদা সফটওয়্যার আছে। সিনফট, লেগে পড়ো।
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৬ | 165.170.128.66
  • কার ফ্রেম? কী সফটওয়্যার? ম্যাক বা উইন্ডোজ ছাড়া বলো।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৫ | 61.95.144.123
  • এগজ্যাক্টলি - একটা টেক্সট টেনে ফ্রেমের ওপর ফেলে দেওয়া যায়।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • বানায় কি করে মানে? ফ্রেমে-এ সাবটাইটেল অ্যাড করার অপশন আছে তো। তাপ্পর তাতে যা খুশি লিখলেই হল।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 64.105.168.210
  • সুপারটাইটেল জানা আছে, সাবটাইটেল ভালো জানা নেই। তবে একবার একজনকে দেখেছিলাম। ম্যাকে করতে। পাতি টেক্সটা ধরে খপাত করে ফ্রেমে বসিয়ে দিল। আর একটা কি টেনে বলল এই ফ্রেম অব্দি সি টেক্সটা চলবে। ব্যস।
  • san | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 59.88.141.253
  • কি সব খটমট জিনিস ঃ-(
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫৩ | 61.95.144.123
  • অক্ষ-র তো ম্যাক - ওতে আইলাইফ রয়েছে তো - ওর ভিডিও এডিটরটা খুবই ভালো। আর জানলা হলে মুভি-মেকার এখন সব জানলা ভার্সনেই থাকে।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫২ | 76.254.114.136
  • সবটাইটেল অ্যাড মানে সাবটাইটেল নিজে বানানো বলতে চেয়েছি।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫২ | 69.236.167.218
  • উইনডোজ মুভি মেকার - ফ্রি !
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫১ | 64.105.168.210
  • বাই দা ওয়ে, ঘ্যাসঘ্যাসেটা ইশু নয়, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ইশু। বাকি জবাব সিনফট দিতে পারবে।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫১ | 76.254.114.136
  • টু লাইক অর নট টু লাইক।
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫০ | 165.170.128.66
  • সাবটাইটেল অ্যাড করা নয়, কিন্তু আমার প্রশ্ন হলো সাবটাইটেল বানায় কী করে? ন্যাড়াদা জানা আছে?
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৫০ | 76.254.114.136
  • বাতিল।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৯ | 64.105.168.210
  • ডু আই? দ্যাট ইজ দা কোয়েশ্চেন।
  • lcm | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৯ | 69.236.167.218
  • কিন্তু, বাপ্পা লাহিড়ী-র গানের কি এল পি আছে?
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৮ | 64.105.168.210
  • সাবটাইটেল করা যায় কিনা জানিনা, তবে আমি এখন kdenlive দিয়ে হুহা ভিডিও এডিটিং করছি। একেবারে ডামি ফ্রেন্ডলি সেটা পরীক্ষিত সত্য।

    তবে লিনাক্স- বেসড। চলবে তো?
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৭ | 165.170.128.66
  • আহা ঐ ঘ্যাসঘ্যাসটাই তো পুরানো সেই দিনের কথা।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৭ | 76.254.114.136
  • বাট ইউ লাইক ঘ্যাসঘ্যাসে সাউন্ড, ডোন্ট ইউ?
  • sinfaut | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৭ | 165.170.128.66
  • এলপির আওয়াজ সত্যি বেশি ভালো লাগে। আম্মো শুনে দেখেচি।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৬ | 76.254.114.136
  • সস্তা (পড়ুন বিনামূল্যে), টিঁকাও, ডামি-ফ্রেন্ডলি ভিডিও এডিটিং, সাবটাইটেল অ্যাড করা ইত্যাদির কি সফটওয়ার আছে?
  • Binary | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৫ | 70.64.8.206
  • আরে তাইতো। মিনিডিভি-তে অভ্যস হয়ে গেছিলো, খালিপিলি হুপে পড়ে ....
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৫ | 64.105.168.210
  • ক্যাসেটে সাউন্ড খুব ইনফিডেল, বিশেষতঃ এইচ এম ভি-র ক্যাসেট, বার কয়েক চালাবার পরে।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪৪ | 61.95.144.123
  • গত বছর অনেক রিসার্চ টিসার্চ করে আমি সেই মিনিডিভি-তেই ঠেকে রইলাম। নিজে এডিট করতে চাইলে মিনিডিভি অনেক ভালো।
  • Binary | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪১ | 70.64.8.206
  • আমি বারখেয়ে একটা সোনির এইচডি ক্যামকর্ডার কিনলাম। একনম্বর, এইচডি আরে এসডি-তে কি পার্থক্য বোঝা গেলনা। দুনম্বর, এইচডি-র আবার কোনো ইন্ডিপেন্ডেন্ট প্লেয়ার নেই, সবসময় ক্যামেরাটা লাগিয়ে দেখতে হবে। তিননম্বর, এইচডি ফরম্যাট-এর ডিভিডি করলে, ডিভিডি প্লেয়ারটাও চেঞ্জ করতে হবে।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
  • চাকরিবাকরি থাকবে না, একটা ইজিচেয়ারে বসে পাইপ টানতে টানতে (গড়গড়ায় অম্বুরি তামাক হলেও চলবে), চোঙায় এলপি শুনতে শুনতে বই পড়বো।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৪০ | 76.254.114.136
  • অ্যাঁ? একটু বাংলায় বলুন ন্যাড়াদাবাবু। সাউন্ড কখন ইনফিডেল?
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৩৮ | 61.95.144.123
  • আমার খুব শখ একটা চোঙা আর ভালো ভালো কিছু এলপি কেনার।
  • nyara | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৩৮ | 64.105.168.210
  • অক্ষদিদি উঁচুদরের অডিওফাইল। তাঁরা নাকি অ্যানালগ (এলপি) আর ডিজিটাল (সিডি) শব্দের ফিডেলিটির পার্থক্য ধরতে পারেন।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৩৫ | 76.254.114.136
  • সামহাউ আমার এখনও এলপির সাউন্ড সিডির থেকে বেটার লাগে। আমি শ্যুওর ব্লু রে বা এইচডি ইত্যাদির কোনো তফাৎ বুঝবনা।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:৩১ | 61.95.144.123
  • এই ব্লু-রে, এইচডি ডিভিডি - এসব নিয়ে যখন কাগজে বেরোল তখনই মনে হয়েছিলো - ব্যাটারা কিভাবে কনজিউমারকে ঘোল খাওয়ায়। ট্যানেনবাম ওঁর নেটওয়ার্কের বইয়ে লিখেছিলেন - যখন ল্যান নিয়ে প্রথম ডিবেট শুরু হয় তখন বিভিন্ন কোম্পানির ব্যাকিং-এ তিনটে প্রোপোজাল আসে - ইথারনেট, টোকেন রিং আর টোকেন বাস। কোনোটা জেরক্সের ব্যাকিং, কোনোটা অন্য কোনো কোম্পানির ব্যাকিং। IEEE কি করবে বুঝতে না পেরে তিনটেকেই স্ট্যান্ডার্ড বলে দিলো। ট্যানেনবাম IEEE-কে শুধু খিস্তি মারতে বাকি রেখেছিলেন।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • সরকারি গাড়ি শাটল ট্রিপ মারতো রবীন্দ্রসদন থেকে মন্দিরতলা - শেয়ার ট্যাক্সির মতন - সেটা আগে দেখেছি। তবে এই লোকটা নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলো - গেট-আপ দেখে তো তাই মনে হল। এটা আগে খেয়াল করে দেখিনি।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২৮ | 76.254.114.136
  • হয়ত হয়েছে বলেই বিক্রি করছে। রেন্ট করতে দুটাকা, কিনতে তিনটাকা। তবে অনেক ক্লাসিক ভালো সিনেমা এখনও ডিভিডিতে বেরোয়নি। এখন তো আবার ব্লু-রে না কিসব।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২৫ | 61.95.144.123
  • তোমাদের ওখেনে ভিএইচএস অবসোলিট হয় নাই? বিলেতে তো দোকানে বিক্কিরি বন্ধ হয়ে গেসলো - ডিক্সনস/কারিজ - এরা ভিএইচএস বিক্রি করতো না।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২৫ | 76.254.114.136
  • বাবা অরিজিৎ এত বহু পুরাতন গল্প, বছর পনেরো আগে থেকে দেখেছি। বাবুদের ডেরাইভারেরা অফিসে ছেড়ে বাড়ি এসে বিবিদের নিয়ে বেরোনোর আগে ছোট্ট একটা ট্রিপ মেরে নিল। কিম্বা এয়ারপোর্টে নামিয়ে ফেরার পথে। হরদম দেখতাম। চৌরঙ্গী এলাকায় সাদা গাড়ি থেকে লোক ডাকছে দেখনি?
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • তোমরা দিয়েছ, দিদিরা দিয়েছে, সম্ভবত আগের জেনারেশনও দিয়েছে, দিদির মেয়ে দিয়েছে, ঋক দিচ্ছে...
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২৩ | 76.254.114.136
  • হ সিঁফো, দ্যাখসি। মোটামুটি। ঐ তিনটে ছেলের ব্যপারটা অনেক বেশি দাগ কেটেছিল দ্যান বুড়ো'র গল্প। কেন লোচকে আমার বেশ ভাল্লাগে।

    তবে এখন আমি হিচকক দেখছি আবার। তিনটাকায় ভিএইচএস বিক্কিরি করছে পাড়ার দোকান।
  • Arijit | ২২ জানুয়ারি ২০০৯ ১০:২২ | 61.95.144.123
  • আজ একটা জিনিস দেখলুম - এখন আপিসযাত্রী লোকজন নিজেদের গাড়িকে শাটল হিসেবে ব্যবহার করে। কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছিলো - রাস্তায় অনেকেই হাত দেখিয়ে দাঁড় করাতে চায় দেখে। আজ দেখলুম একটা প্রাইভেট গাড়ি বেশ লোক তুলতে তুলতে এলো - আপিস যাওয়া আসার পথে মন্দ ইনকাম নয়। ভারত এবং পঃবঃ সরকারের ছাপ্পা মারা গাড়ি শাটল হিসেবে কাজ করে সে তো আগেও দেখেছি।
  • a x | ২২ জানুয়ারি ২০০৯ ১০:১৯ | 76.254.114.136
  • আমি কখনও কোনো ফেলে আসা ইনস্টিট্যুশনে ফেরত যাইনি। এই বাড়িটা যদি হয় একবার গিয়ে দেখে আসব। শালা সারা স্কুল লাইফ মামলার টাকা দিয়ে এলাম আমরা ডেভেলপমেন্ট ফি'র নাম করে।

    জমিটা ছিল লক্ষ্মী মিসের, উনি সেটা স্কুলকে দেন, ওনার ভাইএরা মামলা করেন। মাঝখান থেকে লক্ষ্মী মিস কৌসানিতে গিয়ে নিজের ছোট স্কুল করেন। কি ভালো যে ছিলেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত