এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৫২ | 203.99.212.224
  • সিলেবাঁস নিয়ে তো কোনো টই নেই
  • Somnath | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৫০ | 117.194.195.193
  • বইয়ের লিস্ট এখানে করলে খারাপ হবে খুব।।।

    টইতে লেখো গিয়ে।
  • Blank | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৪৮ | 203.99.212.224
  • বেনীমাধব
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৪৭ | 61.95.144.123
  • কোনটে? গুপ্তপ্রেস না সনাতন পদ্ধতি?
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৪৫ | 198.96.180.245
  • আমি পঞ্জিকা কিনব।
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৪২ | 61.95.144.123
  • কোন লোকটা? রদ্যাঁ? যে কমোডে বসে থাকা লোকের মূর্তি বানায় তাকে নিয়ে পারা যাবেই বা কি করে?
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৪১ | 165.170.128.65
  • লোকায়ত পড়িয়াছিলাম, ভারতীয় পড়ি নাই। দেখি এইবারে তো কলকাতা যাচ্ছি, কিনে নেব।

    (এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। হয় হেডলি চেজ নয় হাডুপ।)
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৩৯ | 61.95.144.123
  • পিটারসন সিলবারচেজের অপারেটিং সিস্টেমসের বই; ট্যানেনবামের নেটওয়ার্কের বই; উলম্যানের ডেটাবেজ আর কমপাইলারের বই; কার্নিংহ্যান-রিচির সি-এর বই; স্ট্রাউস্ট্রুপের সিপ্লাসপ্লাসের বই; ব্রুস একেল-এর থিঙ্কিং ইন সিপ্লাসপ্লাস; গ্যাং অব ফোরের প্যাটার্নের বই...

    আচ্চাই?
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৩৮ | 198.96.180.245
  • কঠিন বিষয়? দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের "লোকায়ত দর্শন"- নিউ এজ, "ভারতীয় দর্শন"- এন বি এ, কিন্তু অসম্পূর্ণ, এক খন্ড লিখেই মারা যান। এই বছর ভদ্রলোক পদ্মবিভূষণ পেলেন।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৩৩ | 203.99.212.224
  • এই যে অরিজিত বিংশ শতক থেকে র আর সিফোর প্ররোচনায়, ঊনবিংশ শতকে ফিরে যাচ্ছে এর চেয়ে বড় দুর্গতিবাদ আর কি ই বা হতে পারে।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৩৩ | 165.170.128.65
  • হেড ফার্স্ট সিরিজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পাঠ্যপুস্তক (মানে যেগুলো লোকে কিচু শিখতে পড়ে আরকি)। এমন একটা সাইকোলজির বই আছে, রড প্লটনিক লেখকের নাম। শুরু করলে আর ছাড়া যায় না।

    আচ্ছা, এমন পড়তে ভালো লাগে কঠিন বিষয়ের বই আর কি কি আচে তার একটা লিস্ট দাও না সবাই।

    (ফিজিক্সের বইয়ের নাম বলতে হবেনা।)
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৩১ | 61.95.144.123
  • ওই যমদত্তের ডায়েরি বইটা বইমেলায় পাওয়া যাবে? আমি অবশ্য একদিনই যেতে পারবো।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৩০ | 198.96.180.245
  • পারুল প্রকাশনী কিছু পুরোনো বইয়ের রিপ্রিন্ট বের করছে। কালীপ্রসন্ন সিংহের পুরোনো জীবনীর রিপ্রিন্ট বেরিয়েছে। পুরোনো বইয়ের দিকে ঝোঁক থাকলে ভালো লাগবে।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২৯ | 198.96.180.245
  • হার্পার কলিন্স থেকে কুলদীপ নায়ারের "স্কুপ" বলে একটা বই বেরিয়েছে। দেখতে পারেন।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২৭ | 198.96.180.245
  • প্রজ্ঞাসুন্দরী দেবী আর বিপ্রদাস মুখোপাধ্যায়ের রান্নার বই চোখ বুঁজে কিনে ফেলুন, যদি ভিড় ঠেলে আনন্দতে ঢুকতে পারেন।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২৬ | 203.99.212.224
  • হাহাহাহাহা
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২৪ | 61.95.144.123
  • আমি বইমেলা থেকে যে বইগুনো কিনেছিলুম তার দু চারটের নাম বল্লুম তোঃ-) দুনিয়া কাঁপানো দশ দিন বইমেলা থেকে কিনিনি।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২৪ | 198.96.180.245
  • হা হা হা হা হা হা
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২২ | 165.170.128.65
  • বাকি রইল ঃ

    মা, লেনিন রচনাসমগ্র, দ্বন্ধমূলক বস্তুবাদের অ-আ-ক-খ

    ;-)
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২১ | 198.96.180.245
  • ঃ-)))
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২০ | 198.96.180.245
  • সত্যি মাইরি! ইস্পাত কিনবেন কেন পয়সা খর্চা করে? তোমার থেকে জেরক্স করে পড়ে নেবেন।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:২০ | 165.170.128.65
  • জাভার জন্য কিনতে বলিনি, বইটার জন্য কিনতে বলিচি।

    অজ্জিতের লিস্টের পরবর্তী আকর্ষন ঃ

    দুনিয়া কাঁপানো দশ দিন।

    ;-)
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:১৯ | 198.96.180.245
  • দেব সাহিত্য কুটীরের ডায়মন্ড কি পিরামিড সিরিজের রহস্যরোমাঞ্চ বইগুলোর রিপ্রিন্ট।
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:১৮ | 61.95.144.123
  • জাভাও নয় তাইলে। বরং LAMP-এর বই কেনো।
  • sinfaut | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:১৭ | 165.170.128.65
  • হেড ফার্স্ট জাভা।

    ইস্পাতের দিন গিয়াছে।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:১৩ | 203.99.212.224
  • ;-))
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:১২ | 61.95.144.123
  • ইস্পাত পড়েছ? না পড়ে থাকলে কেনো। পেনসিল ও সর্বকর্মা - মণীষা থাকলে পেয়ে গেলেও যেতে পারো। সুসান কুলিজের কেটির কাণ্ডকারখানা...

    বইয়ের লিস্টি কি শেষ হয় কখনো?
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:০৬ | 198.96.180.245
  • কথামৃত।
  • shrabani | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫৮ | 59.161.126.98
  • র, ভাল বই।ঃ)
    লীলা মজুমদারের দুখন্ডে "টংলিং, হলদে পাখির পালক" ইত্যাদি সব আছে।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫৮ | 198.96.180.245
  • আমার ফ্যান্টাসিতে একটা বিতর্কসভা আছে। তাতে অংশগ্রহণ করবেন সুভাষ দত্ত, অভীক সরকার, সুভাষ চক্রবর্ত্তী আর বোধি। সংযোজনায় সুমন চট্টোপাধ্যায়। ;-)
  • shrabani | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫৬ | 59.161.126.98
  • অরিজিত "পদিপিসী..." বাংলায়!
    তবে ছোটোদের অনেক ইংরেজী ভাল বই আছে, প্রিন্ট খুব ভাল না হলেও চলে যায়।আমি "লিটল প্রিন্স" কিনলাম ওরমই সত্তর টাকায়, আমার টা হারিয়ে গেছে অনেককাল।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫৪ | 198.96.180.245
  • প্রবন্ধ, না গল্প, না উপন্যাস, না কবিতা, না জীবনী, না ধর্মশাস্ত্র? উত্তর-আধুনিক, আধুনিক না ক্লাসিক? মেইনস্ট্রিম, অলটারনেটিভ প্রেস না লিটিল ম্যাগাজিন?
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫৪ | 61.95.144.123
  • লীলা মজুমদারের আরেকটা বই কেনো - ছোটদের ভালো লাগবে - টংলিং।
  • shrabani | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫৩ | 59.161.126.98
  • ভাগ্যিস আসিনি! হানু বর্ণিত এই মহামিলনতীর্থে দাঁড়িয়ে চোখের জলও কম পড়ত যে!
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫৩ | 61.95.144.123
  • দেশি না বিদেশি?
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • ছোটদের না বড়দের? বাংলা না ইংরিজী?
  • shrabani | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৪৯ | 59.161.126.98
  • একটু পরে আবার বেরোব, দু একটা বইয়ের নাম কেউ করনা, যা কেনা যায়।
    ঐ লাল বাক্সে "পদিপিসীর বর্মিবাক্স" আমি কয়েকটা কিনেছি, বাংলা বই পড়িয়ে বাচ্চা দু চারজনকে গিফট করব বলে!
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৪৫ | 125.18.104.1
  • লীলা মজুমদারের দ্বিতীয় খন্ড বেরিয়ে গেছে? গুড।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৪০ | 203.99.212.224
  • ২০০৭ এর বইমেলায় যদি শ্রাবণী আসতেন, আর পুলুশ বাছাইয়ের কাজটা করে দিতেন, তাইলে মার্চ অনওয়ার্ডস বাওয়াল টা আর হতই না, রাজ্য রাজনীতিতে সুদু তখন সহযোগিতা আর উন্নয়ন এবং বুদ্ধবাবুর আরো অসংখ্য বাজে অনুবাদ ও নাটক। ভেবে দেখুন, বুদ্ধবাবু সচেতন পুলিশদের নায়ক করে নাটক লিখছেন, প্রো
    ট্যাগ-এর রোল পাচ্চেন কৌশিক সেন, পরিচালনায় ব্রাত্য বসু। এক সঙ্গে শো দেখে বেরিয়ে নিরুপমবাবু আর পার্থবাবু, কে কাকে এগিয়ে দেবেন, এই নিয়ে নন্দন পাঁচিলে বৈঠক করছেন, এমন সময়ে দুজনকেই গাড়ি অফার কল্লেন প্রসুন বাবু। চোখে তখনো জল। বল্লেন আজ মমতাদির বাড়িতে দেখা না করে বড়ি যাবো না।

    ভাবলেই শিহরণ হচ্ছে।
  • shrabani | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৩৭ | 59.161.126.98
  • ভেতরে কতকগুলো হল মতো করা, ভিনদেশী বইপত্রের স্টল সেখানেই বেশী। বাইরে ইউ এস, ভিয়েতনাম, সুইডেন, জার্মানীর স্টল। ইউ এসে শুধু ওবামা, ওবামা!
    আমার বরকে সাহারা সময় এসে ধরল বইমেলা এসে কিরম লাগছে এট্‌সএট্রা। সে লাফিয়ে একপাশে সরে গিয়ে আমায় দেখিয়ে দিল। আমি অবশ্যই মেয়েটারে বুঝিয়ে বাঝিয়ে অন্যদিকে পাঠিয়ে দিলাম।

    লীলা মজুমদার দুটো খন্ড কিনলাম। আনন্দে দেজে কাল প্রথম দিনেও উপচে পড়া ভীড়। আনন্দে একজন এসে এক ভদ্রমহিলাকে ডিসপ্লেতে রাখা বই দেখছিল বলে বকে দিল!

    স্কটল্যান্ড এবার থীম। ওদের স্টলে সব বইই ডিসপ্লে অনলি, আর ব্রিটিশ কাউন্সিলের ছাপমারা। সেজেগুজে ছেলেমেয়েরা ঘুরে ঘুরে মেম্বার হওয়ার জন্য পাকড়াও করছে। আমরা এ শহরের লোক নই শুনে একজন অপ্রস্তুত হয়ে "এনজয় বুকফেয়ার" বলেটলে চলে গেল।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৩২ | 203.99.212.224
  • ডাউনওয়ার্ড স্ট্যাগনান্ট কিন্তু, বাগানার্থে।
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:২৬ | 61.95.144.123
  • ভিকিদা আর আসে না, না? জানলাব্যতীত শিবিলের ছবি আঁকার কোনো প্রোগ্রাম পাওয়া যায় কিনা জানার ছিলো। নইলে WINE-এর ওপর ওই staad ইত্যাদি চলে কিনা সেটা দেখতে হবে।
  • Blank | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:২৩ | 203.99.212.224
  • কাল ভাবচি বইমেলা যাবো, যদি কাল মাইনে পাই ঃ(
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:২০ | 61.95.144.123
  • বইমেলার দৌলতে বাইপাসের বাসগুলোকে রাস্তার পাশে বাসস্ট্যান্ডে দাঁড় করাচ্ছে - কাল সেটা দেখে বেশ ভাল্লাগলো। কিন্তু বইমেলা শেষ হতেই আবার যে কে সেই হবে।
  • shrabani | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:১৯ | 59.161.126.98
  • জীবনে প্রথম বইমেলায় গেলাম প্রথম দিনই। পুলিশ প্রায় ট্যাক্সি থেকে হাত ধরে নামিয়ে রাস্তা পার করে দিল। গেটে পৌঁছতেই, "দিদি যান, আজ টিকেট লাগবেনা"।
    অনেক স্টলেই এখনো লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে, মেলা চত্বরেও কাজ বাকী, চলার পথ এবড়োখেবড়ো! তবু শুরুতে খালি মেলায় আরাম করে অনেক সময় নিয়ে বই দেখাদেখি হল। সন্ধ্যে হতে হতে বেশ লোকসমাগম দেখা গেল।
    তবে ময়দানের চির পরিচিত জায়গায় না হওয়ার দুঃখ বেশীক্ষণ থাকলনা, বইয়ের মাঝে ঘুরতে ঘুরতে ভালই লাগল অনেকদিন পরে।
    ফেরার সময়ও পুলিশ কিসে যাব জেনে নিয়ে মেলার সামনে থেকে ট্যাক্সি দাঁড় করিয়ে উঠিয়ে দিল!
    আজ আবার যাব!!
  • Blank | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:০৩ | 203.99.212.224
  • ম্যাকে তো আইকনই বলে। আর ম্যাকের ডকটাকে লঞ্চার বলে। যার ভেতরে অনেক আইকন থাকে।
  • r | ২৯ জানুয়ারি ২০০৯ ১৩:২২ | 125.18.104.1
  • কবর মানেই এস্টাবলিশমেন্ট। আপওয়ার্ড মোবাইল বুর্জোয়া মরণেচ্ছা।
  • sibu | ২৯ জানুয়ারি ২০০৯ ১৩:১২ | 71.106.244.161
  • নাইস। এই তো কাজ করছে।

    ধন্যযোগ অরিজিত।

    ন্যাড়া, ঐ সাইটটা কাজ করে না। ওটা আগেই চেকিয়েছিলাম।

    ব্যাটারি প্রায় শেষ।
  • h | ২৯ জানুয়ারি ২০০৯ ১৩:১২ | 203.99.212.224
  • এই রে, তাইলে হয় সাংস্কৃতিক বিপ্লবীরা নয় স্তর নিরপেক্ষে বিভিন্ন জাতীয়তাবাদীরা সদর দপ্তরে কামানের ধাঁচে, উংলি তে পেটো মারবে। যাক তবু অন্তত মরার পরে আমি এস্ট্যাবলিশমেন্ট হব। বিভা তে লেকচারারশিপ ও পেয়ে যেতে পারি।
  • Arijit | ২৯ জানুয়ারি ২০০৯ ১৩:০৬ | 61.95.144.123
  • ন্যাড়াদা - এই লিংকটা মনে হয় আর চলে না। শিবুকে ফন্টগুলো মেলে পাঠিয়ে দিয়েছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত