এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৭ | 70.64.8.206
  • মন্দিরা,
    পুরোনো টই, মানে আপনার যদি বিষয় কিছুটা জানা থাকে, তাইলে সার্চ ব্যবহার করুন, গুরুর প্রথম পাতায় উপরে, ডানদিকে।
  • Mandira | ৩১ জানুয়ারি ২০০৯ ২৩:৪৯ | 98.207.187.245
  • বাইনারি,
    বানান শুধরে দেবার জন্য ধন্য+

    প্রশ্নঃ
    ১)পুরানো টই পড়তে গেলে কি পাতার লিস্টি ধরে ধরে যেতে হবে না অন্য কোনো রাস্তা আছে?

    ২)ভাটিয়া৯ র পুরনো পাতা সাদা দেখায় কেন?
  • Blank | ৩১ জানুয়ারি ২০০৯ ২৩:৪৩ | 59.93.255.209
  • আজ দধি কর্মা? সেতো কাল
  • siki | ৩১ জানুয়ারি ২০০৯ ২৩:৩৬ | 122.162.81.67
  • মেয়ের হাতেখড়ি দিলাম। উফ্‌ফ্‌, কত জন্ম পরে যে আজ দধিকর্মা খেলাম। জাস্ট যা-তা।
  • ranjan roy | ৩১ জানুয়ারি ২০০৯ ২০:৩৯ | 122.168.55.126
  • সরস্বতীপূজো!
    হলুদবাটা মেখে স্নান, আনন্দময়ী গার্লস স্কুলে নেমন্তন্ন চিঠি দিতে যাওয়ার কম্পিটিশন, সন্ধেবেলা উদয়ন সংঘের পূজোয় ধুনুচি নাচ, অন্য কোন প্যান্ডেলে নাটক, নতুন নতুন দুইবিনুনিকরাদের থেকে সিগ্রেটের পয়সা চাওয়ার অছিলায়--।
    নাঃ, থাক্‌;"" কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!''
  • babul | ৩১ জানুয়ারি ২০০৯ ১৫:২০ | 164.164.94.194
  • ঘুড়ির কথাতো সবাই ভুলেই গেলে!!!!!!!!

    আঃ কি সব দিন ছিল। পুজো হোতে যা দেরি,তারপর সারাদিন!!!!!!!
  • Blank | ৩১ জানুয়ারি ২০০৯ ১২:৩১ | 59.93.207.85
  • বাড়িতে অ্যাকোরিয়াম বানিয়ে ইলিশ চাষ শুরু করে দাও
  • M | ৩১ জানুয়ারি ২০০৯ ১২:১৬ | 118.69.154.233
  • আমাদের বাড়ীর ছেলেরা সব বাঙাল আর বউরা সব ঘটি আসে, ঠাম্মা, মা সব ঘটি বাড়ির মেয়ে তাই সব নিয়েম কেমন ঘেঁটে গেছে, আজ রাত্রে জোড়া ইলিশ হবে, কাল গোটা সিদ্ধ, ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স, এই পোড়া দ্যাশে ইলিশ পাওয়া যায় না। ইলিশের স্বাদ কখন টুনাতে মেটে না।
  • Blank | ৩১ জানুয়ারি ২০০৯ ১১:২০ | 59.93.205.118
  • গোটা সিদ্ধ আর গোটা চচ্চড়ি, এই দুটি পৃথক জিনিস
  • Blank | ৩১ জানুয়ারি ২০০৯ ১১:১৭ | 59.93.205.118
  • সক্কলকে হ্যাপি সরস্বতি পুজো। সব্বার প্রোচুর বিদ্যে বুদ্ধি হোক, অনেক নাড়ু আর কুল খাওয়া হোক।
  • m | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:৪০ | 12.217.30.133
  • পারমিতা,ইপি ধন্যযোগ।
    দুটো ই মাইনাস লংকা ট্রাই করে দেখবো।
  • m | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:৩৯ | 12.217.30.133
  • হায় হায় ,ভাগে ভাগে নানা বয়েসের প্রেমের কথা মনে আসছে হুহু করে-কি যে করি!!
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:৩৬ | 122.169.181.56
  • মোটেই না, দুর্গাপুজোর পঞ্চমীর রাত থেকে দশমী অবধি (মামার বাড়ি গেলে ওটা এক্সটেন্ড করে লক্ষ্মীপুজো পর্যন্ত) কক্‌খনো পড়তে বসি নি ঃ)
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:৩৩ | 24.214.28.245
  • সব ঘটি বাড়িতেও গোটা সিদ্ধ হয় না। বেলপাতাতেও লিখতে টিখতে হত না। তবে বিসর্জন অবধি পড়াশুনোর ছুটি। ঐ একটা পুজোতেই।
  • shrabani | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:২৮ | 121.245.111.181
  • দম, পেয়েছি। মেল করেছি। তুমি একটু শমীককে আমার মেসেজ টা জানিয়ে দিও।
    পুজোয় দিদির বাড়ী নেমন্তন্ন, যাচ্ছি।
  • d | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:১৬ | 117.195.36.200
  • শ্রাবণী, মেল দেখেছ কি?
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:১০ | 122.169.181.56
  • আচ্ছা একটা কথা বল, কিংফিশারের সাইটে টিকিট কাটলে এখন পাসপোর্ট ডিটেইলস চাইছে, এটা দেওয়া সেফ তো? কোনো অসুবিধে নেই তো?
  • shrabani | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:১০ | 121.245.111.181
  • যদি সল্টলেকের কাছাকাছি কেউ থাকে আর আজ বুকফেয়ারে যায়, তাকে বলে দেখ। কিনে আনলে আমি পিক আপ করে নিয়ে টাকাও মিটিয়ে দেব, পরে তুমি আমার থেকে নিয়ে নিতে পার।

    আর হ্যাপি বাড্ডে!
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:০৮ | 122.169.181.56
  • হ্যাঁ ঠিক ঠিক! ঐ লেখাটার কথা মনেই ছিল না! দুর্গাপুজোতেও লেখা হত, 'শ্রী শ্রী দুর্গামাতা সহায়'! কিন্তু ১০৮ বার!! আমরা ৩ বার মাত্র লিখতাম! ঃ)
  • shrabani | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:০৭ | 121.245.111.181
  • শমীক,
    সেদিন তোমাদের পোস্ট পড়ার আগেই আমি বুকফেয়ার চলে গেসলাম, তাই তোমার লীলা মজুমদারের বইয়ের ব্যাপারটা দেখিনি। আমি কাল সকালের ফ্লাইটে চলে যাচ্ছি, আজ সরস্বতী পুজোয় ব্যস্ত, আর তো যাবনা বুকফেয়ার।
    লীলা মজুমদার দু খন্ডে লালমাটি তে পাওয়া যাচ্ছে।
  • d | ৩১ জানুয়ারি ২০০৯ ১০:০৩ | 117.195.36.200
  • ভ্যাট সব বাঙালদের মোটেও ইলিশমাছ হয় না। আমাদের বাড়ীতেই তো মূর্ত্তি এনে পুজো হত। এবং সেদিন স্ট্রিক্টলি নিরামিষ। আর পরের দিন সকালে বিসর্জনের আগে একটা মহা যন্ত্রণাদায়ক ব্যপার ছিল বেলপাতায় খাগের কলম দিয়ে ১০৮ বার শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ লেখা। আমি কোনকালে ১-২ বারের বেশী লিখিনি। কিন্তু গুপি করার জন্য হাত দিয়ে আঁকিবুকি করার ভান করতে হত। ঃ(
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ০৯:৫৮ | 122.169.181.56
  • ঃ)) সেদিন টম অ্যান্ড জেরির কয়েকটা নতুন গল্প দেখলাম, মানে এগুলো আগে দেখি নি, পোগো তে দেখাচ্ছিল; এগুলো কি এখনো নতুন করে লেখা হয়?
  • Arpan | ৩১ জানুয়ারি ২০০৯ ০৯:৫৬ | 122.252.231.10
  • খেলাফেলা দেখা আগামী তিন-চার বছর ভুলে যেতে হবে। সারাক্ষণ টিভিতে সিবিবিজ, নিক নয় কার্টুন নেটওয়ার্ক।
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ০৯:৫২ | 122.169.181.56
  • ও, তাহলে খেয়াল ছিল না! হ্যাঁ মাছের কথাটা জানি। কাল নাদাল আর ভার্দেস্কোর খেলা দেখলে!! অসাধারণ!
    আজ ডিডি বাংলায় সকাল সাড়ে এগারোটায় মেঘে ঢাকা তারা আছে, যদি কারো ইন্টারেস্ট থাকে...
  • Arpan | ৩১ জানুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 122.252.231.10
  • বাঙালদের গোটা সেদ্দ মোটেও থাকে না। যা থাকে, তা হল জোড়া ইলিশ। সরস্বতী পুজোর দিনে মাস্ট মাস্ট মাস্ট।
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৯:১২ | 24.214.28.245
  • সুদীপ্তর লেখা পড়ে মনে হল একবার বাড়িতে ফোন করি। যাই।
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:৫৫ | 122.169.181.56
  • ওহো ভুলে গেলুম, বিসর্জনের দিন সকালে দধিকর্মা সত্যি-ই অমৃতসমান! দই, কলা, চিঁড়ে, মুড়কি, পাটালি দিয়ে মেখে জিনিসটা যা দাঁড়াত, যেন স্বর্গীয়! তারপর শান্তির জল, হুড়মুড়িয়ে সব পা ঢেকে (মায়ের আঁচল দিয়ে অবশ্যই) বসতুম, আর দাদু আমাদের কুঁচোদের মাথায় আমের পল্লবটা দিয়ে পুরো ভিজিয়ে দিত। আর সেদিন বোধ হয় থাকত শেতল ষষ্ঠী; ঠান্ডা হয়ে যাওয়া বাসী লুচি আর গোটা চচ্চড়ি, উল্‌স! বিকেল বেলা ভ্যান ডেকে এনে, ঠাকুর তুলে 'বল সরস্বতী মাই কি... আসছে বছর আবার হবে' স্লোগান দিতে দিতে পাড়া কাঁপিয়ে চন্ডীতলার (প্রসঙ্গতঃ বলি, আমার মামার বাড়ি রামরাজাতলা) পুকুরে; ফিরে এসে ইয়া বড় বড় রসগোল্লা মুখে পুরে দিত দিদিমা। ও হ্যাঁ, সরস্বতী পুজোর দিন বই ছোঁয়া বারণ ছিল এক্কেবারে, সব বই তো থাকত ঐ মূর্তির পাশে টুলের ওপর ঃ)
  • h | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:৫৩ | 61.95.144.10
  • মহান আমি, বাংলা সাহিত্যকে তারুণ্য আর কৈশোরের জোয়ারে ভাসার জন্য মাস খানেক সময় দিলাম। এই একমাস আমি ভাটে লিখবো না। টই তে তো বেশি লিখি না, চাপ নাই। কিন্তু তার মধ্যে যদি বাংলা সাহিত্য ঘুরে না দাঁড়ায়, তাইলে তার একদিন কি আমার তিরিশ বছর।
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:৪৭ | 122.169.181.56
  • আর্যদা, ছোটোবেলায় দিতুম বৈ কি! আমার মামার বাড়িতে খুব বড় করে পুজো হয়; এখনো হয়, একটু আগেই সবার সাথে কথা বলে মন খারাপ হয়ে গেল ঃ( সক্কালে উঠে স্নান করে ফরসা ধুতি-পাঞ্জাবী পরে ফল কুটতাম, ফুল, নৈবেদ্য সাজাতাম মা, মাসী, ভাই বোন-দের সঙ্গে; তাপ্পরে সকাল থেকে না খেয়ে শুরু হত 'জয় জয় দেবী ...' ইত্যাদি! এরপর শেষ হলেই দুদ্দাড় করে সবাই মিলে ছুটতাম কুল খাওয়ার জন্য; সবাই মিলে তখন মাথায় ঢুকিয়েছিল সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই; সারাদিনে তারপর শুধুই রসনা পরিতৃপ্তির পালা; সকালে লুচি-আলুর দম, দুপুরে ফুলকপি, কড়াইশুটি দিয়ে খিচুড়ি, তেলেভাজা, পাঁপড়ভাজা, বড়িভাজা (ঘরে বানানো), সন্ধ্যেবেলা ভোগের আলুনী লুচি আর নতুন গুড়ের সন্দেশ; ও হ্যাঁ আর এক খান যজ্ঞ হত বটে, সে হল গোটা চচ্চড়ি! ইঞ্জিনীয়ারিং এর শেষ দু-বছর আমি রেঁধেছিলুম পুরোটা, আস্ত বেগুন, আস্ত সীম, আস্ত কলাই, আস্ত আলু, আস্ত শাক (চোদ্দ রকম বোধ হয়), পালংশাক, পালং এর ডাঁটা দিয়ে। বাঙালদের বোধ হয় গোটা সেদ্ধ থাকে; আমাদের ছিল চচ্চড়ি , একেবারে রান্না করা, সে যা জিনিস হত! তিন বছর ধরে আর হয় না খাওয়া ঃ( শেষের দিকে আর অঞ্জলী দেওয়ার ব্যাপারগুলো ছিল না, অনেক কিছু ওলট-পালট চলছিল ভেতরে, কিন্তু ঐ আনন্দটা ভুলতে পারব না, সবাই মিলে সারাদিন কত কি যে খেলা ধুলো হত, খাওয়া দাওয়া হত!
  • Binary | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:৩৯ | 70.64.8.206
  • নামাতাম, ঈশেন গুরুটিউব চালু কল্লনা তাই হলনা। সুনীল বলেছিলো না ? ' সরস্বতী তোমাকেও চোখ মারি, কারণ তুমিও তো নারী .....'
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:৩২ | 24.214.28.245
  • বাইনারী দা বলি কি বার খেয়ে একটা গুরুর পাতায় একটা সরস্বতী পুজো নামিয়ে দাও দিকি।
  • sibu | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:৩১ | 71.106.244.161
  • ধুস্‌। সুনীল নেই। সরস্বতী পুজো জমবে না।
  • Binary | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:৩০ | 70.64.8.206
  • জেলুসিলে কিছু হবে না ..... এই বিদেশে .... আজ্জো বেশী করে করে বাড় খাওয়াচ্ছে।
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:২৯ | 24.214.28.245
  • বাবুল, দু এক পয়সা সরস্বতী পুজো হয়ে যাক।

    সুদীপ্ত কি অঞ্জলি দিতে?
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:২৭ | 24.214.28.245
  • দেকো কান্ড। বাইনারীদা মাল খাবার আগে জেলুসিল খেতে ভুলে গেছে। পই পই করে সেদিন বলে দিলুম।
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:২৫ | 24.214.28.245
  • প্রথম ব্যথা, লুকিয়ে দেখা। অল্প ছোঁয়া, কল্পনা। সাইকেল, বাগাডুলি। সরস্বতী পুজো।
  • sibu | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:২৩ | 71.106.244.161
  • দুটো জেলুসিল নে, হৃদয়ের ব্যাথা সেরে যাবে।

    (স্বগতঃ)
    হৃদয়ের আর দোষ কি। এত অম্বল হলে ওপরে চাপ তো দেবেই।
  • Binary | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:২১ | 70.64.8.206
  • আজ্জো, হ্‌দয়ে ব্যাথা দিসনি......
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:১৬ | 24.214.28.245
  • সরস্বতী পুজো। সিগারেট । ক্লাস এইট। চান্সেলার (কালো)। খিচুড়ী, কুল অম্বল। রাত জাগা....
  • sibu | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:১৩ | 71.106.244.161
  • হল না। রাবন হল আলিজালি। আর সীতা হল হাঁসখালি।
  • babul | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:১২ | 164.164.94.194
  • আরে আজ S পুজো , আঃ ছোটবেলায় কি মজা হোত।
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:১১ | 24.214.28.245
  • এমন স্ট্রং প্রচার না হলে রাম রাজত্ব হবে কেমনে হ্যাঁ?
  • babul | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:১০ | 164.164.94.194
  • ও , আজ S এর HBD নাকি!!!!!
    তবে হ্য বা ডে জানাই ।
  • Binary | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:০৮ | 70.64.8.206
  • উইইইই ম্মাআআআ, রাম ছাড়া আর সব আলিজালি ?
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:০৭ | 24.214.28.245
  • রাম কমপ্লিমেন্ট আর যা কিছু আছে তাই আলিজালি।
  • Binary | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:০৫ | 70.64.8.206
  • কেয়া বাত্‌ কেয়া বাত্‌
  • sibu | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:০৫ | 71.106.244.161
  • আলিজালিটা কি?
  • Binary | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:০৪ | 70.64.8.206
  • হুউউউউইস্‌স্‌স ..... পতন ..... উত্থান .... হুউউউউস্‌সকিইইইই শেষ্‌ষ্‌ষ্‌ষ .... ছড়া কই ?
  • arjo | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:০৪ | 24.214.28.245
  • আজ শুক্কুরবার, জলে, স্থলে, রণে, বনে, দেশে, বিদেশে আজ রাম খাবার দিন
    চয়েজটা বাইনারী, রাম আর আলিজালি, সিদ্ধান্ত আপনার, ঠিকটা বেছে নিন
  • Sudipta | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:০০ | 122.169.181.56
  • শমীকদাকে হ্যাবাড্ডে, সঙ্গে মস্ত এক খানা ফ্লুরিজ এর কেক ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত