এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২০ | 64.105.168.210
  • বাই দা ওয়ে, নুক্তা বলে একটা সাইন ডিফাইনড - যেটা যে কোন বর্ণের তলায় লাগিয়ে নতুন বর্ণ বানানো যায় - যেমন ব-এর তলায় নুক্ত দিতে র, ড-এর তলায় নুক্তা দিয়ে ড়। মানে আমরা যেটাকে ফুটকি বলি, সেটার অফিশিয়াল নাম নুক্তা। শমিকের কথা মিলে যাচ্ছেঃ "BENGALI SIGN NUKTA - for extending the alphabet to new letters"
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৮ | 122.160.41.29
  • য-ফলা ডিফইন্‌ড তো বটেই, না হলে য-ফলা দিই কী করে?
  • d | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৮ | 203.143.184.11
  • হ্যাঁ আমি সচলায়তনে ইউনিকোডে লিখতে গিয়ে দেখেছি, সেখানে "অ্যা' লেখা যায় না। কিরকম একটা রসগোল্লার পাশে আকার আসে। সম্ভবত সেইজন্যই ওখানে সবাই দেখি "অ্যাঁ' র বদলে "ঞঁ' লেখেন।
    তবে "আর্য্য' লিখতে সমস্যা হয় না।

    ইউনিকোডে আরেকটা ব্যথা আমার হয় "ৎ' লিখতে গিয়ে। ওটা "ত্‌' হয়ে যায়।
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৭ | 122.160.41.29
  • তারাপদ রায়ের "যত্তসব'-এ ছিল এটা। সেই ড্রাম পিটিয়ে পিটিয়ে তো সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছে খোকা। তখন বেড়াতে এলেন তার বড়মামা। তিনি মন দিয়ে সেই ট্যামটেমি ড্রামের বাজনা শুনলেন, তারপরে বজার থেকে একটা ছোট্ট পলকা ছুরি কিনে এনে ভাগ্নেকে দিয়ে বললেন, এর বাজনাটা এত মিষ্টি, নিশ্চয়ই এই ড্রামের পেটে খুব মিষ্টি কিছু আছে।

    সমঝদারোঁ কে লিয়ে ইশারা হি কাফি হোতা হ্যায়। ভাগ্নে ছুরি পেয়ে সোৎসাহে ড্রামের স্কিনটা কেটে ফেলল। ভেতরে আর কী থাকবে, কিছুই না, কিন্তু বাড়ির লোকে সেই থেকে ড্রামের আওয়াজ থেকে মুক্তি পেয়ে গেল।

    আরেকটা জিনিস আমরা এখন তাকের ওপর তুলে রেখেছি, ওটাকেও বোধ হয় ট্যমটেমি বলে, ঐ যে একটা সরার ওপর চামড়া দিয়ে মোড়া, পেছনে টিনের পাতে দুটো কাঠি আটকানো, নিচে দুটো চাকা। সুতো ধরে টানলেই কটকটকটকট শব্দ করে গড়াতে থাকে। দিল্লি হাট থেকে বায়না করে কিনে কদিন আমাদের কান ঝালাপালা করে দিয়েছিল। অবিশ্যি আমার খুব নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সেই মুর্শিদাবাদে ...
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • অভ্র তো ফন্ট নয় - লেখার টুল। তারা কি ট্রান্সলিটারেশনের সময় ইউনিকোড স্ট্যান্ডার্ডের বাইরে কিছু করতে পারে?
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৬ | 64.105.168.210
  • না না, ফন্ট স্পেসিফিক উদাহরণ দিয়ে লাভ নেই। তারা যা খুশি ইমপ্লিমেন্ট করতে পারে। আমি ইউনিকোডের স্ট্যন্ডার্ডের কথা বলছি।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৪ | 61.95.144.123
  • ডিফাইনড কিনা জানি না, তবে অভ্র দিয়ে য-ফলা দিতে বেশ চাপ হয় - ব্যঞ্জনবর্ণের পর z বা Z এরকম কিছু একটা দিয়ে দিতে হয়।
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১২ | 64.105.168.210
  • ডাইগ্রেস করছি - এইমাত্র নজর করলাম ইউনিকোডে বাংলা য-ফলা ডিফাইনড নয়। ইউনিকোড নিয়ে যারা ঘাঁটো, একটু কনফার্ম কর তো, এটা সত্যিই নাকি আমি চোখের মাথা খেয়েছি।
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১১ | 122.160.41.29
  • হুঁ। মোটামুটি এইই থাম্ব রুল, অ-কার বা আ-কারান্ত হলে পুং, ই বা ঈ হলে স্ত্রীং। ব্যতিক্রমগুলো বরং মনে রাখতে পারলে ভালো হয়।

    পানিঃ পুং
    হাওয়াঃ স্ত্রী
    পুলিশ, গাড়ি, জুবাঁ ঃ স্ত্রী
    পুলিশ বহুবচনে পুং
    সরকার স্ত্রী (এটা ঠিক শিওর নই)

    ইত্যাদি।
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১০ | 64.105.168.210
  • ড্রামসেটের মতন শিবরামের প্রেসকৃপশন ছিল একটা ট্যামটেমি কিনে দিতে। সারাদিন বাজাবে। যখন নেশা হয়ে যাবে তখন কেড়ে নিয়েও লাভ নেই। থালা বাটি যা পাবে তখন তাই বাজিয়ে বাড়ির লোকের হাড়মাস ভাজা ভাজা করবে।
  • sibu | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৫ | 71.106.244.161
  • এই বাচ্চাকে ড্রামসেট উপহার দেওয়া নিয়ে 'রানুর প্রথম ভাগ'-এ একটা গল্প ছিল না? তারপর কি হয়েছিল ভাল মনে নেই। তবে সেই খোকাকে দিয়েই ড্রাম কাটানো হয়েছিল বলে মনে পড়ছে।
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৩ | 203.99.212.224
  • সড়িষা হাই স্কুলের কেসটা পুরো শোনার পর অনেক প্রশ্ন আসে মনে।
    তাছারাও ওটাতে কিছু রাজনৈতিক ব্যপারও জড়িয়ে ছিল।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০২ | 61.95.144.123
  • এইও এটা ক্যাওড়া মার্কা শায়েরী নয় - শরাবি-র গান - নশা শরাবমে হোতা তো, নাচতি বোতল। আজ্জো বা বচ্চনবাবুর ফ্যানেরা তোমায় ক্যালালো বলে।
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০০ | 122.160.41.29
  • ঃ-)

    গেলাস ইংরেজি শব্দ (glass), ঘটি বোধ হয় হিন্দিতে নেই, হিন্দিতে বলে ঘট্‌ ... হিসেবমত পুংলিঙ্গই হবে, আর বাটি হল কটোরি, ই-কারান্ত, তাই স্ত্রীলিঙ্গ। কটোরি লায়ি হুঁ।

    লিঙ্গটা তো গেলাস ঘটি বাটিতে নেই, আছে ক্রিয়াপদে। বিশেষ্যর ওপর বিবেচনা করে ক্রিয়াপদের লিঙ্গ নির্ণীত হয়।

    খুব সম্ভবত বোতল স্ত্রীলিঙ্গ। একটা ক্যাওড়ামার্কা শায়েরী শুনেছিলাম ঃ নশা অগর শরাব মে হোতি তো নাচতি বোতল।

    হিন্দির এই সব ব্যাপার নিয়ে তো একটা সুতো আছে টইতে,
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৭ | 61.95.144.123
  • ভরা হুয়া গিলাস-ই তো বলে মনে হচ্ছে। তাইলে পুং। স্ত্রীং হলে ভরি হুয়ি বলতো।
  • bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫১ | 203.91.207.30
  • শমীকদা,
    কষ্ট একটাই হিন্দীতে লিঙ্গ বুঝিতে পারিলাম না। এক বন্ধু পান করে বাংলা নিয়ে বহুত ফট ফট করছিল তখন আমি নিপাট ভালোমানুষের মতো জিগালাম গেলাস কি লিঙ্গ? তা সে আর কথাই বলল না মাইরি। কেউ কি জানে গেলাস ঘটি বাটি এগুলো কি পুং না স্ত্রী ? :-s
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • * দিতে *
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
  • ড্রামসেট, ছোট ইলেক্ট্রনিক কীবোর্ড ইত্যাদির সাথে এক প্যাকেট ইয়ারপ্লাগ দিয়ে ভুলিবেন না। খাল কেটে কুমীর এনে ঠেকে শেখাঃ-(
  • kd | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৬ | 59.93.201.75
  • বাচ্চাদের (specially পুং) সবচেয়ে ভালো গিফ্‌ট হলো ড্রামসেট। সোফা, দেওয়াল বাঁচে, তবে apartment dwellersদের বাস্তুচ্যুত হওয়ার চান্স আছে।
  • siki | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৪ | 122.160.41.29
  • অরিজিৎ,

    ম্যায় আপসে বাত কর রহা হুঁ ঃ বিশুদ্ধ একবচন, উত্তমপুরুষ (ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার)।

    এইবার, হম আপসে বাত কর রহে হ্যায়, এইটা প্লুরালও বলতে পারো, আবার সিঙ্গুলার প্লুরালের মাঝামাঝিও বলতে পারো। ব্যাকরণগতভাবে এটা বহুবচন, কিন্তু ঐ যে বললে রাজা বা জমিদার এইভাবে কথা বলেন, ওখানে তিনি ব্যক্তি নিজের কথা না বলে নিজের অথরিটির কথা বলছেন আর কি, বা অন্যার্থে গৌরবে বহুবচন ধরে নিতে পারো। তিনি একজন মহান ব্যক্তি, তিনি ব্যক্তিগত লেভেলে তো কথা বলতে পারেন না, হিজ হাইনেস বলেছেন টাইপের, সেই অর্থে "হম্‌ বাত কর রহে থে।'

    বহ্‌ আয়ে থে, এর মানে উনি এসেছিলেন ("ও এসেছিল' নয়) সম্মানার্থে, আবার ওরা এসেছিল (বহুবচন, বহ্‌লোগ থেকে ছোটো করে বহ্‌) দুটোই হয়।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৪ | 70.64.8.206
  • এরকম আরো হয়েছে, সাদা শাড়ি, স্লিভলেস ব্লাউজ, কানের দুল, সালোয়ার কমিজ। এসব পাতি মধ্যবিত্ত কুপমন্ডূক মানসিকতা। কিন্তু রামসেনার ব্যাপারটা ক্রিমিনাল পর্য্যায়ে।
  • bhuto | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪১ | 203.91.207.30
  • মার দিয়া কেল্লা। সবার আপিসে ব্লক হচ্ছে আর এই মন্দার বাজারে আমার আপিসে রীতিমত আপিসিয়ালি গুরু খুলিয়ে নিলাম। ইয়াহু উ উ উ উ উ উ উ।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
  • এর প্যারালাল একটা ঘটনা ঘটেছিলো সরিষা হাই স্কুলে - বেহালার দিকে - মাসখানেক আগে। কিছু শিক্ষিকা সাদা শাড়ি পরে আসতে অস্বীকার করেছিলেন বলে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, অভিভাবকদের একটা দল মিলে প্রচণ্ড ঝামেলা বাধিয়েছিলো।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৭ | 61.95.144.123
  • http://www.anandabazar.com/5edit3.htm

    যেদিন খবরটা দেখালো সেদিন দেখতে দেখতে কেমন গা গোলাচ্ছিলো - তাড়া করে করে মারছে, অথচ বাকি লোকজন হাঁ করে দাঁড়িয়ে...
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৫ | 61.95.144.123
  • অনেক আগে উইন্ডোজে টাস্কবারে মিনিমাইজড উইন্ডোগুলোকে এদিক ওদিক টানা যেত - মানে ধরো বাঁদিক থেকে পর পর আউটলুক, ফায়ারফক্স, আইই, এক্সপ্লোরার ইত্যাদি সিকোয়েন্সে রাখলে আমার সুবিধা হয়। তো এক্সপি-তে দেখতুম সেটা আর করা যায় না। টাস্কবার শাফল বলে একটা বস্তু ইনস্টল করে রেখেছি যেটা দিয়ে এই মিনিমাইজড উইন্ডোগুলোকে কানে ধরে আগে পিছে করা যায়।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৮ | 70.64.8.206
  • zapgrab
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৬ | 70.64.8.206
  • না না zapgrap গুগুল করো পেয়ে যাবে, পাতি এক্সিকুটেবল।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৫ | 65.194.243.232
  • ইন্সটল করতে হয়? তাহলে ক্লায়েন্ট মেশিনে হবে না। দরকার তো ওখানেই হয়।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২ | 70.64.8.206
  • জ্যাপগ্র্যাব ইউজ করেছো ? যেকোনো স্ক্রিনের অংশ কেটে নিতে পারো, নো ট্রিমিং ।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১০ | 65.194.243.232
  • স্ক্রিন কাটিং কী ব্যপার? আমি তো অল্ট-প্রিন্টস্ক্রিন দিয়ে কপি করে পিকচার ম্যানেজারে ট্রিম করে নেই।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৭ | 65.194.243.232
  • হুঁ, বিদেশ থেকে সদ্য প্রত্যাগমন করলে জেট ল্যাগের মত এইটিও সময়ে বেসময়ে চেপে বসে। ঃ)
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০২ | 70.64.8.206
  • সেইত্তো, কলকাতায় সমস্ত সুলভগুলো দেশি স্টাইল, এইবারে গিয়ে বেকায়দায় পড়েছিলুম
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০০ | 65.194.243.232
  • দ্যাশে ঘরবাড়িতে এখন সবাই কমোডই বসায়। তবে ওই মাঠে ঘাটে রণে বনে জঙ্গলে কখন কী ঘটে যায় কিচ্ছু বলা যায় না তো!
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৯ | 70.64.8.206
  • মাটিতে বসে খেতে হলে থালাটি জলচৌকি-র ওপর রাখতে হয়, জানো না?
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৮ | 70.64.8.206
  • দ্বিতীয়টার জন্য-ই আর দ্যাশে ফিরুম না।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৬ | 65.194.243.232
  • তেমন দরকার পড়লে দুটি জিনিসে কোমর/হাঁটুতে টান পড়ে - মাটিতে খেতে বসা আর বিশুদ্ধ দেশিমতে অ্যা করা।
  • Ishan | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪০ | 12.217.30.133
  • দেশে গিয়ে মাটিতে খেতে বসে সে কি বাওয়াল। কোমরটার কি হাল হয়েছে তখন বুঝলাম। শেষে থালা হাতে তুলে খেলাম। মাইরি। ঃ)
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৮ | 12.217.30.133
  • আজ্জো,
    ১,এথনিক স্টাইল টা ভাবতে যত ভাল্লাগছে,বসতে ততটাই বাজে লাগবে।

    ২,সোফার চাইতে দেওয়াল রং কত্তে খরচ কম পড়বে।

    ৩, রং,দাগ কাটা এইসব একটা দেওয়াল বা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।

    সর্বশেষে গৃহপালিত বাবার বক্তব্য অনুযায়ী,'এইটুকু তো সহ্য কত্তেই হবে'ঃ)
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৬ | 61.95.144.123
  • আরেকটা কোশ্চেন হল কেউ "কালো ভ্রমর'-এর সাথে লা মিজারেবলের মিল পেয়েছ? শেষের দিকটা তো পুরো লা মিজারেবল বলে মনে হল...আর কি অখাদ্য লাগলো পড়তে, অথচ ছোটবেলায় এক নিশ্বাসে পড়েছিলুম। এবার রীতিমতন খুঁড়িয়ে খুঁড়িয়ে...
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 61.95.144.123
  • হিন্দি নিয়ে কথা হচ্ছে - একটা টেকনিক্যাল কোশ্চেন কিছুদিন ধরে মাথায় ঘুরছে - ম্যায় আর হাম নিয়ে।

    (১) ম্যায় আপসে বাত কর রহাঁ হুঁ
    (২) হাম আপসে বাত কর রহেঁ হ্যায়।

    দুটোর মধ্যে তফাত আছে কি কিছু? সিরিয়ালে দেখি নর্মাল লোকে প্রথমটা বলে, আর একটু বনেদি পরিবারের লোকজন - যেমন রাজা/জমিদার - এরা দ্বিতীয়টা বলে।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩২ | 12.217.30.133
  • বাইনারি আমার মনের কথাটা বলে দিয়েছেনঃ)
  • arjo | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:২৫ | 24.214.28.245
  • আমার শত্তুরকেও কেউ যেন মার্কার না দেয়। তার থেকে কাঁচি ভালো। যদিও বা সোফা কাটে তাও ভালো। সোফা নিজের। গেলে ফেলে দিয়ে এথনিক স্টাইলে বসব। কিন্তু বাড়ির দেয়াল, সে তো অ্যাপার্টমেন্ট আপিসের। ও তো আর ফেলে দেওয়া যাবে না। অগত্যা রং করো বা পয়সা খরচ করো।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:৪৩ | 70.64.8.206
  • দেওয়ালে দাগ কাটিলে সেটি পেইন্টিত করা যেতে পারে, সোফা-র গদি কাটিলে সেটি গেল, এই আরকি।
  • sibu | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:১৫ | 207.47.98.129
  • মাইমা, তুমি দেয়ালে দাগ কাটা আর সোফায় দাগ কাটায় গুলিয়ে ফেলো নি তো?
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫৪ | 12.217.30.133
  • শিবুদা, তুমি সোফায় দাগ কাটা আর সোফা কেটে দেওয়া গুলিয়ে ফেলো নি তোঃ)
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:২৬ | 63.82.71.141
  • আমার একটা ভালো জিনিস মনে পড়েছে, আমার ছোট মেয়েকে প্রথম দেখতে এসে একজন দিয়েছিল। টেবিলল্যাম্প।
  • sibu | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪৪ | 207.47.98.129
  • মাইমা জ্বালাতন করতে চাইছে, ক্ষতি করতে চাইছে না। তবে তো ন্যাড়ার লিস্টের মার্কার, ক্রেয়ন সবই বাদ দিতে হয়। মানে রেন্ট ডিপোজিট মার যাওয়া যদি ক্ষতির মধ্যে ধরা হয়।
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪০ | 67.88.241.3
  • আমার কোন ডেস্ট্রাক্টিভ মনোবৃত্তি নেই। কাঁচির জন্যে সোফার কি দরকার? তিন দিস্তে কনস্ট্রাকশন পেপার আছে কি করতে? এক গ্রোস গ্লু স্টিক লিখতে ভুলে গেছিলাম। শিবুদা ভাল মনে করিয়েছে।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩৫ | 12.217.30.133
  • শিবুদা,
    জ্বালাতন আর ক্ষতি করা এক জিনিস নয়ঃ(
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:২৯ | 198.169.6.69
  • ন্যাড়া আমায় নেমন্ত কল্লে, ন্যাড়র উপর ন্যাড়ার সাজেশন কাজে লাগাবো ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত