এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৩ | 124.30.233.104
  • সর্বহারার প্রতিনিধির ছেলেরা দেখতে কেমন হয়? ডেফিনিশন টা কি?
  • antisfi | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৬ | 203.201.231.35
  • সপ্তর্ষি দেব ছেলেটাকে আমি চিনি। as usual দেখলে বুঝতেই পরবে না সর্বহারার প্রতিনিধির ছেলে।
  • omnath | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৫ | 117.194.197.218
  • ন্যাড়াদা কে ইউনিকোড নিয়ে হেল্পাতে কনফুকে দরকার।

    আর, মামু তো জন্মদিনেও একটু ক্ষার ফার খেয়ে আর্কাইভ টা সারালে পারে। ;-)
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩৪ | 61.95.144.123
  • আহা - রোকেয়া আপিসিয়ালি অক্ষদি বলেচে, তাবলে আমাদের কি আন-আপিসিয়াল হতে নাই?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৬ | 76.254.114.136
  • আইত্তারা আমার লেখাপত্তর থেকে আজকাল আমি দা না দি বোঝা যাচ্ছে, এতো ভালো কথা না!
  • rokeyaa | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৪ | 203.110.246.230
  • যাঃ, আবার লেট!
  • rokeyaa | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৩ | 203.110.246.230
  • অক্ষদি, হ্যাঁ। সপ্তর্ষি (ইউনিট সেক্রেটারি) আর হিয়া (ভাইস প্রেসিডেন্ট)।
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২২ | 61.95.144.123
  • দেকেচ - ডোমেইনের বাইরে গেলে কি হয়? মানুষ মেরে দিচ্ছিলুম প্রায়;-)
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২০ | 69.143.113.39
  • ওটা অরিজিতদার পোস্ট প্রসংগে।

    রিসেপ্টর অকেজো করলে HIV হবে না আর CD4, CCR5 কে রিসেপ্টর বলা থেকে বোধহয় এই কনফিউশান।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৯ | 76.254.114.136
  • মানব*
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৯ | 61.95.144.123
  • আবাপ তো তাই লিখেছে। টেলিগ্রাফে ছবিও দিয়েছে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৭ | 76.254.114.136
  • অরিজিৎ, এখন কি প্রেসিতে গৌতম দেবের ছেলে আর মনব মুখোপধ্যয়ের মেয়ে পড়ে?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৬ | 76.254.114.136
  • CD4 তো অকেজো করেনি। ccr5 delta 32
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১০ | 69.143.113.39
  • এই রে, CD4 অকেজো করলে তো মানুষ বাঁচবেই না!!

    CD4 চলে গেলে তো শরীর পাহারাদার গুলো ঢালহীন নিধিরাম সর্দার হয়ে পড়বে !

    HIV infection হলে তো বরং CD4 কমে যাওয়ার কথা আর সেথেকেই তো Acquired Immuno Deficiency Syndrome মানে AIDS হওয়া।

    কো-রিসেপ্টর গুলো অকেজো করার কথা ভাবা হয়।
    আর সেটা CCR5 আর CXCR4, CD4 না।
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৪ | 61.95.144.123
  • সেইটাই আন্দাজ করেছিলুম।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫২ | 76.254.114.136
  • সেরকমটাই ইঙ্গিত করছে জনতা। কিন্তু ঐ "অকেজো করে দেওয়াটা"ই ঠিক অত সোজা না।
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৮ | 61.95.144.123
  • অক্ষদা - তার মানে ওই দুটো রিসেপ্টর - cd4, ccr5 - অকেজো করে দেওয়া গেলে এইচ-আই-ভি-র কিওর সম্ভব, সম্ভবত" লিউকেমিয়ারও?
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৫ | 61.95.144.123
  • অ্যাপারেন্টলি অনেক কিছু আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ডেস্কটপ অবধি। সিডি আছে, কিন্তু স্পেয়ার মেশিন নেই বলে ইনস্টল করে চেখে দেখা হয়নি। তবে সাদা টিশার্টগুলো বেশ ভালোঃ-)

    আমার সিডিটা মনে হয় লাইভ নয় - দেখছি কারো কাছে লাইভ সিডিটা পাওয়া যায় কিনা।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৪ | 76.254.114.136
  • মানে একেবারে ছোটদের জেনেটিক্সে বলতে হলে, প্রতি জিনের এক জোড়া থাকে, কেননা ক্রোমোসোমরা জোড়ায় আছে। তো এই এক জিনের জোড়াকে অ্যালিল বলে।
    অ্যালিলের একটি আরেকটির অপর ডমিনেট করতে পারে। কাজেই যদি ধরি কড়াইশুঁটির ফুলের রং সাদা না হলুদ হবে এটা একজোড়া অ্যালিল ঠিক করে, এবং হলুদ (ধরা যাক এর নাম Y) , সাদাকে (এর নাম y) ডমিনেট করবে, তাহলে YY or Yy দুটো কেসেই হলুদ ফুল, একমাত্র, yy এই কেসেই সাদা ফুল। এবার yy এমন হতে পারে, ওটি আসলে YYরই একটা মিউট্যান্ট ভার্সান, যাতে কাজের জিনিস (প্রোটিন) তৈরি হয়না, তাই ফুলের গায়ে রংএর ছোপ পড়েনা।

    তো এই ক্ষেত্রে, ঐ ডোনার, মানে যার থেকে স্টেম সেল নেওয়া হচ্ছে, তার দুটো অ্যালিলই অকেজো, মানে কাজের জিনিস বানায় না। no receptor, no infection

    খুব ভালো বোধহয় বোঝাতে পারলামনা।
  • nyara | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৩ | 64.105.168.210
  • দেখেচ? কেমন?
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪০ | 61.95.144.123
  • আমাগো আসে না - সিড্যাক বানাইসে - ভারত অপারেটিং সিস্টেমস সল্যুশন, ওরফে বস্‌।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪০ | 71.62.2.93
  • মামুকে হ্যাপি বাড্ডে বলতে এলুম। ঃ)
  • nyara | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৫ | 64.105.168.210
  • কিউবা নিজেদের লিনাক্স ডিস্ট্রো বানিয়ে ফেলল। কমরেড দাশ কি করছেন অরিজিত?
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৮ | 61.95.144.123
  • বইগুনো ভালো করে না পড়লে অংক করবো কি করে? কলেজে তো পড়িনি - সে ঢিসুমের ছক্কামার্কা পড়ানোর কারণেই হোক, বা নিজের ল্যাদে।
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • অক্ষদা - এট্টু বাংলায় বুঝায়ে বলো। ওই ডোনার/অ্যালিলই পার্টটা।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৪ | 76.254.114.136
  • HIV virus কে ইনফেক্ট করতে হলে কোষের গায়ে দুটো receptor লাগে - cd4 আর ccr5। আজকের JAMA তে বেরোনো রিপোর্টে একজন ccr5 delta32-/- ডোনার, মানে ঐ জিনের দুটো অ্যালিলই যার বেসিকালি অকেজো, তার স্টেম সেল ট্র্যান্সপ্লান্ট করে HIV infectionএ আক্রান্ত এক রুগীকে সুস্থ রাখা হয়েছে কোনো ওষুধ ছাড়াই ২০ মাস যাবৎ। এনাকে গত ১০ বছর ধরে ওষুধ খেতে হচ্ছিল। এবং এই ট্র্যান্সপ্ল্যান্টে এনার লিউকেমিয়াও সেরে গেছে।
  • nyara | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৪ | 64.105.168.210
  • আমাকে যে ক্‌নুথের তিনটে বইয়ের অংক কষের অ্যালগোগুলো বুঝিয়ে দিতে পারবে তাকে আমি সেটটা উপহার দেব। এখানে একটা শোভন সংস্করণ বক্স সেট পাওয়া যায় - সেইটা।
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৪ | 61.95.144.123
  • ইস্‌স্‌স আজকাল স্যাটেলাইটগুলোও ট্রাফিক নিয়ম মেনে চলে না।
  • nyara | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২২ | 64.105.168.210
  • স্যাটেলাইট অ্যাক্সিডেন্ট হয়েছে। সাইবেরিয়ার মাথায়।
  • Blank | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৩ | 203.99.212.224
  • নুথের বইগুলো আমারো চাই
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৩ | 61.95.144.123
  • সার্চিয়ে দেখ, নইলে খুলে ফেল। টেকি বইয়ের টই তো অবশ্যই নেই। তবে একটা জেনেরিক টই থাকলেও থাকতে পারে।
  • Bhuto | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১২ | 203.91.207.30
  • বইয়ের টই আছে? মানে সংগ্রহের ব্যপারে? না থাকলে চলো খুলি। সেখানে লেখা লিখি করি,আমার টেনশন হয়। কখন র এসে এক পিস ছেড়ে দেবেঃ-)
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৮ | 61.95.144.123
  • ভুতোর জন্যে রিভাইজড রিকোয়েস্ট -

    (১) দ্য ম্যাজিক গার্ডেন এক্সপ্লেইনড
    (২) দি আর্ট অব কম্পিউটার প্রোগ্রামিং - ডোনাল্ড নুথ, সবকটা ভল্যুম।
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৬ | 70.64.8.206
  • উঃ। আজকে আকাশ খুউব পরিস্কার, আগেই অ্যানাউন্স করেছিলো আজ দেখা যাবে ।
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৪ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স বল্লেই হল? আমি একনো পেনসিল আর সর্বকর্মা পড়ি, ঠাকুমার ঝুলি পড়ি...

    বাইনারী - ছবিতে দেকিচি। মাঝে একবার এন্থু নিয়ে অরোরাওয়াচে রেজেস্টারি করেছিলুম - তারা মেল পাঠাতো - কখন স্কটল্যাণ্ডের উত্তরে দেখতে পাবার সম্ভাবনা বেশি। তো একবার "অ্যাম্বার অ্যালার্ট' দিলো - তখন উত্তর হাইল্যাণ্ডস গেছিলুম, কিন্তুক কিস্যু দেখতে পাইনিঃ-(
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৪ | 70.64.8.206
  • আমার জানালায় এখন রাতের প্রেরিল্যান্ড, শহরের আলো নিভে এসেছে, দিগন্তে 'অরোরা ....'
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০১ | 122.160.41.29
  • আমার তো ১২ই ফেব্রুয়ারি শুনে অঞ্জন দত্ত মনে পড়ে গেল ঃ "আজ ১২ই মে তাই তোমার বাড়িতে জন্মদিনের তোড়া তোড়া ফুল'।
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০০ | 70.64.8.206
  • তোমরা কেউ 'অরোরা বোরিয়ালিস' দেখেছো ?
  • i | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০০ | 137.157.8.253
  • হ্যাপি বার্থডে, অরণ্যদেব!
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৯ | 122.160.41.29
  • অরিজিৎকে আমার এখন খুব ভয় করছে। এক রাগী চেহারার সিপিয়েম যুবক, চোখে চশমা, গায়ে পাঞ্জাবী, লাল লাল চোখ, এক হাতে বাঁশ (bash) আরেক হাতে উবুন্টু, "দাদা কেমন আছেং' জিগ্যেস কল্লেই বাঁশ বাগিয়ে বলবে "হ্যাশ ইনক্লুড এস্টিডিআইয়ো ডট এইচ। মেন ঃ ভালো আছি, এক্কালে কলেজে ফক্কুড়ি কত্তুম'। ভয়ে ভয়ে যদি তারও পরে জিগ্যেস করা যায়, "আজকাল কী কর্চ্ছেন', অমনি একটা উবুন্টুর লাইভ সিডি হাতে নিয়ে বন্‌বন্‌ করে ঘোরাতে ঘোরাতে বলবে "পরের উইকএন্ডে ভাবছি ড্রাইভ করে এনেইচ থাট্টি ফোর দিয়ে হাজারদুয়ারী গৌড়টা ঘুরে আসব। তাই জন্য রাস্তার খোঁজখবর নিতে নেট ঘাঁটছি, আর সুমনাকে বাম্পি রাস্তার ধারের ধাবায় কী করে গাড়ি পার্কিং করতে হয় বাঁ দিক ঘেঁষে ট্রাকের লাইন বাঁচিয়ে, তাই শেখাচ্ছি।'

    (ডিঃ মঃ)
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৫ | 70.64.8.206
  • আমার অবশ্য, দ-এর '১২ই ফেব্রুয়ারী' শুনে, 'তোমার আমার রক্তে রাঙা ২১ ফেব্রুয়ারী' মনে হলো। ও হ্যাঁ, জন্মদিন কি সারাদিন হয় ?
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • অ্যারিস্টটল পড়ে কি করব আর আগাথা ক্রিস্টি আমার কখনোই ভাল্লাগেনি, তাই পড়িনি। কাল থেকে আমার সংগ্রহ -

    ./Architecture:
    Auerbach.Service.Oriented.Architecture.Dec.2007.pdf
    MIT.Press.Using.OpenMP.Portable.Shared.Memory.Parallel.Programming.Oct.2007.pdf
    OReilly.RESTful.Web.Services.May.2007.pdf
    Springer.Grid.Computing.Feb.2007.pdf

    ./DB Technologies:
    Data Mining by Han and kamber .pdf
    Data Mining.pdf
    Data.Mining.Practical.Machine.Learning.Tools.and.Techniques.pdf
    Grid.Database.Design.pdf
    ISR.Encyclopedia.Of.Data.Warehousing.And.Mining.2nd.Edition.Sep.2008.pdf
    Information.Science.Reference.Selected.Readings.on.Database.Technologies.and.Applications.Aug.2008.pdf
    OLAP Solutions - Building Multidimensional Information Systems.pdf
    Wiley.High.Performance.Parallel.Database.Processing.and.Grid.Databases.Oct.2008.pdf
    data mining concepts.pdf
    data-mining-in-grid-computing-environments.pdf

    ./Misc:
    O'Reilly - Unicode Explained (Jun 2006).chm
    Wiley.IEEE.Press.Clustering.Oct.2008.pdf

    ./OS:
    McGraw.Hill.Osborne.Media.Linux.Administration.A.Beginners.Guide.Fifth.Edition.Sep.2008.pdf
    O'Reilly - bash Quick Reference (Jun 2006).pdf
    OReilly.Learning.the.vi.and.Vim.Editors.7th.Edition.Jul.2008.pdf
    OReilly.Linux.System.Programming.Sep.2007.pdf
    Wiley.Linux.Command.Line.and.Shell.Scripting.Bible.May.2008.pdf

    ./Programming:
    Algorithms in Java.chm
    Encyclopedia of Algorithms.pdf
    John.Wiley.and.Sons.Professional.Java.User.Interfaces.May.2006.pdf
    OReilly.Beautiful.Code.Jun.2007.pdf
    OReilly.Java.Pocket.Guide.Mar.2008.chm
    OReilly.Regular.Expression.Pocket.Reference.2nd.Edition.Jul.2007.pdf
    Prentice.Hall.Effective.Java.2nd.Edition.May.2008.pdf
    Springer.Object.Oriented.Programming.and.Java.2nd.Edition.Sep.2007.pdf
    The Practice of Programming - B Kernighan and R Pike.pdf
    The_Art_of_Computer_Programming_-_Vol_1.pdf.3351930.TPB.torrent
    The_C_Programming_Language.pdf
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৭ | 122.160.41.29
  • ও জি, আপণে জো সোচিয়াঁ উস্‌সি নাম দা আস্‌সি কদ্‌র করিয়াঁনু জি। কোই গল্‌ নহীঁ জি।

    ডিঃ এটা ভুলভাল পঞ্জাবী। একটু আধটু শেখার চ্যাষ্টা করছি।
  • Bhuto | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৬ | 203.91.207.30
  • অরিজিৎদা,দেখছি। আরো বই এসে গেছে, আগাথা ক্রিষ্টি ও ফিলসফির বই, নিচে এক ঝলকঃ-

    Aristotle - Metaphysics.zip (416 518 Bytes)
    aristotle - meteorology-80.zip (79 861 Bytes)
    Aristotle - Nicomachean Ethics.zip (335 127 Bytes)
    aristotle - nicomachean-81.zip (154 844 Bytes
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৫ | 61.95.144.123
  • সিপাজি বল্লে হয় না? পরে না হয় একটা ম...
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩২ | 65.194.243.232
  • সিকিটা কী পাজি! আমরা এবার থেকে বেথেপাজি বলে ডাকব। খাসা দিল্লিওলার মত শোনাবে।
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • ভুতো, ভুতো রে - আমায় এই বইটা খুঁজে দে না বাপ...দ্য ম্যাজিক গার্ডেন এক্সপ্লেইনড। কোথাও টরেন্ট পাচ্ছি নাঃ-(
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২১ | 122.160.41.29
  • শিরায় শিরায় নয়, বলো নস্‌-নস্‌ মে ঃ-)
  • h | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৫ | 203.99.212.224
  • এইবার ভ্যালেন্টাইন ডে তে অনিরুদ্ধ লাহিড়ি কে একটা গোলাপী জাঙ্গিয়া পাঠালে হয়, সই করে দেবো, শুভেচ্ছা সহ , কমলকুমার-পরবর্তী-বাংলা- সাহিত্য। পিস।
  • Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১১ | 70.64.8.206
  • সিকির শিরায়-শিরায় রাষ্ট্রভাষা ভড় করেছে বুঝতে অসুবিধা নেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত