দেশে ক¾ট্রাকটর রা কোনো ব্যান্ডেই আসবে না। এদের হায়ার করা হয় রিপিটিটিভ বাট টেম্পোরারী কাজ করার জন্য। এরা টেম্পোরারী, প্রতি কয়েকমাসে পরের কয়েক মাসের কনট্র্যাক্ট রিনিউড হয়। মাইনে রেঞ্জ ১০-১৫ এখন (মনে হয়)। আগে আরও কম ছিল।
দু একজন (মানে আমি চিনি) আছে যারা ফ্রিল্যান্স খেলে। কিন্তু তারা হাইলি স্কিলফুল, নেটওয়ার্ক সাঙ্ঘাতিক ভালো। এরা প্রচূর আর্ণ করে। ধরা যাক ৪০+ লাখ।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৪ | 122.252.231.12
অ্যাটিটিউড তো আছেই, তার থেকে বড় প্রবলেম অ্যাপ্টিটুডের কমি।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৩ | 122.252.231.12
ইন্ডিয়ার বাজারে কখনোই খেপ খেলে বেশি পহা পাওয়া যায় না। এক যদি না সেই কাজের খুব কম লোক থাকে মার্কেটে।
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩২ | 59.93.216.67
দেশে মনে হয় খেপে পয়সা কম ...
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩১ | 59.93.216.67
আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে, মুলত স্কিল বিশেষত চিন্তা ভাবনার অভাব। খুব ই ... 'জানি না কিন্তু শিখে নেবো' এই অ্যাটিটিউড দেখিনি কারোর মধ্যে। 'জানি না, শিখে কি হবে ....' এই টাইপ ...
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩১ | 63.82.71.141
খেপে পয়সা বেশী তাই। এই বাজারে হয়তো নয়।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩০ | 122.252.231.12
ভাল কাজ করলে ক¾ট্রাক্টর থাকবে কেন? তার জন্য দামই বা পাবে কেন? এক যদি না খুব নিশ কাজ হয়।
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৮ | 168.26.215.13
তা কেন? মাইক্রসফটে আমার এক চেনাশোনার কাজ ছিল কম্পাইলার চালিয়ে কম্পাইলার এরর রিপোর্ট করা। খুব বোরিং কাজ। মাইনেও বেশি পেত তা নয়। কিন্তু সিভিতে ভালো ছাপ্পা। এই যা।
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৭ | 63.82.71.141
আমি কনট্র্যাকটরদের সম্বন্ধে আরো বিশদে জানতে চাই। এই কনট্র্যাকটররা প্রথম দুটো ব্যান্ড না কি বলছো, তাতে আসবে না কেন? স্কিল নেই? ট্রেনিং নেই? অভিজ্ঞতা নেই? পরিশ্রমী নয়?
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
একে বলে মিথস্ক্রিয়া! ঃ)
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৩ | 63.82.71.141
হে হে হে, প্রডাক্ট বেসড হলেই যে কাজের মত কাজ হয় তা ঠিক .. থাক মিথই থাক।
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৩ | 59.93.216.67
ঃ( আমি যাই আবিষ্কার করবো ভাবি, তাই আমার আগে কেউ না কেউ আবিষ্কার করে ফেলেছে। আমার কুনো দোষ ছিলো না
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২২ | 122.252.231.12
বাঃ, পুরো অ-আ-অ্যা কেস তো!
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২১ | 168.26.215.13
আর আমি কতদিন ভাবছি নতুন প্রোডাক্ট বানাবে এমন একটা লোককে ধরব। ব্ল্যাংকি কুইট করায় সেটাও বোধহয় আর হল নি। ঃ)
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৯ | 59.93.216.67
আমি কবে থেকে ভাবলুম একটা নতুন প্রোডাক্ট আবিষ্কার করবো। সেও আর এ জীবনে হলো না ঃ(
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৯ | 168.26.215.13
হ্যাঁ অবশ্যই। এগুলো সার্ভিস ইন্ডাস্ট্রীর পারফরম্যান্স ইন্ডিকেটর। প্রোডাক্ট কোম্পানী সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৯ | 122.252.231.12
আমি কতদিন ভেবেছি একটা প্রোডাক্ট কোম্পানিতে কাজ করব, বুইলেন কিনা ইসে যাকে বলে কাজের মত কাজ, সেটা বোধহয় আর এই জীবনে হইল না!
(সন্তোষ দত্ত স্টাইলে)
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৭ | 59.93.216.67
পারমিতা দি, প্রোডাক্ট বেস কিছু দেশে নেই। সব ই প্রোজেক্ট বেসড
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৬ | 63.82.71.141
আজ্জো, প্রজেক্ট বেসড হলে, লোক এদিক থেকে ওদিক হুহা টানাটানি হলে এই ধরনের প্যারামিটার খেলা করবে ছাঁটাই-এর সময়। কোং প্রডাক্ট বেসড হলে কোর স্কিলসেট, বেসিক ফান্ডা ইত্যাদি কখনই যাবে না ফেলা।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৬ | 122.252.231.12
আজ্জো একদম ১০-এ ১০ পেল।
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৪ | 168.26.215.13
ডিঃ ইহা আমার সীমিত অভিজ্ঞতা। একটু এদিক ওদিক হতেই পারে।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৪ | 122.252.231.12
লিখলাম তো ১২ঃ১০-এর পোস্টে!
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৩ | 122.252.231.12
আরে সেটা ধ্রুঃঅঃ দের বোঝাতে একটু চাপ আছে। দ্বিতীয়তঃ, আমি বলেছি এই বাজারে চাকরিটি যাবে। আগে হলে তাও বসিয়ে রাখতে পারত। পেছনে যাবে তো বটেই।
arjo | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৩ | 168.26.215.13
হ্যাঁ অবশ্যই মেইন্টেনেন্স প্রোজেক্টে।
পামিতাদি, পারফরম্যান্স ব্যপারটা কিন্তু খুব গোলমেলে। পারফরম্যান্স নির্ধারিত হয় বিশেষ কিছু ক্রাইটেরিয়ার ওপরে।
১। ক্লায়েন্ট ফিডব্যাক কেমন। ভালো হলে কোনো ম্যানেজার কিছু করতে পারবে না। প্রতিবার A+ রেটিং।
২। ম্যানেজার মনে করে অ্যাটিচিউড ভালো এবং মোটামুটি হাত পা গুনতে পারে A রেটিং। এরও কিছু হওয়া মুশকিল।
৩। ম্যানেজার মনে করে অ্যাটিচুড খারাপ কিন্তু হাত পা ভালোই গোনে। রেটিং B। একটু রিস্কি।
৪। এমনিতে B কিন্তু এবারে A পেলে প্রোমোশন হবে। রেটিং A।
৫। অন্য প্রোজেক্ট থেকে সদ্য এসেছে। রেটিং C to D।
৬। গতবার প্রোমোশন ক্যান্ডিডেট ছিল তাই A পেয়েছে কিন্তু এবারে অন্য একজন প্রোমোশন ক্যান্ডিডেট আছে। রেটিং B to D।
এগুলোর সাথে কম্পিটেন্সির যোগাযোগ খুব কম। কিন্তু কোম্পানীগুলোকে ছাঁটতে হলে পলিটিক্যালি কারেক্ট থেকে ছাঁটতে হবে তো। তাই ঐ ৩ বা ৪ বা ৫ বা ৬ থেকে ছেঁটে বলে পারফরমেন্স খারাপ। এছাড়া আর উপায়ও নেই।
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১২ | 59.93.216.67
ওহ, পারমিতাদি কি দেশের কনট্র্যাক্টরদের কথা বলছো? আজ অব্দি যা দেখেছি তাতে এরা কেউ ই অ্যাপ্রাসাইলের প্রথম দুটো ব্যান্ডে আসবে না।
Paramita | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১২ | 63.82.71.141
এখানে জল থেকে নাক উঁচিয়ে নিঃশ্বাস নেওয়া কিছু কিছু কোং এই বাজারেও স্ট্র্যাটেজিক হায়ার করছে। অর্থাৎ প্রচন্ড ভালো লোকেদের চাকরি চলে গেলে খপাৎ করে ধর। কিন্তু দেশে বোধহয় সেই সিচুয়েশন এখনও আসেনি।
কনট্র্যাকটারদের কেসটা কেউ বললে না? ভালো কনট্র্যাক্টর পাওয়া যায় দেশে?
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১০ | 59.93.216.67
অপ্পন দা যা বলেছে সেটা কিন্তু এই বাজার বলে নয়। টেকনোলজির দিকে নিজের ফ্লেক্সিবিলিটি না দেখাতে পারলে এমনিতেই পেছনে চলে যায় রিসোর্স রা।
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১০ | 122.252.231.12
কনট্র্যাক্টরদের কোয়ালিটি খুবই খারাপ। আমার প্রোজেক্টে দুটো এমন ছেলেকে দিয়েছে, তারা দেখি ক-অক্ষর গোমাংস। স্বভাবতই আমার ফিডব্যাক অনুযায়ী তাদের তিনমাস পরে যে কনফার্মেশন হবার কথা সেটা আরো একমাস পিছিয়ে দেওয়া হয়েছে। আমাকে প্রতি হপ্তায় রিপোর্ট দিতে হচ্ছে তাদের প্রোগ্রেস কদ্দূর এগোল।
পুরো ডাবল-এজেড সোর্ড!
Blank | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৯ | 59.93.216.67
আমাদের এদিকে ছাঁটাই এখনো ঠিক পরিষ্কার না। তবে চারদিকে কস্ট কাটিং দেখছি খুব। যদিও তার নানারকম নাম আছে, যেমন 'Save paper, save environent ইত্যাদি। স্কিলসেট আর কোয়ালিটি এই দুটো দিয়ে বলতে গেলে যে কোনো সময়ে ৫০% ছাঁটাই করাই যায়। বিশেষত গত দু -তিন বছরে যে ভাবে চোখ বুজে (আসলে চোখ খুলে, যাকে বলে মুখে দেখে) লোক নিয়েছে কোম্পানি গুলো, তাতে স্কিল সেটের বেশ অভাব আছে। প্রোজেক্ট বেঞ্চ ও বেড়েছে অনেক। যেগুলো এখন কোনো ভাবে কমাবার ধান্দায় আছে সবাই। তবে প্রোজেক্ট উড়ে গেলে ভাল লোকেদের চাকরি চলে যাচ্ছে (ভাল বলতে যারা মোটামুটি ফান্ডু বলে পরিচিত) এমন দেখিনি। বরং ভাল স্কিলসেট নিয়ে এখনো আমাদের দোকানে বিভিন্ন প্রোজেক্টে টানাটানি দেখেছি। বেশ কিছু মরে যাওয়া প্রোজেক্ট এখনো কোর টিমকে বসিয়ে রেখেছে যদি ফেরৎ আসে, এই আশায়
Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৭ | 122.252.231.12
০ অনসাইট রাখা বহুত রিস্কি। ওইভাবে খেলা বেশিদূর এগোয় না।
পামিদি, এখানে লোকেদের প্রচুর ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। আমি জাভার প্রজেক্টে হু-হা কাজ করতাম, এখন যদি ডট নেটের প্রোজেক্টে দিতে চায় আর আমি ক্রমাগত না বলে যাই, তাহলে আমি ভাল রিসোর্স হলেও চাকরিটি যেতে পারে এই বাজারে।
Binary | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০০ | 198.169.6.69
কাজ যে নেই সেটাতো পরিস্কার। আগে ডাইস থেকে রোজ ৬/৭ টা মেল আসতো, এখন আসেই না ঃ-)) মানে এত আচমকা এটা হলো সেটাই চোখে লাগে।
তবে জেনারালি, সুধু অফসোর করাটা খুব-ই চাপের। এক-য়ে তো অফসোর-এ কিকাজ হচ্ছে ক্লায়েন্ট কিছুই জানতে পারে না, তারপর, ব্যপক ভাষা গেরো উৎপন্ন হয়। মেন্টেনেন্স প্রজেক্টে তাও চলে, কিন্তু অন্য কোনোখানে ভীষন প্রবলেম।
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৭ | 168.26.215.13
দেখেছো আস্তে আস্তে অবসলিট হয়ে পড়েছি। পিছিয়ে পড়ছি। ঃ(। আমি যে এক্সট্রীম কন্ডিশন বলছি সেখানে AMO প্রোজেক্টে লোকে ০ অনসাইট রেখেছিল। ৫ জন অফশোর রিসোর্স ডাইরেক্টলি ক্লায়েন্ট ম্যানেজারের সাথে কাজ করত। আর অ্যাঃমাঃ র ঝাঁট জ্বালাতো।
Paramita | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৬ | 63.82.71.141
অর্পন, দ, ব্ল্যাংকি - দেশে সফটওয়ার কনট্র্যাকটরদের স্কিলসেট ও কোয়ালিটি কিরকম? অ্যাভেলিবিলিটি-ই বা কিরকম?
সবার লেখা থেকে যা পড়ছি, দেশে ছাঁটাই এখনও অবধি পারফর্মেন্স বেসড। প্রজেক্ট উড়ে গেল বলে ভালো ভালো লোকেদের(অবভিয়াসলি রিলেটিভ স্কেলে) চাকরি চলে গেছে, এমন হচ্ছে?
Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৩ | 122.252.231.12
আজ্জো ৩০ঃ৭০ রেশিও রাখাটা ইতিহাস হয়ে গেছে। আর AMO প্রোজেক্টে তো একজন ম্যাঞ্জার অনসাইটে রেখে তিন-চারটে এরিয়ার কাজ অফশোরে আউটসোর্স করাই যায় দিব্যি।
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৩ | 168.26.215.13
বাইনারীদা, ক¾ট্রাডিকশান নাই কিন্ত। অফশোর ওয়েজেস সাঙ্ঘাতিক বেড়েছে। ফলে মার্জিন প্রচূর কমেছে। অনেকেই অফশোর- অনসাইট থেকে শুধু অফশোর মডেল ফলো করছে। মানে অফশোরের রিসোর্স ডাইরেক্টলি ক্লায়েন্ট ম্যানেজারকে কল করছে ইত্যাদি। কারণ অনসাইট থাকলে ব্লেণ্ডেড কস্ট অনেক বেড়ে যাচ্ছে। এই অবস্থায় কাজ থাকলে লোকে শুধু অফসোর মডেল বা এখানে হায়ার করতে চাইছে। টেম্পোরারি কাজ হলে কনসালট্যান্ট হায়ার করা লাভজনক। কিন্তু এখন মুশকিল হল কাজই নেই। এই রিসেশন খুব ফাস্ট এগোচ্ছে। ডমিনো এফেক্ট। এখন তো বিদেশের লোকেদের ওপর নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করবে।
Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৪ | 122.252.231.12
কম্পিটেন্সি ইভ্যালুয়েট করবার জন্য আবার পরীক্ষা দিতে বলবে হয়ত।
Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৩ | 122.252.231.12
এরা কেউ কোডায়, কেউ টেস্টায়, কেউ সাপোর্টে কল অ্যাটেন্ড করে, কেউ ডকুমেন্ট বানায়, কেউ কেউ বেঞ্চে বসে তবলা বাজায়।
এক দু'জন ম্যাঞ্জার বা সিনিয়র ম্যাঞ্জার আছে লিস্টে।
যাক, পরের কোয়ার্টার অব্দি নিশ্চিন্তি। পরেরটা আশা করি তিনমাস আগে হবে না। ঃ)
Du | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৩ | 65.124.26.7
পাতাও ফেল আর মেনেও নাও যে নিজে লো পারফর্মিং, অনেকটা মাওবাদীর হাতে মরার মতন।
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৮ | 168.26.215.13
কম্পিটেন্সি ইভ্যালুয়েট করানোটা কেমন? আর এরা কি কোডার?
Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৪ | 198.169.6.69
আর হায়ারিং তো ফ্রিজ হয়ে গেছে, সব আইটি কোং-এর। সক্কলে ২০০৮ প্রমিস্ড ক্যাম্পাসদের পোস্টিং দেবে, কিন্তু নো ক্যম্পাস ২০০৯। এটা টিসিএস, ইনফি দুজনেই বলেছে বোধহয়। আর, নো-মোর হরাইজেন্টাল হায়ারিং। মজার ব্যাপার হলো, ২০০৮-এর গোড়াতে শুনছিলাম, এখন দেশে আইটি ওয়েজেস এত বেড়ে গেছে যে ইনফ্যাক্ট, অফসোর-এ আর সেরকম মার্জিন নেই, বরং ক্লায়েন্ট ডিসস্যাটিস্ফ্যাকষন আছে। তাই সক্কলকে ধরে ধরে এল১ বা এইচ১ করানো হবে। আর বছর ঘুরতেই উল্টো হয়ে গেল।
Arpan | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪৭ | 122.252.231.12
উদয়নদা, এইটা জানা ছিল না। আমাদের আপিসেও লো-পারফর্মার লোকজনকে বলেছে ইদার সাতদিনের মধ্যে পেপার ফেল না হলে একমাস পরে টাস্ক কমপ্লিট করে কম্পিটেন্সি ইভ্যালুয়েট করাও। একই মডেল কপি-পেস্ট হয়ে ঘুরছে পুরো ইন্ডাস্ট্রিতে।
Binary | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৩ | 198.169.6.69
ওঃ, এই ব্যাপার।
a x | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৩ | 143.111.22.23
থাক। আর বুঝে কাজ নেই। ধাঁধার উত্তরে ধাঁধা। তারপর আবার আমার ভিসুয়াল সেন্স একটি বেশি তীব্র অন্য কিছুর চাইতে। কিলবিলে ভ্রূণ ভাসছে চোখে আর বেবি গ্রেসের কথা।
arjo | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২১ | 168.26.215.13
আঃ ওটা ধাঁধার সলিউশন। বাচ্ছা বানিয়ে দুই এর নামতা শিখচে। অক্টাপ্লেট = এখনকার ৪x২ = ৮ + আগের ৩x২ = ৬। (উফফ এত বুঝিয়ে বললে আর্টের মহিমা নষ্ট হয়ে যায়)।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন