একজোটিকার পীঠস্থান হিসেবে আমাদের দেশ বরাবরি পশ্চিমের কাছে একটা 'সাবজেক্ট', নানা অর্থে ;-) এই সিনেমাটার মূল কেসটা হল, ভারতীয় গরীবের সোশাল মোবিলিটি, ভারতীয় এলিট ও ভারতীয় শাসনযন্ত্রের কাছে-ই সবচেয়ে বেশি বাধা পাচ্ছে। এই দিকটা একজোটিকার ট্রেডে নতুন এমনিতে নয়,যদি এন জি ও ফান্ডিং এর রাজনীতি কে ধরে কথা বলি। তবে পপুলার কালচারে খানিকটা ফ্রেশ ইন ফ্লেভার। ভারতীয় বিজনেস হাউস গুলোর আন্তর্জাতিক অ্যাকুইজিশনের সংবাদ গুলারে যদি শাইনিং ইন্ডিয়ার স্কোরিং পয়েন্ট ধরো, তাইলে এইটা পপুলার কালচারের আধারে তার কাউন্টার পয়েন্ট।বিলিতি ডিফেন্স ও বলা যেতে পারে। অ্যাকসেপটেবল ডিফেন্স। এইখানে এর আদিগার উপন্যাসের সঙ্গে ফিলমটার মিল আছে। আরেকটা দিক আছে বলে মনে হয়, সেটা আমার পক্ষে হালকা করে আশাপ্রদ। সেটা হল ভারতবর্ষকে নানা , মূলতঃ ধর্মীয় আইডেন্টিটির কালেকশন আর ফ্ল্যাশ প্যান হিসেবে দেখার যে আকাদেমিক ও পপুলার (উদা-ট্রাভেলোগ) ঐতিহ্য আছে, সেটা খানিকটা অ্যাডালট হল মনে হয়। পিপল উইল টক আবাউট ক্লাস নাও, আফটার দিস ওয়ান। বম্বে শহরটা আমাদের দেশের কলোনীয়াল আমল থেকেই, এবং বলিউডের ফিল্মে গত পঞ্চাশ বছর ধরেই, আধুনিকতার সবচেয়ে জ্যান্ত মেটাফর। সেই শহর এই নতুন দিকটার আধার হইসে, ভালৈ হইসে।
h | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০০ | 203.99.212.224
ইপিডাব্লিউ এর মেন পেজে যাও। এই ইসু তে আমার কাছে দুইটা প্রবন্ধ ইন্টারেস্টিং। পানিককরের পার্সপেকটিভ। আর সিভিল সোসাইটি আর্গুমেন্ট নিয়ে একটা আলোচনা।
rokeyaa | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৯ | 203.110.246.230
কোটিপতি-র অস্কার পাওয়া আর তার ঠিক আগেই বড়ো প্রোডাকশন হাউসগুলো ভারতীয় সিনেমায় টাকা লাগানো- এটা কি কনস্পিরেসি থিয়োরি দিয়ে নামানো যাবে?
Blank | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৯ | 203.99.212.224
হিথ লেজার একটা অস্কার পাওয়াতে বড় খুশি হলাম। ডার্ক নাইটের এক মাত্র অ্যাট্রাকশান ঐ লোকটা ছিল
a x | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৩ | 76.254.114.136
হনু, epwর পেজটা ব্ল্যাংক আসছে। কিসের ওপর বল, সার্চ করে দেখি।
আর সিরিয়াসলি, কি বালের সিনেমা, তার কি বালের অ্যাওয়ার্ড।
dipu | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৭ | 207.179.11.216
ওয়াটার না দেখাই ভাল - ১৯৩৮ সালে বেনারসে হিন্দু বিধবার গ্ল্যামার দেখলে চোখ ফেরানো যাবে না ঃ)
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৭ | 65.194.243.232
বাইনারিদা, বেস্ট রাইটিংয়ের জন্য যে অ্যাওয়ার্ডটা পেয়েছে তাতে বেশ খানিকটা অবদান তো এক ভারতীয়েরই।
i | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৬ | 137.157.8.253
হনুজী, ভালই আছি। বয়স বাড়ছে-এই যা।
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৫ | 65.194.243.232
মজাটা হল লোকজনের সাথে স্লামডগ দেখতে গিয়ে আমার মনে হল কিওরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন আরো ইন্টারেস্টিং হবে। কিন্তু পিয়ার প্রেসার বলে কথা! ঃ)
h | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০২ | 203.99.212.224
ই-মশাই, কেমন আছো?
Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০২ | 70.64.8.206
সিকি স্বদেশীব সেন্টিমেন্ট, আন্ডার্স্ট্যান্ডেবেল। কিন্ত স্লামডগে, রহমান ছাড়া একটা-ও ভারতীয় অস্কার নেই।
i | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০১ | 137.157.8.253
ইয়ে, ঐ গানটা -বহুদিন পরে বঁধুয়া এলে-অন্যত্র পেয়ে গেছি।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
ওয়াটার দেখিনি। ইনফ্যাক্ট একমাত্র আর্থ ভালো লেগেছিলো কিছুটা। ফায়ার বোল্ড হলেও সিনেমা হিসেবে আহামরি কিছু মনে হয়নি। দীপা মেহতা কি ইল্যুমিনেটাস?
dipu | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৭ | 207.179.11.216
ওয়াটার এর মত ঝুল সিনেমাও কানাডা থেকে বেস্ট ফরেন ল্যাঙ্গোয়েজ মুভির অস্কার নমিনেশন বাগিয়েছিল।
Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪১ | 70.64.8.206
স্লমডগ তো ব্রিটিশ-ই ....
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪০ | 61.95.144.123
দেবদাস বাফটা পেলে সিনিমা দেখা ছেড়ে দিতুম। এগুলোর নমিনেশন কে ঠিক করে?
Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৯ | 70.64.8.206
সে লাগান কেন ? শাহরুকের দেবদাস-ও তো বাফতা নমিনেশন ছিলো মনে হয় ।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৭ | 61.95.144.123
বিবিসি খুব খুশি দেখছি - লিখেছে - It's been a good night for the British film industry, thanks mainly to Slumdog Millionaire and, of course, Kate Winslet. - স্লামডগ কি ব্রিটিশ প্রোডাকশন?
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৫ | 61.95.144.123
বছর কয়েক আগে লাগান অস্কারে গেসলো না? ওটা পেলে যেমন আমি খিস্তি মারতুম। ঢপের স্টোরিলাইন। শুধু হাইপ।
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৩ | 122.162.82.59
তবু কিন্তু আছে ... ঐ যে বল্লাম, যোগ্য লোক পেয়েছে। বব ডিলানের বদলে অন্নু মালিক পেলে আমি একটুও খুশি হতাম না।
স্লামডগ আমারো যাচ্ছেতাই লেগেছে। ও সিনেমা অস্কার পেল দেখে আম্মো বেশ বিস্মিত। কিন্তু পড়লাম পয়সার অভাবে সিনেমাটা নাকি শেষ হতে পারছিল না, প্রচুর পয়সার শর্টেজ ছিল। সুতরাং এটাও মেনে নিতে হয় যে বিশ্বজুড়ে প্রোমো করার মত পয়সাও ড্যানি বয়েলের কাছে ছিল না। তা হলে এটা মেনে নিতে হয়, যে পয়সা খাওয়ানো, বিগ বাজেটের প্রোমো না-করেই স্লামডগ অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল, এবং অস্কার পেলও।
কিছু হয় তো ছিল, সিনেমাটায়, যেটা আমার মোটা মাথায় ঢোকে নি।
Binary | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৬ | 70.64.8.206
আমার ভালোলাগলো হিথ লিগার উইনার হওয়াতে, পস্থুমাস বলে নয়, কেন জানিনা ডার্ক নাইট আমার অভিনয়-এর দিক থেকে ভালো লেগেছিলো। হিথ লিগার তো বটেই।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৫ | 61.95.144.123
এটাই তো জানতে চাইছিলুমঃ-)
আমিও হয়তো করবো - জানি না। আগে হলে ডেফিনিটলি করতুম। এখন কনফিউজিং লাগে।
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৪ | 122.162.82.59
বেস্ট মোশন পিকচার ... আট নম্বর ...
অরিজিৎ, করোগে তক্কো। আমি ঐ "ভারতীয়' কয়েনের জন্যেই খুশি। সেই জন্যেই বব ডিলানের থেকে এ আর রহমানকে আমি বেশি সাপোর্ট করব।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৩ | 61.95.144.123
আগে ইপিএল দেখিনি বটে, কিন্তু ওয়ার্ল্ড কাপ তো সেই ৮২ থেকে দেখছি। আগে কিন্তু রেডিওর কমেন্টারি - যেমন পুষ্পেন সরকার (বহু আগে), অজয় বসু(?) এখন কমেন্টারির চেয়ে ঢের ভালো লাগতো। এখানে এখন টিভিতে ফুটবল কমেন্টারি জাস্ট অসহ্য।
তবে ইবে-মোবা খেলা নিয়ে মজাটা হবে আপিসের একটা ছেলে এলে। এ ছেলেটা লাস্ট কয়েকদিন ধরে সকলকে বলে বেড়াচ্ছে - আর কি, আই লীগ তো জিতেই গেলাম। আমাকেও বলে গেছে - ইভেন নেমন্তন্ন করে গেছে। যতবার বলেছে, আমি ততবার ওকে বলেছি যে ভাই এত লাফিও না, ফুটবলে অনেক কিছু হয়...কিন্তু সে শোনেনি। আজ যদি আপিসে আসে, ওকে আম্মো আওয়াজ দোবো।
h | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯ | 203.99.212.224
সেটা আগে তখনো নিউ কাসল আর প্রিমিয়ারশিপ দেখনি বলে।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
বুঝেছি। কিন্তু ওটাই তো কোশ্চেন - এ আর রহমান পেলো কি বব ডিলান পেলো - এই দুটোর মধ্যে কি তফাত আছে? থাকলে কেন আছে? যদি না থাকে, ফেয়ার এনাফ, কিন্তু যদি "ভারতীয়' বলে অ্যাডেড ভ্যালু থাকে তাইলে সেই নিয়ে তক্কো হতে পারে আর কি;-)
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৬ | 122.162.82.59
আহেম ... টাইটানিক আমার এখনও ভালো লাগে। আমার বেশ পছন্দের সিনেমা।
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৫ | 122.162.82.59
এক্সাইটমেন্টটা বোধ হয় স্লামডগের জন্য নয়। এ আর রহমান, গুলজার, এদের জন্য।
দ্যাখো, সারা পৃথিবী রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে তাঁর অফারিংস অফ সংসের জন্য। গীতাঞ্জলী নোবেল পুরস্কার পেয়েছিল, কিন্তু আমরা যারা রবি ঠাকুর পড়েছি তারা জানি গীতাঞ্জলীই রবি ঠাকুরের বেস্ট ক্রিয়েশন নয়। সেই যে, দেশের রাজা যদি এই ভাষা বুঝিতেন ইত্যাদি ইত্যাদি।
এ আর রহমান স্লামডগের জন্য পেল কি রোজার জন্য পেল অস্কার, সেটা বড় কথা নয়, বড় কথা, এ আর রহমান পেল বলে, গুলজার পেল বলে। আজ যদি অন্নু মালিক অস্কার পেত, খুব দূঃখ পেতাম নো ডাউট। অস্কার পুরস্কার তো একটা কম্প্যারিজনের পুরস্কার। এ বছর যে-সব সিনেমা নমিনেটেড হয়েছে, স্লামডগ হয় তো তাদের মধ্যে এই সব ক্যাটেগরিতে যোগ্যতম বিবেচিত হয়েছে, এই বছরের জন্য। কিন্তু যোগ্য লোকটা অস্কার পেয়েছে। হি ডিজার্ভস ইট।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৫ | 61.95.144.123
মুড অফ বটে, তবে সেটা কাল হোম ম্যাচেও ০-০-র জন্যে। অবিশ্যি আরো খারাপ হতে পারতো - সেকেণ্ড হাফ দশজনে। ওই ফুটবলের টইয়ে লিখলুম যে (আগেও লিখেছি) - কোনো কারণে আমি টিভিতে এখানকার ফুটবল দেখে এক্সসাইটমেন্ট পাই না - আগে কিন্তু পেতুম - ছোটবেলায়। অত বড় মাঠ, এক লাখ লোক - অথচ গ্যালারীর উত্তাপ টিভিতে আসেই না। আগে আসতো কিন্তু।
h | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১১ | 203.99.212.224
অরিজিতের মুড অফ। ০-৩ বলতে নেই।
Du | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৯ | 71.170.214.162
আহেম, খেলার কথা শুনি এট্টু ঃ)
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৭ | 61.95.144.123
অস্কার পেলেই সিনিমাটা ভালো লাগে এরকমটা নয় তো। যেমন ধরো টাইটানিক - এগারোটা না কটা অস্কার যেন - ওই প্রথমবার দিল্লীর "একাকীত্বে' বেশ লেগেছিলো, তাপ্পর আর ভাল্লাগেনি।
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৬ | 65.194.243.232
** ফেয়ারি টেল
Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০২ | 65.194.243.232
সাউন্ড এডিটিং ছাড়া সব কটাই তুলেছে। বেস্ট পিকচার এখনো দেয়নি।
তবে সিনেমাটার কেমন হলিউডি ফেয়ার টেল মার্কা এন্ডিং। লাস্ট দশ মিনিট পুরো জলে গেছিল।
Arijit | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৪ | 61.95.144.123
ইয়ে - মানে বেরসিকের মত কোশ্চেন করছি - এত এক্সসাইটেড হচ্ছ কেন? কোনো না কোনো ফিলিম, কোনো না কোনো ডিরেক্টর তো পাবেই...
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫০ | 122.162.82.59
সাতটা!!!!!!!! বেস্ট ডিরেকশন। ড্যানি বয়েল।
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৯ | 122.162.82.59
স্লামডগ এখনও পর্যন্ত ছটা। এ আর রহমান দুটো।
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:১৭ | 122.162.83.24
সামরান,
ঠিক আছে। আমি পরে ফোন করব তোমায়, কোনও সময়ে।
siki | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:১৬ | 122.162.83.24
স্লামডগে এখনও পর্যন্ত চারটে অস্কার। স্মাইল পিঙ্কি পেয়েছে বেস্ট ডকু ফীচার ফিল্মে অস্কার।
samran | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫১ | 119.15.152.8
শমীক, কল্লোল'দা আজ দুপুরে কলকাতা পৌঁছেছেন, খানিক আগে ফোন করেছিলেন। মার্চের মাঝামাঝি আমার ফেরার কথা, সব ঠিকঠাক থাকলে।
পরশু সন্ধেয় ছবির হাটে কল্লোল'দার গানের অনুষ্ঠান হয়েছিল একটা, টানা আড়াই ঘন্টা গান করেছেন কল্লোল'দা। চারুকলার ছেলে-মেয়েরা তো ছিলই, ভিড় জমেছিল বইমেলা ফেরত মানুষেরও। ছবি তোলা হয়েছে প্রচুর।
ঘরে বসে যে সব গান শুনিয়েছেন সেগুলো সাগর রেকর্ড করে রেখেছে, চেষ্টা করব ইস্নিপসে তুলে দিতে।
L | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২১ | 59.93.207.204
দিল্লি-৬-এর রেটিঙ্গ কাগজে দেখে তাজ্জব বনে গেলাম। সিনেমাটা অত বোরিঙ্গ ভাবা যায় না।
i | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০০ | 202.128.112.253
বহুদিন পরে বঁধুয়া এলে -গানটার কথা / গানটা কেউ যদি জানান/ শোনান-উপকার হয়।
h | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৩ | 61.95.144.10
বাঘের মত ভালো।
somnath | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৫ | 117.194.193.167
হ্যাঁরে ভুতো, তোর কথা শুনে কবেই তো মেল করলাম তোর দিবভাই কে। তোকে তো কপি ও দিলাম। কোনো উচ্চবচ্চ নেই তো?
h | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:৫৮ | 61.95.144.10
গুড, ইন্দো আবার সময় পেয়ে লিখেছে।
dipu | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:৩৯ | 121.243.161.234
না - খুদা কে লিয়ে দেখি নি। দেখে নেব। আর হ্যাঁ, রামচাঁদ পাকিস্তানির শেষ্টা থোড় বড়ি হয়ে গেছে। শুরুতেই বলে দিয়েছে, ইন্ডিয়া ও পাকিস্তান আর্মির প্রতি শ্রদ্ধায় খোঁচা লাগানোর কোন ইচ্ছে নেই, তাই শেষে ফিল গুড ছড়া আর কি ই বা থাকবে। সোমনাথদা, তুমি shadows of time দেখেছো? কলকাতা বা হাওড়ায় নদীর ধারে ওরকম বড় নটরাজ শিবের মন্দির আছে নাকি?
Somnath | ২১ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৮ | 117.194.198.236
দীপু, রামচাঁদ পাকিস্তানি ছাড়া অন্য পাকিস্তানি সিনেমা দেখিসনি মানে কি? খুদা কে লিয়ে দেখিস নি? এক্ষুনি দেখে নে।
রামচাঁদ পাকিস্তানির শেষটা আমার পুরো আপোষ মনে হল। মানে ছেলেটা বাড়ি ফিরে মাকে না দেখতে পেলে, আর শেষের কমেϾট্রটা না থাকলে সিনেমাটা অন্য হত। ফীল গুড ব্যপারটা চাপে পড়ে করা বলে মনে হয়েছিল।
সিকির যোধা আকবর ভালো লাগার প্রথম কারণ তিন রাতের লেবার, দ্বিতীয় কারণ তিন ঘন্টা নট নড়ন চরণ হলে বসে থাকতে বাধ্য না হওয়া। চা খাবে, বিস্কুট খাবে মেয়ের সাথে খেলবে, খাটে শোবে, মেল চেক করবে, সোফায় বসবে, তবে আর বোর হবে কখন? বাকি সময় তো একটু একটু করে সিনেমাটা দেখেই নেবে।
দিল্লী ৬ পাতি দেখব। রাকেশ ওমপ্রকাশ মেহরা বলেই দেখব। কোনো অপশন নেই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন