এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৩ | 203.91.193.5
  • হ্যাপিডেন্ট চুইং গাম চিবিয়ে দাঁত বের করে বসে থাকলেও হয়।
  • sibu | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৭ | 71.106.244.161
  • ইন্ডিয়া শাইন করছে না, কি করলে করবে? আজ্জোর পোশ্নের উত্তরে জানাই ঘরে ঘরে মুনশাইন বানাতে শুরু করুন, সারা ভারত ঝলমলিয়ে উঠবে।
  • Blank | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫২ | 170.153.62.251
  • জি-মেল কি খুলছে?
  • shrabani | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৫ | 124.30.233.101
  • *সাউন্ড ডিজাইনার
  • shrabani | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৪ | 124.30.233.101
  • অস্কার পাওয়া সাউন্ড রসুল আমার শ্বশুরবাড়ীর দেশের লোক (কোল্লম)। সেখানেও প্রচুর মাতামাতি হচ্ছে।
    স্লামডগ আমি দেখিনি, দেখার খুব ইচ্ছেও নেই। তবে একজন অতি সাধারণ সিনেমা অবুঝ লোক হয়েও রহমান ও পুকুট্টি অস্কার পাওয়াতে খুশী।
    আর গুলজার ঠিকই বলেছেন ওনার অস্কার পড়ে পাওয়া চোদ্দ আনা তবুও আমি ওনার এত ফ্যান যে তাতেও খুশী।
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৯ | 207.179.11.216
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৬ | 61.95.144.123
  • না, চিলে।
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৫৪ | 207.179.11.216
  • কাকে?
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৪ | 65.194.243.232
  • ওকে।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪৪ | 61.95.144.123
  • এই লিংকটা আগে দিয়েছিলাম কিনা মনে নেই - http://www.dwheeler.com/oss_fs_why.html - কোয়ান্টিটেটিভ পেপার। তক্কো করতে কাজে দেবে।
  • Bhuto | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৪ | 203.91.207.30
  • সব ঠিক থাকলে মার্চ ১৪, পাক্কা। ঠিক না থাকলেও আসার চেষ্টা করব।
  • M | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৬ | 118.69.170.237
  • আমি এলাম আর এবার চললাম, ঘুম পেয়েছে।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৮ | 216.52.215.232
  • আরে অপেক্ষা করে তো আছি। তবে কবে নাগাদ আসবি সেটা তো বল। মাসখানেকের মধ্যে হলে ঠিক আছে।
  • quark | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩২ | 202.141.148.99
  • আর্য,

    পুরানো, ইঁট বেরোনো, পলেস্তারা খসা বাড়ির গৃহকর্তার হাতে কিছু টাকা এলে তাঁর সামনে দুটো রাস্তাঃ

    ১। বাইরেটা এশিয়ান পেইন্টস লাগিয়ে চকচকে ক'রে ফেলা

    ২। ভেতরের গাঁথনিটাকে মজবুত করার চেষ্টা করা, বাইরেটা পরে আরো সুযোগ এলে করা যাবে এই ভেবে
  • Bhuto | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৬ | 203.91.207.30
  • মোটেই আমি হাত তুলি নাই। তুমি নিয়ে যেতে চাইছিলে তাই। নইলে আমি ফিরে এসে দেখতে পারি। যদি একটু অপেক্ষা কর। কথা দিলাম দেখবো যদি অপেক্ষা কর।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৩ | 61.95.144.123
  • দরজা খোলা নিয়ে মনে হয় না কেউ এখন আর কোশ্চেন করে। করে কি? দীপঙ্কর গুপ্তের লেখায় একটা key লাইন আছে - ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রীর চেয়ে অনেক অনেক দ্রুতগতিতে সার্ভিস ইন্ডাস্ট্রী বেড়েছে, এবং অনেক লোক এই বৃদ্ধি নিয়ে খুব উৎসাহিত। রিং এনি বেলস?

    ;-)
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৯ | 65.194.243.232
  • পরিষ্কার করতেই হবে। কিন্তু নিজের সময় বা সাহস নাই। সার্ভিস সেন্টারে নিয়ে যাব।

    ভুতোটা করে/করিয়ে দিলে ওকে মাল খাওয়াতাম। সে ব্যাটা তো হাত তুলে দিল।
  • arjo | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৮ | 24.42.203.194
  • আরও একটা প্রশ্ন আছে। কোনো পণ্ডিতরা যা কোথাও বলেননি, মানে আমি দেখি নি। তাহল ধরা যাক মনমোহন সিংহ ভারতের দরজা খুলে দেননি। তাহলে সেই সময়ে কি কি করলে আজকের থেকে অবস্থা ভালো হত? বা আরও লং রানে ভালো হত। এবং তা সফল হবার সম্ভবনা কতটা ছিল? এসবের উত্তর না পাওয়া গেলে আজকের অবস্থা বেস্ট অ্যামং দা ওয়ার্স্টস।
  • Bhuto | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৪ | 203.91.207.30
  • দীপু না, অ্যাডমিন অ্যাকসেস না থাকলেও হয়। মেল করছি।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৬ | 61.95.144.123
  • তব্বে প্রুভড কিনা সিওর নই - মানে QED লেখা না হলে সকলে তো মানে না;-)
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • আমি অন্য কারণে দিলুম। আর তাই দুটোই দিলুম। কেন দিলুম? ;-)
  • arjo | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫২ | 24.42.203.194
  • দীপঙ্কর গুপ্ত যা লিখেছেন এমন লেখা পড়তে পড়তে বোর হয়ে গেছি। শাইনিং ইন্ডিয়া যে শাইন করছে না সেটা তো বুঝে গেছি। কিন্তু কি করলে শাইন করবে সে সম্বন্ধে কবিরা নিরুত্তর। ক্রমবর্ধমান জাতীয় আয় ইজ নট ইক্যুয়াল টু উন্নয়ন, প্রুভড। হোয়াট ইজ দা অলটারনেটিভ?
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫১ | 207.179.11.216
  • আমি অফিসে আনন্দবাজার খুলতে পারিনা। IE তে ও না, ফায়ারফক্সেও না। কোন প্লাগইন ডাউনলোড হয় না। অ্যাডমিন অ্যাক্সেস নেই বলে?
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪২ | 61.95.144.123
  • ভুতো - এগুলো পাঠিয়ে দিলাম।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৭ | 69.236.185.129
  • তার মানে h নিজেকে ধ্রুবক বলছে। এর মধ্যে কোনো গভীর মানে আছে ঃ)
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৬ | 203.99.212.224
  • শান্ত পারাবার কেও বিশ্বাস করি না। সকলেই সরে যেতে পারে।
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৩ | 203.99.212.224
  • ইন ফ্যাক্ট আমি একবার বসে বসেই ঘুমিয়ে পড়েছিলাম, কাচের মন্দিরে। তখন ধ্যানের সময় শেষ হয়ে গিয়ে লাস্ট গানটা হচ্ছে। সমুখে শান্তি পারাবার। তো আমি ঠাস করে মুখ থুবড়ে পড়ে গেছিলাম। আমার পাশের ফাজিল অসভ্য মেয়েটার মতে আমি নাকি ঠিক সমে এসে পড়েছিলাম। আরো বাজে কেস হল, কয়েকবার নাকি ঢুলে ঝুঁকে পড়ছিলাম, আর মেয়েটা শালা এত পাজি, সামনের ছেলেটাকে ডেকে কেসটা বুঝিয়ে আস্তে করে সরে যেতে বলে, না বললে আমি অন্তত ওর গায়ে পড়তাম, নাকটা ছড়ে যেত না।

    সেই থেকেই আমি ধ্যান আর মহিলা কাউকেই অন্তত চোখ বুজে বিশ্বাস করি না। সাহসী খোলামেলা বা অন্তরঙ্গ মুহুর্তেও।
  • Bhuto | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩১ | 203.91.207.30
  • অরিজিৎদা,
    ইনফো চাই পোচুর..

    মোটামুটিঃ
    ১)Version related info,like XP (SP??)
    2)Service pack
    আলাদা ইনষ্টল্ড না XP CD টাই with SP*
    ৩)কখন আসছে এররটা, সিষ্টেম রিইনষ্টল করার পরেই? না স্পেসিফিক কিছু ইনষ্টল করার পর।

    যাক,সঙ্গে spybot টা একবার চালিয়ে দেখতে বলতে পারো।

    http://www.safer-networking.org/en/download/index.html
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 69.236.185.129
  • সরি, এটা অর্পনের জন্য লিখছিলাম।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩০ | 69.236.185.129
  • অরিজিৎ, ল্যাপটপ-এর নীচটা খুলে ফ্যালো। ছোট্ট স্ক্রুড্রাইভার চাই। ফ্যানটা একটু পরিষ্কার করে দেখতে পারো, যা ধুলো জমে না !
  • arjo | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৮ | 24.42.203.194
  • ওটা শুধুই সিনেমা বাফেদের জন্য। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষেধ। বেসিকালি টরেন্ট থেকে ডাউনলোডানোর লিস্টি।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৭ | 216.52.215.232
  • আমার এই মেসেজটা আজ অব্দি দুবার না তিনবার এসেছে। মেশিন আপনাআপনি রিস্টার্ট হয়ে গেল দশ সেকেন্ড পরে।

    কিন্তু আমার ল্যাপি অন্য একটা ঝাড় দিচ্ছে। বেশ কিছুক্ষণ আইডল ছেড়ে রাখলে নিজে নিজে শাটডাউন হয়ে যাচ্ছে। ফুল পাওয়ারেও। সব পাওয়ার সেটিং ঘেঁটে দেখে ফেলেছি। ফোরামগুলো পড়ে মনে হচ্ছে ফ্যান/কুলিং সিস্টেমটা ভোগে গেছে।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৬ | 61.95.144.123
  • ওই হল সিক্লিনার, সিসিক্লিনার, সুসুক্লিনার...
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৪ | 69.236.185.129
  • ভালো সিনেমার টইপত্তর-টা ঠিক জমছে না। জনগণ শুধু সিনেমার নাম, দৈর্ঘ্য... ডিরেক্টর ইত্যাদি লিখে ছেড়ে দিচ্ছে। সিনেমাটা নিয়ে একটা প্যারা না লিখলে, বুঝব কি করে।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২২ | 69.236.185.129
  • চিৎ হয়ে শুয়ে থাকতে শরীর মাটি ছেড়ে শূন্যে উঠে যাবে। তারপর ধপাস করে নয়, ধীরে ধীরে নেমে আসবে। একবার তারাতলা মোড়ে দেখাচ্ছিল।
  • quark | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২১ | 202.141.148.99
  • সিসিক্লিনার নয়, সিক্লিনার (ccleaner) ....
  • arjo | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৭ | 24.42.203.194
  • ধ্যান করতে হলে শবাসনে করুন। যেদিন যেখানে সেখানে ধ্যান করতে পারবেন এবং ধ্যানের পরে ধ্যানের কথা মনে থাকবে না সেদিন বুঝবেন সিদ্ধি লাভ। বোধিপ্রাপ্ত হলেন ঃ-)
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৩ | 61.95.144.123
  • তোমাদের কারো Generic Host Process for Win32 has encountered a problem - এই মেসেজ এসেছে কখনো? আমারে একজন জিগালো। ভুতো রে - জানিস এটার কথা? ডিস্ক ফরম্যাট করলেও নাকি ফের হচ্ছে। আমার ধারণা কোনো সিকিউরিটি ইস্যু, কিন্তু লাইসেন্সড উইন্ডোজ নয় বলে আপডেটগুলো পাচ্ছে না।
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৩ | 203.99.212.224
  • আমোরেস পেরোস ভালো সিনেমা। এইটা আমি দেখেছি। late 70s, 80s, 90s এই সব সময় গুলো মেক্সিকো -র কালচারাল আউটপুট বেশ শকিং এবং আমি যতটুকু পড়েছি/পড়ছি বেশ ইন্টারেস্টিং।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১০ | 69.236.185.129
  • অরিজিৎ, ccleaner আমি অনেকদিন হল ব্যবহার করছি। চলছে তো মোটামুটি।
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০২ | 203.99.212.224
  • ধ্যান করাটা একটা ঢপের জিনিস। আমাকে বেম্মো স্কুলে করতে হত ছোটো বেলায়। সপ্তাহে একদিন। এই জন্য সাপ্তাহিক প্রেয়ারে আমি যেতাম না।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০১ | 69.236.185.129
  • আন্ডারডগ মিলি.... কিন্তু আমার-ও খারাপ লাগে নি। ইন্টারেস্টিং স্টোরি লাইন। তবে বার বার দেখার মতন কিছু নয়।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০০ | 61.95.144.123
  • এলসিএম - সিসিক্লিনারটা ভালো? মানে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স তো? তাইলে আমি আমার জানলা ল্যাপি পোস্কার করবো।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০০ | 69.236.185.129
  • বোঝো! তবে সিধে হয়ে বসে ধ্যান করা টাফ্‌। পেছনে কুশন, গদি... ইত্যাদির সাপোর্ট থাকলে... ঃ)
  • h | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৮ | 203.99.212.224
  • ওসব আমি কি করে লিখবো। আমি জিন্দেগীতে বা* মেডিটেশন করি নি। একটা স্কুলে চাকরি করতাম। আমাকে ধ্যান করতে বলেছিল, বলে আমি ট্রেনিং ছেড়ে বেরিয়ে গেসলাম। তার পর বল্লো এটা চলবে না। আমি বল্লাম, আমি চালাবো ;-)
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৭ | 69.236.185.129
  • চারিদিকে গিজগিজ করছে আন্ডারডগ মিলিনয়ার ...
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.123
  • মেমরি ডায়াগনস্টিক্স করে দেখেছিস? ইউবান্টুটা একা ছিলো না ডুয়াল বুট? ডিস্ক রিফর্ম্যাট করে দেখেছিস?
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৬ | 69.236.185.129
  • আরে h যে। কি খবর? মেডিটেশন এন্ড থটলেস মাইন্ড - নিয়ে লেখাটা কি হল।

    ঈশান, একবার http://www.ccleaner.com/ ডাউনলোড করে পরিষ্কার করে দ্যাখো, আর, পারলে msconfig চালিয়ে স্টার্ট আপ ক্লিন করো না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত