এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ০২ মার্চ ২০০৯ ২১:৪৪ | 168.26.215.13
  • কালপুরুষকে যে বা যারা ভালো সিনেমা বলবে তাকে বা তাদের প্রচন্ড কেলান উচিত।

    কালপুরুষ সিনেমায় দুটো প্রাপ্তি

    ১। গান

    কান কামড়াই, নাক কামড়াই
    কামড়ে দিলাম মন
    তুমি আমার আঙুরলতা
    আমার ত্রিভুবন

    ২। আমার আত্মজীবনীর নাম - ওরেব্বাস কলম্বাস।
  • d | ০২ মার্চ ২০০৯ ২১:৪১ | 117.195.41.81
  • ও হ্যাঁ জিমেল অ্যাক্সেস করা যাচ্ছে তো।
  • d | ০২ মার্চ ২০০৯ ২১:৪০ | 117.195.41.81
  • ওয়েস্টসাইড বেশ ভাল দোকান। দৈনন্দিন ব্যবহারের কুর্তা ওখানে খাসা পাওয়া যায়। এছাড়াও ফর্মাল ট্রাউজার ও শার্টের চমৎকার কালেকশান আসে প্রায়ই। বেশ অ্যাফোর্ডেবল দামেই পাওয়া যায়। আর সেল দেয় সময়ে বাড়ীতে পরার আরামদায়ক পায়জামা টিশার্টের সেট খুবই সস্তায় পাওয়া যায়। যারা কার্ড নেবার জন্য ঘ্যানঘ্যান করে - ওটাই তাদের পেশা। ভারতে এখনও পর্যন্ত রিসেশানের ফলে এরাই সবচেয়ে করে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোথায়ও একটা রিপোর্ট পড়লাম। কিছু নিজের চোখে দেখেওছি। এদের দিকে একটু বিরক্ত মুখ করে তাকালেই সাধারণতঃ এরা সরে যায়। এদের নিয়ে অহেতুক চাপ খাওয়ার মানেই নেই। (বরঙ্‌চ এদের জন্য মায়া হওয়াটাই স্বাভাবিক বলে ধারণা ছিল)।

    আগের রিসেশান - মানে ২০০১-২০০২ পর্যন্ত ফ্যাব-ইন্ডিয়া খুবই ভাল ছিল। বেশ আনইউজুয়াল প্রিন্টপত্তর পাওয়া যেত। এখন অন্য অনেক অপশান আছে। তবে ওদের মসলা আর সাবানগুলো এখনও বেশ ভাল। অভ্যুর বৌ নাকি ওর জন্য দেশ থেকে ফ্যাব-ইন্ডিয়ার সাবান নিয়ে গেছিল ঃ)
  • a x | ০২ মার্চ ২০০৯ ২১:৩৯ | 143.111.22.23
  • ওবামা NIH ফান্ডিং প্রায় ৩০০% বাড়ালো!
  • a x | ০২ মার্চ ২০০৯ ২১:৩৭ | 143.111.22.23
  • থ্যান্‌কু। হয়েছে।
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২১:৩৪ | 198.169.6.69
  • হ্যাঁ হ্যাঁ কালপুরুষ
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ২১:৩১ | 65.194.243.232
  • কালপুরুষ?
  • d | ০২ মার্চ ২০০৯ ২১:৩০ | 117.195.41.81
  • ট্যান্টানান ঢ্যাং! (শ্যামলের পরে অপ্পনের পরে)
    কিন্তু আমিও কিউরিয়াস ঔরঙ্গজেবের আমলের ডেটা কোথায় পাওয়া যাচ্ছে? তাহলে সেই আমলের স্ত্রীশিক্ষার ওপরেও ডেটা পাওয়া যাবে কি?
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২১:৩০ | 198.169.6.69
  • অক্ষকে,

    এইভাবে ট্রাই কর ঃ

    ১) কপি রো
    ২) পেস্ট স্পেশাল
    ৩) সিলেক্ট ট্রানসপোস
  • Binary | ০২ মার্চ ২০০৯ ২১:২৪ | 198.169.6.69
  • আরে আস্তে আস্তে। সারারাতে হাঁই হাঁই করে পাতার পর পাতা ভাট হচ্ছে, এট্টু ক্যাচাপ করার টাইম দেবে তো বাছারা।

    রাহুল বোস কে দেখলে কেন জানিনা আমার দুই থাপ্পর দিতে ইচ্ছা করে। বুদ্ধদেবের ঐ সিনেমাটা, কিযেন নাম, মিঠুন ছিলো যেটায় আর রাহুল বোস। পুরো সিনেমাটা, রাহুল বোসের জন্য ঝুলে গেল।
  • a x | ০২ মার্চ ২০০৯ ২১:২৩ | 143.111.22.23
  • প্রশ্নস -

    ১) জিমেল অ্যাক্সেস করা যাচ্ছে?

    ২) এক্সেল-এ পাশাপাশি সেল-এর এϾট্র কোনো একটি ক্লিকের মারফৎ ওপর-নীচ এϾট্র করা যায়? মানে রো থেকে কলাম?

    X Y Z থেকে

    X
    Y
    Z
  • san | ০২ মার্চ ২০০৯ ২০:৪৮ | 123.201.53.134
  • ইদিকে আমি ক্যামন বাড়ি বসে কাবাব আর বিয়ার চালাচ্ছি (অপ্পনকে দেখিয়ে দেখিয়ে) ঃ-))
  • h | ০২ মার্চ ২০০৯ ২০:৩৮ | 61.95.144.10
  • হাতে হায় কোথা পিন্ট(sic) কোথা হারিকেন
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ২০:২০ | 216.52.215.232
  • দেখেনি সে কতদিন তবু বিয়ারের সমুদ্র সফেন।
  • sinfaut | ০২ মার্চ ২০০৯ ২০:০৩ | 203.91.193.5
  • সব পাখি ঘরে ফেরে মিটিয়ে এ দোকানের সব লেনদেন?
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৯:৫৩ | 216.52.215.232
  • আজ্ঞে না।
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৯:৪৫ | 122.160.41.29
  • এই সময়টায় বোধ হয় কেউ থাকে না মার্কেটে। সবাই কেমং সন্ধ্যেবেলায় বাড়ি যায়।
  • san | ০২ মার্চ ২০০৯ ১৮:৫৭ | 12.144.134.2
  • কম্পারেটিভ অ্যাডভান্টেজ শুনলে অরিজিত না কে যেন রেগে যেত না ?
  • r | ০২ মার্চ ২০০৯ ১৮:৫৫ | 125.18.104.1
  • ঝ্যাং করায় চীনেদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে।
  • h | ০২ মার্চ ২০০৯ ১৮:৪০ | 203.99.212.224
  • জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লওয়ার পথে আস্তে করে বাদশা ঔরঙ্গজীবের আমলে যেতে হবে শুনলে, শাইনিং ইন্ডিয়ান রা কি পরিমাণ ফ্রাস্টু হবে সেটা ভেবে আকুল হতে হতে, আমি আমার ঝ্যাঙ টা দিলাম।
  • Arijit | ০২ মার্চ ২০০৯ ১৮:২৭ | 61.95.144.123
  • জাস্ট কিউরিয়াস - আওরংজেবের আমলে জিডিপি কত ছিলো সেটা কি ভাবে জানা যেতে পারে?
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৮:১৬ | 216.52.215.232
  • ঝ্যাং!!

    (টইতে শ্যামলের পোস্টের শেষ লাইনের কন্টিনিউয়েশন)
  • dipu | ০২ মার্চ ২০০৯ ১৭:৫৮ | 207.179.11.216
  • Image Sensor processing বস্তুটা কি? ISP ইঞ্জিনীয়ার এর পোস্টের জন্য এমপ্লয়ী রেফেরাল চেয়ে এইমাত্র মেল এল।
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:৫৮ | 198.96.180.245
  • ;-)

    দিতে ভুলে গিয়েছিলাম।
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:৪২ | 198.96.180.245
  • দোষের না, কষ্টের। বিশেষতঃ এক হাত পার্শিয়ালি অকেজো থাকলে।
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৭:৩৬ | 65.194.243.232
  • মোটা হওয়া দোষের ক্যানো হবে?
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৭:৩৩ | 122.160.41.29
  • স্যান, আমি কখন বল্লাম তুই আইবিএমের টিশার্টের নিন্দে কচ্ছিস? আর কল্লেই বা আমার কী? আমি কি আইবিয়েম?
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৭:৩২ | 122.160.41.29
  • জিপিএফ হল জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এখানে এমপ্লয়ি তার স্যালারির একটা অংশ জমা রাখে, ন্যূনতম বোধ হয় এক হাজার টাকা, আমি শিওর নই।

    সিপিএফ হল কϾট্রবিউটারি পেনসন ফান্ড। এর সম্বন্ধে কিছুই জানা নেই। কেবল এই সাইটে বলছে Employees who have been recruited after 1.11.2004 are covered by Contributory Pension Scheme and are not to contribute to GPF. They should not apply for GPF account number.

    http://ag36g.cag.gov.in/GPF.aspx

    এখানে কিছু জানকারি পেতে পারো।
  • san | ০২ মার্চ ২০০৯ ১৭:৩০ | 12.144.134.2
  • হ ই বা কাকে বলল? কার মামী? মানে মিঠুদিদের কথা হচ্ছে কি? কিসুই বুঝছিনা।
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:২৯ | 198.96.180.245
  • হরে।
  • h | ০২ মার্চ ২০০৯ ১৭:২৯ | 203.99.212.224
  • মোটা হওয়াটা ইসু না। কারণে অকারণে মামী দের ডেকে ডেকে না দেখালেই হলো।
  • quark | ০২ মার্চ ২০০৯ ১৭:২৮ | 202.141.148.99
  • র কারে কয়?
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:২৬ | 198.96.180.245
  • এইসব তুমি আপাততঃ মনেও স্থান দিও না। মানে, প্ল্যান হিসেবেও না।
  • quark | ০২ মার্চ ২০০৯ ১৭:২৬ | 202.141.148.99
  • মানে বেসিক্যালি এই দুটোর তফাৎ কি?
  • san | ০২ মার্চ ২০০৯ ১৭:২৫ | 12.144.134.2
  • না সিকি, মাইরি মাক্কালি আমি আইবিএমের টিশার্টের নিন্দে করিনি। যে পরত সে মোটা হয়ে গেছে, এই অব্দি। তারই দোষ। অন গড।
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৭:২৫ | 122.160.41.29
  • কোয়ার্ক, কী জ্ঞান চাও?
  • h | ০২ মার্চ ২০০৯ ১৭:২৪ | 203.99.212.224
  • যাবো। মে মাসে।
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:২৩ | 198.96.180.245
  • হ্যাঁ, পদ্মপুকুর পেরিয়ে যেখানে পরপর অনেকগুলো রেস্তোরাঁ আছে।
  • Arpan | ০২ মার্চ ২০০৯ ১৭:২৩ | 65.194.243.232
  • মনে আছে।
  • quark | ০২ মার্চ ২০০৯ ১৭:২৩ | 202.141.148.99
  • জনতা,

    GPF এবং CPF বিষয়ে জ্ঞান চাই।
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৭:২১ | 122.160.41.29
  • স্যান কি এখনও বাড়ছে? আইবিএমের টিশার্ট ছোট হয়ে গেল?
  • h | ০২ মার্চ ২০০৯ ১৭:২০ | 203.99.212.224
  • এটা কোথায়? ঐ শরৎ বোস এর উপরে বেলতলার কাছে?
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:১৩ | 198.96.180.245
  • রবিবার পেপার চিনো-তে থাই খাবার খেলাম। ভালই, তার উপর রবিবারের দুপুরেও ৩০% ডিসকাউন্ট।
  • san | ০২ মার্চ ২০০৯ ১৭:১২ | 12.144.134.2
  • এই রে, আমিও তো সেদিন আইবিএমের একপিস টিশার্ট ছোট হয়ে গেছে বলে দরিদ্রনারায়ণসেবায় ( এটা অনুষ্ঠানের নাম ছিল পাড়ায় ) দিয়ে এলাম !
  • san | ০২ মার্চ ২০০৯ ১৭:০৮ | 12.144.134.2
  • কিন্তু লিকিওর চকলেট তো কলকাতায় পাওয়া যায়না ঃ-(
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:০৮ | 198.96.180.245
  • তাইলে উনি সব্জিওয়ালা নন, ছদ্মবেশে সাক্ষাৎ নারানমুত্তি।
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:০৭ | 198.96.180.245
  • খাই নি।
  • san | ০২ মার্চ ২০০৯ ১৭:০৭ | 12.144.134.2
  • খেতে কেমন তারা?
  • siki | ০২ মার্চ ২০০৯ ১৭:০৬ | 122.160.41.29
  • আরেঃ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর বল্লে বলে মনে পড়ে গেল।

    ইনফি ভুবনেশ্বরে একবার জেনারেল ফোল্ডারে এই নিয়ে লম্বা মেল চলেছিল। অর্পণেরও মনে থাকতে পারে।

    কেসটা কিচুই নয়, পাটিয়া ছকে (চক্‌-এর ওড়িয়া হল ছকঅ) একজন সব্জি বিক্রেতাকে ইনফোসিসের টিশার্ট পরে সব্জি বেচতে দেখা গেছিল। কেউ হয় তো নিজের টিশার্টখানা পুরনো হয়ে যাওয়াতে তাকে দান করে দিয়েছিল। এইবার সব্জিওলা সেই টিশার্ট পরার ফলে তার সম্মান বাড়ল, নাকি সমগ্র ইনফোসিয়নকূলের অপমান হল, নাকি ইনফোসিস সব্জিবিক্রেতার গ্রেডে নেমে এল, নাকি সব্জিওলা বলে কি মানুষ নয়, মানে একটা টিশার্ট নিয়ে যতরকম শাখায় হতে পারে আলোচনা চলেছিল।

    ভাগ্যিস সব্জিওলা জেনারেল ফোল্ডার দ্যাখে নি, দেবীপ্রসাদ দাস বা রশ্মিতা পরিজা পরে পাটিয়া ছকে গুন্ডা পাঠিয়েছিল কিনা সব্জিওলার টিশার্ট খোলার জন্য, তাও জানা যায় নি। আমি সেই সব্জিওলাকে তার আগেও দেখি নি, পরেও দেখি নি।
  • r | ০২ মার্চ ২০০৯ ১৭:০৩ | 198.96.180.245
  • এটা মনে হয় খাওয়াদাওয়ার টইতে লেখা উচিত। রাসবিহারীর স্পেন্সার্সে নকুড়ের আউটলেটে লিকিওর সন্দেশ পাওয়া যাচ্ছে শুনলাম- হুইস্কি, ভোদকা বা রামে ভরা। রাধারমণ মল্লিকে সন্দেশ ডিমসুম পাওয়া যাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত