এই ট্রেন টা ছাড়া কোন ট্রেন ছিল না, আগে। ফারাক্কার ব্রীজ ছিল না। স্টীমারে করে পার হত লোকে। এন জে পি ও ছিল না, বাই দ্য ওয়ে। তবু লোকে দাজ্জিলিং যেত।
san | ০৪ মার্চ ২০০৯ ১৫:১০ | 12.144.134.2
হ্যাঁ একজন মৈত্রেয়ী দেবী খুঁজে বার করো। তারপরে কোন একটা মংপু চলে যাও।
san | ০৪ মার্চ ২০০৯ ১৫:০৯ | 12.144.134.2
না না আমি তাকে কিছুই বলিনি। তাছাড়া বিহারী কলিগেরা এইসব বলেই থাকে ,গত মাসেই একজনের ছানা হল আমরা দেখতে গেলাম, প্রথম কথাই শুনলাম যাক বাবা ছেলে হয়েছে , মুখরক্ষা। চিন্তায় ছিলাম, ইত্যাদি। সে মাঝে মাঝে এসব এক্সপি হওয়া ভাল, শুধু গুরুতে ভাট দিলে তো মনে থাকেনা আমরা কোথায় থাকি ঃ-)
"রবীন্দ্রনাথ ও পেঙ্গুইন পাখি' নামে ও বই আছে শুনেছি - কিন্তু ট্রেনযাত্রা বিষয়ে জানি না।
Arpan | ০৪ মার্চ ২০০৯ ১৫:০২ | 216.52.215.232
মানে কোন ঐতিহাসিক তথ্য আছে এই ব্যপারে? বা গবেষণালব্ধ ফল? ঃ)
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৫:০২ | 61.95.144.123
হ্যাঁ গিয়ে চাট্টি ঝেড়ে এসো। চাড্ডি খুলে দিতে পারলে আরো ভালো।
Arpan | ০৪ মার্চ ২০০৯ ১৫:০১ | 216.52.215.232
তাঁরা কি আর ঘুষ দিয়ে বা জেনেরালে বসে যেতেন?
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:৫৭ | 203.99.212.224
যাক নিজের কাছাকাছির মধ্যেই গাল দেওয়ার লোক পেলি।
জয় হো।
san | ০৪ মার্চ ২০০৯ ১৪:৫৬ | 12.144.134.2
ইদিকে অফিসে জনতা ছানা হবার পরে মিষ্টি খাওয়াতে রাজি হচ্ছেনা কেননা ছেলে না হয়ে মেয়ে হয়েছে !!
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:৫৪ | 203.99.212.224
পাতি দার্জিলিং মেলে যাও। রবীন্দ্রনাথ ও এই ট্রেনেই যেতেন। সুভাষ যিনি ঘরে ফেরেন নি, এবং যাঁরা ঘর থেকে কোথাও যান নি তাঁরাও দার্জিলিং মেলে ভরসা রেখেছিলেন বা রাখতে পারেন। মহাপুরুষদের চটিচিহ্ন ফলো করো প্লিজ।
জয় হো।
Arpan | ০৪ মার্চ ২০০৯ ১৪:৫০ | 65.194.243.232
আমি আছি তো। নাম লিখলেই খুঁজে পাবে।
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 61.95.144.123
আমি আছি। গিন্নী নেই, নয় ছেলেও নেই।
san | ০৪ মার্চ ২০০৯ ১৪:৪৮ | 12.144.134.2
বাঃ তাহলে তো হয়েই গেল। এনজেপি।
কেউ কি লিংকড ইন এ আছে? অপ্পন মনে হয় আছে কিন্তু খুঁজে পাচ্ছিনা।আর কেউ?
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৪:৪৭ | 61.95.144.123
যেতে হলে নিউ জলপাইগুড়ি যেতে হয় না শিলিগুড়ি? মানে ট্রেন স্টেশন তো এনজেপি, নাকি?
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.123
যাবার টিকিট এখনও আছে। এক দুই দিনের মধ্যে কেটে ফেলতে হবে। সরাইঘাট এক্সপ্রেসটা কেমন? নতুন নাম দেখছি।
san | ০৪ মার্চ ২০০৯ ১৪:৪৩ | 12.144.134.2
হ্যাঁ তৎকাল কেন হবেনা। তবে সে রিস্ক না নিয়ে অনেকে ফ্লাইটের টিকিট কেটে ফ্যালে , যদি ফ্যামিলি নিয়ে যায়। তবে কেউ কি আর জেনারেলে চলে যায়না বা ঘুষ টুষ দিয়ে।বা সারারাত বসেও যায়। সবই হয়।
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:৪১ | 203.99.212.224
গিয়ে চড়ে গেলেই হয়। তার পরে ঘুষ বা জেনেরাল ঃ-)
Arpan | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩৯ | 65.194.243.232
তৎকাল হয় না এই ট্রেনে?
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩৮ | 203.99.212.224
লোলের ঐ গাছের উপর দিয়ে হাঁটা টা ব্যাপক। কিন্তু মদ ভেরি লিমিটেড।
saikat | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩৭ | 202.54.74.119
কালিম্পং কিন্তু এ ছাড়াও জলকষ্ট পাওয়া যায়। কলকাতায় একটা ঐ নামের কেকের দোকান ছিল না? আর লাভা তে না থাকলেও চলে মনে হয়, যেখানে লোলে-রিশপ-এ থাকতেই হবে।
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩৫ | 203.99.212.224
চারটে করে প্রতি সন্ধ্যায়। দুটি করে দুপুরে।
san | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩৫ | 12.144.134.2
ইন ফ্যাক্ট ভারতে এমন কোনো জায়গারই ট্রেনের বুকিং একমাস আগে পাওয়া যায়না যেখান থেকে টুরিস্ট স্পট কাছে। ঠেকে শেখা।
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩১ | 203.99.212.224
কালিম্পং এ বেশ ভালো চীজ পাওয়া যায়। আর একটা বেশ ভালো পাব ও আছে। আর সেখানে ফিশ অ্যান্ড চিপ্স দ্যায়। মাইরি।
অন্তত চার টে বীয়ার তিন দিন ধরে খেলে, তৃতীয় দিন থেকে চিপস ফ্রী। দিতে পারে।
saikat | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩১ | 202.54.74.119
আরে না না।ঢুকে দেখতে দেয়। ভালো বল্লাম কারণ, ৫-৬ তলা হোটেলের মত এবং সামনেটা ফাঁকা।
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:৩০ | 203.99.212.224
কিন্তু তাহলে রবীন দার কি হবে?
san | ০৪ মার্চ ২০০৯ ১৪:২৯ | 12.144.134.2
দার্জিলিং মেল কামরূপ একমাস আগে পাবেইনা। সেই বাগডোগরাই যেতে হবে।
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৪:২৬ | 61.95.144.123
আর কি করবো? দুটো মিস করেছ - বই পড়বো, গান শুনবো। এর বেশি আর কিছু করা-টরা হবে না। বিপ্লবের দিন শ্যাষ।
স্যান - কালিম্পং যাবো কিআ ঠিক করিনি। চার দিনের জন্যে যাবো - টু ডু লিস্ট তো দিলুম। এবার লা-লো-রি না হয়ে সেটা লিলুয়া-হালুয়াও হতে পারে।
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:২৫ | 203.99.212.224
তার থেকেও বড় প্রশ্ন হল, থাকতে দিলে আর বেরোতে দেয় কি?
san | ০৪ মার্চ ২০০৯ ১৪:২৩ | 12.144.134.2
কালিম্পং যাবেনা তোমরা?
siki | ০৪ মার্চ ২০০৯ ১৪:২০ | 122.160.41.29
থাকার জায়গা মানে? মনাস্ট্রিতে আগে থেকে বুকিং করে গিয়ে থাকা যায়? নাকি গিয়ে সেধে পড়লেই থাকতে দ্যায়?
h | ০৪ মার্চ ২০০৯ ১৪:২০ | 203.99.212.224
হয় পাহাড়ে চড়ব, নয় গাড়ি চালাবো, নইলে ঘুমুবো, ইকি?
siki | ০৪ মার্চ ২০০৯ ১৪:১৯ | 122.160.41.29
একটা সর্ষে লিখে দাও না বাপু যে-যে গ্যাছে, যাবার এট্টা জোরদার এন্থু পাই তা হলে।
অরিজিৎ, রাতের ট্রেন হল দার্জিলিং মেল, সকাল সাড়ে সাতটায় এনজেপি, খুব কমই লেট করে। আর আছে কামরূপ, সকাল সাড়ে পাঁচটায় এনজেপি। এখন তো কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ অনেক ট্রেনই হয়েছে, তাদের টইমিং জানি না।
জাস্ট ব্রেকের বদলে অ্যাকসিলারেটর দিলেই হবে। একই রাস্তার উপরে। বেশি জোড়ে দিয়ো না, পাহাড় টপকে ওদিকটা পুনরায় সিলিগুড়ি।
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৪:১০ | 61.95.144.123
লাভায় কি আছে? লাভা বাদ দিয়ে সিধে লোলেগাঁও চলে যাওয়া যায়?
sinfaut | ০৪ মার্চ ২০০৯ ১৪:০৫ | 203.91.193.5
বড়াই কেন বললো রিশপে একদিন থাকার কথা? এখন যা দেখলাম, লাভা সব থেকে ঘিঞ্জি লা-লো-রি'র মধ্যে, লোলেগাওঁ আর রিশপ দুটোই ভীষন সুন্দর।
san | ০৪ মার্চ ২০০৯ ১৪:০৩ | 12.144.134.2
রিশপে আমরা যখন গেছিলাম সে অনেএএএক বছর আগে তখনও ইলেকট্রিসিটি আসেনি। আহা বড়ই সুন্দর বড়ই সুন্দর। এখন বিদ্যুৎ এসে হয়ত পাল্টে গেছে একটু।
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৩:৫৩ | 61.95.144.123
উইপ্রো মোড় থেকে সোওওওজা হাঁটবি (করুণাময়ীর উল্টোমুখে) - তাইলে আমাদের এদিককার বড় রাস্তায় পৌঁছে যাবি।
sinfaut | ০৪ মার্চ ২০০৯ ১৩:৫২ | 203.91.193.5
এয়ার্কি মারলাম। একদিন অবশ্যই যাবো। শুধু একটু ডিরেকশন বলে দিও তখন, তেমন চিনিনা।
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৩:৫০ | 61.95.144.123
বেথে - লেপচাজগত ওইদিকেই। WBFDC-র সাইটে পাবে।
ইন্ডো - প্ল্যানটা এরকম - ৯ তারিখ রাতে বেরোব, ট্রেনে (রাতের ট্রেন কি আছে জানতে হবে)। না পেলে প্লেনে বাগডোগরা (পকেট দেখে)। তপ্পর ১২ বা ১৩ তারিখ হয় ট্রেনে নয় প্লেনে ফেরা। এর মধ্যে বেশি দৌড়ঝাঁপ বাদ দিয়ে কোথাও ল্যাদ খাবো। লাভা থেকে রিষপ কদ্দূর?
আমার লেপচাজগত খুব পছন্দ হল।
siki | ০৪ মার্চ ২০০৯ ১৩:৪৭ | 122.160.41.29
ইন্ডোদাদাকে লিখতে বলা আর কাকেদের জন্য পরিদের বেদানা ছড়ানো একই ব্যাপার। তবু বলি, লা-লো-রি নিয়ে একটা সর্ষে লেখার কি একেবারেই টেইম নেই, ইন্ডোদাদা? একটা ইটিরিনারি টাইপের কিছু?
লেপচাজগত কি একটা জায়গার নাম? কোথায় সেটা?
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৩:৪৬ | 61.95.144.123
এবার গাড়ি নিয়ে যাবো না তো। সেই তো এনএইচ ৩৪ দিয়ে যেতে হবে - ভয়ংকর রাস্তা।
h | ০৪ মার্চ ২০০৯ ১৩:৪৫ | 203.99.212.224
ধাণের শীষ, পুনরায় স্নত?
h | ০৪ মার্চ ২০০৯ ১৩:৪৪ | 203.99.212.224
অরিজিত, কিন্তু, হোয়াট আবাউট দ্য গারি। সে কি উত্তর বঙ্গে গিয়ে ল্যাদ খাবে না এখেনেই খাবে?
Arijit | ০৪ মার্চ ২০০৯ ১৩:৪২ | 61.95.144.123
সিঁফো আইলেই পারিস।
পামিতাদি - আম্মো এগজ্যাক্টলি ওই ঝন্টিপাহাড়ির কথা ভেবেই লিখলুমঃ-)
sinfaut | ০৪ মার্চ ২০০৯ ১৩:২৬ | 203.91.193.5
এই অরিজিতদা, হানুদা, সোমনাথ আমার ১ কিমি রেডিয়াসের মধ্যেই ঘোরাঘুরি করে। অথচ একদিনও দেখা করে না। দুষ্টু লোক। ঃ(
Paramita | ০৪ মার্চ ২০০৯ ১৩:১৬ | 64.105.168.210
অজ্জিতের বেড়ানোর টুডু উইশলিস্টটা কেমন চারমূর্তির ঝাউবাংলো অভিযানের কথা মনে করিয়ে দিচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন