এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ১২:৫৬ | 65.194.243.232
  • এমিরেটসে বহুবার চড়েছি। সবকিছু বহুত ভাল। চোখ বুজে ভরসা করার মত।

    জিনিসপত্র হারায় না। আমার মেয়ের প্র্যামের কভার হারিয়ে ফেলেছিল। ফোং করে কমপ্লেন করার দুদিনের মধ্যে বাড়ি এসে নতুন প্র্যাম দিয়ে গেল আর পুরনোটা নিয়ে গেল। আমি ইম্প্রেসড।
  • nyara | ০৫ মার্চ ২০০৯ ১২:৫৪ | 64.105.168.210
  • দ্রি এমিরেটস ট্রাই করলে অভিজ্ঞতা জানাবেন। এমিরেটস স্যান ফ্র্যান্সিসকো-দুবাই ডিরেক্ট ফ্লাইট চালু করেছে। দুবাই-কলকাতা ফ্লাইট বোধহয় আছে। পরের বার ভাবছি এমিরেটস ট্রাই করব। জানা দরকার সিঙ্গাপোরের তুলনায় কতটা ভাল বা খারাপ, ইনক্লুডিং টিকিটের দাম।
  • Blank | ০৫ মার্চ ২০০৯ ১২:৪৯ | 203.99.212.224
  • এমিরেটসের খাবার দাবার বাকি গুলোর থেকে অনেকটা ভাল, এটা সবাই বলেছে। আমার ছানা গুলো সবাই এমিরেটসে চড়ে ফিরেছে এবারে। আর সার্ভিস বেশ ভাল
  • d | ০৫ মার্চ ২০০৯ ১২:৪৯ | 203.143.184.11
  • সিবু-বৌদি নিজে জিগান না ক্যান?
  • dri | ০৫ মার্চ ২০০৯ ১২:৪৮ | 75.3.201.245
  • আচ্ছা, এমিরেটসে ফ্লাই করার অভিজ্ঞতা আছে কি কারো?

    কেমন?

    এক কথায় 'খারাপ' না বলে বিভিন্ন বিষয়ে গ্রেড দিলে বেশী উপকার হবে। যেমন খাবার, কাস্টমার সার্ভিস, লাগেজ হারানোর ফ্রিকোয়েন্সি ইত্যাদি। অ্যানেকডোটস্‌ ও ওয়েলকাম। যেমন, 'আলো জ্বালিয়ে ডাকা সত্বেও এয়ার হোস্টেস আসেনি', কিম্বা 'জল চাইলে সবচেয়ে ছোট গ্লাস হাপ ভর্তি করে দেয়, দ্বিতীয়বার জল চাইলে আর কার্টসি স্মাইলটাও দেয় না, মুখ গোমড়া করে রাখে', ইত্যাদি।
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ১২:৪২ | 71.106.244.161
  • গিন্নি শুধোচ্ছে নুচি আর মোটাদানার চিনি কেউ বলছে না কেন?

    আর ছোলাসেদ্দ দিয়ে আলু কুমড়োর ছক্কা সহযোগে নুচিই বা গেল কোতায়?
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১২:৪১ | 61.95.144.123
  • আফিম না। বাটার নান আর ফ্রায়েড মটন।
  • quark | ০৫ মার্চ ২০০৯ ১২:৩৯ | 202.141.148.99
  • এই দুপুরবেলা আফিম? অরিজিৎ এর হ'ল কি?
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১২:৩৭ | 61.95.144.123
  • মানে যেতে হবে আর কি...
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১২:৩৭ | 61.95.144.123
  • আমি তো এই এট্টু বাদে ওপিয়ামে খেতে যাবো।
  • d | ০৫ মার্চ ২০০৯ ১২:৩৪ | 203.143.184.11
  • যাঃ খিদে পেয়ে গেল। ঃ( ঃ(
    এইজন্যই মহা মাহাপুরুষরা বলে গেছেন "পরের উপকার করিও না'
  • h | ০৫ মার্চ ২০০৯ ১২:৩২ | 203.99.212.224
  • লুচি এবং তার সঙ্গে দ্বিতীয় লুচি। এবং এর পরে রেকারিং ডেসিমাল।
  • saikat | ০৫ মার্চ ২০০৯ ১২:২৬ | 202.54.74.119
  • ১) ৯১ মা, ৯৩ উমা
    ২) মা - উমা টই পড়ে
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১২:২৬ | 61.95.144.123
  • লুচির আর প্লেন নলেনগুড়
    লুচির আর বেগুনভাজা
    লুচি আর বোঁদে
  • d | ০৫ মার্চ ২০০৯ ১২:২৩ | 203.143.184.11
  • সেতো আমারও ইন্ডো কেন, সুমেরুর লেখাও "দুর্বোধ্য' লাগে না। কিন্তু বক্তব্যে ব্যবহৃত বাক্যাংশটি লক্ষ করুন বন্ধুগণ।

    আচ্ছা রাঙাকে একটা কোচ্চেনঃ
    তুই ইঞ্জিরিতে তি্‌র্‌পটক পড়স ক্যান? বাংলায় পড়স না ক্যান? "আঁতেল' বইল্যা?

    এইবারে নুচিবাহিনীকেঃ
    খাওয়াদাওয়ার রেঞ্জ এত সীমাবদ্ধ কেন? আলুদ্দমেই দৌড় শেষ? জনহিতার্থে কয়েকটা অপশান বলে দিই----
    ১। লুচির সাথে নারকোলকোরা দেওয়া চাপচাপ ছোলার ডাল।
    ২। লুচির সাথে একদিনের বাসী মোচারঘন্ট।
    ৩। লুচির সাথে নরম নরম ঝিরিঝিরি আলুভাজা
    ৪। লুচির সাথে শুকনোলঙ্কা কালোজিরে ফোড়ন দেওয়া ঝালঝাল আলুর তরকারী
    ৫। লুচি আর ধোঁকার ডালনা
    ৬। লুচি আর আগেরদিন রান্না করে রাখা "পাঠার সিম্পল কারি'
    ৭। লুচি আর আলু-ফুলকফি দিয়ে গা-মাখামাখা ভেটকি মাছের ঝোল।
    ৮। লুচি আর মোহনভোগ
    ৯। লুচি আর ছানার পায়েস।
    ১০। লুচি আর কাজু কিশমিশ দেওয়া নলেঙ্গুড়ের পায়েস (চাল কিম্বা চষি) ।
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১২:১৯ | 61.95.144.123
  • (১) কোন ব্যাচ? আমি ৮৯ মা, ৯১ উমা
    (২) z|নলা ক্যামনে?
  • saikat | ০৫ মার্চ ২০০৯ ১২:১৮ | 202.54.74.119
  • আমিও কিনা, সেই জন্য।
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১২:১৬ | 61.95.144.123
  • হ্যাঁ। কেনে?
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ১২:১৩ | 71.106.244.161
  • দেখেছ, হনু কেমন অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বীকে ল্যাং মারছে!!
  • saikat | ০৫ মার্চ ২০০৯ ১২:১২ | 202.54.74.119
  • আচ্ছা, অরিজিত কি st. lawrence ?
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১২:১০ | 61.95.144.123
  • প্রথম চ্যাপটারটা পড়ে ফেল্লুম (নেট ডাউন ছিলো - এমন সাংঘাতিক কেস যে আপিসের মধ্যের সার্ভারেও কানেক্ট হচ্ছিলো না, তো আর কি করবো - বই পড়লুম) - মন্দ লাগলো না তো। এখনও অবধি বুঝেছি, এবং কাটতে পারিনি।
  • h | ০৫ মার্চ ২০০৯ ১১:৪৮ | 203.99.212.224
  • অরিজিতের হাতে অমিত বাবুর বইটা দেওয়ার সময়ে কিরকম একটা লেট দেয়ার বি লাইট গোছের ফিলিং হল;-) মুশকিল হল, ফেরত আসবে, ফার্স্ট দেয়ার ওয়াজ ডার্কনেস বলে ঃ-)
  • h | ০৫ মার্চ ২০০৯ ১১:৪৬ | 203.99.212.224
  • আমার ইন্দোর লেখা দুর্বোধ্য লাগে না আদৌ। কি বুঝলাম সেটা অবইশ্য মূলতঃ এই আলোচনার পার্ট নয় ঃ-)
  • dipu | ০৫ মার্চ ২০০৯ ১১:১৪ | 207.179.11.216
  • আমার পষ্ট মনে আছে করলা।
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ১১:১২ | 216.52.215.232
  • করলা দিয়ে রাঁধে, না ধুদ্ধুরি দিয়ে এইসব অপপ্রচারের জবাব মামী এসে দেবে!

    ওই এল মামী খ্যাংরা হাতে। ঃ)
  • dipu | ০৫ মার্চ ২০০৯ ১১:০৬ | 207.179.11.216
  • করলা দিয়ে ভেটকি মাছ রাঁধতে জানে। ওয়াক থুঃ।
  • quark | ০৫ মার্চ ২০০৯ ১০:৩৬ | 202.141.148.99
  • ধুস বাঙালরা আটা, ময়দার জিনিস বাণাতেই জানে না, সে নুচিই হোক আর রুটি।
  • Arijit | ০৫ মার্চ ২০০৯ ১০:১৪ | 61.95.144.123
  • নিউক্যাসল কাল বেশ লড়ে ১-২ হেরে গেলো ম্যানিওরের কাছে (এরকম আগে খেললে এই হাল হত না)। এবছরের দুই লেগের খেলা মিলিয়ে স্কোর ২-৩, আগের বার ছিলো ১-১১। কিন্তু যা অবস্থা তাতে এখন লড়ে হারার চেয়ে অ্যালার্ডাইস-মার্কা ফুটবল খেলে হলেও পয়েন্ট দরকারঃ-(
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ১০:০৯ | 65.194.243.232
  • ধ্যাৎ, ইন্দো মোটেও দুর্বোধ্য নয়।

    দুদি নমিনেশন পাবেই পাবে, যেগুলোর শেষে প্রশ্নচিহ্ন থাকে না, সেইগুলির জন্য।
  • Ishan | ০৫ মার্চ ২০০৯ ১০:০০ | 12.217.30.133
  • অ্যান্ড দা অস্কার গোজ টু ...
  • d | ০৫ মার্চ ২০০৯ ০৯:৫৮ | 121.245.160.72
  • আচ্ছা টইতে একটা বাক্যাংশ দেখলাম
    "দুর্দ্ধধঃ অবোধ্যতার মায়াজালে ভরা'। পড়ে ব্যপক লাগল। মানে, যাকে বলে বিয়াপ্পক । ভাবছি এই টার্মটার ওপরে একটা সার্ভে করলে হয় "কোন কোন লেখকের লেখা দুর্দ্ধধঃ অবোধ্যতার ....' ইত্যাদি। কিন্তু ভাবছি নমিনেশানে ইন্ডো আর হ'এর সাথে সুমেরু আর শমিতকেও রাখব কিনা। এরা দুজন তো প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে।
  • Ishan | ০৫ মার্চ ২০০৯ ০৯:৫৭ | 12.217.30.133
  • আজ বড়োম'য়ের জন্মদিন না? তাকে শুভেচ্ছা। ৩৫ ছাড়ানোর জন্য একটা এক্সট্রা শুভেচ্ছা।

    টইটই শেষ করে জানিয়ে গেলাম। ঃ)
  • pi | ০৫ মার্চ ২০০৯ ০৯:৫২ | 128.231.22.89
  • মানে ? ব্যাঙাচি টইটই আর ধেই ধেই করলেই ব্যাঙ হয়ে যাবে ? শুঁয়োপোকাকেও আর পিউপার ইমপ্রিসনমেন্ট সইতে হবে না আঁকাবাঁকা পাখা পাবার জন্য ?
  • M1 | ০৫ মার্চ ২০০৯ ০৯:৫২ | 59.93.209.187
  • পাঁড় শুধু দুটো শব্দের সঙ্গেই যুক্ত হতে পারে 'পাঁড় বাঙাল আর পাঁড় মাতাল ঃ)
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৯:৪৮ | 70.64.8.206
  • দিপু, জানোনা ? পাঁড় ঘটি হয় না, পাঁড় বাঙাল হয়, আর ঘটি হয় খাঁটি, খাঁটি ঘটি।
    আর লুচির ব্যাপারটা স্বতঃসিদ্ধ। আর কবেই তো বিজ্ঞানী বলে গেছেন, 'পরীক্ষার ফল যদি স্বতঃসিদ্ধের মাপে হয়, তাইলে তুমি পাতি বিজ্ঞানী, আর যদি তোমার পরীক্ষার ফল স্বতঃসিদ্ধের বিপরীত হয়, তাইলে তুমি আবিস্কারক'।
  • arjo | ০৫ মার্চ ২০০৯ ০৯:৪৫ | 24.42.203.194
  • টইটই করা খুব ভালো। তার সাথে ধেই ধেই করলে ব্যপারটা পূর্ণাঙ্গ হয়।
  • d | ০৫ মার্চ ২০০৯ ০৯:২০ | 121.245.160.72
  • দেখেছ আজ্জো, ঈশান আজকাল টইটই করার বেশ সময়টময় পায়।
  • arjo | ০৫ মার্চ ২০০৯ ০৯:১৮ | 24.42.203.194
  • আলুর দমে গাওয়া ঘি ভালো লাগলেও ঘিয়ে ভাজা লুচি ভালো না।
  • dipu | ০৫ মার্চ ২০০৯ ০৮:৫২ | 207.179.11.216
  • লুচির কেসটায় আম্মো ঘেঁটে গেলাম - আমাদের বাড়িতে বড় বড় ময়দার লুচি আলুদ্দম সহযোগে খাওয়া হয়। কিন্তু আমরা পাঁড় ঘটি।
  • Arpan | ০৫ মার্চ ২০০৯ ০৮:১৮ | 122.252.231.12
  • এঃ আমি বড় হয়ে গৌতম ভট্‌চায হব। কাল যা বলেছিলাম এরা লাস্ট প্যারায় তাই ছেপেছে।

    http://www.anandabazar.com/5khela4.htm
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৮:১৭ | 70.64.8.206
  • এই যে আজ্জো, এবারে দেশ থেয়িক্যা, খাঁটি গোব্যঘ্‌ত নিএসেছি একশিশি, আলুসেদ্ধ-তে এক মাইক্রোগ্রাম করে খাচ্ছি। এর মত অম্‌ত আরকি আছে ?
  • arjo | ০৫ মার্চ ২০০৯ ০৮:০৭ | 24.42.203.194
  • ঘি কি আর আছে? এখন ডালডা। ডালডায় ভাজা লুচি মাচ বেটার। ঘি তার কাছে লাগে না। মুখ মেরে যায়। ডালডার নুচি চিনি মাখিয়ে। ক্রিস্পি ক্রিমির গরম ডোনাটস অনেকটা কাছাকাছি আসে।
  • pi | ০৫ মার্চ ২০০৯ ০৭:৫২ | 128.231.22.89
  • পুরো বাঙ্গাল ক্যাম্পে গেলে থোড়ি ছোটো ছোটো ঘিয়ে ভাজা নুচি জুটবে ! কলায়ের ডাল, আলু ঝিঙ্গে পোস্ত , কোথায় পাবো তারে ?
    এছাড়াও বাঙ্গাল ক্যাম্পে বড্ড বেশি মেছো মেছো গন্ধ। নাঃ শিবুদা, ভেবেচিন্তে অফারটা কাটিয়েই দিলুম।
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৬:৫৪ | 207.47.98.129
  • এফিডেবিট করে বাঙাল হয়ে গেলে হয় না? কে কাকে ঘটি থাকতে মাথার দিব্যি দ্যায়?

    আমরা তখন ন্যাচারালাইজড বাঙালদের নিয়ে ইস্টবেঙ্গল তাঁবুতে শপথ গ্রহণ উৎসব করব।
  • pi | ০৫ মার্চ ২০০৯ ০৬:৪৯ | 128.231.22.89
  • লুচির বাঙাল, ঘটি নিয়ে ঘেঁটে গেলুম পুরো।
    নাকি ইবে ঘটি বলে আমার ই ঘাঁটা কেস !
    আমার যে ছোটো ছোটো, ঘিয়ে ভাজা, ময়দার নুচি + আলুদ্দম পছন্দ !
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৬:২৮ | 207.47.98.129
  • সে দুঃখের কথা ক'মাস পরে নিজেই জানতে পারবে ঃ))।
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৬:২১ | 70.64.8.206
  • তাইলে আর কি মাসিমার কাছে নিজেই ফেডেক্স হয়ে যাও, 'মাসিমা নুচি খামু'।
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৬:০৭ | 207.47.98.129
  • হেঁটে যাওয়া যায়। কিন্তু নুচি-পায়েসের পা নেই যে ঃ(((।
  • Binary | ০৫ মার্চ ২০০৯ ০৬:০২ | 70.64.8.206
  • ইন্দুরের বাসা আর তোমার বাসা কদ্দুর ?
  • sibu | ০৫ মার্চ ২০০৯ ০৫:৫৮ | 207.47.98.129
  • ঐ যে ইন্দুরাস ভাটে নুচি-পায়েস খাওয়ালো, সেই হোলো কী-বোর্ডের নুচি আর ইলেকট্রনের পায়েস। ফেডেক্সে পাঠালে, সে হোতো আসল জিনিষ।

    ইন্দুরের মা আবার এখানে। মাসিমার লুচি-পায়েস ওভারনাইটে পাঠালেই পারে, তা না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত